আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে- ২২

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ২১/০৭/২০০৯ - ৬:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Shakib-2

হাব্লাবুল-আশ্রাফুল বহুত তো হইল। আসেন ভবিষ্যতে গাইল দ্যাওনের লিগা নতুন ক্যান্ডিডেট নামাই।


মন্তব্য

এনকিদু এর ছবি

আগে থেকেই বাঁশ নিয়ে বসে পড়লেন ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জিজ্ঞাসু এর ছবি

এনকিদুর মন্তব্য ভাল লেগেছে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

বিপ্রতীপ এর ছবি

আপনার কার্টুন বরাবরের মতোই...চলুক

শুভ জন্মদিন, সুজনদা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

সুজন চৌধুরী এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

জটিলস্য জটিল, বস গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুজন চৌধুরী এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত...
এই হাসি চিরকাল থাকুক...
সাকিবকে গালি দেয়ার জন্য যেনো অপেক্ষাই করা লাগে, কখনো গালি দেয়া যেনো না হয়...
____________
অল্পকথা গল্পকথা

সুজন চৌধুরী এর ছবি
স্পর্শ এর ছবি

আঁকা সুন্দর হয়েছে।
শত প্রশংসার ভিড়ে এই মেসেজটা সাকিব কে পৌছে দেওয়া উচিৎ।
আমাদের আবার বিগড়ানো স্বভাব কিনা!

এই হাসি চিরকাল থাকুক...
সাকিবকে গালি দেয়ার জন্য যেনো অপেক্ষাই করা লাগে, কখনো গালি দেয়া যেনো না হয়...


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ, দেখি কোনভাবে ম্যাসেজটা পাঠানো যায় কিনা।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

কীর্তিনাশা এর ছবি

দিক্কার ! সাকিবরে নিয়া মস্কারি করায় আপনেরে তিব্র দিক্কার !! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুজন চৌধুরী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

মচৎকার।

সুজন চৌধুরী এর ছবি
সুজন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কালকে পোলাটার জন্য কষ্টই হইছে খুব... ওয়েস্টিন্ডিয়ানরা আর কিছু রান করলেই পারতো... সেঞ্চুরিটা মিস হয়া গেলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি

দোষটা ওয়েস্টিন্ডিয়ান-গো-না, ওই আশ্রাফুল বেটা ৩ রান না করলেই সেঞ্চুরিটা হৈতো !!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

হ্যাপি বাড্ডে। হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি
শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

জম্পেশ!

সুহান রিজওয়ান এর ছবি

সাকিব পুলাটারে আমি বড় ভালা পাই, তার মাঝে প্রতিভার ঘাটতি যা ছিলো- তাঁর টেম্পারমেন্টে সেটা ঢেকে গেছে।

তয় বস ছবি উড়কি হইসে...মনপসন্দ করলাম (likes dis আরকী !!! )
এবং, হেফী বাড্ডে ! !

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতিথি লেখক এর ছবি

কথা সত্য...সম্ভবনা আছে...দুই একটা জয় সব ক্যাপ্টেনই পেয়েছিল..।এটা মনে রাখতে হবে কোন দলই একজনের ঘাড়ে ভর দিয়ে জয় লাভ করে না..।সবাইকে নিয়েই জয় পেতে হয়...
আমাদের কাজ হল যে একটু ভাল খেলবে তাকেই ক্যাপ্টেন বানিয়ে ফেলা.....কাজের কাজ যা হয় তা হল..ঐ খেলোয়ার পরে আর ভাল খেলতে পারেনা দলও সেখানে হারতে হারতে শেষ....
তবে এখনও আশা করি ভাল কিছূ হবে....হাসি

(জয়িতা)

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

শুভ নববর্ষ

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

auto

এই ছবিটা দেখে ব্যাপক মজা পাইলাম, তাই ভাব্লাম এইখানে দিয়া দেই ...

হাব্লাফুলটা কি বলতে চায় কেউ গেস করতে পারেন? দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

হিমু এর ছবি

অশ্রাব্যুলের ডান হাত এবং সেই হাতের মধ্যমা দেখা যাচ্ছে না ঠিকমতো। খুব খিয়াল কইরা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রানা মেহের এর ছবি

জন্মদিনে ব্যাপক আাঁকাআঁকি?
জোস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।