৫ | লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: বুধ, ২৯/০১/২০১৪ - ১০:৪৯পূর্বাহ্ন)
এই লোকটা না জন্মালে বোধকরি দুনিয়ার অনেক দেশে সুমন চট্টোপাধ্যায়ের (কবীর সুমন নয়) ধাঁচের গায়কদের জন্ম হতো না। গুড বাই বস্!
আপনি বলেছিলেন - প্রযুক্তি আমাদের মুছে না ফেললে প্রযুক্তিই আমাদের রক্ষা করবে। আমি অধম বলি - প্রযুক্তি না থাকলে আমার মতো মানুষ কোনদিন আপনার সৃষ্টির রস আস্বাদন করতে পারতো না; তবে প্রযুক্তি আপনাকে টিকিয়ে রাখুক আর না রাখুক আপনি আমাদের মগজে আমৃত্যু টিকে থাকবেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
৯ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/০১/২০১৪ - ১:৩৭অপরাহ্ন)
হাসিব ভাই, জাস্টিন বিবারকে ভবিষ্যতে কেউ মনে রাখবে কিনা তা হয়ত বিবার নিজেও বলতে পারবে না কিন্তু পিট সিগার যে অনন্ত কাল অমর হয়ে থাকবেন তা আমরা সবাই বলতে পারি। কিছুদিন আগে আমার অগ্রজ আফসোস করে বলছিলেন এই প্রজন্মের ছেলে-মেয়েরা সঙ্গীতের একটা বা দুইটা ধারায় নিজেদের আবদ্ধ করে রাখে সব ধারার গান শুনতে চায়না, হয়ত তাদের সময়ের অভাব বা অস্থিরতা।
মনে করতে পারছিনা কোথায় যেন পড়েছিলাম কবির সুমন বলেছিলেন , পিট সিগার তাকে একটা ১২ স্ট্রিং নাইলন কর্ড গিটার দিয়েছিলেন, যা তার জীবনের শ্রেষ্ঠ উপহার আরো বলেছিলেন তার সঙ্গীত জীবনে পিট সিগারের অপরিসীম অবদানের কথা। এখনতো কেউ কারো অবদানের কথা স্বীকারও করতে চায়না।
অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি
মন্তব্য
গতকাল খবর শুনে ব্যাপক মন খারাপ হইছে। আশপাশে জিজ্ঞেস করে কাউরে দেখলাম না পিট সিগাররে কেউ চেনে। জাস্টিন বিবারের এ্যারেস্টের মিনিট বাই মিনিট আপডেট তারা আবার রাখতেছে। শালা জন্মাইছিই ভুল সময়ে![মন খারাপ মন খারাপ](https://www.sachalayatan.com/files/smileys/2.gif)
নীড়পাতা.কম ব্লগকুঠি
ছবি ভাল লেগেছে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বিদায় পিট!
আহ! কি অসাধারণ স্ট্রোক!!
আমার দেখা পিট এর যাবতীয় ছবি/স্কেচ এর মধ্যে এটাই সেরা!!!
(আপনার অনুমতি চাইছি ভবিষ্যতে কোন ব্যানার এর জন্য)
বিদায় পিট
মাসুদ সজীব
এই লোকটা না জন্মালে বোধকরি দুনিয়ার অনেক দেশে সুমন চট্টোপাধ্যায়ের (কবীর সুমন নয়) ধাঁচের গায়কদের জন্ম হতো না। গুড বাই বস্!
আপনি বলেছিলেন - প্রযুক্তি আমাদের মুছে না ফেললে প্রযুক্তিই আমাদের রক্ষা করবে। আমি অধম বলি - প্রযুক্তি না থাকলে আমার মতো মানুষ কোনদিন আপনার সৃষ্টির রস আস্বাদন করতে পারতো না; তবে প্রযুক্তি আপনাকে টিকিয়ে রাখুক আর না রাখুক আপনি আমাদের মগজে আমৃত্যু টিকে থাকবেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অসাধারণ সুজন্দা। পিট তো বেঁচেই থাকবে সুরে আর কথায়। ওঁর দেহের থাকা না থাকায় কীই বা আসে যায়!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
পিট সিগারের "What did you learn in school today" গানটা আমার অসম্ভব রকমের প্রিয়।
![শ্রদ্ধা শ্রদ্ধা](https://www.sachalayatan.com/files/smileys/candle.gif)
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
পিট সিগারের জন্য
![চলুক চলুক](https://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
আপনার জন্য
হাসিব ভাই, জাস্টিন বিবারকে ভবিষ্যতে কেউ মনে রাখবে কিনা তা হয়ত বিবার নিজেও বলতে পারবে না কিন্তু পিট সিগার যে অনন্ত কাল অমর হয়ে থাকবেন তা আমরা সবাই বলতে পারি। কিছুদিন আগে আমার অগ্রজ আফসোস করে বলছিলেন এই প্রজন্মের ছেলে-মেয়েরা সঙ্গীতের একটা বা দুইটা ধারায় নিজেদের আবদ্ধ করে রাখে সব ধারার গান শুনতে চায়না, হয়ত তাদের সময়ের অভাব বা অস্থিরতা।
মনে করতে পারছিনা কোথায় যেন পড়েছিলাম কবির সুমন বলেছিলেন , পিট সিগার তাকে একটা ১২ স্ট্রিং নাইলন কর্ড গিটার দিয়েছিলেন, যা তার জীবনের শ্রেষ্ঠ উপহার আরো বলেছিলেন তার সঙ্গীত জীবনে পিট সিগারের অপরিসীম অবদানের কথা। এখনতো কেউ কারো অবদানের কথা স্বীকারও করতে চায়না।
অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি
বিদায় বলছিনা পিট, আপনি থাকবেন আমাদের মাঝে যুগে যুগে।
দারুন সুজন্দা।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
শ্রুতিতে অমর পিট সিগার।
পিট সিগার ঘরানার কিছু ভালো গান করেছিলেন সুমন এবং খুব সামান্য কিছু অঞ্জন। গান নিয়ে মানুষের মাঝে নেমে আসা- পিট সিগার -এক ঐকতান।![শ্রদ্ধা শ্রদ্ধা](https://www.sachalayatan.com/files/smileys/candle.gif)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বিদায়...
জাস্টিন বিবারা ধুলি ঝড়ের মত ।
![মন খারাপ মন খারাপ](https://www.sachalayatan.com/files/smileys/2.gif)
বাতাসে খুব ওরে, বাতাস থামলে মুখ থুবরে পরে
বিদায় বন্ধু
নতুন মন্তব্য করুন