অনুবাদ: টুকুন গল্প।১০।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বুধ, ১৫/০৯/২০১০ - ১০:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বান্দর আইলো কই থেইকা?

শুরুতে বান্দরের আকার আকৃতি বান্দরের মতো ছিল না, ছিল আদমের ছেলেপিলের মতো।

একবার এক মহিলা চুলায় রুটি বানাচ্ছিল। তার এক বছরের বাচ্চা কিছুটা দূরে বসে মাকে দেখছিল। মহিলা উবু হয়ে বসে লাকড়ি দিয়ে আঁচ ঠিক করার সময় তাঁর বাচ্চা মাটিতে পায়খানা করে ফেলে। মহিলা তখন বাচ্চাটাকে অভিশম্পাত করতে শুরু করে। কারণ বাচ্চার ইয়ে পোঁচার জন্য তার হাতের কাছে কিছু ছিল না। উপরে তাকিয়ে সে আর্তনাদ করে, ‘আল্লাহ, আমারে রক্ষা কর’। খোদা তার প্রার্থনা শুনে সাতটা সিল্কের রুমাল মাটিতে ফেলে।

মহিলা ঐ দামি সিল্ক দেখে বাচ্চার ইয়ে পোঁচার কাজে সেগুলো ব্যবহার না করে সদ্য সেঁকা একটা রুটি দিয়ে ছেলেকে পরিষ্কার করতে যায়। গরম সেই রুটি ছেলের ইয়েতে লাগানো মাত্র ছেলেটা একটা বান্দরে রূপান্তরিত হয়। আর যেই জায়গায় রুটি লাগানো হয়েছিল সেখানটা রক্তের মতো লালবর্ণের হয়ে যায়।

----

গল্পের সূত্র:
আরবি ফোকলোর
ইংরেজিতে অনুবাদ: ইনিয়া বস্‌নাক

বহি
Return Trip Tango & Other Stories from Abroad
Frank MacShane and Lori M. Carlson (Editors)
Columbia University Press
New York
1992

-----------

অনুবাদ: টুকুন গল্প।৯।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

বান্দরের জন্ম তাইলে আরবে? এল্লাইজ্ঞাইদো কই বান্দর এত্ত বান্দর ক্যান! খাইছে

কাজী মামুন

কৌস্তুভ এর ছবি

হায়, বেচারা বান্দর!

অতিথি লেখক এর ছবি

মহিলা ঐ দামি সিল্ক দেখে বাচ্চার ইয়ে পোঁচার কাজে সেগুলো ব্যবহার না করে সদ্য সেঁকা একটা রুটি দিয়ে ছেলেকে পরিষ্কার করতে যায়। গরম সেই রুটি ছেলের ইয়েতে লাগানো মাত্র ছেলেটা একটা বান্দরে রূপান্তরিত হয়।
হায়, পাপ করল কে, আর পুইড়া মরল (বান্দর হইল) কে! দেঁতো হাসি

কুটুমবাড়ি

দুর্দান্ত এর ছবি

সবাই বলেন সুভানাল্লা।

অতিথি লেখক এর ছবি
















তারাপ কোয়াস

শুভাশীষ দাশ এর ছবি

হ। কথা সইত্য।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

হ হ কথা সইত্য, চিড়িয়াখানাত .ুটকি লাল বান্দর দেখছি; ওরাংওটাং না কি জানি একটা নাম। তাইত কই হালার ুটকি লাল হইল কেমতে।

অনন্ত আত্মা

মাহবুব লীলেন এর ছবি

শুভাশীষ ভাইয়ের ইতিহাস জাইনা জ্ঞান বৃদ্ধি হইল

শুভাশীষ দাশ এর ছবি

লীলেন্দার ইতিহাস ও ঝাতি ঝান্তে চায়।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সবজান্তা এর ছবি

ডারউইন এই গল্প শুনলে রুটি সেঁকার ওই আগুনে ঝাপ দিয়ে আত্মহত্যা করতো।


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

এ প্রসঙ্গে বাংলার ডারউইনের একটি ব্যাখ্যা আছে।

ঈশ্বর বানর সৃষ্টি করেছিলেন স্বর্গে। আদম-ইভ যখন নিষিদ্ধ ফল ভক্ষণের অপরাধে অভিযুক্ত হল তখন ঈশ্বর সিদ্ধান্ত নিলেন আদম-ইভকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। কিন্তু সিদ্ধান্ত নিলেইতো হল না। পৃথিবীকে ফুলে-ফলে-ছাগুতে-বানরে পরিপূর্ণ করে আদম-ইভের জন্য বাসযোগ্য করে তুলতে হবে।

পৃথিবীকে কয়েকটা ভাগে ভাগ করে স্বর্গদূতদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছিল।

চৌদি আরব এলাকাকে ফুলে-ফলে-ছাগলে পরিপূর্ণ করে তোলার দায়িত্ব যে স্বর্গদূতের উপর অর্পণ করা হয়েছিল সে ছিল গঞ্জিকাসেবী। সে শালা কামে ফাঁকি দেয়ার জন্য দ্বিতীয় আসমান অবধি এসে ভাবল আর গিয়ে কাজ নাই এবারে চল পালাই। যেই ভাবা সেই কাজ। দিল ছেড়ে গাছপালা, ফুল-ফল, ছাগল-বানর বোঝাই ঝোলাটা।

ঝোলা বোঝাই গাছপালা, ফুল-ফল, ছাগল-বানরেরা চৌদি আরবের তপ্ত বালুর বুকে পাছড়ে [পাছার উপর আছড়ে পড়া] পড়ে পোঁদে ছ্যাঁকা খেয়ে গেল। সেই থেকে চৌদি আরবের গাছ-পাথর-নদী-খাল-বিল-ছাগু-বানর সবার পোঁদ লাল।

বৃটিশ ডারউইনের পক্ষের লোকজন এসে বলতে পারে লক্ষ কোটি বছরে পোঁদ মারা খেয়ে খেয়ে চৌদি আরবের গাছপালা, পশুপাখি, ফুল-ফল, ছাগল-বানরেরা লাল পোঁদাধিকারী হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কথাটা ভুল। বিবর্তন-মিবর্তন সব ভুল কথা। সবই আসলে সেই গাঁজাখোর স্বর্গদূতের কারসাজি।


কাকস্য পরিবেদনা

অদ্রোহ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

কৌস্তুভ এর ছবি

এই বাংলার ডারউইনই বাংলার কিংকংয়ের বিবর্তন আবিষ্কার করেছিলেন?

শুভাশীষ দাশ এর ছবি

চৌদি লাল পোঁদাধিকারীগো গল্প শুনে মজা পাইলাম। নগদে একটা (গুড়) লন।

-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

খেকশিয়াল এর ছবি

হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিন্দ্য রহমান এর ছবি

সুতরাং যেইটা যেই কামের জিনিস, সেইটা সেই কামে ব্যাভার কর্তে হয়


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

অদ্ভূত!!!

দেবোত্তম দাশ এর ছবি

লাল ... হাসি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা আর দ্রোহীদারটা... দুইটাতেই জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তাসনীম এর ছবি

পুরা ঈশপীয় গল্প হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুর্দান্ত এর ছবি

বান্দর আর পশ্চতপুড়া নিয়া আরেকটা কাহানি আছে। গবেলাঁর পুলাপান এইগল্পটা বেশ জম্পেশ করে বলেছে এই এনিমেশানটাতে।

শুভাশীষ দাশ এর ছবি

ব্যাপক।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ধৈবত(অতিথি) এর ছবি

মর্কটপোঁদিকা, ঈশ্বরেরে তৈরি এক মাস্টারপিস। দেখলেই ঈশ্বর-মহিমায় মাথা নত হয়ে আসে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।