কারসাজির ক্যামেরাবাজি -২

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৮/০৪/২০০৯ - ৪:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যামেরা ধরা
(ছবির সূত্রটা যোগ করছি পরে)

ক্যামেরাবাজি একটা দক্ষতা -শুধু চর্চায়ই যা বাড়ে। ভালো ছবি তুলতে পারার আগে তাই দরকার প্রচুর ছবি তোলার অভিজ্ঞতা (শুধু এই পোস্ট পড়ে গেলেই কাজ হয়ে যাবে না -এতে অংশ গ্রহণ করতে হবে)। মোটা বই বা ফটো ম্যাগাজিন মলাট থেকে মলাট মুখস্থ করে ফেলা বা ভিডিও টিউটোরিয়াল ভাজা ভাজা করে ফেললেই ক্যামেরাবাজ হওয়া যাবে না। ছবি তুলতে হবে, প্রচুর ছবি। তবে বিয়েবাড়িতে ক্যামেরা ক্লিক করে গেলেই হবে না। আপনার কমফোর্ট জোন (আরামের খোলস) থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জিং পরিবেশে বা নতুন বিষয়ের ছবি তুলতে হবে। অনেক অনেক ছবি। একটা নির্দিষ্ট বিষয়ে (ধরা যাক প্রাকৃতিক দৃশ্য/ ম্যাক্রো) ছবি তুলতে দক্ষ হয়ে উঠলে অন্য বিষয়ে হাত দিতে হবে। সেসব নিয়ে আপনাদের ভাবনার কিছু নাই। এই কোর্স আপনাকে আপনার অজান্তেই সেসব রাস্তায় হাঁটিয়ে নিয়ে আসবে আর ক্লিক-হ্যাপি ফটোগ্রাফার থেকে দক্ষ ক্যামেরাবাজ করে তুলবে। এখন কিছু ঘর গোছাই চলেন।

কোর্স সমন্বয়:

প্রায় ১৯ জনকে পাওয়া গেছে আমাদের সাথে। বেশিরভাগ সচলায়তনে অতিথি। সচলের কিছু সদস্য ক্যামেরাবাজকেও জোর করে আমাদের গ্রুপে রাখবো। শুরু করি তাহলে কোর্সের প্রস্তুতির কাজ:
. ১. আগের পোস্টে যারা আগ্রহ জানিয়ে মন্তব্য করেছেন তারা আমার গুগল ইমেইল এ্যাড্রেসে একটা মেইল করে নিজেদের ইমেইল ঠিকানা দেবেন। আমরা একটা গ্রুপ তৈরি করবো যাতে সবাইকে বিভিন্ন লিংক পাঠানো যায়, বিভিন্ন পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল পাঠানো যায় এবং আমাদের বিভিন্ন বাড়ির কাজ ও ছবির এ্যাসাইনমেন্টের জন্য নানা প্রশাসনিক কাজগুলো ব্লগের বাইরে সেরে ফেলার সুযোগ থাকে। (এর বড় একটা সুবিধা হচ্ছে যারা এই কোর্সে নাম না লিখিয়ে এবং আমাদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ না করে পর্দার আড়ালে থাকতে চান তাদেরকেও সাথে পাওয়া যাবে। এটা একটা পারষ্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিও।)
.
. ২. প্রথম বাড়ির কাজ হচ্ছে আপনার ক্যামেরার বিবরণ ও তাতে কী কী সুবিধা আছে তা খতিয়ে দেখা। কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা হোক কিংবা মোবাইল হোক ছবি তোলার কী কী অপশন আছে তাতে তা জানিয়ে একটা ইমেইল করবেন এবং মন্ত্যবের ঘরে যা যোগ করবেন। সব অপশনগুলো স্বার্থকভাবে ব্যবহার করতে দক্ষ হয়ে উঠবো আমরা ধীরে ধীরে।
.
. ৩. পিকাসা-৩ সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন।
.
. ৪. ফ্লিকার ডট কমে ক্যামেরাবাজ হিসেবে একটা এ্যাকাউন্ট খুলবেন। যাদের এ্যাকাউন্ট আছে তারা নতুন একটা এ্যাকাউন্ট খুললে সুবিধা হয় –শিক্ষার্থী পরিচয়টা আলাদা থাকলো।
.
. ৫. ফ্লিকারে এ্যাকাউন্ট খোলার পর আমাদের নতুন গ্রুপে যোগ দিনক্যামেরাবাজি ০৯ নামের গ্রুপ পুলেই আমরা সবার ছবি আপলোড করবো এবং তা নিয়ে আলোচনা করবো। ছবির কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে তার একটা গাইডলাইন পরের লেখায় থাকছে।
.
. আপাতত: হাতের ক্যামেরাটা নিয়ে কিছু ছবি তুলতে থাকুন। নিজেই বাছ-বিচার করুন। পরবর্তী ঘোষণা আসছে শিঘ্রই। তার আগে প্রস্তুতিমূলক কাজগুলো সেরে ফেলুন।
.
. শুভ ক্যামেরাবাজি!

প্রথম যোগ দেয়া ১৯ জনের তালিকা:
১. সাদামাটা ২. নীড় সন্ধানী ৩. এস এম মাহবুব মুর্শেদ ৪. মুস্তাফিজ ৫. অরূপ ৬. আরিফ জেবতিক ৭. ইশতিয়াক রউফ ৮. অমিত ৯. শাহেনশাহ সিমন ১০. অতন্দ্র প্রহরী ১১. সংসারে এক সন্ন্যাসী ১২. প্রকৃতিপ্রেমিক ১৩. পলাশ দত্ত্ ১৪. জুবুথুবু ১৫. সমুদ্র ১৬. ছায়ালীন ১৭. রণদীপম বসু ১৮. সা'দ ও ১৯. শোহেইল মতাহির চৌধুরী


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরে, এইখানে এইসব চলতেছে নাকি? স্যরি, ব্যস্ততা হেতু আগের পোস্টটা দেখা হয় নাই।
আমি সারাজীবন দুইনম্বর লোক হিসাবে পরিচিত ছিলাম।
এই গ্রুপে দুইয়ের পরে একটা শূণ্য যোগ হইলো।
আমি বিশ নম্বর দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ।
ইমেইল সহ যোগাযোগ করেন। বাড়ির কাজ শুরু করেন। কী ক্যামেরা তাতে কী কী অপশন আছে সেসবের একটা গভীর অনুসন্ধান চালান। দরকার হলে ম্যানুয়াল খুলে দেখুন কী কী করা যায় এই যন্ত্রটা দিয়ে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আলাভোলা এর ছবি

আমিও আছি...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নজরুল ইসলামের মন্তব্যের জবাবটা এখানে কপি-পেস্ট হবে। ;)।
মেইল পেয়েছি, ধন্যবাদ।

আলাভোলার ক্যামেরা হচ্ছে:

সনি সাইবারসট এস৭৩০

Optical Zoom 3x

Precision Digital Zoom 6x (Total)

Smart Zoom up to 14x (with VGA)

F 2.8-4.8

Focal Length (f= mm) 5.8-17.4

Focal Length (f=35mm conversion) 35-105

Macro (cm)

Wide: 50-infinity, Tele: 50-infinity

Filter Diameter (mm)

NO

Conversion Lens compatibility NO

Carl Zeiss Vario-Tessar Lens

NO
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

আপনার গুগল ইমেইলটা জানতে চাই।

-নীড় সন্ধানী

সীমা [অতিথি] এর ছবি

আমিও থাকতে চাই, জানি না কতদূর পারব।

অছ্যুৎ বলাই এর ছবি

কোর্সে যোগ দেবো নাকি ভাবছি। এসএলআর নাই, ক্যানন ৫৭০ আইএস। তবে মোবাইলেই তোলা হয় বেশি। ছবি তোলার দিকে ঝোঁকটা অনেক হলেও সুপ্ত, কারিগরী দিক নিয়ে কখনো মাথা ঘামাই নাই। কোর্সে লেটার মার্ক্সের এফোর্ট এখন দিতে পারবো না, তবে পাস মার্ক ম্যানেজ করা যাবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্বাগতম। স্বাগতম।
ক্যামেরা বিষয় না, ক্যামেরার পেছনের মানুষটা বিষয়।

নজরুল ইসলামের মন্তব্যের জবাবটা এখানেও কপি-পেস্ট হবে। ;)।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

...অসমাপ্ত [অতিথি] এর ছবি

আমিও আছি কিন্তু। হাসি

মাহবুব লীলেন এর ছবি

ইসকুলের শুভ কামনা করি
কিন্তুক আমি আর কোনো ইসকুলে নাই

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

শিক্ষার্থী হিসেবে না থাকেন, একটা অন্তত লেকচার দিয়েন বাকী শিক্ষার্থীদের উদ্দেশে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

Sadamata এর ছবি

আপনার ইমেইল আ্যড টা কিভাবে পাই?

অম্লান অভি এর ছবি

রবীন্দ্র নাথের 'ছেলেটা' কবিতার ছেলেটা মত আমার সবটাতেই একটু আগাম ইচ্ছা জাগে- গুগলি তোলা জলের খেলা দেখে আর সাঝ বেলা গরুর বাড়ী ফেরা দেখেও। তাই যোগ দিতে চাই কিন্তুক ভায়া আমার তো তেমন কথন যোগ্য ক্যামেরা নাই মাস পরে হবে বৈকি একটা নিজের হাতে ভিজিএ মোবাইল আছে মাত্র।
আমায় গ্রহণ করো হে পৃথিবী শেষ নমস্কারে অবনত......অম্লান ভালোবাসে তোমাকে (amlan43) এ্যাট জিমেইল................

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমার ইমেইল এ্যাড্রেস আগের লেখায় ছিল। আবার দিচ্ছি।

ফ্লিকারে যোগ দিয়ে ক্যামেরাবাজি কোর্স ০৯ গ্রুপের সদস্য হতে ভুলবেন না।

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রণদীপম বসু এর ছবি

আমি নকিয়া ৬১২০ মডেলের ২ মেঃপিঃ ক্যামেরায় ছবি তুলি আর ইদানিং তা পিসি-তে ডাউনলোড করা পিকাসা-৩ তে যথাসম্ভব এডিট করে নেই। এর বাইরে আমার জানাশোনা লাড্ডু !

চেষ্টা করবো নিজেকে উন্নীত করতে যতটুকু সম্ভব। এখন দেখি ফ্লিকারে আরেকটা এ্যাকাউন্ট খোলা যায় কি না। আচ্ছা একই মেইল এড্রেসে কি একাধিক ফ্লিকার এ্যাকাউন্ট খোলা যায় ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আগের এ্যাকাউন্ট নিয়াই গ্রুপে যোগ দিন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

ফটোগ্রাফীতে আমার বিদ্যে ভোলানাথের 'তিন চারা নব্বই' তত্ত্বকেও হার মানায়। আর ক্যামেরা আছে একটা এতিম গোছের মোবাইল ক্যামেরা। তবে শিষ্য হবার ইচ্ছেটা ব্যাপক। তবু 'দ্বার খোল হে দ্বার খোল .................

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দৌড়াক কোর্স। সাথেই আছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বন্য রানা এর ছবি

আমিও কিন্তু লাইনে আছি, মেইল পাইছেন তো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।