সেই ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধী [পর্ব ২]

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[পূর্ব প্রকাশিতের পর]

দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও জাতিসংঘে ভেটো
প্রায় ৯০ থেকে ৯৩ হাজার পাকিস্তানী বন্দীর ভরন-পোষণ এবং নিরাপত্তা বিধান ভারতের জন্যও একটি সমস্যা হয়ে ওঠে। ইতমধ্যে ভারতের বন্দি শিবিরগুলিতে একাধিকবার বিদ্রহের ঘটনা ঘটে। [১৫] পাকিস্তান একাধিকবার প্রচেষ্টা চালায় যেন ভারতের সাথে দ্বিপাক্ষিক ভাবেই বন্দী মুক্তি সম্পন্ন করা যায়। কিন্তু বাংলাদ...[পূর্ব প্রকাশিতের পর]

দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও জাতিসংঘে ভেটো
প্রায় ৯০ থেকে ৯৩ হাজার পাকিস্তানী বন্দীর ভরন-পোষণ এবং নিরাপত্তা বিধান ভারতের জন্যও একটি সমস্যা হয়ে ওঠে। ইতমধ্যে ভারতের বন্দি শিবিরগুলিতে একাধিকবার বিদ্রহের ঘটনা ঘটে। [১৫] পাকিস্তান একাধিকবার প্রচেষ্টা চালায় যেন ভারতের সাথে দ্বিপাক্ষিক ভাবেই বন্দী মুক্তি সম্পন্ন করা যায়। কিন্তু বাংলাদেশ সরকারের বাধার কারনে তা সম্ভব হয়নি। বাংলাদেশের যুক্তি ছিল যে, ঐসব পাকিস্তানী সৈন্য ভারত-বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে আত্নসমর্পণ করেছে এবং বাংলাদেশের অনুমতি ছাড়া ভারত তাদের মুক্ত করতে পারে না। কিন্তু ভুট্ট দাবী করেন যে আটক সৈন্যরা মুলত: ভারতের বন্দী এবং যৌথ বাহিনীর কথা বলে আসলে পাকিস্তানের চোখে ধুলো দেয়া হচ্ছে। [১৬]

এই প্রক্ষিতে ১০ই আগস্ট ১৯৭২ এক সংবাদ সম্মেলনে ভুট্ট বলেন, “বাংলাদেশ ভেবেছে যে আমাদের বন্দীদের মুক্ত করার ব্যপারে তাদের ভেটো ক্ষমতা আছে”, কিন্তু “ভেটো আমাদের হাতেও একটি আছে”। [১৭]
পরবর্তীতে তিনি নিশ্চত করেন যে পাকিস্তান আনুষ্ঠানিক ভাবেই চীনকে অনুরোধ করেছে যেন জাতিসংঘের সদস্যপদের জন্য বাংলাদেশের আবেদনে চীন ভেটো দেয়। [১৮] সদ্যস্বাধীন একটি দেশের উন্নয়ন ও বৈদেশিক সহযোগিতা লাভে জাতিসংঘের সদস্যপদ অনেক গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
কিন্তু ২৫শে আগস্ট পূর্বপরিকল্পনা মোতাবেক বাংলাদেশের সদস্যপদের বিপক্ষে চীন নিরাপত্তা পরিষদে তার প্রথম ভেটো ক্ষমতা ব্যবহার করে। [১৯] জাতিসংঘের মতন একটি আর্ন্তজাতিক পরিমন্ডলে বাংলাদেশকে বঞ্চিত হতে হয় মুলত: একটি বর্বর গনহত্যার বিচার দাবী করার কারনে । কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ যুদ্ধাপরাধের বিচারের দাবীতে অটল থাকে।

বিচার ও প্রত্যাবাসন অচলাবস্থা
পাকিস্তানী যুদ্ধাপরাধীসহ সকল বন্দীর মুক্তির দাবীতে বাংলাদেশে ও পাকিস্তানে আটক উভয় দেশের কয়েক লক্ষ নিরাপরাধ নাগরিকদের প্রত্যাবাসনসহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়েও অচলাবস্থার সৃষ্টি হয়। ইতমধ্যে বাংলাদেশ আরো ৪৫ জন পাকিস্তানী সৈন্যের বিষয়ে তথ্য-প্রমাণ যোগাড় করায় অভিযুক্ত পাকিস্তানী যুদ্ধাপরাধীর সংখ্যা ১৯৫-এ উপনীত হয়। এসময় স্থানীয় ও পাকিস্তানী যুদ্ধাপরাধী চিহ্নিত করন ও তথ্য-প্রমাণ সংগ্রহ চলতে থাকে।

১৯৭২ সালের নভেম্বরে ভারত আটক পাকিস্তানী সৈন্যদের পরিবারের প্রায় ৬ হাজার সদস্যকে মুক্তি দিলে, পাকিস্তানও আটকে পড়া ১০ হাজার বাঙালী নারী ও শিশুর একটি দলকে বাংলাদেশে প্রত্যাবাসনে সম্মত হয়। [২০] কিন্তু পাকিস্তানে আটক অধিকাংশ বাঙালীর ভাগ্যই অনিশ্চিত থেকে যায়।

অবশেষে এ অচলাবস্থার অবসানের লক্ষ্যে ১৭ই এপ্রিল ১৯৭৩, টানা চার দিনের দ্বিপাক্ষিক আলোচনার পর, বাংলাদেশ এবং ভারত একটি ‘যুগপৎ প্রত্যাবাসন’ প্রস্তাব দেয় পাকিস্তানকে। এই প্রস্তাব অনুসারে ভারত তার কাছে আটক প্রায় ৯০ হাজার বন্দী পাকিস্তানের কাছে হস্তান্তর করবে, এবং বিনিময়ে পাকিস্তান তার কাছে আটক প্রায় দুই লক্ষ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসিত করবে। এছাড়া, বাংলাদেশে আটক প্রায় ২৬০ হাজার অবাঙালী (বিহারী)-কেও পাকিস্তান ফেরত নিবে। [২১]

তবে এতকিছুর পরেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অটল থেকে বাংলাদেশ অভিযুক্ত পাকিস্তানী যুদ্ধাপরাধীদের এই প্রত্যাবাসন প্রস্তাবের বাইরে রাখে। [২২]

নিরাপরাধ বাঙালির বিচার
ভুট্ট যদিও ‘যুগপৎ প্রত্যাবাসন’ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন, কিন্তু তিনি মাত্র ৫০ হাজার বিহারীকে ফেরত নিতে সম্মত হন এবং বাংলাদেশের মাটিতে পাকিস্তানী সৈন্যের বিচারের তীব্র প্রতিবাদ করেন। বাংলাদেশ যদি অভিযুক্ত পাকিস্তানীদের বিচার করে, তাহলে তিনি পাকিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের একই রকম ট্রাইবুনালে বিচার করবেন বলে হুমকি দেন। ১৯৭৩ সালের ২৭শে মে প্রদত্ত এক সাক্ষাৎকারে ভুট্ট বলেন-

“(বাঙালীদের)এখানে বিচার করার দাবী জনগন করবে। আমরা জানি বাঙালীরা যুদ্ধের সময় তথ্য পাচার করেছে। তাদের বিরুদ্ধে সুনিদির্ষ্ট অভিযোগ আনা হবে। কতজনের বিচার করা হবে, তা আমি বলতে পারছি না”। [২৩]

ভুট্ট দাবী করেন যে, বাংলাদেশ যদি পাকিস্তানীর সৈন্যদের বিচার করে, তাহলে পাকিস্তানের সামরিক বাহিনী ক্যু’র মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক সরকারের পতন ঘটাবে এবং দুই দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রনের বাইরে নিয়ে যাবে। তিনি দাবী করেন, এই চক্রান্তের জন্য ইতমধ্যেই পাকিস্তানী সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়েছে। [২৪]

ভুট্টর এ দাবী প্রত্যাখ্যান করে ১৯৭৩ সালের ৭ই জুন এক সাক্ষাৎকারে শেখ মুজিবর রহমান বলেন-

“মনবতার বিরুদ্ধে অপরাধ ভোলা সম্ভব নয়, এই হত্যা, ধর্ষণ, লুটের কথা জানতে হবে। যুদ্ধ শেষের মাত্র তিন দিন আগে তারা আমার বুদ্ধিজীবিদের হত্যা করেছে। তারা প্রায় ২ লক্ষ নারীকে নির্যাতন করেছে-এমনকি ১৩ বছরের মেয়েকেও। আমি এই বিচার প্রতিশোধের জন্য করছি না, আমি এটা করছি মানবতার জন্য”। [২৫]

তিনি পাকিস্তানে বাঙালীদের বিচারের হুমকির প্রতিবাদে বলেন, “এটা অবিশ্বাস্য… এই মানুষগুলো ডাক্তার, বিজ্ঞানী, সরকারী ও সামরিক কর্মকর্তা যারা বাংলাদেশে ফেরত আসতে চায়”।
তিনি প্রশ্ন করেন, “এরা কী অপরাধ করেছে? এটা ভুট্টর কী ধরনের প্রতিহিংসাপরায়ণতা?” [২৬]

কিন্তু ভুট্ট যে শুধু হুমকিই দিচ্ছেন না, তা প্রমাণের জন্য পাকিস্তান ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধবন্দীর ‘বদলি জিম্মি’ হিসেবে ২০৩ জন শীর্ষ বাঙালী কর্মকর্তাকে বিচারের জন্য গ্রেফতার করে। [২৭]

স্থানীয় ও পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু
এরই মধ্যে বাংলাদেশ সরকার স্থানীয় ও পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য পৃথক প্রক্রিয়া শুরু করে। স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ‘বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুন্যাল) অধ্যাদেশ ১৯৭২’ জারি করা হয়।
১৫ই জুলাই ১৯৭৩ বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে ৪৭(৩) ধারা সংযুক্ত করা হয় যেখানে “গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারীতে সোপর্দ কিংবা দণ্ডদান করিবার বিধান” অর্ন্তভুক্ত করা হয়।[২৮]

এর মাত্র পাঁচ দিন পরই ২০ জুলাই ঘোষণা করা হয় ‘আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের জন্য স্থানীয় ও পাকিস্তানী উভয় ধরনের যুদ্ধাপরাধীর বিচারের পথ সুগম হয়। [২৯]

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক ভাষণ [৩০], সংবিধানের ধারা [৩১] ও ট্রাইব্যুনাল আইনে [৩২] আর্ন্তজাতিক ন্যুরেমবার্গ ট্রাইবুনালের ৬(সি) ধারা [৩৩] অনুসরন করে যুদ্ধের সময় সাধারন জনগনের উপর পরিচালিত হত্যা-নির্যাতন বিষয়ক যুদ্ধাপরাধ বোঝাতে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ শব্দগুচ্ছ ব্যবহৃত হয়ে আসছে।

কৌতুহলের বিষয় হলো, পচাঁত্তরের শেষ দিকে দালাল আইন বাতিলসহ অন্যান্য অনেক আইনি এবং সংবিধানিক পরিবর্তন আনা হলেও, কোন সরকারই এ পর্যন্ত সংবিধানের ৪৭(৩) ধারা অথবা ‘আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩’ বাতিল করেনি— যা ‘সহায়ক বাহিনীর সদস্য’ অর্থাৎ স্থানীয় যুদ্ধাপরাধীর বিচারের পথ উন্মুক্ত রেখেছে। [চলবে]

পর্ব ৩ :: পর্ব ৪

তথ্যসূত্র:

১৫. “4 Pakistani Prisoners Slain”, দি নিউ ইয়র্ক টাইমস, ১৯/০৬/১৯৭২, পৃ- ৩৯
১৬. “Bangladesh Will Try 1,100 Pakistanis”, দি নিউ ইয়র্ক টাইমস, ৩০/০৩/১৯৭২, পৃ- ৩
১৭. Transcript of President Bhutto's Press Conference on Aug 10, 1972. উদ্ধৃত Burke, S.M. (1971). “The Postwar Diplomacy of the Indo-Pakistani War of 1971”, এশিয়ান সারভে, ভলিউম- ১৩, সংখ্যা ১১, (নভে ১৯৭৩)পৃ-১০৩৯
১৮. Weekly Commentary and Pakistan News Digest, ২৪/১১/১৯৭২. উদ্ধৃত Burke (১৯৭১), প্রাগুক্ত
১৯. “ A Veto By Peking” দি নিউ ইয়র্ক টাইমস, ২৭/০৮/১৯৭২, পৃ- ই৩
২০. “Pakistan to Allow 10,000 to Return to Bangladesh”, দি নিউ ইয়র্ক টাইমস, ২৩/১১/১৯৭২, পৃ- ১৫
২১. “India and Bangladesh Offer Plan For End of Deadlock on Prisoners”, দি নিউ ইয়র্ক টাইমস, ১৮/০৪/১৯৭৩, পৃ- ৯৭
২২. প্রাগুক্ত
২৩. “Bhutto Threatens to Try Bengalis Held in Pakistan”, দি নিউ ইয়র্ক টাইমস, ২৯/০৫/১৯৭৩, পৃ- ৩
২৪. প্রাগুক্ত
২৫. “Mujib Insists Pakistani P.O.W.'s Will Be Tried”, দি নিউ ইয়র্ক টাইমস, ০৯/০৬/১৯৭৩, পৃ- ৯
২৬. প্রাগুক্ত
২৭. “India-Pakistan Talks Reach Impasse”, দি নিউ ইয়র্ক টাইমস, ২৬/০৮/১৯৭৩, পৃ- ৩
২৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ধারা ৪৭(৩), দেখুন-http://bdlaws.gov.bd/bangla_pdf_part.php?id=957
২৯. The International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973), ২০ জুলাই ১৯৭৩, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৩০. “Mujib Insists Pakistani P.O.W.'s Will Be Tried”, প্রাগুক্ত
৩১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ধারা ৪৭(৩), প্রাগুক্ত
৩২. The International Crimes (Tribunals) Act, 1973 , প্রাগুক্ত
৩৩. দেখুন http://avalon.law.yale.edu/imt/imtconst.asp#art6


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

26APR73

টাইমসের রিপোর্ট ২৬ এপ্রিল ১৯৭৩
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

আমি অত্যন্ত পুলকিত যে ভূট্টোর মতো একটা শুয়োরের বাচ্চা ফাঁসিতে ঝুলেছে, তার পুত্র ও কন্যাকেও কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমি চাই, ভূট্টোর প্রতিটি বংশধর নির্মম, অস্বাভাবিক হত্যাকাণ্ডের শিকার হয়ে পৃথিবী ত্যাগ করুক।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মামুন হক এর ছবি

ভুট্টো শুওরের বাচ্চার আসল চেহারা দেখেন এইখানে...বাংলাদেশরে জাহান্নামে যাইতে কইতেছে...এখন নিজেই জাহান্নামের চৌরাস্তা ঝাড়ু দেয়

তাসনীম এর ছবি

লেখা চলুক।

কিছু কিছু ঘটনা শুনেছিলাম। আপনার লেখা থেকে আরো ডিটেইল জানতে পারছি।

ভুট্টোর মত বদমাইশ লোক শুধু উপমহাদেশে নয়, পৃথিবীতেও বেশি জন্মে নি। পাঁচবার ফাঁসি দিলেও এর পাপস্খলন হয় না।

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দ্রোহী এর ছবি

লেখা চলুক।

ইতিহাস যে পোঁদ মারতে ছাড়ে না তা ভুট্টোর পরিবারকে দেখলেই বোঝা যায়।

সাঈদ আহমেদ এর ছবি

তাহলে একটা ঘটনা বলি।

পাকিস্তান তো উর্দুকে একমাত্র ভাষা করার জন্য বাঙালীর উপরগুলি চালিয়েছিল।

বাংলাদেশ স্বাধীন হবার মাত্র কিছুদিন পরই পাকিস্তানের সিন্ধু প্রদেশ একমাত্র প্রাদেশিক ভাষা হিসেবে সিন্ধ-কে ঘোষণা করে। এর প্রতিবাদ করতে গিয়ে ৯ জুলাই ১৯৭২ সনে নিহত হয় ১৬ জন উর্দু-ভাষী! (সূত্র: নিউ ইয়র্ক টাইমস, "16 Killed in Pakistani Language Disputes", ১০ জুলাই ১৯৭২, পৃ- ৮)
আজ আমাদের ভাষা শহীদের স্মরনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস আছে। কিন্তু ওই পাকিস্তানীদের কথা কি কেউ মনে রেখেছে?

এমন আরো কত হিসাব যে ইতিহাস মিলিয়েছে ওদের!
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

মামুন হক এর ছবি

ঝড়ের গতিতে চলুক, পরের পর্বের জন্য মুখিয়ে আছি...

সাঈদ আহমেদ এর ছবি

দিচ্ছি বস... তবে তৃতীয় পর্ব একদিন দেরি করে মন খারাপ
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

তারাপ কোয়াস [অতিথি] এর ছবি

লেখা চলুক।
ভুট্টো(খা.পু) সম্পর্কে দ্রোহীর মন্তব্য একবারে খাপে খাপ হাসি

গীতিকবি এর ছবি

যুদ্ধপরাধীর বিচার কেন হয়নি এটা নিয়ে বাজারে অনেক সত্য-মিথ্যা কথা ছড়ানো হচ্ছে - এধরনের একটি লেখা সেজন্যই খুবই সময়োপযোগী। পরের পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম।
____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"

____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"

মাহবুব লীলেন এর ছবি

পরের পর্বের জন্য অপেক্ষায়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্যালুট জানায়ে গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জ্বিনের বাদশা এর ছবি

খুব আগ্রহ নিয়ে পড়ছি আপনার সিরিজটি ... চমৎকার!
দ্রুতই পরের পর্ব আসবে আশা করছি

একটা প্রশ্ন, প্রথম পর্বে পাকিস্তানে আটকে পড়া বাঙালীর সংখ্যা চার লাখ দেখেছিলাম।
বঙ্গবন্ধু-ভুট্টো নেগোসিয়েশন বিষয়ক লেখার আরো কোন কোন জায়গায় এই পর্বে উল্লিখিত ২ লাখ সংখ্যাটা দেখেছিলাম। আর এই পর্বে আরেক জায়গায় দেখলাম প্রাথমিকভাবে ১০ হাজার জনকে ফিরতে দেয়া হয়।
তার মানে কি অফিসিয়ালি ২ লাখ ১০ হাজার লোককে ফেরত দিয়েছে পাকিস্তান?
বাকীরা কি পালিয়ে ফিরেছেন বা পাকিস্তানেই রয়ে গেছেন?

(হয়তো পরের পর্বে ক্লিয়ার হতো, তাও প্রশ্নটা উদয় হওয়ায় করেই ফেললাম)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সাঈদ আহমেদ এর ছবি

ধন্যবাদ। আসলে একাধিক বিষয় আছে এখানে।
প্রথমত: যারা সীমান্ত দিয়ে পালিয়ে পাকিস্তান ত্যাগ করেছে, তাদের মোট হিসাব কোথাও পাওয়া যায়নি। আফগানিস্তানের ভারতীয় দুতাবাসের বরাত দিয়ে ১২ নভেম্বর ১৯৭২ সনে নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে, প্রতি সপ্তাহে গড়ে ৪০০ থেকে ৫০০ বাঙালী শুধু আফগান সীমান্ত দিয়েই পাকিস্তান ত্যাগ করতো। সংখ্যা যদি কম-বেশি হয়েও থাকে, আমাদের মনে রাখতে হবে, চুড়ান্ত প্রত্যাবাসনের আগ পর্যন্ত এভাবে প্রায় দুই বছরের বেশি কেটে গিয়েছে।

তবে পরের পর্বে প্রত্যাবাসনের আরো কিছু তথ্য-উপাত্ত থাকবে।

একটি কথা বলে রাখা ভালো, কয়েকটি উপাত্ত সবসময়ই অনুমিত থেকে গিয়েছে কিছুটা গোপনীয়তার কারনে আবার কিছুটা শুমারীর অভাবে (সে সময় তা সম্ভবও ছিল না)।

একটা উদাহরন দেই- ভারতে আটক পাকিস্তানী বন্দীর সংখ্যা কোথাও ৯০ হাজার, কোথাও ৯৭ হাজার আবার কোথাও প্রায় এক লক্ষ বলা হয়। বন্দী শিবিরগুলিতে রায়টজনিত কারনে কিছু মৃত্যু ঘটনাও আছে। তবু ভারত-পাকিস্তান উভয়ই প্রকৃত সংখ্যাকে খুব একটি প্রকাশ করেনি।

তবে, পাকিস্তানে আটক বাঙালীর প্রকৃত সংখ্যা শুমারীর অভাবে হয়তো বিভিন্ন খবরে বিভিন্ন ভাবে এসেছে। এর বাইরে গোলাম আজমের মতন কিছু লোক থেকে গিয়েছিল। হিসাব মেলাতে গিয়ে দেখি কিছু মানুষ পরিস্থিতগত কারনেও থেকে গিয়েছেন... যারা পাকিস্তানীদের হাতেই নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু সমাজ আর তাদের ফেরত নেয়নি অথবা তারা ফিরতে পারেননি।
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

জ্বিনের বাদশা এর ছবি

যে আশংকাটা থেকে প্রশ্নটা করেছি তা হলো, আমাদের অজান্তে আসলে বিরাট সংখ্যক বাঙালী পাকিস্তানে আটকা পড়ে গেছে, কেউ খোঁজও রাখেনি -- সেরকম কিছু থাকার সম্ভাবনা আছে কি?
নাকি মোটাদাগে মোটামুটি সবাই ফিরে আসতে পেরেছে বলা যায়?

আপনার লেখাটি পড়তে পড়তে মনে হলো, ঠিক যখন নিয়াজী হারামজাদারা পাকি সৈন্যগুলার নিরাপদ পূনর্বাসনের শর্তের বিনিময়ে আত্মসমর্পণের জন্য রাজী হলো, তখন কি আমাদের মিত্রবাহিনীর মাথায় এই বুদ্ধিটা আসা উচিত ছিলোনা যে পাকিস্তানে আটকা পড়ে থাকা বাঙালীদের ফিরিয়ে দেয়ার শর্তটা পাড়া উচিত?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সাঈদ আহমেদ এর ছবি

তৃতীয় পর্বে লিখেছি কিভাবে অধিকাংশ বাঙালীর প্রত্যাবাসন হয়। বাকী দু'শতাধিক বন্দীর কথা শেষ পর্বে থাকবে।
তবে সরকারি হিসেবে (মোটাদাগে) মোটামুটি সবাই ফিরে আসতে পেরেছে বলে উল্লেখ করা হয়।
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

অগ্নিবীণা এর ছবি

এই লেখাটি পড়ার জন্যই মনে মনে অপেক্ষা করে ছিলাম। লেখককে সশ্রদ্ধ সালাম...
সেই সময়ের ঘটনা প্রবাহ ঠিক এই রকম ref সহ বিস্তারিত জানতে চাই!

অতিথি লেখক এর ছবি

স্যালুট জানিয়ে পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম............

নবীন পাঠক

shahriarsajib@gmail.com

রানা মেহের এর ছবি

কত কিছু যে জানতে পারছি এই লেখা থেকে।
খুব দুর্দান্ত কাজ হচ্ছে।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

আগ্রহ নিয়ে পড়ছি। চলুক।

কৌস্তুভ

সাঈদ আহমেদ এর ছবি

উৎসাহ আর মন্তব্যের জন্য সবার নিকট কৃতজ্ঞতা।

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

আলতাফ হোসেন এর ছবি

এই লেখাগুলো সংবাদপত্রেও ছাপা হওয়া দরকার। তাতে অনেক বেশি লোকের চোখে পড়বে।
ভূট্টোর বক্তৃতার যে ভিডিওটা এখানে দেখলাম, তা কি বাংলাদেশে দেওয়া বক্তৃতা? সেখানে সে সোয়াইন বলে গালাগালা কর‌ছে, দোজখে যেতে বলছে শ্রোতাদের! তারপরেও সে বেঁচে ফিরল কেমন করে তার দেশে?

একমাত্র তরুণদের দেখেই আশা জাগে। দুর্ভাগ্যের বিষয়, বুদ্ধিমান তরুণদের বিভ্রান্ত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে একদল বিভ্রান্ত বা কেনা বুদ্ধিজীবী---এরকম একটি কথা প্রায়ই শোনা যায়। ধর্মের নামে নাকি পাকিস্তানি ধারার রাজনীতির প্রতি আকৃষ্ট করার জন্য নানারকম ছলচাতুরী করা হচ্ছে। এ বিষয়ে সকলের খোঁজখবর করা অত্যন্ত প্রয়োজন। ঘটনা সত্যি হলে তরুণদের সাবধান ও সচেতন করার জন্য জোর প্রচারণা চালানো দরকার।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।