আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৫

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ০৭/১২/২০০৭ - ৪:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৫আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৫

পুরানা কাম, ফালাইয়া দিমু ভাবছিলাম - খবরের কাগজ খুইলা হইয়া গেলাম ।
পুরাণা চাইল ভাতে বাড়লো মনে হয়।


মন্তব্য

তানভীর এর ছবি

খোমাটা কিন্তু জব্বর হইছে দেঁতো হাসি...ব্যাটা দেখলে কোটি কোটি থেকে কিছু সম্পত্তি আপনারেও দিয়া দিতে পারে হাসি...

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

সুজন চৌধুরী এর ছবি

ঈমানে কন্ ?
@তানভীর আই ____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আঁকার হাতটি আপনার অন্যায়রকম ভালো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

কি যে বলেন না ভাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পুরানা চাইল ভাতে একটু ত বাড়েই বটে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

মানে প্রশ্নটা হলো ব্যাটা কোন দোকানের চাইল খায়?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

আমাদের ক্ষোকাবাবু চলে আঁকেবাঁকে ...


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

আমাদের ক্ষোকাবাবু চলে আঁকেবাঁকে ...
বারোটা মাসই তার গোলা ভরা থাকে।
পার হয়ে যায় গরু ,পার হয় খুকী .....
গোলাভরা ধান লয়ে ক্ষোকা বড় দু:খী।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বিপ্লব রহমান এর ছবি

পুরানো চাল ভাতে বাড়ে, কিন্তু তাতে ভিটামিন থাকে না!... চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

পুরান চাল মদেও বাড়ে।

এত সহায়সম্পত্তির পরও এত বিমর্ষ প্যারাসিটামল-চাবানো হুলিয়া কি মানায়?


হাঁটুপানির জলদস্যু

হাসান মোরশেদ এর ছবি

-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার মজা লাগছে ক্ষোকাবাবু ইত্তেফাকে ফোন করে বলেছেন "এতো না"

অয়ন এর ছবি

তাইলে কতো??

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- সুজন্দা, আমার খোমাটায় রং মাইরা দিবেন না? নাকি আরেকটা খোমা দিমু?
_________________________________
<সযতনে বেখেয়াল>

মুজিব মেহদী এর ছবি

আসলে তো ব্যাটা দেখতে শিম্পাঞ্জির মতো। কিন্তু কার্টুনচিত্রটি চেহারাটাকে মানুষে রূপ দিয়ে ফেলেছে। এটা একদম অন্যায় হইছে সুজন ভাই।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুকায়ে গ্যাছে, খানা নাই।

অছ্যুৎ বলাই এর ছবি

পুরানা চাইল ভাতে বাড়লেও খোকাবাবু নাকি আরও হেয়ার লস করেছেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শেখ জলিল এর ছবি

মাত্র সাড়ে আট কোটির গল্প শোনালো সেদিন!
.....পুরাণা চাইল ভাতে বাড়ে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।