অভ্র শব্দশুদ্ধি - বানানকে বাগ মানান, কে কে আছেন জানান

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ২৮/০৩/২০১০ - ৫:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল সদস্য, অতিথি ও পাঠক!

ইন্টারনেটে ইউনিকোডে অজস্র ভুল বানান ছড়িয়ে আছে। এই ভুল বানানের স্তুপকে আমরাই প্রতিদিন একটু একটু করে হয়তো উঁচু করে চলছি।

কিন্তু এমনটা চলতে পারে না।

সর্বাধিক জনপ্রিয় বাংলা ইউনিকোড সফটওয়্যার অভ্রের জনক ওমাইক্রনল্যাব দল তাই এই অচলায়তনকে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করার উদ্দেশ্য নিয়ে হাত মিলিয়েছে সচলায়তনের সাথে। সামনে আসছে তাদের দুর্দান্ত বানান-নিকষ সফটওয়্যার, শব্দশুদ্ধি!

সচলায়তনের পক্ষে আমাদের কী করণীয়?

ওমাইক্রনল্যাবের জড়ো করা শব্দভাণ্ডারে আমাদের নতুন শুদ্ধ বানানে লেখা শব্দ যোগ করতে হবে, আর ভুল বানানে রয়ে যাওয়া শব্দগুলোকে শুদ্ধ করে দিতে হবে।

এই কাজের জন্যে প্রয়োজন কিছু বাঘা বানান-কমান্ডো, যাদের হাতের কাছে সাম্প্রতিক বাংলা অভিধান রয়েছে। সেখানে অনুসৃত বানানে তাঁদের শব্দ যোগ করতে হবে ওমাইক্রনল্যাবের একটি অনলাইন ডেটাবেইজে।

কাজটি জটিল নয়, কিন্তু সময়সাপেক্ষ। এবং অতি জরুরি। আপনার সহায়তাই ইন্টারনেটে অশুদ্ধ বানানের ভূতকে পিটিয়ে গ্রামছাড়া ঐ রাঙামাটির পথে পাঠিয়ে দিতে পারে।

যাঁরা এই কাজে যোগ দিতে আগ্রহী, তাঁরা নিজেদের নাম আর হাতের কাছে থাকা অভিধানটির নাম ও প্রকাশকাল জানিয়ে মেইল করুন banan.bir অ্যাট জিমেইল ডট কম বরাবর।

আপনাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে।

ধন্যবাদ।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চমৎকার উদ্যোগ। সাথে আছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বর্ষা এর ছবি

আমি বেঁচে যাই তাহলে!!! চলুক
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

ভূঁতের বাচ্চা এর ছবি

এমন একটা সফটওয়্যারের আশায় ম্যালাদিন ধরে আছি। শুনে খুব খুশি হলাম।

--------------------------------------------------------

--------------------------------------------------------

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

আজকের একটি লিখায় বানান ভুলের আধ্যিক্য দেখে লিখতে চেয়েছিলাম .....

তাঁরা বলে গেল ভাষাই ধর্ম , ভাষাই মোদের মান।

সাধু উদ্যোগ । বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন প্রকল্প অঙ্কুরেই মারা যায় ।
এ প্রকল্প যেন দীর্ঘায়ূ হয়।
অভিনন্দন সহ

মামুন হক এর ছবি

সাথে আছি। মেইল করছি

সাবিহ ওমর এর ছবি

অনলাইন ডিকশনারি ঠিক আছে? সংসদ?

দ্রোহী এর ছবি

১৩৩৮৫৪ টা শব্দ জায়গামতো পাঠালাম। দেঁতো হাসি

স্বাধীন এর ছবি

এটা একটি ভাল উদ্যোগ। ওমাইক্রনল্যাব ও সচলায়তনকে সাধুবাদ জানাই এই উদ্যোগের জন্য।

মণিকা রশিদ এর ছবি

আমার জন্যে অতি আনন্দের খবর! ধন্যবাদ উদ্যোগের জন্যে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

গৌতম এর ছবি

১. সাথে আছি। ডাক দিলেই হাজির হবো।

২. ভয়ে ভয়ে আরও কয়েকটি কথা বলি। শব্দের বানান ঠিকমতো লেখা আর ঠিক শব্দ লেখা দুটো ভিন্ন ব্যাপার। অনেক শব্দের একাধিক শুদ্ধ-অশুদ্ধ বানান আছে। আবার সমাসবদ্ধ পদগুলোর একাধিক অংশ বানান হিসেবে আলাদাভাবে শুদ্ধ হতে পারে; কিন্তু সমাসবদ্ধ পদ হিসেবে সেগুলো একত্রে ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হয়- না হলে আপাতদৃষ্টিতে বানান শুদ্ধ হলেও ভাষাগত দিক দিয়ে সেগুলোকে ভুল বলে গণ্য করা হয়। সেগুলোও কি এই অভিধানের আলোচ্য বিষয় হতে পারে? উদাহরণস্বরূপ, চল, ভাই আজ আমরা বরাহ শিকার করতে যাই! এখানে 'বরাহ' ও 'শিকার' দুটো আলাদা। কিন্তু কেউ যদি বরাহশিকার প্রক্রিয়ায় আমিও অংশ নিতে চাই না বলে বরাহ শিকার প্রক্রিয়ায় আমিও অংশ নিতে চাই বলেন, তাহলে ভুল হবে- যদিও 'বরাহ' ও 'শিকার' দুটোই শব্দ হিসেবে শুদ্ধ, কেবল ঠিকভাবে না বসানোয় সেটি ভুল হয়ে গেছে। ইংরেজিতেও এমন উদাহরণ দেয়া যায়। 'school', 'to' ও 'variation' তিনটি আলাদা শব্দ হলেও 'school to school variation' লিখতে গেলে লিখতে হয় 'school-to-school variation'।

কাজ যেহেতু হচ্ছেই- আমার মনে হয়- সেহেতু এদিকটির প্রতিও গুরুত্ব দেয়া দরকার। তাতে অভিধানটি পূর্ণাঙ্গ হয়।

৩. অভ্রতে ড্যাশ (--) অন্তর্ভুক্তির জোর দাবি জানাই। বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিরাম চিহ্নটিকে এড়িয়ে যাওয়ার কোনো কারণ দেখি না।

৪. এটা যারা কাজ করছেন ও করবেন, তাদের সবাইকে বিশাল ধন্যবাদ। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মেহদী হাসান খান এর ছবি

২ নম্বর পয়েন্টের জবাবে বলি-
স্পেল চেক আর গ্রামার চেক দুইটা আলাদা। আমরা কাজ করব একটা স্পেল চেকার নিয়ে। বানান ঠিক থাকলেই ঠিক, ভুলভাবে প্রয়োগ হলে সেটা ধরতে পারবে না।

গ্রামার চেকার বানানোর জন্য ভাষা নিয়ে যে বিপুল গবেষণার দরকার, তার জন্য আমরা প্রস্তুত নই।

গৌতম এর ছবি

হুমম, সেক্ষেত্রে স্পেল চেকের কাজটা শেষ করার পর গ্রামার চেকের কাজ শুরু করতে পারেন। আশা করি, গ্রামার চেকার বানানোর জন্য যে বিপুল গবেষণার দরকার, তার জন্য এর মধ্যেই প্রস্তুত হয়ে যাবেন।

৩ নম্বর পয়েন্টের ব্যাপারে কিছু বললেন না যে!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নাশতারান এর ছবি

আমি তো আছিই। তবে আমার অভিধানটি পুরনো। সাম্প্রতিক সংস্করণ জোগাড় করে মেইল করছি।

উদ্যোগে উত্তম জাঝা!

▀ ▄

b

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

অভিধান নাই সাথে। ইন্টারনেটে কোনভাবে পাওয়া যাবে নাকি কেউ বলতে পারবেন?

এছাড়া আর কোনভাবে কোন কাজে লাগতে পারলে আছি।

---আশাহত

মাকসুদুর রহমান এর ছবি

আমি নিজে যখন বাংলা লিখি তখন আমি খুব সাবধানে থাকি। এই ভাষাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। হুমায়ূন আহমেদের মত আমিও বলি, "বাংলা ভাষার একজন লেখক হিসেবে আমি বিরাট সৌভাগ্যবান, অন্যের অক্ষরে আমার লিখতে হচ্ছে না। এভাষা রক্ত আর ভালবাসা দিয়ে পৃথিবীর বুকে গেঁথে দেওয়া হয়েছে।"

সাফি এর ছবি

চমৎকার উদ্যোগ। হাসি

রেজওয়ান এর ছবি

আমার কাছেও বর্তমানে ব্যবহৃত ডিকশনারি (যেমন ফায়ারফক্স প্লাগইন) আছে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো পরিপূর্ণ নয় - ভুল আছে।

এখন দরকার বাংলা একাডেমী বানান অভিধান দেখে দেখে এই লিস্টকে পরিমার্জনা করা। আমার কাছে অভিধানটি আছে। কিন্তু একার পক্ষে এটি করা কঠিন হবে সময়ের কথা চিন্তা করলে।

এরকম করা যেতে পারে - পাঁচ জনের কাছে (যাদের কাছে বাংলা একাডেমী বানান অভিধান আছে) কাজটি ভাগ করে দেয়া যেতে পারে অক্ষর ধরে। বিভিন্ন জমা পরা শব্দাবলী থেকে একটি ডাটাবেজ তৈরি করে টেক্সট ফরম্যাটে স্বেচ্ছাসেবীদের কাছে পাঠানো হবে। এগুলোর শুদ্ধি নিশ্চিত করে (যোগ বিয়োগ, পরিমার্জনা করে) তারা আবার পাঠাবে। তাহলেই সঠিক ও পরিপূর্ণ ডাটাবেজটি তৈরি হবে বলে আমার বিশ্বাস।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

মেহদী হাসান খান এর ছবি

রেজওয়ান ভাই,
কাজটা তার চেয়েও সহজ করা হয়েছে।

ইতিমধ্যে ২ লাখের বেশি শব্দ সংগ্রহ করা হয়েছে।
এবং,
একটা অনলাইন অভিধান সম্পাদনার ইন্টারফেস তৈরি করা হয়েছে, যেখানে অবদানকারীরা লগইন করে এই শব্দগুলো ঠিক আছে কিনা দেখতে পারবেন, ঠিক না থাকলে পরিবর্তন করতে পারবেন, চাইলে নতুন শব্দ যোগ করতে পারবেন।

সমস্ত কিছু প্রস্তুত। কালকে থেকেই স্বেচ্ছাসেবক হওয়ার ইচ্ছা প্রকাশ করে যারা মেইল করবেন তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিতভাবে সব জানিয়ে দেয়া হবে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রেজওয়ান ভাইয়ের সঙ্গে সহমত। আমি নিজে বানান বেভুলা, কিন্তু অভিধান দেখে কম্পোজ করে দিতে পারবো। বানান অভিধানের নতুন সংস্করণ আছে। আমি যোগাযোগ করছি

জড়িত সবাইকে বিরাট সাধুবাদ... সাথে আছি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আমিও আছি।অভিধান জোগাড় করে মেইল করছি

ঘুম পরী

অতিথি লেখক এর ছবি

ম্য হুঁ না...

---মহাস্থবির----

মেহদী হাসান খান এর ছবি

আমার দুই পয়সা যোগ করি-

১) আমাদের সংগ্রহে বেশ বড় একটা শব্দতালিকা ইতিমধ্যে আছে। আপাতত কাজ হল শুধু এগুলোর বানান ঠিক আছে কিনা সেটা দেখা। আপনাকে অভিধান নিয়ে বসে পৃষ্ঠার পর পৃষ্ঠা শব্দ কখনোই কম্পোজ করতে হবে না। তবে হ্যাঁ, নতুন শব্দ চাইলে আপনি অবশ্যই যোগ করতে পারেন।

নিজের বানান জ্ঞান ভাল থাকলে আপনার কাজ দ্রুত হবে, কোন বানান নিয়ে নিশ্চিত না থাকলে সেটা অভিধান থেকে দেখে নিতে হবে। মোটকথা, আপনার হাত দিয়ে যে ক'টি শব্দ সম্পাদনা হয়ে বের হবে, তাতে কোনভাবেই ভুল থাকা চলবে না।

২) কাজটি হবে অনলাইনে। আপনার নিয়মিত ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

৩) বানান.বীর@জিমেইল.কম ঠিকানাটি এখানে প্রকাশ্যেই দিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ যে কেউ মেইল করতে পারেন। ট্রল ঠেকাতে আপনার পরিচয় আমাদের জানতে হবে। মেইল পাঠানোর সময় আপনার সচল আইডিটিও জানিয়ে দিন। পূর্ণ সচলদের অগ্রাধিকার দেয়া হবে।

যারা ইতিমধ্যেই মেইল পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ।

এই উদ্যোগ থেমে যাবেনা, যদি আপনারা না থামেন।

সিউল এর ছবি

ভাইয়া নিচের সোর্সগুলি দেখবেন একটু কষ্ট করে৷ আমার মনে হয় ডিকশনারী হাতে থাকলে আপনারা কোন হিউম্যান হ্যান্ডেড হেল্প ছাড়াই আপনাদের সফটওয়ারটিকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন৷

সোর্স লিস্ট:
1. http://74.125.155.132/scholar?q=cache:yZYkSDeJ4pUJ:scholar.google.com/&hl=en&as_sdt=2000
2. http://ieeexplore.ieee.org/Xplore/login.jsp?url=http://ieeexplore.ieee.org/iel5/8421/26537/01182301.pdf%3Farnumber%3D1182301&authDecision=-203
3. http://ieeexplore.ieee.org/Xplore/login.jsp?url=http://ieeexplore.ieee.org/iel5/4017782/4017783/04017884.pdf%3Ftp%3D%26isnumber%3D%26arnumber%3D4017884%26authDecision%3D-203&authDecision=-203

দ্রোহী এর ছবি

আছি আমি ...

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ উদ্যোগ! ভীষণভাবে এর সফলতা কামনা করি। সম্পৃক্ত সবাইকে অভিনন্দন, এবং ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

আছি
গতকালই মেহদীর সাথে আলাপ হয়েছে বিষয়টা নিয়ে

আমার নিজের স্পেল চেকারের ডিকশনারি + বাংলা একাডেমির ডিকশোনারির একটা বড়োসড়ো স্টক আছে আমার কাছে (অরূপকে দিক্কার। ওটা করা হয়েছিল অরূপের জন্য। কিন্তু অরূপ আর আগায়নি)

বানান অভিধান সবগুলোই আছে
আর মগজেও কিছু বানান ঠিক করার স্মৃতি আছে

সবগুলাই আমি দিচ্ছি এই গ্রুপকে
তবে সেগুলাক্ একটু সিস্টেম করা লাগবে। কারণ আমার সফট কপিগুলো পুরানা বিজয়ে

মেহেদী বলল সিস্টেম করতে সমস্যা হবে না তার

০২

আমি যে স্পেল চেকারটা ব্যবহার করি ওটা খুবই ভালো। বিশেষ করে ইঞ্জিনের দিক থেকে। মেহদী ওটাও একদিন্ এসে দেখে যাবে

০৩

আর কিছু লাগলে কইয়েন
কারণ এই বানান যন্ত্রণা থেকে রেহাই চাই
দরর্কার হয় একটানা কয়েকদিন খেটে সারাজীনের খাটনি থেকে বাঁচতে চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

প্রচন্ড ভালো উদ্যোগ। সময় দিতে পারলে হয়তো আরো ভালো লাগতো। কিন্তু আপাতত সেই অবস্থায় নেই। এই প্রজেক্টের সাফল্য কামনা করছি।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সাফল্য কামনা করি! সাথে আছি!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সপ্তর্ষি বাগচী এর ছবি

দারুন প্রয়াস । আমি বাংলা লিখতে হলে এই টি ব্যাবহার করি। আমি সাহায্য করতে চাই । নতুন আভিধান প্রয়োজন । আশা করি আভ্র ৫ শীঘ্র বেরোবে । তাতে বানান ঠিক করা যাবে ।

রণদীপম বসু এর ছবি

প্রথমেই অভিনন্দন জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ ! সময়-খরা আমার নিত্যসঙ্গি হলেও মারাত্মক সময়োপযোগী এই কর্মসূচিতে অবশ্যই সাথে আছি।
সংসদ অভিধান থাকলেও এখন আমি 'বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান'টাই ব্যবহার করছি। জানুয়ারি ২০০৭, ৮ম পুনর্মুদ্রণ সংস্করণ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

orko13 এর ছবি

সাথে আছি।

আনন্দী কল্যাণ এর ছবি

এই কাজে যোগ দিতে আগ্রহী। অভিধান সংগ্রহ করে মেইল করব।

মূলত পাঠক এর ছবি

অভিধান নাই মন খারাপ

তবে অন্যভাবে কাজে লাগতে পারলে আছি সাথে।

তিথীডোর এর ছবি

দূর্দান্ত উদ্যোগটির সঙ্গে জড়িত সকলকে অনেক ধন্যবাদ!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

লিখতে বসলে বাংলা স্পেল চেকারের অভাব হাড়ে হাড়ে অনুভব করি। উদ্যোগটাকে সাধুবাদ জানাই।

সদস্যনামঃ রেজওয়ান২২
ইমেইলঃ

ভেড়া [অতিথি] এর ছবি

খুবই ভালো উদ্যোগ ।
কোনভাবে সাহায়্য করতে পারলে খুবই খুশী হব ।

অতিথি লেখক এর ছবি

অঙ্কুরের একটি বাংলা বানান পরীক্ষক আছে। যা ওপেনঅফিস এবং ফায়ারফক্সে কাজ করে। আপনারা এই পরীক্ষক টির শব্দ তালিকা ব্যবহার করতে চাইলে অঙ্কুরের সাইট হতে ডাউনলোড করে নিতে পারেন। ১ মেগাবাইট আকারের ফাইলটিতে প্রায় লক্ষ ৫০ হাজার শব্দ রয়েছে।

অপড়ালেখা

পুতুল এর ছবি

কাজটা শেষ হলে আমাকে খবর দেবেন, ভুল বানানের কিছু লেখা তো লাগবে প্রগ্রামটা টেষ্ট করতে। হে হে হে। কাজটা ঠিক ঠাক মতো হলে আমিই সব চেয়ে বেশী উপকৃত হবো। তাই সংশ্লিষ্ট (বানান ঠিক হলো?) সবাইকে সাধুবাদ জানাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

হাফিজ [অতিথি] এর ছবি

দারুন উদ্যোগ, সাধুবাদ জানাই। সংগে আছি, মেইল দিচ্ছি

লীন এর ছবি

সাথে আছি।

আমিও ভুল করি, তবে এড়াতে চাই। ভুল ধরতেও চেষ্টা করি।
স্বপ্ন দেখি একদিন আমরা সবাই মায়ের ভাষাকে সঠিক সম্মান দিতে পারবো, ইন্টারনেট বা চলার পথে কোথাও ভুল বানান চোখে পড়বে না। আহ...

______________________________________
লিনলিপি

______________________________________
লীন

অতিথি লেখক এর ছবি

এই লেখাটাতেই একটা বানান ভুল আছে। আশা করি, সচলায়তনের কর্তৃপক্ষীয় দৃষ্টি এদিকে পড়বে। বানানভ্রান্তি নিয়ে সমাধানের চেষ্টার আহ্বানেই যদি ভুল থাকে, তাহলে কি চলবে?

বলবো না বলবো না করেও শেষমেষ বলেই ফেললাম, কারণ পোস্টটা এবং ভুল বানানটা এখানে ঢুকলেই চোখে পড়ে।

এবার ভুলটা বলি। শব্দটা 'স্তূপ', 'স্তুপ' নয়; অর্থাৎ, 'স্ত'-এই যুক্তব্যঞ্জনের সাথে দীর্ঘ-ঊ-কার হবে, হ্রস্ব-উ-কার নয়।

উদ্ধৃতিটাও দিচ্ছি।

ইন্টারনেটে ইউনিকোডে অজস্র ভুল বানান ছড়িয়ে আছে। এই ভুল বানানের স্তুপকে আমরাই প্রতিদিন একটু একটু করে হয়তো উঁচু করে চলছি।

আর, 'স্তূপকে' না বলে 'স্তূপ' বলাটাই বাঞ্ছনীয়, কারণ, অপ্রাণিবাচক শব্দ মুখ্য কর্ম হিসেবে ব্যবহার করলে তার সাথে সাধারণত 'কে' বিভক্তি যোগ না করাটাই নিয়ম, যদিচ তা সবসময় সম্ভবপর নয়।

বানানশুদ্ধির অপেক্ষায়।

অগ্রিম ধন্যবাদ।

---মহাস্খবির---

পথেপথিক এর ছবি

আমাকে কি করতে হবে ? আমি শুধু পড়তে এবং জানতে চাই,
আর মনটা ভালো থাকলে একটা / দুইটা পোষ্টে মন্তব্য করতে চাই ।
মন্তব্যে বানান ভূল হলে কি খুব সমস্যা হবে ? লেখক বিরক্ত হবে ?
মন্তব্য লিখার সময় কিভাবে আপনাদের পরিশ্রমের ফসল -
এই ডিকশনারী আমরা ব্যবহার করে বানান শুদ্ধ করবো জানাবেন।

আগ্রহী [অতিথি] এর ছবি

বাংলা একাডেমীর অভিধান আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।