অদ্বিতীয় সত্যজিৎ

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ০২/০৫/২০১৪ - ২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


মন্তব্য

তাসনীম এর ছবি

চলুক

সচলের ঈদ সংখ্যা আজকে। সব দারুন দারুন লেখা/ছবি নীড়পাতাতে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

স্যাম এর ছবি

"সচলের ঈদ আজকে" ঠিক এমনি আমারো মনে হচ্ছিল হাসি

সবজান্তা এর ছবি

বরাবরের মতোই অসাধারণ!

পাশে সচলায়তনের লোগো কেন? চুরি ঠেকানোর জন্য?

সুজন চৌধুরী এর ছবি

হ্যা, চোরকে লজ্জা দেয়ার জন্য।

তাসনীম এর ছবি

ওইটা দূরের থাকলে তো চোর মুছে ফেলে সূত্র ইন্টারনেট বলে চালায়ে দিবে। এর চেয়ে বরং মানিকদার জামাটা সচলায়তন ব্র্যান্ড করে দিন, জায়গাতে জায়গতে সচলের ছাপ হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুজন চৌধুরী এর ছবি

গায়ে সচলাতন লেখা দিলে ভালো লাগবে না দাদা। এটা রইলো, চোর ধরতে সুবিধা হবে। রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে।

স্পর্শ এর ছবি

সচলের লোগোটা কি পরিবর্তন হইসে?


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ এর ছবি

অনবদ্য!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইশতিয়াক রউফ এর ছবি

অপূর্ব, স্রেফ অপূর্ব।

অতিথি লেখক এর ছবি

গুল্লি গুল্লি

মাসুদ সজীব

স্যাম এর ছবি

কয়টা দাগ দিয়ে এরকম একটা মানুষ কিভাবে যে বানায় ! হাজারো রঙ দিয়েও যা পারা যায় না ।

সুজন চৌধুরী এর ছবি

হাসি কান লাল হয়ে গেলো দাদা !

অতিথি লেখক এর ছবি

হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

হেহে চরম স্যাম্ভাই চাল্লু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

ওরে সুজনদা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তিথীডোর এর ছবি

নেটের সংগে সাময়িক সেপারেশনে যাওয়াটা অতি জরুরি। কিন্ত আজ নীড়পাতার যে ঝকমকে হাল, না লগিয়ে থাকা গেল না। হাসি
ভয়াবহ কাজ!! গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

মানিকদার জামাটা সচলায়তন ব্র্যান্ড করে দিন, জায়গাতে জায়গাতে সচলের ছাপ

হ, চুরাদের ঠেকাতে এটাই বোধহয় সেইফ অপশন। চাল্লু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

অসাধারণ! বরাবরের মতই অবশ্য! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মেঘলা মানুষ এর ছবি

আপনারা এত 'বস' কেন চিন্তিত

শব্দ পথিক এর ছবি

অসাধারণ এবং অপূর্ব।

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

নির্ঝর অলয় এর ছবি

দুর্বার!

সুবোধ অবোধ এর ছবি

হাততালি দূর্দান্ত!!!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সুজন্দা বস্‌! সুজন্দা রক্সক্সক্সক্সক্স!!!!!

দীনহিন এর ছবি

ছবি বানানো, ছবি আঁকা, ছবি লেখা - সব মিলিয়ে সত্যি অদ্বিতীয়!

আর উনার বিনয় বা নিরহঙ্কার ব্যাক্তিত্ব - অনেক কিছু শেখার আছে আমাদের!

ধনবাদ সুজনদাকে, এই দিনে মানিকদাকে স্মরন করানোর জন্য!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

অতিথি লেখক এর ছবি

দারুন।

গোঁসাইবাবু

তারেক অণু এর ছবি

বাহ, মনটাই ফুরফুরে হয়ে গেল দেখে !

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাহসিন রেজা এর ছবি

অপূর্ব।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

চরম উদাস এর ছবি

জোস

আয়নামতি এর ছবি

অতি চমৎকার!

অতিথি লেখক এর ছবি

দারুণ গুরু গুরু

কড়িকাঠুরে

বেনামা এর ছবি

দারুণ!
সত্যজিৎকে শ্রদ্ধা জানিয়েছেন একদম সত্যজিতের মত আঁকা ছবি দিয়ে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সেইরকম হয়েছে সুজন'দা। রাতেই দেখেছিলাম, আর প্রথমে ভেবেছিলাম এইটা সত্যিজিতেরই আঁকা নিজের ছবি! দেঁতো হাসি

প্রতিবছর নওরোজ কিতাবিস্তান থেকে একুশের বইমেলায় একগাদা সত্যজিৎ কিনি, প্রথমে কিনতাম নিজের সংগ্রহ পূরণের জন্যে, এখন কিনি ছোট ভাইবোনদেরকে দেয়ার জন্যে। কালকে রাজশাহীতে ৯০কিমি বেগে কালবৈশাখীর পরে ইলেক্ট্রিসিটি ছিল না প্রায় ২২ ঘণ্টা। সেই ফাঁকে আমি আমার 'গগন চৌধুরীর স্টুডিও' কোন্‌ বইতে আছে খুঁজতে আমার 'বারো'র সংকলনগুলো ঘাঁটছিলাম। সেখান থেকে বের হলো 'জবর বারো' দুই কপি। কবে যে কোন্‌ বইমেলায় 'জবর বারো' কিনেছিলাম মনে নাই! ইলেক্ট্রিসিটিহীন ছুটির দিনে গুরুকে স্মরণ করে 'জবর বারো' জমিয়ে পড়তে গিয়ে খুবই মজা পেলাম, আমি এইটা আগে পড়ি নাই দেখে! দেঁতো হাসি

প্রকাশক নওরোজ কিতাবিস্তান বইয়ের শুরুতে জানিয়েছে বিভিন্ন সময়ে নানা পত্র-পত্রিকায় প্রকাশিত সত্যজিতের ১১টা গল্প আর একটা নাটিকা নিয়ে এই বইটা প্রকাশিত। প্রথম প্রকাশ দেখছি জুলাই ১৯৯৬। তারিয়ে তারিয়ে পড়ি এখন। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুজন চৌধুরী এর ছবি

হাসি
যাযাবর, আপনি খুবি ভাগ‌্যবতী যে এখনো আপনার না পড়া সত্যজিৎ আছে। সত‌্যিই হিংসা হচ্ছে আপনাকে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক চলুক


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

অপূর্ব! চলুক

-আনন্দময়ী মজুমদার

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুর্ধর্ষ!

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চলুক

____________________________

সাফিনাজ আরজু এর ছবি

গুরু গুরু
জটিল হৈছে !হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।