চাষবাস করে শিল্প

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ১২/০৮/২০০৭ - ৯:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাষবাস করে শিল্পএটা ভিনগ্রহের মানুষের কারবার না। বিশেষ কায়দায় সংকেত দেয়ারও কোনো পদ্ধতি না। নিতান্তই শিল্প চর্চা।
জাপানের কানাগাওয়ার চাষীরা ১৯৯৩ থেকে ধানক্ষেতে এরকম শিল্প সৃষ্টি করে আসছে। অনেক বড় এসব শিল্প। ৪৬৯ বাই ৩৪১ ফুট। কাছ থেকে বুঝার উপায় নেই। উপর থেকে দেখতে হবে।
বিভিন্ন রংয়ের পাতা হয় এরকম ধানবীজ বুনে তারা এই ছবি তৈরি করে। মে মাসে শুরু করলে জুলাইয়ের শেষে এসে ছবিটা তৈরি হয়। সেপ্টেম্বর পর্যন্ত মাঠেই থাকে এই শিল্প।
তারপর স্বেচ্ছাসেবক শিল্পীরা ভাগে এক বস্তা করে ধান পায়।

এখানে গেলে গ্যালারিতে আরো কিছু ছবি দেখা যাবে।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অ, হাসান, মজা পেলেন? ধন্যবাদ। সবাই বলে এখানে শুধু সিরিয়াস লেখা। আমি মনে হয় সবচে জটিল লিখি। তাই হালকা মেজাজ আনার চেষ্টা।
কিন্তু ছবিটা শুরুতে দিতে পারিনি। তবে লিংকটা কাজ করছে।
অবশ্য এখানে পাঠকরা বেশ সিরিয়াস, বুঝতে পারছি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

দিগন্ত এর ছবি

শিল্পের পরিধি আমার কল্পনার থেকেও অনেক বড়!


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দিগন্তের মন্তব্য তো এ্যান্টেনার দিগন্ত ছাড়ায়ে গেল।
শিল্পের পরিধি কী?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অরূপ এর ছবি

মজার!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

ঝরাপাতা এর ছবি

প্রকৃতির ক্যানভাসে প্রকৃতির সন্তানেরা প্রাকৃতিক নির্মাণে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঝরাপাতা- পুরোদমে কাব্যিক।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৌরভ এর ছবি

হুমম। জানতাম, একবার টিভিতে দেখেছিলাম। ছবি দেখার সুযোগ হয় নি কখনো। আজ দেখলাম আপনার কল্যাণে।

দেখতে যেতে হবে তো।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সৌরভ এখনও সময় আছে।
চলে যান।
গিয়ে নিজের ক্যামেরায় ছবি তুলে একটা পোস্ট দেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নজমুল আলবাব এর ছবি
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

কিন্তু শিল্প বানাতে ধানচাষের এই জটিল পদ্ধতিটা মোটেও আরামের মনে হয় না, নজমুল।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।