সশস্ত্র-ছাগল-ডাকাত

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলমগীর ভাই সচলে সচল থাকলে সম্ভবত এই পোস্টটা আমার বদলে তিনিই দিতেন কারণ খবরটা মূলত কস্কী মমিন ক্যাটেগরির। কিন্তু উনি যেহেতু নেই, তাই আমাকেই এই খবর শোনাতে হচ্ছে।



দুর্ধষ ডাকাত ছাগু , একটি ব্যক্তিগত মুহূর্তে !

নেট ঘাটতে যেয়ে অদ্ভুত এক খবরে চোখ আটকে গেল।

নাইজেরিয়াতে এক ছাগলকে ( ব্লগোমন্ডোলের ছাগু ছাগল না, সত্যিকারের নিরীহ ছাগল ) পুলিশ গ্রেফতার করেছে সশস্ত্র ডাকাতির অভিযোগে।

এতটুকু পড়েই চোখ কপালে উঠে গেল - গুগলে খোঁজ লাগাতেই বের হয়ে এল আসল কাহিনী।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই ছাগল হচ্ছে এক গাড়ি চোর, যে চুরির পরপরই মন্ত্রবলে নিজের আকৃতি পরিবর্তন করে ছাগল হয়ে গিয়েছে। সেই প্রত্যক্ষদর্শনের ফলেই, পুলিশ ছাগলকে গ্রেফতার করেছে এবং পুলিশের এক সূত্র অবশ্য জানিয়েছে তদন্ত শেষ হওয়ার আগে ছাগলের মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই।

নিন্দুকেরা অবশ্য এর মধ্যে নাইজেরিয়ার পুলিশের শিক্ষা দীক্ষার অভাব এবং সমগ্র নাইজেরিয়াতে কুসংস্কারের ছড়াছড়ি দেখে কড়া সমালোচনা করছে। তবে আশা করা যায়, যুক্তিবান কর্তব্যপরায়ন পুলিশের দল এর শেষ না দেখে ছাড়বেন না।

এমন ঘটনা বাংলাদেশেও ঘটে - যেমন এক বছরের শিশুর নামে ধর্ষণ মামলার অভিযোগ, কিন্তু সেখানে বাদী,বিবাদী কিংবা বিচারক সবাই জানেন আসল ঘটনা কী। কিন্তু নাইজেরিয়াতে একদল মানুষ এতোই মনপ্রাণ দিয়ে ঘটনাটা বিশ্বাস করেছে যে চমৎকৃত না হয়ে উপায় নেই !

সংবাদ সূত্র


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

নিবিড় এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আনিস মাহমুদ এর ছবি

ছাগলে যদি মানুষের (অর্থাত্ ডাকাতের) কাজ করে, মানুষের (থুক্কু, পুলিশের) তহেলে ছাগলামি না করে উপায় কী?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সবজান্তা এর ছবি
স্নিগ্ধা এর ছবি

আমি বুঝতে পারসি, নাইজেরিয়াই একমাত্র সর্বতোভাবে নিরপেক্ষ একটা দেশ যারা এমনকি মানুষ আর জন্তুর মধ্যেও ভেদাভেদ করে না !! আর বুদ্ধিবৃত্তির দিক থেকে নাইজেরিয়াই আমার উপযুক্ত জায়গা। সবজান্তা, প্লেনের টিকেট কত করে জানো নাকি?

সবজান্তা এর ছবি

আর বুদ্ধিবৃত্তির দিক থেকে নাইজেরিয়াই আমার উপযুক্ত জায়গা।

এ'টা যদি সত্যি হয়ে থাকে, তবে আবেদন করুন, ওরা নিজের খরচেই আপনাকে নিয়ে যাওয়ার কথা দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

আবেদনে করসি, একজন সমবুদ্ধির গ্যারান্টার লাগে এপ্লিকেশনের সাথে। তুমি যদি একটু কষ্ট করে .........

সবজান্তা এর ছবি

তুমি যদি একটু কষ্ট করে .........

আপনি যখন বলছেন তখন না হয় কষ্ট হলেও, আপনার সমবুদ্ধির একজন গ্যারান্টার খুঁজে বের করতাম। কিন্তু কী করার বলেন ? এই বুদ্ধিমত্তার লেভেলে সারা এশিয়াতেই একমাত্র আপনি ছিলেন। আপনি এশিয়া ছেড়ে যাওয়ার পর হারিকেন দিয়ে খুঁজেও কাউকে পেলাম না।

আপনি বরং বুশকে বলে দেখতে পারেন, উনি তো এখন ফ্রী... চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

তুমি মনে করো তোমার ডাইলেমা আমি বুঝি না?! বুঝি, কমজান্তা, অবশ্যই বুঝি! কিন্তু, কি করবো বল, মাঝে মাঝে সত্যের দাবীতে অপ্রিয় কথাও প্রিয় সচলদের জানাতে হয়, দীঈঈঈঈঈর্ঘশ্বাস!!!!

আপনি এশিয়া ছেড়ে যাওয়ার পর হারিকেন দিয়ে খুঁজেও কাউকে পেলাম না।

হারিকেন না রে দাদা, খুঁজে পেতে চাইলে তোমার যেটা লাগবে সেটা হলো - আয়না মন খারাপ

রায়হান আবীর এর ছবি

ঘটনা তো প্যাঁচ খাইয়া গেলো-

=============================

সবজান্তা এর ছবি

নাহ ! তেমন প্যাঁচ আর খাইলো কই !

রিভার্স মন্ত্র পইড়া ছাগু থিকা মানুষ বানাইলেই হবে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

ওরে!! হো হো হো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

বেশি মজা লয়েন না। পরজন্মে ছাগল হইয়া নাইজেরিয়া যাইবেন না, তার গ্যারান্টি আছে ?


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

ওরে !!!!! হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

একটু পৃষ্ঠপোষকতা পেলে ছাগু যে কতদূর যেতে পারে তা অতীতে দেখেছি। তাই নাইজেরিয়ার পুলিশকে দোষ দেবো না।


হাঁটুপানির জলদস্যু

সবজান্তা এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনুগ্রহ করে খবরের লিংক দেন। নইলে ভিন্ন অভিযোগ উঠতে পারে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা এর ছবি

বেশ ! নেটের গাদা-গুচ্ছের লিঙ্ক থেকে একটা যোগ করে দিলাম, সেই সাথে হিরো ছাগলের একটা ছবিও লাগিয়ে দিলাম চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি

৮০'র দশকের শেষ দিকের কথা। এম্রিকা না রাশিয়া কে জানি মহাশুন্যে বান্দর পাঠাইছিল। সেই ভদ্রলোক ভদ্রভাবে মহাশুন্য পর্যন্ত গেছে। কয়েকদিন পরে হঠাৎ তার খেয়াল হইলো, আয় হায় আমি না বান্দর! আমি মানুষের মতো করি ক্যান? লগে লগে অ্যাকশান। তারটার ছিড়া একটা পরিস্থিতি। পেপারে ঐ খবর আইছিল মহাশুন্যে বাঁদরামী নাম দিয়া। দেঁতো হাসি



অজ্ঞাতবাস

সবজান্তা এর ছবি

আম্রিকাই হইবো, বুশরে পাঠাইছিলো মনে হয় চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অস্ট্রেলিয়ার উটের খবরের লিংকটা পেলাম না। অন্য ব্লগে আলাপ হয়েছিলো বেশ।
কয়েক বছর আগের কথা। গার্লফ্রেন্ডের জন্মদিনে বয়ফ্রেন্ড উটের বাচ্চা উপহার দিয়েছিলো। সেই উটের বাচ্চা মালিকীনকে 'সম্ভ্রমহানি'করে মেরে ফেলে।

হাসান মোরশেদ এর ছবি

কানাডায় গিয়েও ছেলেটা অস্ট্রেলিয়া ভুলতে পারলোনা হাসি

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
মোরশেদ ভাইর কমেন্টে জাঝা।


আবার লিখবো হয়তো কোন দিন

অমিত আহমেদ এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভুলবো আমি, এতো সোজা?/মাথায় কতো স্মৃতির বোঝা।

হিমু এর ছবি

কেঁদো না মাওলানা, কেঁদো না! দাড়ি দিয়ে আঁসু মোছো! শেভ করে ফেল্লে পাগড়ি খুলে মোছো। ওরে বুঝি রে, আমরাও গত মিলেনিয়াম ইন্টারমিডিয়েট পাশ করা খ্রাপলুক!

নাও এই গান্টা শোনো। জখম দিলের জন্য পুল্টিশ।

O amar mon kande_S...


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চউক্ষে পানি চলে আসলো। ঃ(
জাঝাকুল্লাহ খায়রান...

রণদীপম বসু এর ছবি

মানুষের মধ্যে নাকি অনেক ক্যাটেগরি আছে। তবে পাগলের একটা মাত্র ক্যাটেগরি। পাগল পাগলই। কিন্তু ছাগলের ক্ষেত্রে প্রভূত সমস্যা দেখা যাচ্ছে ! ক্যাটেগরির সমস্ত সূত্রই নষ্ট করে দিলো..!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

আসেন আমরা চান্দা তুইলা সবজান্তারে নাইজেরিয়া পাঠাই ছাগুমানুষকরণ প্রকল্পের প্রধান কইরা

অমিত আহমেদ এর ছবি

বেটাকে ঝাল-ফ্রাই করে খেয়ে ফেলা হোক।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রাগিব এর ছবি

ধুর, এইটা নিয়ে আমার লিখার পরিকল্পনা ছিলো। আগেই লিখে দিলে হাসি

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

হিমু এর ছবি

আপনার খোমাখাতার টাইটেলটা জটিল হইসিলো!

"এক ছাগু কারাগারে ..." হাসি


হাঁটুপানির জলদস্যু

ভূঁতের বাচ্চা এর ছবি

আসলেই তো কস্কি মমিন ?
সেদিন একটা খবর পড়লাম। এক বিড়াল ধরা পড়েছে মানুষের বাসা থেকে অন্তর্বাস চুরি করার পরে। তবে এটা আসলে বিড়াল। কোনও রূপান্তরিত ভার্সন না বিড়ালের। সে নাকি অনেকদিন ধরেই এটা করে আসছিল। অস্ট্রেলিয়ার খবর আরকি। ব্যাকইয়ার্ডে কাপড় শুকাতে দিলে সে এসব চুরি করে নিয়ে যেত দেয়াল টপকে এসে। চুরি করা জিনিসপত্রের মধ্যে বাচ্চাদের খেলার পুতুল, মোজা এসব জিনিসও পাওয়া গেছে।

----------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

বেশ । তা বেড়ালটা সেই অন্তর্বাস গুলো নিয়ে গিয়ে করেটা কি ? সস্তায় বেচে নাকি নিজে পরে ঘুরে বেড়ায় ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

না, গিয়ে বেঁচতো না। ব্যাটার বাসায় নিয়ে জমা করতো। অন্তর্বাসের উপর বিড়ালটার বিশেষ আকর্ষণ আছে বলে পশু চিকিৎসকরা ধারণা করছেন।

---------------------------------

--------------------------------------------------------

কীর্তিনাশা এর ছবি

কঠিন! হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

(পেটফাটাহাসি)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এনকিদু এর ছবি


ছাগু সুদূর নাইজেরিয়াতে গিয়েও ...


মানুষ কেমনে ছাগু হইল আমাদের বুঝতে পারার কথা না । নাইজেরিয়াতে প্রচলিত অ্যানিমিস্ট বিশ্বাসের জিনিস এগুলো । যথেষ্টা ঈমান-আকিদা না থাকলে মাথার উপর দিয়ে যায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পান্থ রহমান রেজা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

গৌতম এর ছবি

কস কী মমিন! নাইজেরিয়াতেও মমিনছাগু পাওয়া যায়?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি
-------------
উদ্ভ্রান্ত পথিক


রাগিব এর ছবি

নাহ, থাকতে না পেরে রয়টার্সের খবরটা বাংলাতে অনুবাদ করে আমিও অন্যখানে একটা পোস্ট দিলাম। এই রিপোর্ট লিখতে গিয়ে সাংবাদিকের নিজের যে হাসতে হাসতে পেট ফাটেনি, কপাল ভালো। রিপোর্টটা অনুবাদ করতে গিয়ে আমার ফেটেছে। হাসি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

অভ্রনীল এর ছবি

এই ছাগুর কি কোন দলটল নাই? ডাকাতদের বা ছাগলদের যেমন থাকে ... এরা দল হিসেবে কিন্তু ভয়াবহ... এইসব ছাগলের দলের পাল্লায় একবার পড়সিলাম ছুটুবেলায়... ঐ দলের গোদা ছিল আবার একটা রাম ছাগল... বাকীগুলা ব্ল্যাকবেঙ্গল... আমার অবস্থা কাহিল কইরা দিসিল... ঐ দলে রামছাগল সহ মুটমাট সদস্য আছিল চাইর জন (ছাগল)...

আর ছাগলরে লাই দিলে এরা মাথায় চইরা না বসলেও পায়ের কাছে আইসা গা ঘষাঘষি করে... খুবই বিরক্তকর... নাইজেরিয়ান পুলিশরে সাধুবাদ... অন্তত একটার হাত থ্যাইকা তো দেশবাসী বাঁচবো...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

রাগিব এর ছবি

দল থাকলে আরো কী হতে পারতো ভাবুন। কল্পনা করা যাক -

"ডাকু ছাগুরামকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে লুকিয়ে রাখা অস্ত্রের খবর পায় পুলিশ। ছাগুকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাঁঠালবনে গেলে সেখানে ওঁত পেতে থাকা ছাগুর সঙ্গীসাথীরা পুলিশের উপরে অতর্কিতভাবে ঢুঁশ হামলা শুরু করে। এতে ক্রস ঢুশে পড়ে মন্ত্রপূত ছাগু নিহত হয়।"

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ইশতিয়াক রউফ এর ছবি

আড়ালে বসে কোন এক সত্যনিষ্ঠ সাংবাদিক পুরো ঘটনার স্ক্রিনপ্রিন্ট তুলে রাখেননি? চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

ইশ এইরকম একটা কামেল ছাগলের মালিক হইলে তো লোম বেইচাই বড়লোক হওন যাইতো

...........................
Every Picture Tells a Story

বিপ্রতীপ এর ছবি

কাল সারাদিন মন মেজাজ ভালো ছিল না। এরপরেও এই খবরটা পড়ে একটু পর পর হেসে উঠেছি...বেচারা ছাগু...

ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। কিছুদিন আগে এক বড় ভাই পুরো পরিবারের জন্য অষ্ট্রেলিয়া ভিসার আবেদন করেছেন। তিনি হাসতে হাসতে দেখালেন তার দুই বছরের মেয়ের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট! অবশ্য পরে আর জমা দেননি ব্যাপারটা হাস্যকর দেখাবে ভেবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নাইজেরিয়া থেকে প্রতিভাধর বহুরূপী ছাগল কেনার আহ্বান সম্বলিত নতুন কিসিমের স্প্যাম আসা শুরু হবে কি না, ভাবতেসি চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বৃষ্টি বিলাসিনী এর ছবি

একি হচ্ছে চারপাশে, কেউ বলে ছাগু ডাকাত, কেউ বলছে বিড়াল। মানুষের কর্ম দেখছি এখন ছাগল আর বিড়াল নিয়ে নিচ্ছে। তাহলে কি মানুষ আর ছাগুর সাথে নতুন যুদ্ধ লাগবে?

যাক, পুলিশের লাভ হল। পুলিশ যখন মানুষ ধরতে পারছেনা তাহলে ছাগু ধরে তাদের কাজ জারি রাখুক। কিছুত করতে হবে তাই না?

~মিনা~

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।