রোমন্থন... দর্পনে হারিয়ে যাওয়া মুখ

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ১৮/০৩/২০০৮ - ১০:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছুঁড়ে ফেলা প্রতিজ্ঞার দুটো টুকরো জানালা গলে ঢুকে পড়েছিল আমার রুমে। ইতস্তত উড়ে বাদামী প্রজাপতির ডানায় চেপে খাটের কিনারায় বসে পড়েছিল শেষে। আমার চোখে তাকিয়ে অদ্ভুত শীতল চোখে চেয়েছিল ... যতক্ষণ না আমি চোখ নামিয়ে নিলাম। এই দুটো টুকরো ভেসে এসেছে হাজার মাইল দূর হতে। সূর্যাস্তের দেশে আমি তাদের ছড়িয়ে দিয়ে এসেছিলাম। হাওয়া ছিল না, ডানায় পালকও ছিল না। তবু আমার অশরীরি স্বত্ত্বার অংশ হয়ে অকৃতজ্ঞ রক্তের শিরায় চেপে ওরা পেরিয়ে এসেছে সময়ের সুদীর্ঘ চোরাপথ। একটুও পুরনো হয়নি, যে টুকু মলিনতা তা কেবল আমাকেই গ্রাস করেছে।

...তখনও রাত্তির বুড়ো হয়নি, চাঁদের কচি রেখায় তখনও উজ্জ্বল আলোর রেশ... সেই আলোর রেখায় চড়ে বহু পুরনো সন্ধ্যা সেই হলুদ ডানা প্রজাপতির পাশাপাশি বসে পড়ল। আমি ভুলে যেতে চাই,বোকার মত ভুলে যেতে চাই বিশ্বাসঘাতক স্মৃতি। কিন্তু স্মৃতিকে কে কবে নিয়ন্ত্রণ করেছে? কত পুরু প্রাচীর ভেদ করে তার আসা যাওয়া! ভুলে যাওয়ার ইচ্ছেটাই যে মনে করিয়ে দেয়…

অস্ফুটে জিজ্ঞেস করি, প্রত্যাখ্যাতের কাছে আর কী প্রতিজ্ঞা চাও?


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

স্মৃতির কামরা ফাঁকা রাখতে নেই, নতুন ভাড়াটিয়া দিয়ে রিপ্লেস করলে শূন্যতাটা কেটে যায়। অনেকদিন পরে এসেই গুল্লি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

বলাইদা, কেমন আছেন? হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জিফরান খালেদ এর ছবি

বলাইদার লগে সহমত।

পরিবর্তনশীল এর ছবি

দারুণ লিখলেন মিয়া
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

অদ্ভুত সুন্দর...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধ্রুব হাসান এর ছবি

বয়স কম তাই একটু কষ্ট হবেই (ডোন্ট মাইন্ড...); তবে মজা লাগলো এই জেনে যে আমি বা আমরাও একদিন ঠিক এইভাবেই নিজের চামড়াটা মোটা করার দীক্ষা নিয়েছিমাম!

.........চলুক......

তারেক এর ছবি

... তাইলে এইটা একটা বহু-মাড়ানো-পথ?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধ্রুব হাসান ঠিক বলেছেন। আপনি কলম্বাস নন। তবে অন্যের মাড়ানো পথ ব্যবহারে দোষ কিছু নেই। এই অনুভূতিগুলিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করেই গল্প-উপন্যাস-কবিতা হয়, হয় চিত্রকলা। শুরুর লক্ষণ আপনার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

তারেক এর ছবি

জুবায়ের ভাই, আপনাকে চুপি চুপি বলি, লেখার ঘটনা পুরাটাই বানোয়াট, বেখেয়ালে সাজিয়েছি মিথ্যের পসরা... :p। তবে আমি একটা রিয়েল ছ্যাঁকা খাওয়ার ধান্দায় আছি... কিন্তু তার আগে একটা প্রেম করা দরকার... হুমম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আবার প্রতিজ্ঞা !

কনফুসিয়াস এর ছবি

বহুদিন পরে এসেই দেখি বাউন্ডারি হাঁকালেন!
চমৎকার লেখা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারেক এর ছবি

বহুদিন পরে এসেই দেখি বাউন্ডারি হাঁকালেন! চমৎকার লেখা।

নজমুল ভাই ও দেখি আমারে আপনি কইরা বলতেছে... আপনেও... হুমম! আর এইরকম লম্বা বিরতি নেওয়া যাবে না। লোকজন হুদাই লজ্জা দ্যায় আমারে। মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রায়হান আবীর এর ছবি

দারুন লেখা তো...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

তারেক এর ছবি

শিমুল ভাই, জ্বী!
পরিবর্তনশীল, স্বপ্নাহত, আবীর এইভাবে প্রশংসা পেলে মাথা ফাঁকা ফাঁকা লাগে। অনেক ধন্যবাদ বেরাদরগণ হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।