ডেল কার্নেগী ও রিকশাওয়ালা

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ১৪/০৫/২০০৮ - ১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুপুরের ক্লাশটা থেকে বেরিয়ে বেশ ফুরফুরে একটা আত্মতৃপ্তিতে ভরে উঠলো রফিক সাহেবের মন। সে তৃপ্তির একটা বিশাল ঢেকুঢ় বেরিয়ে আসতে চাইলো গলা ফুড়ে। আসলে ডেল কার্নেগীর ক্লাশ নিতে পারাটাই তার জন্যে আনন্দের। মানুষকে মানুষের মত চলার, মানুষের মতো ব্যবহারের শিক্ষা দেয়ার চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে ? ছাত্র-ছাত্রীরাও এবার বেশ বুঝতে পেরেছে বলে মনে হলো। নিজের রুম থেকে ছাতাটা নিয়ে বেরুনোর পথে দু'জনের সাথে দেখা হয়েছিল করিডোরে। সসন্মানে সালাম জানিয়ে একপাশে সরে গিয়ে রফিক সাহেবকে পথ করে দিল। এই হলো সত্যিকারের শিক্ষা। শিক্ষককে, গুরুজনকে সন্মান করার চাইতে বড় আর কি হতে পারে!

কিন্তু রাস্তায় বেরিয়ে মনটা ভালো থাকলো না আর। কাঠফাটা রোদ ! রিকসা নেই বললেই চলে। একজন, দু'জন একটি ইউক্যালিপটাস গাছের ছায়ায় সিটের উপর বসে গামছা নাড়িয়ে বাতাস করছে। তাকে দেখে এগিয়ে আসলো না কেউই। মেজাজ খারাপ করে হেঁটে হেঁটেই সেখানে গেলেন রফিক সাহেব। কেউ ফিরেও তাকালো না। জিজ্ঞেস করার পর যেতেও রাজী হলোনা কেউ। মেজাজ আরো খারাপ হলো, সেসাথে রাগও হলো।

একটা বুড়ো রিকশাওয়ালা দূর থেকে আসছিল ধুকে ধুকে। সাধারনত: রফিক সাহেব এদের রিকশায় চড়তে চাননা। বাড়ী পৌছাতে সময় লাগে বেশী। তাছাড়া হঠাৎ মাথা ঘুরে পড়লে নিজেরই ঝক্কি। এবার অনন্যোপায় হয়ে নিজেই এগিয়ে গেলেন সেদিকে। রিকশাওয়ালা তাকে দেখে রিকশা থামালো।

- কাঠালবাগান যাবে ?
- যামু। কাঠালবাগান কনে..?
- ইসকুলের কাছে। কত নেবে ?
- বারো টেকা লাগবো।

দশ টাকায় রফা হলো। রফিক সাহেব রিকশায় উঠলেন হুডটা টেনে বসলেন। রিকশাওয়ালা সেটাকে আরো ভালো আটকে দিল। বসেই আবার ডেল কার্নেগীর ভাবনায় ড়ুবে গেলেন তিনি। সামাজিক শিক্ষা, চলার সুগম পথ তৈরী, বড়দের প্রতি সন্মান, এসব নিয়ে কত ভেবেছেন লোকটি ! আজকাল তো এর মুল্যই দিতে চায়না কেউ। কিন্তু কতোক্ষন পরেই রিকশার গতি দেখে অধৈর্য হলেন তিনি।

- আরে মিয়া একটু টেনে যাওনা।
- সাব, গরমে দম নিতে পারতাছি না। জোরে টানমু কেমনে?

বলেও চেষ্টা করলো আরেকটু দ্রুত টানার। তারপরেও একটু গজগজ করলেন রফিক সাহেব। কাঠালবাগান স্কুল পেরিয়ে আরো আধ কিলোমিটারের মতো দুরে রফিক সাহেবের বাসা। রিকশাওয়ালা ধুঁকতে ধুঁকতে সেখানে এনে নামালো তাকে। তিনি তাকে ভাড়া দিলেন।

- সাব এই গরমে স্কুল ছাড়াইয়া এদ্দুর আইলাম। দুই টেকা বেশী দেননা সাব!

রফিক সাহেব তাকে একটাকা বেশী দিলেন। সেটা নিয়ে রিকশাওয়ালা একটু অসন্তুষ্ট হয়েই রিকশা ঘোরাল তার। সেদিকে তাকিয়ে মেজাজ আরো চড়ে গেল। রফিক কপালের ঘাম মুছে বাড়ীর দরজার দিকে ঘুরে বললেন,

- শুয়োরের বাচ্চা।

রিকশাওয়ালা তার দিকে তাকালো একবার। তারপর মুখ ঘুরিয়ে প্যাডেলে চাপ দিল। দরজায় টোকা দিতেই কাজের বাচ্চা মেয়েটা খুলে দিল। তাকে দেখেই দাঁত খিচলেন রফিক সাহেব।

- এতক্ষন লাগে দরজা খুলতে হারামজাদী ?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে। আপনার ছোট গল্প গুলো দারুণ হয়।

--
স্পর্শ

মাহবুব লীলেন এর ছবি

একবার আমাদের এক সিনিয়র ফ্রেন্ড বলেছিলেন- মানুষ ক্ষেপে গেলে যে আচরণ করে এবং তার তুলনায় একেবারে দুর্বল মানুষের সাথে যে আচরণ করে সেটাই তার মৌলিক আচরণ
সেটা দেখেই বিচার করতে হয় সে কতটা সভ্য কিংবা ভদ্র

তীরন্দাজ এর ছবি

হ্যা, ছোটবেলা গোপাল ভাড়ের গল্পেই পড়েছি, মানুষের আসল পরিচয় তাকে একটু ক্ষেপিয়ে দিলেই বেরিয়ে পড়ে।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জ্বিনের বাদশা এর ছবি

একেবারে আসল পয়েন্টটা ধরলেন .... ভালো লাগলো
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ বাদশা' ভাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

বেশ পরিচ্ছন্ন লেখা। ভাল-লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

যুক্তিবিদ্যার ভাষায় একটু twist দিয়ে বললে বলতে হয় - মানুষ হচ্ছে একধরনের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জন্তু।

জিজ্ঞাসু

তীরন্দাজ এর ছবি

একমত! ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্নিগ্ধা এর ছবি

চমৎকার একটা গল্প! এত ছোট পরিসরে এতোখানি বলাটা কিন্তু সহজ নয়, আর আপনি দেখছি নিয়মিতই সেই কঠিন কাজখানা করে যাচ্ছেন - অবলীলায় !!

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে! খুব চেষ্টা করি, যা দেখি, চোখে পড়ে, তাই লিখতে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ইশ !
আশেপাশে কতকিছুই তো চোখে পড়ে, কতকিছুই তো দেখি, কিন্তু হায় কপাল ! কলমের আগায় তো কিচ্ছু আসে না।
দুর্ধর্ষ সব গল্প লিখেন আপনি তীরুদা !
দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অছ্যুৎ বলাই এর ছবি

আমাগো দাড়িতে মেহেদী মারা টুপি পরে নামায পড়ে কপালে নুরানী দাগ ফেলে অনেক ভন্ডও একইরকম। বাইরেটা দেখে ভিতরের চরিত্র বুঝা টাফ। অনুকূল পরিবেশ পেলেই মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিঝুম এর ছবি

হুম...মানুষ অনন্য , মানুষ অদ্ভুত...

ছোট করে বড় কথা দারুন করে বলবার জন্য আপনার গল্পের তুলনা নেই।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ, ভাই নিঝুম! চেষ্টা করি যতোটা কলমের ক্ষমতায় কুলোয়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতন্দ্র প্রহরী এর ছবি

আবারো লক্ষ্যভেদ করলেন অসামান্য নিপুনতায়! খুবই ভাল লাগল গল্পটা।

রেনেট এর ছবি

অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আর দুইটা লাইন বাড়াইলে কি হইতো? ধরেন বউয়ের লগে দেখা হইলো... বউ দিলো উল্টাগালি... এইবার তার মেনিমুখো চরিত্রটাও...
হা হা হা হা...
হুদাই...
ভালৈছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তীরন্দাজ এর ছবি

ভাল প্রস্তাব, ভেবে দেখবো। তবে আপনাকে যে ভাবাতে পেরেছি, সেটাই আনন্দ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্দান্ত! কী অবলীলায় আপনি দুর্ধর্ষ সব গল্প লিখে চলেছেন!

একটা কথা মনে পড়লো। সত্য-মিথ্যা জানি না, একজন আমাকে বলেছিল, "প্রতিপত্তি ও বন্ধুলাভ" নামের বইয়ের রচয়িতা ডেল কার্নেগীর মৃত্যু হয়েছিল একাকিত্বে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

ডেল কার্নেগীর জীবন সম্পর্কে ভাল জানা নেই। গল্পতো ঠিকই লিখে ফেললাম।

আপনাকে অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ধুসর গোধূলি এর ছবি

- যদি মানুষ রেগে গেলে তার মৌলিক বা স্বাভাবিক চরিত্র বেরিয়ে আসে তাহলে তো প্রকৃতঅর্থে ডেল কার্ণেগীকে পেয়েছে রিক্সাচালক ভদ্রলোকই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তীরন্দাজ এর ছবি

একমত ধুসর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ গল্প।
মানুষ-মুখোশ-মানুষ নাকি মুখোশ -মানুষ-মুখোশ?

তীরন্দাজ এর ছবি

আমার মনে হয় তারপরও

মানুষ-মুখোশ-মানুষ

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

খেকশিয়াল এর ছবি

তীরন্দাজ ভাই একদম বেশি জোস গল্প, লাল সালাম

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

আপনাকেও লাল সালাম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রায়হান আবীর এর ছবি

সুন্দর...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

মুশফিকা মুমু এর ছবি

খুব খুব খুব ভাল লাগল দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

দারুন লাগলো...।
-নিরিবিলি

পরিবর্তনশীল এর ছবি

পৃথববীটা এমনই। গল্প লেখার জন্য আদর্শ জায়গা। আর আপনার মত লেখার হাত থাকলে তো কথা নাই।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শিক্ষানবিস এর ছবি

পরিবর্তনশীলের কথাটাই বলছি: পৃথিবীটা আসলেই গল্প লেখার জন্য আদর্শ জায়গা। হবেই না বা কেন? কত লক্ষ কোটি বছরের বিবর্তনে গড়ে উঠেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।