ত্রিমাত্রিক ২

সংসপ্তক এর ছবি
লিখেছেন সংসপ্তক (তারিখ: মঙ্গল, ১০/১১/২০০৯ - ২:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ত্রিমাত্রিক - এ প্রথম প্রকাশ করেছিলাম আমার তৈরি কিছু থ্রিডি ছবি।

আজ দিচ্ছি আরো কিছু।

প্রতিটা ছবির জন্ম বৃত্তান্ত অল্প কথায় দিয়ে গেলাম। পেছনের ঘটনা জানলে সম্ভবত আমার দৃষ্টিকোণ যাচাই সহজতর হবে।
আগের মতই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

১. Serenity

Fall

বিকেল ৩-৪ টা, বসন্তের হালকা রোদ আর দখিনা বাতাস! এরকম কোন সময় খুব ইচ্ছা করে এমন কোথাও একটা নৌকায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে.......কিন্তু বাস্তবে থাকতে হয় ট্র্যাফিক জ্যাম নাইলে কংক্রীটের খাঁচায়। Escapism....আর কিছু না।

২. Nocturne

Nocturne

নিজের চোখে তো দেখি নি, কিন্তু আমার ধারণা, আর্কটিক পূর্ণিমার চেয়ে অতিপ্রাকৃত দৃশ্য সম্ভব না। একদিন দেখবো, নিশ্চয়ই। দেখতেই হবে।

৩. Naglfar

Naglfir

কাফকা আমার খুব পছন্দের লেখক। তাঁর In der Strafkolonie, Ein Landarzt ইত্যাদি আমার খুব পছন্দ। কদিন আগে আবার তাঁর লেখা Der Jäger Gracchus অর্থাৎ শিকারী গ্রাকাস পড়ছিলাম। গল্পে গ্রাকাস একজন মৃত ব্যক্তি, যাকে নিয়ে তার নৌকা জীবন ও মৃত্যুর মাঝামাঝি ঘুরে ঘুরে বেড়ায়। সেই নৌকা কোন বন্দর স্পর্শ করার আগেই ঐশ্বরিক নির্দেশ নগরীর কর্তাব্যক্তিদের কাছে পৌঁছে যায়, যেন গ্রাকাসকে স্বাগত জানানো হয় সেই বন্দরে। পড়েই ইচ্ছে জাগে গ্রাকাসের নৌকাটা বানাবো। নাম দিয়েছি নর্স মাইথলজির নাগলফার থেকে, মৃতের নখ দিয়ে বানানো এক নৌকা, যা স্বর্গ নরকের মাঝে ঘুরে বেড়ায়।

৪. Wild

Jungle sunset 2

এ বছরের শুরুর দিকে সুন্দরবন গিয়েছিলাম প্রায় ১ সপ্তাহের জন্য। অসাধারণ সেই অভিজ্ঞতার প্রতিফলন।

৫. Tree of Life

Tree of Life 2

এই ধরনের একটা ফ্যান্টাসি তৈরি করার ইচ্ছে ছিলো বেশ কিছুদিন ধরে, অনৈসর্গিক গাছপালা নিয়ে কিছু একটা। এই ছবিটার উৎস হচ্ছে Yggdrasil, নর্সদের জগৎ-বৃক্ষ। গাছের পাতা/আলো তৈরি করতে গিয়ে ঘাম ছুটে গিয়েছিল। এইটার রেন্ডারিং সময় সবমিলিয়ে ৪-৫ দিনের উপর হবে।

ধন্যবাদ।


মন্তব্য

আহির ভৈরব এর ছবি

ছবিগুলো ভালো লাগলো, প্রথমটা সবচে' সুন্দর লেগেছে।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

১লাজবাব...৩,৪ ও দারুন!

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্রথম ছবিটি কি সম্পূর্ণ আপনার তৈরী করা? নাকি কোন ছবিকে এরকম রূপ দেয়া?
...............................
নিসর্গ

সংসপ্তক এর ছবি

এগুলো থ্রিডি মডেলিং, সম্পূর্ণ নিজের হাতে সব কিছু বসিয়ে করতে হয়। কোন ছবি কে ম্যানিপুলেট করা জিনিস এগুলো নয়। হঠাৎ এই প্রশ্ন?
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ধুসর গোধূলি এর ছবি

- আপনি বোধহয় পিপিদা'র প্রশ্নটা ধরতে পারেন নাই। এই ছবির প্রতিটা এলিমেন্ট কি সফটওয়্যারে বানানো নাকি কোনো বাস্তব ছবি থেকে নেয়া! কারণ, ছবিটার কিছু অংশ খুবই বাস্তব দেখাচ্ছে। যদি সফটওয়্যারেই করে থাকেন পুরোটা তাহলে আপনি আসলেই বস। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। পুরাটাই সফটওয়্যার এ করা।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাফি এর ছবি

অবিশাস্য । ১ নং এর দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে

ওডিন এর ছবি

অ্যাঁ ১, ২, ৩, ৪, আর ৫। সবগুলাই পুরা গুল্লি
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

সংসপ্তক এর ছবি

অসংখ্য ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শুভাশীষ দাশ এর ছবি

উত্তম জাঝা!

সংসপ্তক এর ছবি

থ্যাংক্স বস। আগের পোস্ট আনার ব্যবস্থা পাইসি। সচলের সাহায্য সেকশান এ আছে।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ভুতুম এর ছবি

Wild টা আগে দেখি নাই। সবই জোস।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

গৌতম এর ছবি

আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। দারুণ কাজ দেখিয়েছেন। ব্যক্তিগতভাবে এই ধরনের ছবিগুলো সার্বিকভাবে আমার তেমন ভালো না লাগলেও ছবিগুলোর সূক্ষ্ম কারুকাজগুলো মাঝেমাঝেই মোহিত করে।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতন্দ্র প্রহরী এর ছবি

১, ৪ বেশি ভালো লাগলো। আপনার আগের পোস্টটাও দেখেছিলাম। দারুণ লেগেছে।

আপনার প্রোফাইলের ছবিটার বিশেষ কোনো তাৎপর্য আছে কি? দেখলেই কেমন ধাক্কা লাগে একটা...

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ। প্রোফাইল ছবিটা জোকারের একটা ছবি, নিজের মত ম্যানিপুলেট করে নিয়েছি। জোকার আমার খুবই পছন্দের একটি চরিত্র।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

তুলিরেখা এর ছবি

খুব সুন্দর, অসাধারণ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাইফ তাহসিন এর ছবি

জট্টিল লাগল, তবে নৌকার পাল ট্রান্সপারেন্ট কেন, সেটার হালকা ইতিহাস জানার ইচ্ছা জানিয়ে গেলাম। চলুক এমন অসাধারন শিল্প। আর কতদিন কাজ করেছেন এবং রেন্ডারিং টাইম দিলে আপনার কষ্টের পরিমানটা কিছুটা বোঝা যেত। ফিনিশড কাজ দেখে পেছনের গল্পের আভাস মেলে না পুরোপুরি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

হিমু এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

১ ও ২ এক কথায় অসাধারণ। বাকীগুলো তেমন লাগেনি। ভালো কাজ। চালিয়ে যান।

আপনার Creativity-র প্রশংসা করতেই হয়।

-------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মূলত পাঠক এর ছবি

সুন্দর!

অনিকেত এর ছবি

চমৎকার লাগল!!!

দ্রোহী এর ছবি

ঘাবড়াইছি!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।