ঈর্ষা

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: শুক্র, ০৭/০১/২০১১ - ৭:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোট দুটো শয়তান, পা ছড়িয়ে বসে ছিলো, অন্ধকার ঘুপচি বারান্দাটার কোণে।
দুপুরবেলার রোদ, ঝাঁ ঝাঁ করছে ছাদ গুলোয়।
তবে, এ গলিটা ভালো। মাথায় মাথায় বাড়ি, কোনায় কোনায় পড়ে থাকা আবর্জনার ঢিবি। মুখ খোলা নালায় পাঁক খাচ্ছে অন্ধকার কালো কালো জল। রোদের ছায়াও নেই মুখোমুখি বারান্দা গুলোয়।

একটা শয়তান অলস আঙুলে একটা খয়েরি প্রজাপতির ডানা ছিড়ছিলো আস্তে ধীরে, প্রজাপতিটা কেঁপে কেঁপে উঠছিলো। শয়তানের ঠিক হুঁশ আছে, মরতে দেয় নি প্রজাপতিটাকে।

'ধুস্...'

বিরক্ত হয়ে শব্দ করে আরেকজন।

ডানা ছেড়া সাময়িক ভাবে বন্ধ করে তার দিকে তাকায় শয়তান। কি হলো?

কিছু হলে তো আর এ প্রশ্ন ওঠে না, ঝাঁঝের সাথে উত্তর করে অন্য শয়তান।

ওহ, তাই বলো। আলসেমি ভালো লাগছেনা এখন?
হলদেটে দাঁত বের করে ফিচলে স্বরে বলে সে, 'কেন , শোনোনি? অলস মস্তিষ্ক শয়তানের বাসস্থল?'

হুল ফুটোনো বন্ধ করো। নইলে কি করে শয়তানের মুখ বন্ধ করতে হয় তা জানা আছে আমার।
তাচ্ছিল্য ভরে বলে অন্য শয়তান।

কিন্তু আসলেই। আজকের দিনটা দেখছি এমনি এমনিই যাবে।

কিছু করার উদ্যোগ নিলেই পারো, ডানা ছেড়া প্রজাপতিটা বারান্দা থেকে নিচে ছুড়তে ছুড়তে বলে শয়তান।

কি করা যায় তাই ভাবছি।

অত ভাবনার কি আছে। সুখের পেছনে ছুটতে আছে? ছোট ছোট বিষয় থেকে আনন্দ নেবার চেষ্টা করতে হয়। উল্টোদিকের দেয়ালের উপর বসা মাছের লেজ চর্বনরত বেড়ালটার দিকে আড়চোখে দৃষ্টি হানে শয়তান।

চোখ দুটো উপড়ে আনলে হয়, কি বলো?

অন্য শয়তানও বেড়ালটার দিকে আড়চোখে চায় একবার। মুখ বাঁকায়।
সস্তা।

সময় কাটানোই যখন তোমার সমস্যা...

গলিতে অন্য প্রাণের সাড়া পাওয়া গেল।

'হ্যাক থুঃ'

সশব্দে গলা খাকরে রাস্তায় থুতু ফেললো এক টুপি মাথায় ঢোলা পাঞ্জাবী পরিহিত মৌলানা। তার কমলা রঙা দাড়ি, আর হাতে কালো ঢ্যাঙা ছাতা। ইতি-উতি তাকাতে তাকাতে ময়লা বাঁচিয়ে সাবধানে গলি পার হচ্ছে।

শয়তান এক লাফে রেলিঙের ওপর উঠে বসে। নোংরা নোংরা পা বার করে মৌলানার মাথা তাক করে যেই এক ফুলের টবে লাথি মারতে যাবে...

করিস কি করিস কি! হিড় হিড় করে টানতে টানতে শয়তানকে নিরস্ত করে অন্য শয়তান।
দাঁত মুখ খিঁচে অন্য শয়তানকে মারতে উঠলে সে বলে, ‘ধুস, সেইমসাইড হয়ে যেত।‘

শয়তান হতাশ হয়। কথা সত্য।

দুইজনই রেলিঙের উপর উবু হয়ে বসে।
এক শয়তান অন্য শয়তানকে বলে, আজকাল স্থূল রুচির চর্চা সর্বত্র।
মানুষ জাতটাই স্থূল, অন্য শয়তান মন্তব্য করে।
যতই তুমি ওদের সূক্ষ্ম বুদ্ধি দিয়ে উস্কানি দাও না কেন, ওরা সেই মোটা দাগের কাজ করেই নাম দেবে শয়তানি।
হুম।

সামনের বারান্দায় এক মহিলা আসে ধোয়া কাপড় শুকোতে দিতে।
সেদিকে তাকিয়ে শয়তান বলে ওঠে, সূক্ষ্ম কাজ কি হোতো জানো?
অন্য শয়তান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।

মনে করো একটা প্রাণী বানালাম।
হু?
তার হাত পা দিলাম।
হু?
কিন্তু দেহে বল দিলাম এমন মাপমতো, যাতে কখনো অন্যের সাথে এঁটে না উঠতে পারে।

অন্য শয়তান মনোযোগী হয়।
তারপর?
তারপর ধরো, সেটা হবে বেশ স্বাদের, ফলে সবাই ওটাকে ছিঁড়েখুঁড়ে খেতে চাইবে।
হুমম। অন্য শয়তান ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করে।
কিন্তু তেমন প্রাণীতো আছেই ভায়া। ঈশ্বর এক ধাপ এগিয়ে, চিড়িয়াখানায় গিয়ে হরিণ দেখে এসো।

আহ! কথা শেষ করতে দাও। খেঁকিয়ে ওঠে শয়তান।
যা বলছিলাম, তারপর ধরো, ওটাকে বুদ্ধি দিলাম?
তো?
বিচারবোধ দিলাম?
তাতে?
স্বাধীন অন্তঃকরণ দিলাম?

অন্য শয়তান চোখ বড় বড় করে তাকায়।
শয়তান বলে চলে, ভাবো একবার, তখন সেটা কেমন গুমরে গুমরে মরবে সারাজীবন?
অন্য শয়তান খুশীতে শিশ দিয়ে ওঠে।
কিন্তু নাহ, ঈশ্বর এখানেও এক ধাপ এগিয়ে, সামনে ইশারা করে শয়তান।
উল্টোদিকে এখনো কাপড় শুকোতে দিচ্ছে মহিলা।

'মেয়েমানুষ।'
অন্য শয়তানের গলা থেকে ঈর্ষা ঝরে পড়ে।


মন্তব্য

দ্রোহী এর ছবি

আপনি কি জানেন আপনি কত ভাল লেখেন?

সুরঞ্জনা এর ছবি

[মাথা চুলকে]... জ্বী। আমার নানী আমার রচনা পড়ে জানিয়েছিলেন একবার। মন খারাপ
শুনে মনে হয়েছে ঘটনা বেশি সুবিধার না। খাইছে

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ধুসর গোধূলি এর ছবি
ওডিন এর ছবি

আমারেও দিয়েন আফা! তারা জানাইতে চাই উনি অসাধারণ দূরদৃষ্টিসম্পন্ন ভদ্রমহিলা ছিলেন। অ্যান ওল্ড লেডি উইথ এ ভিশন! দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনি কি জানেন আপনি কত ভাল লেখেন?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

এইটুক মানুষের ভেতরে এরকম লেখা আসে কীভাবে!
ঘোষণা দিয়ে তোমার ভক্ত হয়ে গেলাম হাসি
[অ.ট. সঙ্গত কারণেই ভক্তের চাইতে বেশী কিছু হতে পারছি না চোখ টিপি দেঁতো হাসি ]

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুরঞ্জনা এর ছবি

প্রসঙ্গত উল্লেখ্য, অতি ভক্তি... চিন্তিত
খাইছে

কী যে বলেন দাদা হাসি
অনেক ধন্যবাদ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

কৌস্তুভ এর ছবি

আপনি এখনও লেখেন কেন? এমন যে লেখে তার শীতনিদ্রায় চলে যাওয়া উচিত বহু আগে...

সুরঞ্জনা এর ছবি

সে কি আর জানি না রে ভাই...কিন্তু লোকজনের যা স্বভাব, ঘুম থেকে তুলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। রেগে টং
কি আর করা... মন খারাপ

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্পর্শ এর ছবি

বাহ্‌! কী চমৎকার হয়েছে। এক দম ধ্রুপদী!!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুরঞ্জনা এর ছবি

ধ্রুপদী?? দেঁতো হাসি
বেশ খেয়ালের তোড়ে ধ্রুপদ চলে এলো!! হা হা!! দেঁতো হাসি
(এটা উচ্চাঙ্গ মাত্রার অ্যাটেম্পট টু জোক ছিলো, বিফলে গেলে ক্ষমাপ্রার্থী খাইছে )

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সিরাত এর ছবি

অনার্য-র লিংক দেখে আসলাম। কিন্তু আমার লেখাটা স্টেরিওটিপিকাল লাগলো।

কৌস্তুভ এর ছবি

সে হয়ত লাগতে পারে। কিন্তু সম্প্রতি এই একগুচ্ছ খবর পড়লাম -
http://edition.cnn.com/2011/WORLD/africa/01/06/congo.rapes/index.html?hpt=T2
http://news.bbc.co.uk/2/hi/middle_east/7869570.stm
http://www.jpost.com/servlet/Satellite?cid=1246443842931&pagename=JPost%2FJPArticle%2FShowFull
http://www.dailymail.co.uk/news/worldnews/article-1141267/Saudi-judge-sentences-pregnant-gang-rape-victim-100-lashes-committing-adultery.html?ITO=1490
http://www.timesonline.co.uk/tol/comment/faith/article5907458.ece
এরপর তো এই লেখাটাকে প্রচণ্ড অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে আমার এবং সহমর্মী হতে বাধ্য করেছে।

আর তোমার কি হাল, অনেকদিন লেখা আসে না?

সুরঞ্জনা এর ছবি

হু, আসলেই স্টেরিওটিপিকাল।
কিন্তু কি করা, পুনরাবৃত্তি ঘটে। মন খারাপ

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুহান রিজওয়ান এর ছবি

শুরুটার মতো গল্পের শেষটা সাধারণ থাকেনি। দারুণ।

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ সুহান হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তাসনীম এর ছবি

অসাধারণ। তোমার লেখা পড়ে মুগ্ধ হই নিয়মিত।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুরঞ্জনা এর ছবি

অনেক ধন্যবাদ ভাইয়া। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

ঈর্শা !! দারুন !! চমতকার লেখনি !!

মোহনা'

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনন্দী কল্যাণ এর ছবি

দ্রোহীদার প্রশ্নটা আমারও হাসি

হ্যাটস অফ, সুর।

আর ইয়ে, আবার বেড়াল চোখ টিপি

সুরঞ্জনা এর ছবি

হে হে হে দেঁতো হাসি
বেড়াল... চিন্তিত

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অদ্রোহ এর ছবি

একটা কথাই বলব, দুর্দান্ত!

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

সুরঞ্জনা এর ছবি

থ্যাঙ্কিউ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ!

একটু ব্যক্তিগত মত জানাই। মাঝের মওলানার অংশটা বাহুল্য মনে হলো। "সেইমসাইড"... মনোযোগ সামান্য অন্যদিকে নিয়ে যায়। গল্পের মূল ফোকাস পয়েন্ট থেকে একটু অন্যদিকে মনে হয়েছে ওই অংশটা। ওটুকু না থাকলেও তেমন কোনো ক্ষতি হতো না গল্পের, বরং আরো টান-টান হতো বলে আমার ধারণা। হাসি শুরুর দিকেও সামান্য মেদ ঝড়ানো যেত মনে হয়।

যাই হোক, তোমার লেখার হাত যে অসাধারণ, আগেও বলেছি। আবারও বলি। গল্পটা খুবই ভালো লেগেছে। ঈর্ষা করলাম। হাসি

সুরঞ্জনা এর ছবি

হু, আসলে একটু ক্যারিড আওয়ে হয়ে গেছিলাম। আরো অনেক স্ট্রিম লাইন্ড হতে পারতো। হাসি
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

বইখাতা এর ছবি

একটা দুইটা জায়গায় একটু অন্যমত (আসলে ঠিক অন্যমতও না, সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না) থাকলেও হাসি , লেখাটা চমৎকার লেগেছে। চলুক চলুক

সুরঞ্জনা এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নীল রোদ্দুর এর ছবি

মেয়েরা কখনও ভোলে না, সে মেয়ে। ভোলে না ছেলেরাও। ইস, কেউ যদি একবার মানুষ হতে চাইতো! পৃথিবীটাই বদলে যেতো।

চেষ্টা করে দেখো তো, ভুলতে পারো কিনা? চারদেয়ালে বা শহর গাঁয়ের অলিতে গলিতে মাথা কূটে যে স্বাধীনতা পাওয়া যায় না, সেই স্বাধীনতা পেয়ে যাবে অফুরান!

ঈশ্বর বা শয়তানের মত তত্ত্বের উপর রাগ ঝেড়ে কি হবে? তত্ত্বগুলো বদলাবে না।

তোমার লেখায় কমেন্ট করতেই লগ ইন করলাম। বলা হয়নি তোমায়, তোমার স্যাটায়ারিক এক্সপ্রেসন দুর্দান্ত। পুরোমাত্রায় ক্লাস!

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সুরঞ্জনা এর ছবি

আসলেই।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ! হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই মন্তব্যটাই উপরে করেছি, কিন্তু একবার সংরক্ষণ করেও কেন নিচে আবার নতুন করে হল বুঝলাম না! বাগ? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

বাগ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

লিখেছেন কিন্তু বেশ! হাসি

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ, হে নাম না জানা অতিথি!
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

সুরঞ্জনা এর ছবি

ইসস... নজু ভাই ইয়ে, মানে...
চিন্তিত
বিল্লি নিন - ম্যাঁও

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

পান্থ রহমান রেজা এর ছবি

ধর্ম বলে: নারী থেকেই পাপের জন্ম, ধর্মাচরণে সে পুরুষের সহকারিণী মাত্র।
আইন বলে: মা তার সন্তানের অভিভাবক নয়, ধাত্রী মাত্র। সন্তান পিতার।
শিল্প বলে: নারী সুন্দরী, যৌন উত্তেজনা সঞ্চারিণী, প্রেরণাদাত্রী। শিল্প সৃষ্টি তার কাজ নয়।
বিজ্ঞাপন বলে: নারী মা, নারী গৃহিনী, নারী এক অতিসুন্দরী অলীক মানবী।
সাহিত্য বলে: নারী প্রেরণা, নারী উর্বশী অর্থাৎ যৌনতার প্রতীক, নারী গৃহলক্ষ্ণী।যে নারী সাইহত্য সৃষ্টি করে সে পুরুষের জগেত অনুপ্রবেশকারী 'মহিলা কবি'।
দর্শন বলে: মাতৃত্ব আর স্বামীসেবাই নারীর আসল দায়িত্ব যা তাকে মহীয়সী করে।
সমাজ বলে: নারী মিসেস তমুক-পুরুষ। তার নিজস্ব কোনো পরিচিতি নেই। নারী অনাম্নী, অনুগত, অন্ত:পুরচারিণী।
অর্থনীতি বলে: সাবধান, এখানে নয়, কাজের জগতটা পুরুষের। পুরুষ কর্তা, নারীর ভরণপোষণের দায় তার। নারী নির্ভরশীল।
প্রহরীর কথা ঠিক। মাওলানার অনুপ্রবেশ বাহুল্য ঠেকেছে। গল্প ভালো লেগেছে!

স্পর্শ এর ছবি

মাওলানার অনুপ্রবেশ বাহুল্য ঠেকেছে।

কিন্তু গল্পের মোড় যেদিকে ঘুরবে সব কিছু আগে থেকে সেদিকে তাক করে রাখলে 'থ্রোইং' সাকসেসফুল হয় না। সেই হিসাবে মউলানার অংশের আলঙ্কারিক অবদান আছে। এই গল্পের থ্রোইং দর্শনীয়। আর গল্পটাতো সবারই জানা...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পান্থ রহমান রেজা এর ছবি

যে দিক থেকে বলা, তা হচ্ছে, মাওলানা মূল গল্পে তেমন কিছু যোগ করছে না। তবে, আপনি যদি শয়তানের ক্যারেক্টারকে আরো ভিত্তি দিতে মাওলানার প্রবেশকে দেখেন, তাহলে কিন্তু ঠিক আছে। কে কিভাবে দেখবে, তার উপর নির্ভর করছে। সে হিসেবে আপনি ঠিক।

সুরঞ্জনা এর ছবি

উমম, শয়তানের ক্যারেক্টার বোঝাতেই দুটো শয়তানির ইচ্ছা প্রকাশ করা। তবে এ ব্যাপারে আমার একটা দুর্বলতা কাজ করেছে এটা ঠিক।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

শাহেনশাহ সিমন এর ছবি

খুব ভালো লাগলো হাততালি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুরঞ্জনা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রাতঃস্মরণীয় এর ছবি

সুরঞ্জনা আপা, লেখাটা পড়লাম এবং বিশ্লেষণ নিষ্প্রয়োজন। অসাধারণ লিখেছেন। প্রিয় বন্ধু এবং অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ঠ গিটারবাদক রুবায়েত চৌধুরির জন্মদিনে আমার লেখা শুভেচ্ছার পংক্তিকতক ছিলো এরকম-

তোমাতে বসত বাখ-বেটোফেন-মোজার্টের,
অঙ্গুলি সঞ্চারণে আমীর খসরু।
সরস্বতি বিরাজে তোমাতে,
আর সমৃদ্ধ হও অনন্ত প্রজ্ঞায়।

শেষ দুটো লাইন আপনাকেও দিলাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুরঞ্জনা এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ।
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

শুভাশীষ দাশ এর ছবি

গ্রেট

সুরঞ্জনা এর ছবি

হা হা! খাইছে
ধন্যবাদ স্যার হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নাশতারান এর ছবি

আমিও শয়তান। ঈর্ষা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুরঞ্জনা এর ছবি

যাক, দলে ভারী হচ্ছি আস্তে ধীরে। দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

সুরঞ্জনাদি, গল্পটা আমি উলটাদিক থেকে পড়লাম। ধৈর্য এক জিনিস, খোদা আমারে দেয় নাই। দেঁতো হাসি
তাও দারুণ লাগলো।
শুধু একটা সামান্য, সাআআমান্য অনুযোগ। আপনার (সব) গল্পের শুরুটুকু তো আপনি চাইলেই আরো জমাটি করতে পারেন, তাই না? অবশ্য এইটাও একটা টেকনিক বটে, পাঠক ওম্নি ওম্নি মজা লুটবে, আর শুরুতে একটু কষ্ট করবে না, তাই কি হয়? হাসি

সাত্যকি

সুরঞ্জনা এর ছবি

হে হে হে।
ভাল বলেছেন ভাই হাসি
তবে জমানোর ক্ষমতা তো আমার নাই। মন খারাপ
এই জন্যেই একটু সমস্যা আর কি।
মন খারাপ

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

"প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস।তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"

-আদু ভাই

সুরঞ্জনা এর ছবি

উমম...
ঠিক বুঝি নি। হাসি
তবে আমি যেহেতু আশাবাদী মানুষ,ভাল কিছুই হবে আন্দাজ করছি। আর তাই ধন্যবাদ। দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

খেকশিয়াল এর ছবি

চলুক চলুক

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুরঞ্জনা এর ছবি

থ্যাঙ্কিউ দাদা হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নিবিড় এর ছবি

একটা কথাই বলার আছে- রাপুখাপাং হাসি

সুরঞ্জনা এর ছবি

ন্যধদবা। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ গল্প, বিশেষ করে বর্তমানের(তাই বা বলি কেম্নে, সবসময়েরই) পরিপ্রেক্ষিতে। পত্রিকা খুললেই যা দেখি...

-----------------------
মৌন কথক

সুরঞ্জনা এর ছবি

পত্রিকার ব্যাপার গুলো মোটা দাগের।
একটা পাখিকে খাঁচায় আটকে রাখলে তার শারীরিক অসুবিধাগুলোই কি শুধু পীড়াদায়ক...?

পড়ার এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

না, আমি পত্রিকার ব্যাপারগুলো বলতে শুধু শারিরীক কষ্টের কথা বলি নি। মেয়েগুলো যে আত্বহত্যা করে সে কি শারিরীক কষ্ট থেকে?
কিংবা কে জানে, মেয়ে নই বলে হয়ত সুক্ষভাবে বুঝতে পারছি না।

-----------------------
মৌন কথক

রানা মেহের এর ছবি

কেন যেন গল্পটা একটু চাপিয়ে দেয়া মনে হলো।
আপনার লেখার হাত কিন্তু অনেক ভালো

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সুরঞ্জনা এর ছবি

হ্যা, এটার প্রকাশ ভাল হয় নি।
ধন্যবাদ রানাপু। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসাধারণ গল্পটা পড়ে বুকটা মুচড়ে উঠল। পুরুষ হিসেবে আরো একবার অপরাধবোধে ভুগলাম।

সুরঞ্জনা এর ছবি

মন থেকে চিন্তা করেছেন, আপনি ছাড়াও আরো অনেকে করেন এখন।
এটা কত আনন্দের সংবাদ।
অনুগ্রহ কারো চাই না। সহমর্মিতাই যথেষ্ট।
সবাই যদি আপন করে ভাবে... কত ভাল হবে তখন।

অনেক ধন্যবাদ ভাইয়া। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

জোহরা ফেরদৌসী এর ছবি

সুরঞ্জনা, আপনার লেখার হাত ভীষন শক্তিশালী । অসম্ভব ভাল লাগল গল্পটি ।

অসাধারণ গল্পটা পড়ে বুকটা মুচড়ে উঠল। পুরুষ হিসেবে আরো একবার অপরাধবোধে ভুগলাম।

মুর্শেদ, আপনার মত মানুষে (লক্ষ্য করুন "পুরুষ" নয়) ভরে উঠুক এই পৃথিবী ...

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

ঈশ্বর আর শয়তানের প্রতিযোগিতায় মনে হয় ফাঁকতাল দিয়ে "পুরুষ" গা-বাঁচিয়ে গেল

অসাধারণ লেখনী আপু

-অতীত

সুরঞ্জনা এর ছবি

গাঁ বাচানো না ঠিক।
মুরগী ধরে খেতে পারা যায় বলে আমরা মুরগী খাই। মুরগী বা খানেওয়ালার দোষ ধরে অবস্থার পরিবর্তন করা মুশকিল হয়ে দাঁড়ায়।
আমাদের বোধ বুদ্ধি আছে। সেটা দিয়ে বোঝার চেষ্টা আগে হয়তো অত করা হয় নি।
কিন্তু মানুষের মানবিকতা সময়ের সাথে সাথে বেড়েছে। মুর্শেদ ভাইয়ের মন্তব্যটা দেখুন, উনিও তো পুরুষ একজন।
অবস্থার পরিবর্তন হবে মনের আন্তরিক ইচ্ছা থেকে। জেনারালাইজ করে দোষ ধরতে চাই না।

পড়ার ও মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ধুসর গোধূলি এর ছবি

আমার কেনো জানি মনে হয়, আপনি খুব ভালো 'অণুগল্প' লিখতে পারবেন। অণুগল্প মানে অণুগল্প। আধাপৃষ্ঠাব্যাপী ছোটগল্প না।

আপনার গল্প গুলোর মূল ভাব কিন্তু ঐরকমই। খুব বেশি কিছু বিশদে বলার নেই, অথচ বলা হয়ে যায় অনেক কিছুই। একবার চেষ্টা করে দেখবেন নাকি!

সুরঞ্জনা এর ছবি

এহ! আধ পৃষ্ঠা ব্যাপী ছোট গল্প বুঝি খুব খারাপ? খাইছে
হ্যা, বেশি কথা না বললেও চলে আই গেস। হাসি
মাথায় রাখবো ব্যাপারটা।

ধন্যবাদ হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ধুসর গোধূলি এর ছবি

আরে, আধাপৃষ্ঠাব্যাপী ছোট গল্প খারাপ, একথা বলছি বুঝি! আমার মনে হলো আপনি অণুগল্প লিখতে চাইলে বেশ ভালো অনুগল্প লিখতে পারবেন, এটাই না বললাম। ছোটগল্পে একটু বেশি কথা বলার প্রয়াস আছে, কিন্তু অণুগল্পে সেই সুযোগটা সীমিত। পারলে দুই লাইনেই গল্প খতম। এই হলো কাহিনি আরকি!

চেষ্টা করে দেখেন। আমার মনে হচ্ছে আপনি পারবেন। ইয়া হাবিবি।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ। চমৎকার িলেখন আপিন।

সুরঞ্জনা এর ছবি

অনেক ধন্যবাদ
হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনুপম ত্রিবেদি এর ছবি

গতকাল ভোরে এটা পড়ে শুধু তারা মেরেই দৌড় দিয়েছিলাম একটা ছোটো ফটোওয়াকে, ওখানে আমি আর নির্জন স্বাক্ষর তোমার এই লেখাটা নিয়ে বেশ আলাপও করেছি বটে। হঠাৎ হঠাৎ লেখা দাও কেনো? আরো একটু নিয়মিত হলেই তো পারো!

ছোট্ট একটা গল্পের মধ্যে যেভাবে অনেক বড় একটা বক্তব্য তুলে এনেছ, তা আসলেই প্রশংসার দাবী রাখে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুরঞ্জনা এর ছবি

[মাথা চুলকে]...
নিয়মিত তো পোস্ট দিতেই চাই, কিন্তু আপনার মত বেড়াল প্রেমীর সেটা কদ্দূর সহ্য হবে সেটা ভেবে দেখেছেন?
খাইছে

অনেক ধন্যবাদ ভাইয়া। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

পদধুলি প্রার্থী

-রাখাল বালক

মেঘা এর ছবি

আমি একটা কথা আমার বন্ধুদের প্রায় বলি, মেয়ে হলাম কিন্তু মানুষ হতে পারলাম না। মেয়েদের কেউ মানুষ মনে করে না লেখাটা পড়ে আবার সেই অনুভূতি ফিরে এলো।

আপু অদ্ভুত ভালো লাগলো লেখাটা।

Babu এর ছবি

ভালো লেখা। লিঙ্গ নিয়ে মারামারি করতে চাই না, কিন্তু বড় একপেশে মনে হলো। মৌলবি মানেই খারাপ এই স্টেরিওটাইপ টা ব্যাবহার করলেন দেখলাম, দুর্ভাগ্য আপনার অভিজ্ঞতার জন্য।

পুরুষ মাত্রই তো কামসর্বস্ব নয়। তবে গল্পের গঠন ও analogy টা ভালো লাগল। চালিয়ে যান। আর আপনার কমেন্টে মুরগী-র উদাহরণ টা প্রশংসনীয়। আমার মনে হয় মানবিকতার প্রচারের চেয়ে বেশি দরকার আইনের সুষ্ঠ প্রয়োগ। এ ব্যাপারে আপনার মতের অপেক্ষায় রইলাম......।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।