সেই নির্দয় বেড়ালটা

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: শনি, ১১/১২/২০১০ - ৭:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

২. তুলির গল্প

একটা বেড়াল ছিল। সে একা একা থাকত, তার আর কারোকে ভাল লাগতো না, আর কারোরও তাকে ভাল লাগতো না। সবাইকে ছিল তার অপছন্দ, কিন্তু সবার মধ্যেও তার সবচাইতে অপছন্দ ছিল ছোট ছানা বেড়ালদের। কারণ ছোট ছানা বেড়ালদের সবাইকে ভাল লাগে, আর সবার ছোট বেড়ালছানাদেরও ভালো লাগে। তাই সে ছোট বেড়াল ছানা পেলে ছাদের কার্নিশে পাখি দেখাতে নিয়ে যেত , আর তারপর কার্নিশ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতো।

২. তুলির গল্প

একটা বেড়াল ছিল। সে একা একা থাকত, তার আর কারোকে ভাল লাগতো না, আর কারোরও তাকে ভাল লাগতো না। সবাইকে ছিল তার অপছন্দ, কিন্তু সবার মধ্যেও তার সবচাইতে অপছন্দ ছিল ছোট ছানা বেড়ালদের। কারণ ছোট ছানা বেড়ালদের সবাইকে ভাল লাগে, আর সবার ছোট বেড়ালছানাদেরও ভালো লাগে। তাই সে ছোট বেড়াল ছানা পেলে ছাদের কার্নিশে পাখি দেখাতে নিয়ে যেত , আর তারপর কার্নিশ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতো।

১. তুহিনের গল্প

এ গল্পে কোন বেড়াল নেই। এটা আসলে গল্পই নয়।
এটা একটা চুরির ঘটনা, বা চুড়ির ঘটনা।
তুলি কান্নাকাটি করছিলো, ওর গল্পটা ভালো করে লিখে দিতে হবে (তুলি ভালো করে লিখতে পারে না এখনো), তাই ওর গল্পটা শুরুতে লিখে রাখা হয়েছে।

চুরির ঘটনা

চুরির ব্যাপারটা শুরু হয়েছে আগেই। কিন্তু আমি টের পেয়েছি, যেদিন নিচতলার খালাম্মাদের মানে তুলিদের বাসা থেকে খালাম্মার চুড়ি হারানো গেল।

খালাম্মার একজোড়া সোনার চুড়ি খোয়া গেল একদিন । বাড়িতে হইচই। খালাম্মা গোসলের আগে খুলে রেখে গিয়েছে বালিশের নিচে, গোসল করে এসে দ্যাখে চুড়ি গায়েব। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে পাওয়া গেল না। দরজা ভেতর থেকে বন্ধ, জানালায় গ্রিল, বাড়িতে শুধু খালাম্মা, বাবু আর তুলি। খালাম্মা বাবুকে ঘুম পাড়িয়ে তুলিকে পাহারায় রেখে গোসলে গিয়েছে। চোর আসলো কোথা দিয়ে?

খালাম্মার মন খারাপ, ভয়ও পেয়েছে, মা দেখি সান্ত্বনা দিচ্ছে। তুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের কথা গিলছিলো। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বাড়িতে কেউ এসেছিল খালাম্মা গোসলে ঢোকার পর? চোখ বড় বড় করে মাথা নাড়ে “ না, আসেনি”। চোরের কথা শুনে ভয় পেয়েছে বোধহয়। মাথায় চাটি দিয়ে নিচে যাচ্ছিলাম, তুলি ডাক দিলো, ‘দাদা কই যাস?’
দোকানে, আঠা কিনতে। কেন? আসবি?
না, বলে বাড়ি চলে গেল।

বারান্দা

সেদিন ফিরতে একটু দেরী হলো। রঞ্জনের সাথে দেখা, ওদের বাড়ি গিয়ে টিনটিন নিয়ে এলাম। ব্যাডমিন্টন খেলার কথা আছে। নেট লাগবে, আর ইলেকট্রিক লাইন টানতে হবে। রঞ্জনদের দুটা বাড়ি পরে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে খেলা যেত, কিন্তু আশপাশের বাসা থেকে ময়লা ফেলে রেখেছে।

ছাদগুলোর দিকে তাকাতে তাকাতে আসছিলাম। ছাদে ব্যাডমিন্টন খেলা যায় না, আফসোস।

‘কে, তুহিন না?’, দোতলার বারান্দা থেকে গলার আওয়াজ ভেসে এলো। পূর্ণতার মামী বারান্দায়। তিনি বোধহয় চোখে ভাল দেখতে পান না। এখন যথেষ্ট আলো রয়েছে, তাও জিজ্ঞেস করছেন কে আমি। এর আগেও এমন হয়েছে, বিকেল বেলায় কত আলো, কিন্তু পূর্ণতার মামী জিজ্ঞেস করেন, ‘কে, তুহিন না?’

উত্তর না দিয়ে দাঁড়ালাম। মামীরা এ বাড়িতে নতুন। পূর্ণতার বাবা বদলি হয়েছেন মাস খানেক। ওরা যাবার পর ওদের মামা আর নতুন মামী ভাড়াটে হয়ে এলেন।

কোথাও যাচ্ছ?
ফিরছি।
ওহ, হ্যাঁ তাই তো। মামী হাসিমুখে বলেন।
মুড়ি-মাখা খাবে? এসো আমি বানাচ্ছিলাম, খেয়ে যাও।
আরেকদিন, আজকে কাজ আছে।
মামীর হাসি খানিকটা স্তিমিত হয়।
ওহ।
তোমরা তো আবার চকলেট-টকলেট খাও বেশি, মুড়ি -মাখা ভাল লাগে না বোধহয়। আমার হাতের দিকে ইশারা করে বললেন মামী।
চকলেট? নাহ। লজেন্স খাই না। ছোটরা খায়। তুলির জন্য এনেছি।
ওহ।
রাস্তায় আলো হলেও, বারান্দাটায় অন্ধকার করে আসছিলো। মামীর হাসি তাই বেশি বোঝা গেল না। বাড়ি ফিরে এলাম।

ভূত

এরপর সাতদিনে দুটো চুরির ঘটনা ঘটলো।
তুলিদের নীচের তলা থেকে হারালো কাকিমার লকেট। আর আমাদের বাড়ি থেকে গেল বাবার সোনার বোতাম। তুলির আম্মার চুড়ি হারানোর পর থেকে সবাই বেশ সতর্ক হয়ে গিয়েছিলো। তাও চুরি হলো।
এই সব নিয়ে বাড়িতে জরুরী অবস্থা, সোরগোল, ভয়-ভীতি। শীত পড়েছে, ব্যাডমিন্টন ও শুরু হয়েছে, বাড়ি ফিরতে সন্ধ্যা হয় এখন। আজ দুপুরে খাবার সময় মা অন্যমনস্ক হয়ে ভাত বেড়ে দিচ্ছিলো তাই প্রশ্নটা দ্বিতীয়বার করতে হলো, পিচ্চি কই মা? দুপুরে আসেনি? তুলি দুপুর বেলায় প্রায় আসে এ বাসায়।

‘না রে, ওকে তো কয়দিন দেখি না আসতে। আজকাল পূর্ণতার মামীর বাসায় বেশ যায়। একা একা বউ সারাদিন বাসায়, ছোট বাচ্চা পেলে হয়তো ছাড়তে চায় না।‘

খেয়ে বই পড়তে শুয়েছিলাম। মনে পড়লো, লজেন্সগুলো দেয়া হয়নি।
খালাম্মা বললো, তুলি বাসায় নেই। নীচতলায় ডাকলাম, সেখানেও নেই। পূর্ণতাদের বাসায় টোকা দিতে গিয়েও দিলাম না। ছাদে গেলাম। নেই।
ফিরে আসছিলাম, তখন শব্দ শুনতে পেলাম। ছাদের পানির ট্যাঙ্কের নিচে ঘুপচি। ঘুপচিতে উঁকি দিতে তুলিকে পাওয়া গেল। কাঁদছে।

‘কী হয়েছে তোর? ‘
কথা নেই।
‘চল তোকে মায়ের কাছে দিয়ে আসি, আয়।‘
যাবে না। উঠবে না, নড়বেই না।
‘আয়!’ ধমক দিয়ে কোলে নিতে গেলাম, কেঁদে উঠলো, ‘না দাদা! বাড়ি যাব না!’
‘কী হয়েছে? মা বকেছে?’
মাথা নাড়ে।
‘তাহলে কি হয়েছে? বল! চড় খাবি এখন!’

হেঁচকি আর নাক টানার সাথে সাথে দুল হারানোর কথা আসে।
‘কি হয়েছে দুলের? ‘
তুলির কানে পিচ্চি পিচ্চি দুল দেখেছিলাম তো মনে হয়। এখন নেই।
‘হারিয়েছিস?’
মাথা নড়ে।
‘কেমন করে হারালি? খুলে রেখেছিলি?’
‘না।‘
‘তবে?’
‘মা মারবে।‘
‘মারবে পরে, আগে দেখি খুঁজে বের করি। কই হারিয়েছিস? কই ছিলি?’
‘পূর্ণতাদের বাড়ি। ‘
‘চল তাহলে খুঁজে আনি।‘
‘না!!!’
‘না কেন?’ আবার বসলাম আমি। ‘সত্যি করে বল , কি হয়েছে? দাদাকে বল, দাদাদের সব বলতে হয়।‘

সওয়াল-জবাবে যা বুঝলাম, তা হলো -

তুলি পূর্ণতার মামীর বাসায় একদিন দুপুরে গিয়েছে। মামী ওকে চকলেট দিয়েছে, আর বলেছে গল্প শুনবে? তুলি গল্পের পোকা, সানন্দে রাজি। রাক্ষসের গল্প, তারপর ভূতের গল্প। গল্প শেষ হলে মামী তুলিকে বলে, জানো, আমার কিন্তু এমন দুটো পোষা ভূত আছে। তুলি বলে, যাহ! ভূত নেই!

মামী বলে, কে বলেছে? তুলি বলে, দাদা বলেছে, বাবা বলেছে। মামী বলে, তোমার দাদা আর বাবা যা বলে তা-ই ঠিক?
তুলি বলে, হ্যাঁ। মামী গম্ভীর হয়ে বলে, তাহলে এই কথা বলার জন্য ওদের শাস্তি পেতে হবে। তুলি ভয় পেয়ে বলে, কি শাস্তি? মামী হাসে, ভূতেরা রাগ করবে না? তোমার বাবা বড়, কিন্তু তুহিন তো ছোট, এখন তুহিন ছাদে গেলেই, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। তুলি ভয় পেয়ে যায়, না! ফেলবে না!

মামী হাসতে থাকে।
তুলি বলে, মামী ভূতেদের মানা করো।
মামী বলে, ভূতেদের অনেক রাগ, ওরা শুনবে কেন?
তুলি কেঁদে দেয়, মামী ভূতকে মানা কর!
মামী মজা পেয়ে বলে, বলতে পারি, কিন্তু শর্ত আছে।
কি শর্ত?
ওদের উপহার দিতে হবে।
কি উপহার?
সে অনেক দামী উপহার।
মামী মজা করে বলে।
তুলি বলে, আমি এনে দেব দামী উপহার!
তাহলে আনগে যা।

তুলি দৌড়। মামী খুব হাসছিলো যখন তুলি ফিরলো। কিন্তু বাবুর আংটিটা দেবার পর মামীর হাসি থেমে গেল।

কই পেলি?
মার গয়নার বাক্স থেকে।
হুম। মামী গম্ভীর।

এরপরও ভূত খুশি হয়নি। তুলি খালাম্মার চুড়ি দিয়েছে, নিচের তলার কাকিমার লকেট দিয়েছে, বাবার সোনার বোতাম দিয়েছে। আজকে কানের দুল দিয়েছে, কিন্তু ফিরে যাবার সময় মনে হয়েছে বাড়ি গেলে মা মারবে। তাই ছাদে এসেছে, ভূতকে অনুরোধ করতে, যেন ভূত সবাইকে ক্ষমা করে দেয় আর কানের দুলজোড়া ফেরত দেয়।

‘বুঝলাম। আমাদের বাড়ি রেখে আসি তোকে চল।‘
‘দাদা, তোকে ভূত মেরে ফেলবে!’
‘আমার কিছু হবে না, ভূত আসলে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাবো দেখিস।‘
তুলি হাঁ হয়ে থাকে।
‘হ্যাঁ , চল্ না, দেখাচ্ছি।‘
নিচে নিয়ে ওকে আমার মায়ের কাছে রেখে এলাম, আর খেলতে নেমে গেলাম।

ছক্কা

রঞ্জন ডাকতে এসেছিলো, কি রে? ব্যাডমিন্টন খেলতে যাবি না?
নাহ। আজকে ক্রিকেট খেলি চল।
...ক্রিকেট?

বাড়ির পেছনের গলিতে ইঁট পেতে ক্রিকেট শুরু হলো।
কিছুক্ষণ পর বল গিয়ে ঝনঝন করে পূর্ণতাদের রান্নাঘরের জানালা ভাঙলো।
আমি আনছি !

দৌড়ে চলে এলাম বাড়িতে। পূর্ণতাদের দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে আছি। দরজা খুললো, রাগী রাগী চেহারা মামীর। তুমি?
বল পড়েছে রান্নাঘরে।
ওহ! তাহলে তোমারই কীর্তি?!
ঘরে ঢুকে পড়লাম।

কী কাণ্ড, কী কাণ্ড! খেলার সময় কোনো হুঁশ-জ্ঞান নেই...!!
রান্নাঘর রেখে সোজা গেলে শোবার ঘর।
কোথায় চললে তুমি!
আলমারির পাল্লা ধরে টান দিলাম, আটকানো। চাবি চাইতে যাবো, চোখ পড়লো আয়নার সামনে টেবিলটার ওপর।
মামীর তীক্ষ্ণ গলার আওয়াজ শোনা গেল, কি করছটা কি তুমি!?? এক্ষুনি তোমার মাকে ডাকছি দাঁড়াও !!
টেবিলের ওপর নকশা কাটা কাঠের বাক্স, কিন্তু সেটায় হাত দিতে হয়নি। তার পাশেই পড়ে আছে একজোড়া পিচ্চি দুল।
তুলে নিয়ে বেরিয়ে আসছি, মামী পথ আটকালো, আমার গয়না নিয়ে যাচ্ছ মানে ?
এগুলো আপনার নয়।
কে বলেছে?! অবশ্যই আমার!!
ভদ্রমহিলা আমার পেছন পেছন আসছিলেন।
কে দিয়ে গেল আপনাকে? ভূত?

মহিলা কথা বলতে শুরু করলেন, কিন্তু থেমে গেলেন, শব্দ বেরোলো না।

নিচে এসে মাকে ডেকে দুল দিয়ে বললাম, ‘তুলির, হারিয়েছিলো।‘
“আর মা? বাবার বোতাম হারিয়েছে না? আমার মনে হয়, এ কদিনে বাড়ি থেকে যার যা হারিয়েছে, সব পূর্ণতার মামীর গয়নার বাক্সে খুঁজে পাবে।“
নিচে নামতে নামতে দুম দুম করে সব বাড়ির দরজায় ধাক্কা দিয়ে হারানো জিনিসের সন্ধান দিয়ে ক্রিকেট খেলতে ফেরত গেলাম।

এই হলো চুরির ঘটনা।

৩. তুলির গল্প

[যেটুক প্রথমবারে লিখতে ভুলে গিয়েছিলাম]

তারপর একদিন, দাদা ক্রিকেট খেলতে গিয়ে ছক্কা মারলো, আর সেই বল গায়ে লেগে সেই বেড়ালটা, টুপ করে কার্নিশ থেকে নিচে পড়ে গেল।

হাসি

[ কৃতজ্ঞতা স্বীকারঃ
পরী ধরে মেজে দেবার জন্যে (পরিমার্জনার জন্যে) ধন্যবাদ সংসারে এক সন্ন্যাসী কে দেঁতো হাসি ]


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অনেক ভালো লাগল। একটু পড়ি আর রহস্যের গন্ধ নাকে লাগে। শেষ না করে উঠতে পারলাম না।

কামরুজ্জামান স্বাধীন।

সুরঞ্জনা এর ছবি

দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

বাউলিয়ানা এর ছবি

আহা কী অসাধারন গল্প পড়লাম একখানা। ফর্মেটে বৈচিত্র আছে...একটু গোলমেলে লাগলেও শেষে সব পরিষ্কার। সপ্তাহান্তে এমন একটা গল্প পেলে আর কিছু চাই না।

অট. সন্ন্যাসীদা দেখি সচলে নেই, আবার আছেনও হাসি

সুরঞ্জনা এর ছবি

[মাথা চুলকে... ] ফরম্যাটিং?

একটা দারুণ বই পড়েছি রিসেন্টলি নাম 'দ্য কিউরিয়াস ইন্সিডেন্ট অফ দ্য ডগ ইন নাইট টাইম', সেখানে দেখি প্রতি চ্যাপ্টার এর নাম্বারিং করেছে শুধু মাত্র প্রাইম নাম্বার গুলো দিয়ে, মানে ২, ৩, ৫, ৭... এমন আর কি।
এত ভাল লেগেছে ব্যাপারটা, ভাবলাম তাহলে উল্টা-পালটা করে দিলেও দেখি ক্ষতি নেই। খাইছে

সন্ন্যাস ধর্মই তো এমন, সবকিছুতেই থেকেও নেই হাসি
অনেক ধন্যবাদ।
হাসি

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

অসাধারন!!

- মোহনা

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মুসাফির [অতিথি] এর ছবি

বড় ভালো লাগলো।

সুরঞ্জনা এর ছবি

শুনে বড় খুশি হলেম। হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

আমি মন্তব্য করলে যায় না কেন???????????????

- মোহনা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অতিথিদের মন্তব্য মডারেশন পেরিয়ে আসে মোহনা। একটু ধৈর্য্য ধরুন, এইতো চলে এসেছে। হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

বেশ ভালো পাইলাম। হাসি

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

খুব সরল একটা প্লটকে আপনি ফ্রেশভাবে উপস্থাপন করেছেন। আপনার লেখায় শক্তি আছে। টোয়েন্টি-টোয়েন্টি খেলে দেখালেন, একটা টেস্ট ম্যাচ খেলে দেখাবেন একদিন, আশা রাখি
- স্বপ্নসতী, ক্যানাডা থেকে

সুরঞ্জনা এর ছবি

আপনি ক্রিকেট অনুরাগী মনে হচ্ছে চিন্তিত
অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য, উৎসাহ যোগানোর জন্যও।
হাসি

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

শাহেনশাহ সিমন এর ছবি

অনেক ভালো লাগল। একটু পড়ি আর রহস্যের গন্ধ নাকে লাগে। শেষ না করে উঠতে পারলাম না। দেঁতো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুরঞ্জনা এর ছবি

চিন্তিত
...
দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ওরেএএএএ...! হাততালি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

থ্যাঙ্কিউ!! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ নজু ভাই
হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনিকেত এর ছবি

দুর্দান্ত, দুর্দান্ত !!
আমি তোমার গল্পের বিশাল ভক্ত হয়ে উঠছি হে---

এগিয়ে চলো--
মাভৈঃ

সুরঞ্জনা এর ছবি

অনেক, অনেক ধন্যবাদ অনিকেত দা।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ দাদা!!
হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আঁকাইন এর ছবি

দারুণ!! পছন্দে যোগ করলেম। হাসি চলুক
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

সুরঞ্জনা এর ছবি

ভাই আঁকাইন, আপনার এই 'কালা-সূর্য সহযোগে সন্ন্যাসী'র ছবিটা যে আমার কি পছন্দ হয়েছে কী বলবো... দারুণ!
আমারো একটা ডাকিনী-যোগিনী-সন্ন্যাসীনি মতো ছবি করে দিন না? সবাই দেখে একটু সমঝে চলুক? মন খারাপ

অনেক ধন্যবাদ। হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আউল-বাউল-ফাউল এর ছবি

অন্যকে কষ্ট দেবার দরকার কী? নিজের একটা ক্লোজ আপ জুড়ে দিলেই তো হয়।

ও, হ্যাঁ, গল্প সুস্বাদু হয়েছে।

সুরঞ্জনা এর ছবি

ইয়ে... মানে চাই যে লোকে আমাকে একটু ভয় পেয়ে সমীহ করে চলুক, কিন্তু দর্শনের চোটেই পঞ্চত্বপ্রাপ্তি ঘটুক, এমন টা ঠিক চাই না। মন খারাপ
তাই ক্লোজ আপ জুড়ে দেই না দেঁতো হাসি

অনেক ধন্যবাদ। হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

খেকশিয়াল এর ছবি

এতো দারুণ একটা গল্প কেমনে লিখলা গো সুরঞ্জনা দিদি!
খুবই, খুবই ভাল লাগলো!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুরঞ্জনা এর ছবি

ধুরি দাদা! মন খারাপ
তবে আপনার ভালো লেগেছে, দারুণ খুশি হয়েছি!!! হাসি
[আনন্দে লাফ-ঝাঁপ করবার ইমো হবে] দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দুষ্ট বালিকা এর ছবি

সক্কাল বেলা উঠে এমন বেড়ালের গপ্পো দিয়ে শুরু হলে কার না ভালো লাগে! দেঁতো হাসি

সেরাম লাগ্লো সুরঞ্জনাপা! এবার মেজাজ খারাপ করতে নাজমুলের কেলাসে যাই! :|

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুরঞ্জনা এর ছবি

বটে? চিন্তিত
আমি তো জানতাম তুমি বেড়াল ভালবাসো, তাই যত্ন করে বেড়াল টাকে বলের বাড়ি দিয়ে নিচে ফেললাম। মন খারাপ
তাও তোমার খুশি লাগছে?
ড্যাম! রেগে টং

নেক্সট টাইম... শয়তানী হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দুষ্ট বালিকা এর ছবি

আমি বেড়াল কুকুর মানুষ বাঘ সুরঞ্জনা হায়েনা গোল্ডফিশ সব্বাইকে ভালোবাসি। বিশ্বপ্রেমিকা! হাসি

এই নে বেড়াল দ্যাখ, মারতে পারলে কইস! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

বপ!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

পতা মন্তব্য! বপ!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পাগল মন এর ছবি

বেশ নতুন স্বাধের একটা গল্প পড়লাম। ভালো লেগেছে।
_________________________________________________
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ। হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনিন্দ্য রহমান এর ছবি

ভালো হৈসে ... ফরম্যাট গুড়া গুড়া করে ফেলা দরকার। ফরম্যাটবাজী অনেক দেখসি। এই যে এখন যতিচিহ্নের আগেও স্পেস দিব ।
সবাই অস্বস্তিতে থাকুক ।

... বিড়াল মরে নাই আশা করি।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দুষ্ট বালিকা এর ছবি

দাও দাও স্পেস দাও। স্পেসে স্পেসে স্পেসাকার করে ফেলো! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

তিথিডোর সিন্ড্রোম! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

নামের বানান ভুল করলে কিন্তু তিথীডোর মাব্বে!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

তোমাল ধম্ম পতা! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তিথীডোর এর ছবি

তিথীডোরও তোমার কাছে হার মেনে যাবে সায়কা আপু!
হো হো হো
কিপিটাপ!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুরঞ্জনা এর ছবি

একদম ঠিক। হুহ।
নো বাজাবাজি। রেগে টং

বেড়াল ফেলে দেয়ার দরকার ছিল ফেলে দিয়েছি,
তারপর কি হইলো জানে শ্যামলাল দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দুষ্ট বালিকা এর ছবি

এইসব ভালো লাগে?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুহান রিজওয়ান এর ছবি

আপনার লেখার হাত দুর্দান্ত। গল্পটা-কিংবা গল্পদ্বয়- খুবই সরল ছিলো। মাথার পেছন থেকে ঘুরিয়ে আবার সামনে আনার ছকটা বেশ ভালো লেগেছে। এইভাবে একটা কিছু লেখার চেষ্টা করছি গত কিছুদিন- হচ্ছে না...

_________________________________________

সেরিওজা

সুরঞ্জনা এর ছবি

লেখো লেখো!! অ্যাঁ
শহরে যখন গল্প নেই টা তো কখনো ভুলবো না, এত ভাল লেগেছিলো। হাসি

অনেক অনেক ধন্যবাদ! হাসি

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুহান রিজওয়ান এর ছবি

তারা দিস্লাম তো, নিলো না ক্যান বুঝলাম না- আবার দিলাম...

_________________________________________

সেরিওজা

সুরঞ্জনা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সুহান হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অদ্রোহ এর ছবি

চট করে যদি বলতে হয়, এমন একটা আপাত সরল-সাদামাটা গল্পের প্রাণভোমরা কি, তাহলে আমি বলব গল্পকারের অদ্ভুত নির্লিপ্ততা। আস্ত ঘটনাটাই চোখের সামনে ভাসছিল আর দর্শক হিসেবে ষোলআনা মজা পেয়েছি তো বটেই।

দারুণ!!

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

সুরঞ্জনা এর ছবি

চিন্তিত

ভাবছিলাম, নির্লিপ্ততা দিয়ে পশু-পাখির প্রতি ভালবাসার দারুণ অভাব বোঝালেন কি না... দেঁতো হাসি
কিন্তু হলো গিয়ে বোধহয় যা বলেছেন তাই বুঝেছি। খাইছে

অনেক ধন্যবাদ। হাসি

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নাশতারান এর ছবি

অদ্ভুত সুন্দর!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ ধন্যবাদ!! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দময়ন্তী এর ছবি

ভারী ভাল গল্প|
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ দিদি !!
হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

বইখাতা এর ছবি

গল্প ভালো লেগেছে...তবে...ইয়ে...বেড়ালের জন্য খারাপ লাগলো আর কি......!

সুরঞ্জনা এর ছবি

হাসি
অনেক ধন্যবাদ।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

জি.এম.তানিম এর ছবি

সুপার্ব! দারুউউউউউণ লাগলো! দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুরঞ্জনা এর ছবি

এহ! বললো!!
থ্যাঙ্কু তবু, খামখাই। হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রাহিন হায়দার এর ছবি

কী ছিমছাম গদ্য!
দারুণ!!
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

সুরঞ্জনা এর ছবি

থ্যাঙ্কিউ রাহিন!! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নৈষাদ এর ছবি

খুব ভাল লাগল।

সুরঞ্জনা এর ছবি

অনেক ধন্যবাদ।
হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তুলি এর ছবি

দারুণ!! শেষ না করে উঠতে পারলাম না। দেঁতো হাসি
_________________

সুরঞ্জনা এর ছবি

আরে!!
তুলি যে!! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তাসনীম এর ছবি

দেরিতে পড়লাম...দারুন লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুরঞ্জনা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ওডিন এর ছবি

দুর্দান্ত!!!! দুইবার তিনবার চারবার পড়লাম। হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুরঞ্জনা এর ছবি

ইশ! পড়ে গিয়ে কোথাও লাগেনি তো? মন খারাপ
অবশ্য ঘরেই যখন মুড়ি-মুরকির মতো ডাক্তার মজুদ... চিন্তিত
খাইছে

থ্যাঙ্কিউ ভাইয়া!! দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

কেনো যেনো মামীকে সন্দেহ হচ্ছিলো, সেটাই কিনা সত্যি হলো...
ভাল লাগলো... চলুক

"চৈত্রী"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।