সচলায়তন আপগ্রেড - আলফা ভার্সন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ২৫/১১/২০০৯ - ৬:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলফা ভার্সনটি এক্সেস করা যাবে এখানে: http://sachal6.sachalayatan.com

এটা ব্যবহার করে ভালো/মন্দ/গালি/নিন্দা যা মনে চায় জানিয়ে ফেলুন এই পোস্টে। নতুন পোর্টালে চাইলে পোস্ট করতে পারেন - কিন্তু সেটা সেইভ করা হবে না। ব্যাপারটা খিয়াল কইরা।

==================
সচলায়তন আপগ্রেডের আলফা ভার্সন সেটআপ করা হচ্ছে। বর্তমান পোর্টালের পাশপাশি আপগ্রেডেড পোর্টালটা চলবে। এতে করে নতুন ভার্সনটি টেস্ট করে ভুল ভ্রান্তিগুলো জানান দিতে পারবেন আপনারা।

আপগ্রেড শুরু হবে কিছুক্ষণ পর এবং পুরো প্রসেস শেষ হতে পাঁচ ঘন্টার মতো লাগবে। আপনাদের লেখালেখি স্বাভাবিক ভাবে চালু রাখতে পারেন।

নতুন ভার্সনে এই মুর্হুতে কিছু পোস্ট করলে তা সংরক্ষণ করা হবে না। তবে পুরোন এই ভার্সনের সব কিছু সংরক্ষিত হবে। দুটো ভার্সনের ডাটাবেইজ সম্পূর্ণ আলাদা।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নতুনটার লিংক কি? নাকি এখানে লিখলেও অটোমেটিক্যালি নতুনটাতেও সেভ হবে? ধন্যবাদ।

(ও, পড়লাম সেটাপ করা হচ্ছে.. ঠিকাছে, তারপরে নিশ্চই লিংক আসবে হাসি )

কি কারণে জানিনা-- এই মুহূর্তে সচল খুব ফাস্ট মনে হচ্ছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লিংক দিবো আপগ্রেড শেষে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- সচলরে একটা তিন বেয়ারিং গাড়িতে বসায়া দেয়া হৈছে! পিছন থেকে মা.মু তার মাসল পাপাইয়ের মতো বার কয়েক টুংটাং কইরা সেই বেয়ারিং গাড়ি ঠেলতাছে! হাসি

সুজন্দা কই! একটা খাট্টুন হৈয়া যাক এইটা নিয়া!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক হাসান এর ছবি

অপেক্ষায় আছি।

রাগিব এর ছবি

সাইট আসলেই এখন ব্যাপক দ্রুতগতির!! আর সেই সাথে গুগল মামার (সম্ভবত) ভুতুড়ে হাজার খানেক অতিথি লোকজনও উধাও!

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মুরশেদ ভাই, সেটাপ হয়েছে? অপেক্ষায় আছি হাসি

রণদীপম বসু এর ছবি

এই বেটা ভার্সন, আলফা ভার্সন কিংবা গামা ভার্সন-টার্সন বুঝি না ! জিনিস চাই। দেখতে চাই দেখতে কেমন লাগে আর সুবিধাগুলা কী কী !

সেই শুভ-আগমনের অপেক্ষায়.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

Page not found দেখায়। কেবল মুস্তাফিজ ভাইয়ের তৈরি করা ব্যানার ছাড়া আর কিছুই তো আসছে না লিঙ্কে!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শুভাশীষ দাশ এর ছবি

শেষের দাড়িটা বাদ দেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক।
তবে ভার্টিকাল ডান্ডাটা সরায়া দিলেই কাজ হয় http://sachal6.sachalayatan.com/
...............................
নিসর্গ

গৌতম এর ছবি

ধন্যবাদ। কাজ হইসে। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

কোনোভাবেই দেখতে পারি না

শামীম এর ছবি

দুইপাশে প্যানেলের বদলে সব একপাশে আনাতে পোস্ট দেখানোর অংশটুকু চওড়া হয়েছে --- এটা ভালো লাগলো। তবে স্ক্রল করার পরিমান এজন্য হয়তো বেড়ে যাবে।

সাম্প্রতিক পোস্টের লিস্ট দেখানোর চেয়ে সাম্প্রতিক মন্তব্যের লিস্টটা উপরে থাকলে ভালো লাগতো। বর্তমান ভার্সানেও কিন্তু সাম্প্রতিক পোস্টের আলাদা লিস্ট নাই। মূল পাতাতেই সমস্ত সাম্প্রতিক পোস্টগুলো থাকে - তাই আবার লিস্ট দিলে সেটা জায়গার অপচয় বলেই মনে হচ্ছে।

মন্তব্যের প্রথম কয়েকটা অক্ষর দিয়ে লিস্টে দেখানোর স্টাইলটার চেয়ে পোস্টের শিরোনাম উল্লেখ করে (এখনকার মত) দিলে প্রয়োজনীয় ক্লিক করার জায়গাটা খুঁজে পেতে সুবিধা হত।

বামদিকের প্যানেলের আইটেমগুলোর সিরিয়াল (কোনটা উপরে কোনটা নিচে) নিয়ে আরেকটু চিন্তাভাবনার দরকার আছে। প্রাথমিক লিংকস সবচেয়ে উপরে এবং এর পর "সাম্প্রতিক মন্তব্য" বা "ঠিক ঠিকানা" হলে আমার কাছে ভালো লাগবে।

রং ব্যবহারের থীমটা পছন্দ হয়েছে (অপছন্দ হয় নাই)।

কোনো পোস্টে ঢুকে দেখি নাই ... তাই ওখানকার আয়োজন সম্পর্কে মন্তব্য এই মুহুর্তে করতে পারছি না।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অবাঞ্ছিত এর ছবি

দেখি না তো মন খারাপ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কেউ কেউ দেখতে পাচ্ছেন না কেন ঠিক বুঝছি না। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাইট রেসপন্ড করছে খু--ব--ই ধীরে। ... প্রক্সি দিয়ে ট্রাই করলে নীচের এরর দেয়:

URL Error (110): An error has occured while trying to browse through the proxy.
Failed to connect to the specified host. Possible problems are that the server was not found, the connection timed out, or the connection refused by the host. Try connecting again and check if the address is correct.

সবজান্তা এর ছবি

বর্তমান ভার্সনে আমার ইচ্ছামতো ফন্ট ব্যবহার করতে পারছি, কিন্তু নতুন ভার্সনে পারছি না। আমি সাধারণত লিখন ফন্ট ব্যবহার করি, যেটা দিয়ে চমৎকারভাবে বর্তমান সচলায়তন দারুণ দেখতে পারি, কিন্তু নতুন ভার্সনে ব্রাউজার থেকে সিলেক্ট করে দেওয়ার পরও কিছুতেই লিখন আসছে না। মজার ব্যাপার হলো, আমি অন্যান্য ব্লগ অর্থাৎ সামহোয়্যার ইন ব্লগ, আমারব্লগ কিংবা ক্যাডেট কলেজ ব্লগ ইত্যাদিতেও লিখনকে ফন্ট হিসেবে দেখতে পারি না।

আমার বাংলা ইউনিকোড ফন্ট এবং পুরো সিস্টেম সম্পর্কেই খুব স্বচ্ছ ধারণা নেই। তাই আন্দাজ করছি যে সচলায়তনের নতুন ভার্সনে কি ফন্ট নির্দিষ্ট করা বলা আছে, যে কারণে লিখনকে ফন্ট হিসেবে দেখতে পাচ্ছি না ? এ ধারণার কারণ হচ্ছে, Allow pages to select their own fonts, instead of my selection- আমি এই অপশনটি চালু রেখেছি। এই অপশনটি তুলে দিলেই টেক্সট লিখন ফন্টে দেখতে পাচ্ছি।

এতো কথার মোদ্দা কথা হলো, আমি আগের মতো লিখন ফন্টে সচল দেখতে চাই মন খারাপ


অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুস্তাফিজ এর ছবি

লিঙ্কে ক্লিক করলাম বলে ঠিকানা পাওয়া যায়নি

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

শ্যাজা এর ছবি

নতুন ভার্শানের লিংকে কিলিক করলে বলে, পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম চিন্তিত

এই রোগটা গতবারও হয়েছিল। আলমগীর ভাই কুতায়?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

আলফা অফলাইনে মনে হয় আবার।
আমারে স্মরণ করছেন ক্যান? কী করতে হবে?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দেখলাম নতুন ভার্সন। প্রথমেই অভিনন্দন। এক সপ্তাহ অফিস ছুটি নিয়ে এই কাজ করা... অভিনন্দনের বদলে স্যালুট দেওয়া উচিত। তাই দিলাম।

এবার যা যা মনে হয়েছে তা একে একে বলি...

১. রংগুলো একটু চোখে লাগছে। একটু যেন বেশি চকমকে...
২. ব্যানারটাকে কেমন যেন অপাঙ্কতেয় লাগছে... চারপাশের অন্যকিছুর ভীড়ে। অথচ সচলে ব্যানার একটা বিষয়...
৩. ক্যাটাগরি চলে গেছে পোস্টের নিচে। কিন্তু পোস্টে ঢোকার আগেই ক্যাটাগরি দেখতে পেলে ভালো হতো।
৪. একটা পরীক্ষামূলক মন্তব্য করলাম, (মডারেশনের জন্য জমা আছে) সেখানে দেখলাম মন্তব্যেরও বিষয় লিখতে হয়... এটা বুঝি নাই...
৫. এর আগে সন্দেশের জরিপে আব্দার হিসেবে আরো কী কী যেন ছিলো, সেগুলো কি থাকছে নতুন ভার্সনে? বিশেষ করে মন্তব্যের নোটিফিকেশন?

আপন মনে যা খুশি তাই বলে গেলাম... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আরিফ জেবতিক এর ছবি

কালারটা কিছু কিছু ক্ষেত্রে চোখে লাগছে।
ব্যাকগ্রাউন্ডটার হলদে ভাবটা চোখে অস্বস্থি দিচ্ছে।

ইশতিয়াক রউফ এর ছবি

আমি সারাদিন অসংখ্যবার চেষ্টা করেও শুধু পেইজ নট ফাউন্ড পাচ্ছি।

নজমুল আলবাব এর ছবি

আমি দেখতে পারি নাই। খেলুম না।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

নীড় সন্ধানী এর ছবি

আমার পুরোনো ভার্সনটাই প্রিয় থাকবে। নতুন ভার্সনের চকচকে ভাবটা অপছন্দ হয়েছে। সচলের বর্তমান চেহারার রং এর পরিমিত ব্যবহার আমাকে আকৃষ্ট করেছিল বেশী।

একই কারনে ইয়াহুর চেয়ে গুগল প্রিয়, ব্রিটানিকার চেয়ে উইকিপিডিয়া, সামহোয়ারের চেয়ে সচল প্রিয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।