শুধু বড়দের জন্য!

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: মঙ্গল, ০৮/১২/২০০৯ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন-মেজাজ ভাল নাই...ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ! তাই আজ কয়টা কৌতুক শুনেন...(সবগুলাই নেট থেকে সংগৃহীত)

।।এক

স্বামী বেশ কয়দিন ধরে কোমায়। বউ বেচারা সারাক্ষণ স্বামীর বিছানার পাশে আহার-নিদ্রাহীন জীবনযাপন করছেন। হঠাৎ স্বামী কোমা থেকে ফিরে আসলেন। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর বউকে স্বামীর কাছে যেতে দিলেন। স্বামী পরম আবেগে সজল চক্ষে স্ত্রীর হাত ধরে বললেনঃ ওগো, আমি আজ বুঝতে পেরেছি আমার কেন এই অবস্থা! তুমি সারাটা জীবন আমার দুঃখের সময়ে পাশে থেকেছ। যখন আমার চাকরী চলে গেল, তুমি পাশে ছিলে। আমার যখন ব্যবসায় বিশাল লোকসান হল, তুমি পাশে ছিলে। যখন আমাদের বাড়িটাও ব্যাংক নিলামে উঠাল, সেখানেও তুমি ছিলে আমাকে সান্ত্বনা দেয়ার জন্য। যখন ডাকাতরা আমায় গুলি করল, তুমি ছিলে আমার সেবা করার জন্য। আমার এমন কোন দুঃসময় নেই যখন তুমি আমার সাথে ছিলেনা।

স্বামীর এমন আবেগী কথায় স্ত্রীর চোখ বেয়ে জলের ধারা নামে। স্ত্রী বলেঃ ওগো এমন করে বলোনা, আমিতো তোমার পাশেই থাকব...তুমি ছাড়া আমার আর কে আছে!

স্বামীঃ হুমম! সেজন্যেই বুঝেছি...তুমিই আমার ব্যাড লাক!

।।দুই

এরশাদ সাহেব আর তার স্ত্রী গিয়েছেন তাদের হানিমুনে। বউ যখন এলিভেটরের দিকে রওনা হল, খুব সুন্দর একটি মেয়ে এরশাদ সাহেবকে জিজ্ঞেস করলেন তার কোন স্পেশাল চাহিদা আছে কিনা, কোনরকম দরকার হলে যেন ডেস্কে তিনি জানাতে না ভুলেন। স্ত্রী দূর থেকে মেয়েটিকে দেখে আর তার কথা শুনে খুবই মুগ্ধ হলেন। এলিভেটরে উঠতে উঠতে বললেন, এই বিদেশীদের হোটেল কত ভাল, ব্যবহার কত ভাল...সবার দিকে কী খেয়াল রাখে! এরশাদ সাহেব বললেন, আরে না...এই মেয়েটি একটি প্রস্টিটিউট।
স্ত্রী কিছুতেই স্বামীর একথা বিশ্বাস করলেন না। রুমে ঢুকে তিনি স্বামীকে, প্রমাণ করতে বললেন। এরশাদ সাহেব বললেন, আচ্ছা ঠিকাছে। আমি ডেস্কে ফোন করে মেয়েটিকে পাঠাতে বলছি...তুমি লুকিয়ে থাক।

মেয়েটি রুমে এসেই এরশাদ সাহেবকে জিজ্ঞেস করলেন, তিনি কী চান। এরশাদ সাহেব ঘাঘু লোক...সরাসরি বললেন, তিনি খুব একা বোধ করছেন, তার সঙ্গী চাই। মেয়েটি বলল, আমার একরাতের চার্জ ১৫০ ডলার। এরশাদ সাহেব বললেন, অনেক বেশি চাইছ। আমি ২৫ ডলার পর্যন্ত দিতে পারি। মেয়েটি অপমানিত বোধ করে চলে গেল।

বউ অবাক হলেন; স্বামীর বুদ্ধিমত্তায় আকৃষ্ট হয়ে তিনি স্বামীকে সোহাগে-আদরে ভরিয়ে দিলেন। কিছুক্ষণ পর, তারা গেলেন হোটেলের নীচতলায় ডিনার করতে। তারা ডিনার করে রুমে ফেরত যাচ্ছেন, এমন সময় আবার সেই মেয়েটির সাথে দেখা। মেয়েটি দেখেই তাচ্ছিল্যের হাসি হেসে এরশাদ সাহেবকে বললেন, দেখ ২৫ ডলারে তোমার কী জুটেছে!

।।তিন

এক ভদ্রলোক বীয়ার ছাড়া কিছু বোঝেন না। সন্ধ্যা হলেই তার বীয়ার চাই। তার মাসের অর্ধেক বেতন চলে যায় পাবে বীয়ারের পেছনে। তার স্ত্রী বেচারা সন্ধ্যায় একা একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যান, তাই তিনি প্রার্থনা করলেন তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দিতে। ঈশ্বর প্রার্থনা শুনলেন, তাই একদিন স্বামীর কাছে দেবদূত এল। তাকে বললেন, তোমার একটি ইচ্ছা আমি পূরণ করব। অনেক চিন্তা ভাবনার পর, লোকটি বলল, আমার খালি বীয়ার খাওয়ার শখ, মাসের বেতনের অনেকটাই চলে যায় বীয়ারের পেছনে। এ থেকে আমি বাঁচতে চাই, তাই আমার এমন ব্যবস্থা করে দিন যাতে আমার মূত্রই যেন খুব ভাল বীয়ার হয়ে বের হয়! দেবদূত তার ইচ্ছা মঞ্জুর করলেন। লোকটি সাথে সাথে একটা গ্লাস এনে পরীক্ষা করে দেখলেন। সন্তুষ্ট হয়ে খুশিতে সে সন্ধায় আগে আগে ঘরে ফিরে গেল। স্ত্রী খুবই আনন্দিত হয়ে স্বামীকে সঙ্গ দিতে চাইলেন। স্বামীতো আরও খুশি, তিনি স্ত্রীকে একটা বীয়ারের গ্লাস নিয়ে আসতে বললেন। স্ত্রী দৌড়ে গ্লাস এনে দেখেন স্বামী নগ্ন হয়ে বসে আছেন। স্ত্রী বুঝলেন আজ কিছু একটা হবে, তাই স্বামীকে আরো উত্তেজিত করার জন্য বললেন, তিনিও আজ বীয়ার খেতে চান, আরেকটা গ্লাস নিয়ে আসছেন। স্বামী বললেন, অসুবিধা নেই, ডারলিং, গ্লাস আনতে হবেনা! আজ তুমি সরাসরি ট্যাপ থেকে খাবে!

।।চার

ডেন্টিস্টের সাথে নিজামী সাহেবের বউয়ের ভীষণ মাখামাখি চলছে। প্রায় প্রতি সপ্তাহেই মিসেস নিজামী ডেন্টিস্টের চেম্বারে গিয়ে শারীরিক চাহিদা মিটিয়ে আসেন। একপর্যায়ে মিসেস নিজামী আবগের আতিশয্যে বললেন, ওগো আমার প্রেমিক, আমি প্রতিদিনই তোমার কাছে আসতে চাই। ডাক্তার বললেন, হ্যাঁগো আমিও তোমায় চাই। কিন্তু নিজামীতো তুমি যদি আর এখানে আস বুঝে ফেলবে।
মিসেস নিজামী বললেন, আরে না...ব্যাটা গর্দভ একটা। এইযে দেখ এতবার তোমার কাছে এলাম, কিছুই বোঝেনি। ডাক্তার বললেন, কিন্তু হানি, তুমি আর আসবে কিভাবে, প্রতিদিন তোমার একটা করে দাঁত তুলতে তুলতে আজকে শেষ দাঁতটাও তুলে ফেললাম!

।।পাঁচ

মুজাহীদ সাহেবের বউ খুব গোপনে হাসপাতালের ইমারজেন্সীতে গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে চাইলেন। গাইনোকোলজিস্ট এসে জিজ্ঞেস করতেই, তিনি খুব লজ্জিতভাবে বললেন, তার ভাইব্রেটরটা গোপনাঙ্গের ভেতরে পুরোপুরি ঢুকে আটকে গেছে। ডাক্তার সব দেখে বললেন, এটা বের করতে খুব লম্বা এবং বিপদজনক অপারেশন করতে হবে। অপারেশনের টাকা তিনি দিতে পারবেন কিনা। মিসেস মুজাহীদ আরও লজ্জিতভাবে বললেন, হ্যাঁ পারবেন। কিন্তু তিনি সেই অপারেশন আপাতত করতে চাননা। বরঞ্চ ডাক্তার সাহেব যদি কষ্ট করে, ব্যাটারীটা একটু পালটে দিতেন...


মন্তব্য

তারানা_শব্দ এর ছবি

আমি ছোট, তাও পড়ে ফেললাম!! খাইছে

শেষেরটা বেশশশি জটিল !!! হিহিহিহিহি!!
বাকিগুলো আগে শুনেছি!!!

মেজাজ ভালো হয়েছে?

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সাফি এর ছবি

আমিও ছোট, কিন্তু আমি পড়িনি. লেকিন যেহেতু সবাই হাসছে, তাই আমিও হাসলাম দেঁতো হাসি

স্বপ্নহারা এর ছবি

হে হে, হাসির জন্য ধন্যবাদ...দেঁতো হাসি

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

স্বপ্নহারা এর ছবি

অনেক ধন্যবাদ...নিজামীরা যতদিন আছে মেজাজ ঠিকরাখা মুশকিল!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

চলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুকচলুক
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

স্বপ্নহারা এর ছবি

অনেক অনেক অনেক... ধন্যবাদ...দেঁতো হাসি

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সাইফ তাহসিন এর ছবি

৩নং সবচেয়ে খাইষ্টা, হাসতে হাসতে জান খারাপ হয়ে গেছে
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

স্বপ্নহারা এর ছবি

বেশি খাইষ্টা দিলেতো আবার সমস্যা...তাই মিনিমাল লেভেলে রাখলাম...হাসি

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ইশতিয়াক রউফ এর ছবি

দুই নম্বরটা ভালো হইসে। চোখ টিপি

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা হা। নিজামী বেজন্মাটাকে সাহেব না বললে আরো জমতো ভালো। চোখ টিপি
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

স্বপ্নহারা এর ছবি

সাহেব না বললে এখন আবার কোন ইস্লাম-বিরোধী আইনে ফেলে দেয়...মন খারাপ
তবে সকালবেলা হিমু ভাই 'মাদাফাকা'-এর সবচেয়ে কুৎসিত রূপটা কী তা জানাইল...'মর নিজামী'...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ভূঁতের বাচ্চা এর ছবি

তিন নম্বরটা পড়ে সবচাইতে বেশি হাসলাম।
পাঁচ নম্বরটাও খারাপ না গড়াগড়ি দিয়া হাসি
--------------------------------------------------------

--------------------------------------------------------

হাঁসের বাচ্চা এর ছবি

এফ এস আই তে ইদানিং বেশি ঘোরাঘুরি হইতেছে বুঝা গেল। চোখ টিপি
অঞ্জলী আন্টি অমিয় বাণী কয়েকটা অনুবাদ কইরা দিতেন যদি.... খাইছে খাইছে

স্বপ্নহারা এর ছবি

এফ এস আই কি? গুগলতো তেমন কিছু দিলনা! অঞ্জলী আন্টি পাইছি...খাইছে

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও এইগুলা বড়দের?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নহারা এর ছবি

মোটেও না! কিন্তু রেটিং না মানলে আবার কেউ ব্যাঞ্চাইলে?!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

গৌতম এর ছবি

হা হা হা...

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভণ্ড_মানব এর ছবি

মিসেস মুজাহিদের গল্পটা বেশি ভালো লাগলো। দেঁতো হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

সুহান রিজওয়ান এর ছবি

২+৪+৫= অট্টহাসি।

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

৩ আর ৫ জোস হইছে...দেঁতো হাসি

স্পার্টাকাস

ধুসর গোধূলি এর ছবি

- বস, আপনার লেখালেখির হাত বেশ ভালো, কৌতুক করা আরও ভালো (এই গুণটা সবার মাঝে থাকে না) তথাপি কেনো জানি পোস্টটা ভালো লাগে নাই। আপনার লেখার ক্ষমতার উপর আস্থা আছে বলেই বলছি, আপনি এর চেয়ে ঢের ভালো কিছু নিয়ে লিখতে পারেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্বপ্নহারা এর ছবি

অনেক ধন্যবাদ ধুগোদা! আমিও এটা দিতে চাইনি...কি মনে করে মেজাজ খারাপ থাকায় এই ফালতুমিটা করলাম। ভবিষ্যতে লেখা দেয়ার ক্ষেত্রে ভেবে চিন্তে দেব...পূর্ণ সচল হলেই এটা সরিয়ে ফেলব!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

শেখ নজরুল এর ছবি

আমি বড়ো নই তারপরও পড়ে ফেললাম। হা হা হা
ভালো থাকবেন।

শেখ নজরুল

শেখ নজরুল

তানবীরা এর ছবি

মন-মেজাজ ভাল নাই...ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ!

মন মেজাজ খারাপ হলেই যে বড়দের জিনিসে হাত দিতে হবে এটা কেমন কথা ? খাইছে খাইছে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।