এবং শাহেনশাহ সিমন

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ২৭/০৫/২০১৩ - ৮:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২৫ মে কি শনিবার ছিল? মনে নাই এখন, শুধু মনে আছে দুপুরে ফোন বেজে উঠল, ঢাকা থেকে ফোন করেছে সচল শাহেনশাহ সিমন, ফোন ধরতেই বলল – আপনার নতুন লেখাটা পড়লাম, দেখলাম দেশে অনেক বই পাঠাতে চাচ্ছেন, ডাকবিভাগের এক বড় কর্মকর্তার সাথে কথা হয়েছে এই ব্যাপারে। তারপর কী করে কম খরচে বই নেওয়া আদৌ সম্ভবপর হতে পারে এই নিয়ে বিশাল ফিরিস্তি দিল, তারপর নিজে থেকেই বলল- ঢাকায় আসেন, আমি আর আপনি একসাথে যেয়ে মণ মণ বই ছাড়ায় নিয়ে আসব।

মনে পড়ল কমাস আগে ঢাকা যাবার সময় অনেকের জন্যই বই নেওয়া হয়েছিল, তার মধ্যে তানিম এহসান ভাইয়ের জন্য নেওয়া মায়া, অ্যাজটেক, টোলটেক, ওলমেক, জ্যাপোটেক সভ্যতার চমৎকার বইটি উনি গ্রহণ করেও দুই দিন পর ফেরত দিয়ে বললেন- আগেই কিনে ফেলেছি। বইটা আমার নিজেরই খুব প্রিয়। তানিম ভাইয়ের উৎসাহ দেখে দিতে চেয়েছিলাম। ভাবলাম, মানে মানে তাকের বই তাকে ফিরে চল। এইসময় সিমন ঘ্যান ঘ্যান করে একগাদা লেকচার দিয়ে মায়া সভ্যতার জন্য তার বিশাল মায়াময় সম্পর্কের বিশাল ফিরিস্তি দিয়ে বইখানা বগলদাবা করে নিয়ে চলে গেল।

অ, ব্যাটা, তাহলে আবার কিছু বই বাগানোর জন্যই সেধে সেধে জিপিও যেতে ইচ্ছুক আমার সাথে! আপন মনেই হাসি দিলাম গলদঘর্ম সিমনের মাথায় বইয়ের ডালির কথা চিন্তা করে।

এর ঘণ্টা দেড়েক পরেই এস এম এস।

সচল পরিবারের সবচেয়ে কাছের মানুষটি লিখেছে- সিমন অ্যাকসিডেন্ট করেছে।

কিসের মাঝে কী? দেড় ঘণ্টা আগেই কথা হল, হাইকিং নিয়ে কিছু প্ল্যান বানানো হল, সাথে জরিনার খোঁজে অভিযানের ষড়যন্ত্র। আর এখন সিমন হাসপাতালে? বাংলাদেশ যে বুকে আশ্রয় নিয়ে আছে তার উপর দিয়ে চলে গেছে নিষ্ঠুর চালকের কদর্য যন্ত্রযান।

অল্প আগেই তাকে ফোনে বরাবরের মত টিজ করে বললাম, মিয়াঁ ২৪ ঘণ্টা নেটে থাকেন দেহি! ফেসবুকে কিছু দিলে সবার আগে লাইক করেন, সবার আগে ফ্যাজলামো কমেন্ট দ্যান, মস্করা করেন, কী ব্যাপার! বৌ-রে লুকায়ে রাত ২টায় নেটে ঢুকেন মিয়াঁ !

কিন্তু আসলেই সামি-উল-ওয়াসেক সিমন ২৪ ঘণ্টায় উৎসাহ দিত আমার সব পাগলামোতে আর না হয় দুষ্টুমি করত। সচলের পোস্টে কমেন্ট প্রায় করতই না, আবার নিজের ফেসবুকেই ঠিকই শেয়ার দিত-- কাজীদার সাক্ষাৎকারে নিয়ে পোষ্টটাতে সে লিখেছিল- এইবার আমি বলতেই পারি, সচলের সমকক্ষ হও, তাহলেই ব্লগ ও ব্লগারের মান বাড়বে 

সেই সিমন এখন হাসপাতালে? বিশ্বাস হয় ক্যামনে? দুই দিন আগেই তার বললাম- বদলুকেরা বলে আপনি নাকি নিজের পয়সায় খান না? সেও স্বভাবসিদ্ধ উত্তর দিল- এইজন্যই তো তারা বদলুক।

মনে পড়ল ঢাকায় প্রায় মধ্যরাতে সিমনের সাথে বাসে জেরিনা অভিযান, বাসের পাদানিতে সিমন দাড়িয়ে, বাসের কন্ডাকটর বলল- মিয়াভাই উপরে আহেন। জবাবে সিমন হাত দিয়ে একটা বিশেষ ভঙ্গী করে বলল বাস আরও এক হাত উপরের দিকে বাড়াতে হবে, মাম্মা! আমি হাসি তাদের মিষ্টিঝাল তর্কে।

মনে পড়ে শাহবাগে একসাথে ছবি তোলার পরে সিমনের বলা- বিখ্যাত হবার এই সুযোগ আমি ছাড়ব ক্যান? ডায়ালগ। কিংবা কনফেসন পেজে অরফিয়াসের দুষ্টুমিতে ঘি ঢেলে বলা- মামুর বুটা, মাসুদ্রানা হইবার গেছ, সত্য ঘটনা খুইলা ক ?

আমি আর কিছুই ভাবতে পারছি না, আমার মাথার নিউরনে শুধু হাস্যরত সিমন আর তার ১০ মাসের মেয়ে তানতার কথা ঘুরে ঘুরে ঘুরপাক খায়, সেও দিনও তানতার কথা জিজ্ঞাসা করলাম, আর আজ সিমন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আমার সব বই দিয়া পিডায়া তোর ভাঙ্গা হাড্ডি আবার ভাঙ্গুম, তার আগে রাজাকার গোলাম আযমের ফাঁসি উদযাপন করুম, সুস্থ হয়ে ওঠ ভাই আমার, শুরু কর তোর ফ্যাসিবাদী দুষ্টামি।

তোর জীবনীশক্তির উপর বিশ্বাস রাখছি, মান রাখিস, ভাই আমার


মন্তব্য

হিজিবিজবিজ এর ছবি

সিমনকে সুস্থ হয়ে উঠতেই হবে।
- হিজিবিজবিজ

তারেক অণু এর ছবি
বাপ্পীহায়াত এর ছবি

মন খারাপ

কিছুই ভাল লাগছে না অণু'দা - কালকে অনেক দেরীতেই এই খারাপ খবরটা জেনেছি।
ইনশাল্লাহ উনি ভাল হয়ে উঠবেন

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

চারপাশে এত খারাপ খবর ! এইসবের কোন মানে হয় ? সিমন, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন । মাসুদ্রানাকে ২৪ ঘণ্টা খোঁচান । আর তানতা পাখিকে নিয়ে মায়া, অ্যাজটেক, টোলটেক উড়ে বেড়ান শিগগিরই।

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

নিলয় নন্দী এর ছবি

দীর্ঘ দিন সচলে আসা হয় না বলে পাসওয়ার্ডই প্রায় ভুলতে বসেছিলাম।
আজ ব্লগে এসে এই সংবাদ পেয়ে চারদিক কেমন বিবর্ণ হয়ে গেল।
ব্লগের কারো সাথে ব্যক্তিগত পরিচয় নেই, তবু সবাইকেই কত আপন বলে মনে হয়।

সিমন ভাই ফিরে আসুন, আমরা অপেক্ষা করছি।
আপনার মেয়ে তার বাবার কোলে ফিরে যাবার প্রতীক্ষায় আছে।

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

মেঘা এর ছবি

তানতা কিছুই বোঝে না! কি নির্মল হাসি কাল ওর হাসপাতালে! আমি কিছুতেই চোখের পানি লুকাতে পারি না মন খারাপ আমার ভীষণ অসহায় লাগে মন খারাপ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

lubdhak এর ছবি

সুস্থ হয়ে উঠুক জলদি এই কামনা রইল...

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

ফ্রুলিংক্স এর ছবি

সুস্হ হয়ে আবারো লেখালেখি শুরু হোক।

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

ইয়াসির আরাফাত এর ছবি

সিমন একশভাগ সুস্থ হয়ে উঠবেন, দেখে নিয়েন

সাফিনাজ আরজু এর ছবি

সেটাই ......

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

তাপস শর্মা এর ছবি

উঠে আসেন সিমন। একেবারে সুস্থ হয়ে উঠে আসেন। এসে দেখেন কত মানুষ আপনার জন্যে কাতর। শীঘ্র সুস্থ হোন ভাই...

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

অমি_বন্যা এর ছবি

তার আশু আরোগ্য কামনা করছি।

অমি_বন্যা

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

প্রৌঢ় ভাবনা এর ছবি

আজ দুপুরে ওঁকে দেখতে গিয়েছিলাম।
সিমন দ্রুত আরোগ্য লাভ করুন।

তারেক অণু এর ছবি

সিমন দ্রুত আরোগ্য লাভ কর

অতন্দ্র প্রহরী এর ছবি

এইসব স্মৃতির কথা বলে আসলে শেষ করা যাবে না। এই মানুষটা লড়াকু। ঠিক ঠিক ফিরে আসবে, খুব তাড়াতাড়ি, দেইখেন। হাসি

তারেক অণু এর ছবি

উনি ভাল হয়ে উঠবেন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

তারেক অণু এর ছবি

সিমন দ্রুত আরোগ্য লাভ কর

সুমিমা ইয়াসমিন এর ছবি

উঠে এসো সিমন, সব আশঙ্কা উড়িয়ে দিয়ে!

তারেক অণু এর ছবি

সিমন দ্রুত আরোগ্য লাভ কর

অতিথি লেখক এর ছবি

সিমন দ্রুত সুস্থ উঠবেন, এই কামনা করি।
-দুর্জয় সাব্বির

তারেক অণু এর ছবি

সিমন দ্রুত আরোগ্য লাভ কর

অনিকেত এর ছবি

সিমন, সুস্থ হয়ে ফিরে আসো---এইটুকুই চাওয়া---আর কিছু নয়--

তারেক অণু এর ছবি

প্রদীপ্তময় সাহা এর ছবি

সিমন ভাই নিশ্চই সুস্থ হয়ে ফিরে আসবেন,
এত এত মানুষের আন্তরিক প্রার্থনা কখনই বৃথা যাবে না।

তারেক অণু এর ছবি

সিমন নিশ্চয়ই সুস্থ হয়ে ফিরে আসবে

রাত-প্রহরী এর ছবি

সিমন, আপনার জন্য আমার প্রিয় সব মানুষগুলো কষ্টে মরে যাচ্ছে। আপনার ফেরাটা খুব জরুরী।

অনহুত পরিব্রাজক এর ছবি

একটি জরুরি সংবাদ : বাংলানিউজ২৪ ডট কমে আমাদের বন্ধু সামিউল ওয়াসেকের (Sami- Ul-Washek সিমন) জন্যে অর্থসাহায্য চেয়ে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিলো, সেটিতে গুরুতর কিছু ত্রুটি ছিলো। এখন পর্যন্ত সামিউল ওয়াসেকের পরিবারের পক্ষ থেকে কোনো রকম অর্থ সাহায্য চাওয়া হয়নি । অনেকেই ভুলক্রমে সেখান থেকে খবর কপি করে ফেসবুকে শেয়ার করছেন। প্লিজ, আপাতত অর্থসাহায্য চাওয়া হচ্ছে না। সিমনের আর্থিক সাহায্যের প্রয়োজন হলে পরে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হবে। আপাতত ওর প্রয়োজন হবে "ও পজিটিভ" রক্ত আর শুভকামনা।

যেকোনো সঠিক তথ্য ও সংবাদের জন্য সাইফ - ০১৭২৬২৩০২৭৬ এবং ফাইজ - ০১৫৫২৩৬৬৮৩১ এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । রক্ত ডোনারদের বিনীত অনুরোধ করছি উপরুল্লেখিত ব্যক্তিদয়ের সাথে যোগাযোগ রাখতে । যাতে প্রয়োজনে দ্রুত রক্ত সংগ্রহ করা যায় । আন্তরিক অনুরোধ করছি , সিমনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর (SWT) কাছে দোআ করবেন ।

বার্তাটি ছড়িয়ে দিলে ভালো হয়। ধন্যবাদ।

দুষ্ট বালিকা এর ছবি

আশা রাখছি, আমাদের সিমন দুদিন বাদেই এই লেখায় এসে বিতিকিচ্ছিরি সব জোক করবে। ভেবোনা! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তারেক অণু এর ছবি

আশালতা এর ছবি

----------------
স্বপ্ন হোক শক্তি

 একাকী আমি  এর ছবি

এতো মানুষের ভালবাসার মুল্য দিতেই আপনাকে ফিরে আসতে হবে সিমন ... বহু দূরের দেশে বসে ক্ষণে ক্ষণে আপডেট দেখছি ... O+ এর বাহক হয়েও অসহায় এর মত এখানে বসে বসে মনে প্রাণে দোয়া করেই যাচ্ছি ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।