লালমতি আর হলুদমতি

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বুধ, ০৮/০১/২০১৪ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বদলে যাউ, বদলে দাউ!

ছিলো রুমাল, হয়ে গেলো একটা বেড়াল। ছিলেন লালমতি, হয়ে গেলেন হলুদমতি।


মন্তব্য

হাসিব এর ছবি

কারওয়ানবাজারের আকাশ ধোয়াশাচ্ছন্ন। অনেক পুটু একসাথে জ্বলে গেছে শুনলাম।

সুজন চৌধুরী এর ছবি

হুম! হাসিব, আমি পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম নিয়ে বসে আছি এরা পরিস্থিতি কেমনে সামলায় দেখার জন্য।

হাসিব এর ছবি

শুনলাম আনিসুল থেকে শুরু করে প্রথম আলোর পিওন-পেস্টার সবাই ফেইসবুকে ঝাপায় পড়ছে। তবে বিশেষ লাভ হচ্ছে না। নিজেরা ক্লারিফাই করতে গিয়ে নতুন ভেজালে পড়ছে। দুষ্টু লোকেরা আর্কাইভ থেকে তাদের ফটোশপ কারিশমা হাজির করছে একের পর এক। শেষ খবর ধাতানি খেয়ে তাদের ক্লারিফিকেশন পোস্টে সব কমেন্ট মুছে কমেন্ট অফ করে রেখেছে।

অতিথি লেখক এর ছবি

প্লেইন অ্যান্ড সিম্পল , মতিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক । তা না হলে সাংবাদিকতার ইতিহাসে এটা কলঙ্ক হয়ে থাকবে ।

রাজর্ষি

সুজন চৌধুরী এর ছবি
নীলকমলিনী এর ছবি

দারুন.

আয়নামতি এর ছবি

হো হো হো

নিকের শেষে মতি'কে বির্সজন দিবো কিনা ভাবছি ইয়ে, মানে...

এক লহমা এর ছবি

হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

মইত্যামি দারুণ হইছে
তয় দুইজনের মাঝে একজনের অন্তত ইমান শক্ত করার লাইগা কোনো লেবাস দিলে ভালৈতো

সুজন চৌধুরী এর ছবি
শব্দ পথিক এর ছবি

উত্তম জাঝা! গুল্লি

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
তয়, আঙ্গুল না উচায়া দুই হাতজোর করলে মানানসই হইত ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাফিনাজ আরজু এর ছবি

মিজান, পিষে ফ্যালো দেঁতো হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

ছিলেন লালমতি, হয়ে গেলেন হলুদমতি

ওরে এ এ এ এ এ হাহাহহাহহাহা - রাজা তুমি ন্যাংটা গল্পটা মনে পড়ছে কেন যেন!!!

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

মিজান, পিষে ফ্যালো

এবং মতিমিয়া আবার অনিচ্ছাকৃত ভুলের জন্যে ক্ষ্যামা চাইবে জাতির কাছে। সুতরাং টেনশনের কিছু নেই।

মাসুদ সজীব

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

অপরাধীদের আইডিন্টিফিকেশানে ছোটবেলার হানাদার বাহিনী এখন বিবর্তনের পথ ধরে হয়ে গেছে দুর্বৃত্ত ! ছোটবেলায় ও বুঝিনি হানাদার বাহিনী জিনিস টা কি, কোথায় থাকে? আর বড় হয়েও বুঝিনা দুর্বৃত্ত কারা? চিন্তিত

মাসুদ সজীব

হাসিব এর ছবি

আমরা কুটিকালে হাঁটুসম্রাট লেজেহোমো এর্শাদের শাসনামলে হানাদার নামে এক প্রজাতীর কথা পড়তাম বইগুলোতে। তখনও দেশে জামাত রাজাকার আলবদর আল শামস গণহত্যা ইত্যাদি শব্দ আবিস্কার হয় নাই।

অতিথি লেখক এর ছবি

মিজান, পিষে ফ্যালো হাততালি

- শ্রাবস্তী

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অনিকেত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

এক লহমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মিজান, পিষে ফ্যালো

____________________________

ত্রিমাত্রিক কবি এর ছবি

মিজান, পিষে ফ্যালো

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

আমরা মতি
আমাদেরও আছে অধিকার!!
ফটোশপ দিয়ে বদলে যাউ, বদলে দাঊ :প বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল

অ্যানোনিমাস নেমেসিস । ফেসবুক

সুজন চৌধুরী এর ছবি
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হীরামতি হীরামতি।।।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তানিম এহসান এর ছবি

ওরে না! গড়াগড়ি দিয়া হাসি

মতি’র বিরুদ্ধে পার্টি পত্রিকার টাকা মেরে দেয়ার যে সত্য কাহিনী প্রচলিত সেইটা নিয়ে গবেষণা করা দরকার -- সত্য প্রকাশে প্রথমা যার আলু’র দোষ শুরুতেই দেখা গিয়েছিলো। আলু খোর গ্রুপে দুর্নীতি নিয়ে যে পরিমাণ ডায়ালগ দেয়া হয় সেই গুলারে একটা গদাম দেয়া দরকার।

কল্যাণ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।