পল দা অক্টোপাস

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: রবি, ১১/০৭/২০১০ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

পুরান ঢাকার ইংলিশ রোডের বাসিন্দা ছত্রিশ বছর বয়সের আবু শেখ অভিনেতা রজার মুরকে পছন্দ করে ফেলে অক্টোপুশি সিনেমা দেখার পর। ভাল লাগলে একই সিনেমা দিনের পর দিন দেখার অভ্যাসটা আবার চালু হয়। নিউ মার্কেটে ঘুরে ঘুরে বন্ডগার্ল অক্টোপুশির একটা পোস্টার জোগাড় করে ছাদের দিকে ফ্যানের পাশে করে সাঁটিয়ে দেয়। নিজেকে রজার মুর ভেবে হাতের আঙ্গুল দিয়ে গুলি চালায় বিড়াল ডিপজলের দিকে। ডিপজল পা উলটে নির্বিরোধ সোফায় শুয়ে থাকে।

কিছুক্ষণ ডিসুং ডিসুং করে আবু শেখ পেপার হাতে নেয়। একটা সুশিবারের বিজ্ঞাপনে চোখ আটকায়। সেখানে স্কুইড কি অক্টোপাসের সুশিও পাওয়া যায়। আরো খানিক এগিয়ে খেলার পাতা আসলে সেখানে জানতে পারে পল দা অক্টোপাসের কথা। নাগরিকত্বে জার্মান এই অক্টোপাস ওরাক্যাল দিয়ে যাচ্ছে সমানে। উরুগুয়ের কোচের মুখে চুনকালি দিয়ে আবারো পলের কথা আবারো ঠিক হয়। স্পেনের কাছে হেরে গেলে জার্মান কিছু ফ্যান পলকে খাবারের টেবিলে পেতে বায়না ধরে। আর অন্য পরাজিত দেশগুলোর সমর্থকেরা নিজেদের ব্যর্থতা পলের ঘাড়ে চাপিয়ে আমোদ নিতে থাকে। এদিকে ফাইন্যালে পল খাবার নেয় স্পেনের বাক্স থেকে। ডাচ শেফরা খেটে খুটে তৈরি করে পল দা অক্টোপাস রেসিপি । এতসব খবর পড়ে বেচারা পলের প্রতি মায়া অনুভব করে আবু শেখ।

তারপর আরো কী ভেবে অথবা ধরে নেয়া যাক একটা আস্ত নারীশরীর কি বন্ডগার্ল অক্টোপুশির অভাব বোধ করে আবু শেখ অক্টোপাসের সুশি খেতে সুশিবারের দিকে রওনা হয়।


মন্তব্য

ওডিন এর ছবি

শুরু হতে হতেই শেষ হয়ে গ্যালো- তারপরেও ভালো লাগলো হাসি

অটঃ আমার এক বন্ধুর বিড়ালের নামও ডিপজল।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

শুভাশীষ দাশ এর ছবি

তাই!

আপ্নের সচল হবার পুস্ট কই?

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নর্সদেবের পাহাড়ে ঘোরাঘুরি আর রক্‌ গান শোনা বন্ধ করে দিলে পোস্ট পাওয়া যাবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এইবার গল্পটা পাওয়া গেল। প্রথম অনুচ্ছেদে 'বন্ডগার্ল' প্রসঙ্গ আসলে তৃতীয় অনুচ্ছেদে তার আগমন লাগসই হত।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শুভাশীষ দাশ এর ছবি

প্রথম প্যারায় বন্ডগার্ল ঢোকানো হলো। হাসি

------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সুহান রিজওয়ান এর ছবি

ভাল্লাগসে...
যথারীতি টুকুন গল্পের সাথে যোগাযোগে সমস্যা হইতেসিলো- কিন্তু এবার লাস্টের প্যারাটা কামের হইসে, বোঝা গেসে...

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

এইটাতে একটু কিলিয়ার কথা আইসা গেসে। হাসি

--------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দুর্দান্ত এর ছবি

ইংলিশ রোডে কি এখনো অক্টোপুশিরা থাকে?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অক্টোপুশিরা এককালে তাদের ঘেটোগুলিতে থাকতো। আর এখন সব এলাকাতেই ছোট-বড় অক্টোপুশি ঘেটো আছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শুভাশীষ দাশ এর ছবি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

তাসনীম এর ছবি

ভাল্লাগছে।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শুভাশীষ দাশ এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।