দু'টো অণুগল্প: প্রাণী

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: মঙ্গল, ২৯/০৪/২০০৮ - ৭:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণুগল্প এক:
সাপ বলে, স্বাধীনতা হলো- যে বাঁকে খুশী, সে বাঁকে বাঁকে এগিয়ে যাওয়া, ঘাষের বুকে বুক রেখে উত্তাপ খোঁজা, ভরাপেটে সে উত্তাপে নিজেকে এলিয়ে দেয়া।

বেজী প্রতিবাদে বলে, স্বাধীনতা হলো- ইচ্ছে মতো বন, বাদাড়ে, গাছে গাছে লাফিয়ে চলা, পলকে পলকে বাতাসের গান শোনা। বাতাসের সাথে লুকোচুরি খেলা।

কোন জানান না দিয়েই ঝড় বৃষ্টি তাদের তান্ডব শুরু করলো। বাতাসের হুংকার আর জলের প্লাবনে ছিটকে পড়লো দু'জনেই। সাপ আর বেজীকে নিয়ে ফেললো জনপদে- মানুষের মাঝে।

ওদের দেখা হলো কোন এক মানুষের বানানো চিড়িয়াখানার পাশাপাশি খাঁচায়। একজন আরেকজনের দিকে তাকিয়ে বললো,
- বলেছিলাম না সেবার!

অণুগল্প দুই:
পাশের খালি বিছানার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না এলো সুমনার। একটি মানুষের জন্যেই কেমন যেন খা খা করছে পুরো ঘরটি। অথচ অনেক পরামর্শ করেই করা হলো।

মা, বান্ধবী ও পাশের বাড়ীর নীলার সাথেও কথা বলেছে সুমনা। সবাই সায় দিয়েছে তাতে। যা করার, তা তো করতেই হবে একদিন। তার বেলাতেও আলাদা হবে কেন? এসব ভেবে নিজেকে স্বান্তনা দেয়ার চেষ্টা করলো সুমনা।

কিন্তু তারপরও বুকের ভেতর চাপচাপ কষ্ট! ছোট ছেলেটি আজ থেকে তার বড় ভাইয়ের সাথে পাশের ঘরে ঘুমোবে।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগল। আরো কয়েকটা লিখে ফ্যালেন।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

হিমু এর ছবি
শাহীন হাসান এর ছবি

ভাব-ভার আর ভাষার গাঁথুনরির মধ্যে প্রতীকীবাদ লক্ষ করা যায়, সংকেতদ্বার ভাবপ্রকাশের বিষয়টি বেশ করে চোখে পড়ে ....
ভাল-লাগল ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রায়হান আবীর এর ছবি

সুন্দর!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

তারেক এর ছবি

ভালো লাগলো খুব।
স্বাধীনতা কেউ কেড়ে নেয়, কারো হারিয়ে যায়, কেউ বিকিয়ে দেয়। নানান প্রেক্ষিতে একই চিত্রনাট্যের কুশীলব সবাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার। প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বেশি ভালো আর দ্বিতীয়টা প্রথমটার চেয়ে বেশি ভালো! দেঁতো হাসি

তীরন্দাজ এর ছবি

খুব মজার মন্তব্য আপনার! ভাল লাগলো খুব! ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

ঝাক্কাস! চলুক আরও..

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জাহিদ হোসেন এর ছবি

আপনার লেখা ভাল লাগে সবসময়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এ কী শুরু করেছেন আপনি? এই হারে মারাত্মক সব গল্প ছাড়ছেন!

আমার মতে, দুটোই আদর্শ অণুগল্প।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

অতিমাত্রায় খুশী হয়ে গেলাম আপনার এই মন্তব্যে! ধন্যন্যন্যবাদ!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

চমৎকার। আপনার আঙুল পরিমিতি জানে।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ মুজিব মেহদী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আরিফ জেবতিক এর ছবি

জটিলস্য !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো হইছে... দুইটাই বেশ সুন্দর...

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

ঝাক্কাস হইসে, জোস হইসে ! আরো আসতে থাকুক

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

দূর্দান্ত গল্প, দুটোই !
অভিনন্দন তীরুদা

সুমন চৌধুরী এর ছবি

উত্তম!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।