দেশে প্রথম কয়েকটি দিন ও আমার দুটো বই

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: রবি, ৩১/০১/২০১০ - ৪:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রচ্ছদ, জাহাজী যাযাবরপ্রচ্ছদ, জাহাজী যাযাবরছয়দিন হলো ঢাকায় এসে‌ছি। প্রতিটি দিনই কাটছে টানা ব্যাস্ততার মাঝে। আমি আরো পঁচিশদিন থাকলেও বউ মিউনিখে ফিরে যাবে দশদিন পরই। দুজনকেই সবাই চায় বলে প্রথম দিন থেকেই দৌড়াতে হচ্ছে এদিক সেদিক। তারপরও অনেকটা জোরাজুরি করেই ক্রিকেট মাঠে গেলাম দ্বিতীয় টেষ্টের চতুর্থ দিনে। দ্বিতীয় ইনিংসএ বাংলাদেশ দলের ভালো শুরুর পরও তাসের ঘরের মতো উইকেটপতন দেখে মেজাজ তিরিক্ষি করা ছাড়া আর কোন অর্জন রইল না। সাকিবকে কেনো আইপিএলএ ডাকলো না, এরপর সে কারণ কি আর জানতে চাইবে কেউ? দায়িত্বহীনতার জ্বলন্ত প্রমাণ রাখলো দলের অধিনায়ক। বাকীদের কাছে আর কি আশা করা যেতে পারে! একটি দিন কাটালো পারিবারিক পিকনিকে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জেনারেশন মিলে প্রায় চল্লিশজনের একটি দল একটি বাস ভাড়া করে একসাথে। আরেকটি দিন কাটলো মুন্সীগণ্জে। আমার এক বন্ধুর মাছের খামারে। অসহনীয় যানজটের মাঝে প্রতিটি দিনের যাতায়াত কাবু করে দেয় পুরোপুরি।

এসবের মাঝেও নিজের দেশের পরিবেশকেই আপন মনে হয়। পাশাপাশি আরো একটি বিষয় জেনে ভালো লাগলো খুব। আমাদের বাড়ীতেও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রভাব থাকলেও একটি বিষয়ে সবারই একমত। যুদ্ধাপরাধীদের বিচারের প্রচ্ছদ, অন্ধরাতের ঘোড়াপ্রচ্ছদ, অন্ধরাতের ঘোড়াপ্রশ্নে কেউ একচুলও ছাড় দিতে রাজী নয়। আমার এক বন্ধুর সাথে আলোচনা করে জানলাম, সারা বাংলাদেশে নাকি এই ইস্যৃতে অনেকটা একই চিত্র সবখানে। নিজেও আনন্দিত আর আশবাদী হলাম এটি লক্ষ করে। হিমুর “বরাহ শিকার” শেনালাম অনেককে, অনেককে কপি দিলাম। সবাই পছন্দ করেছে খুব। সবারই মতামত, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে এই গানটি অনেককেই উজ্জীবিত করবে।

বড় ঝামেলা বইদুটো নিয়ে। কাজ এগুতে চায়না একেবারেই। প্রচ্ছদের কাজ আরো আগে শেষ হবার কথা থাকলেও সেটি গতকাল শেষ হলো। এখন ছাপা আর বাঁধাই। আশা করা যাচ্ছে, ৪ ফেব্রুয়ারীর আগেই শেষ হবে কাজ। প্রকাশনা উৎসবও সময়মতোই করা যাবে। ৪ ফেব্রুয়ারী, বিকেল পাঁচটায়, রাইটার্স ক্লাবের চারতলার একটি মিলনায়তনে। আনিসুল হক, কবি আসাদ চৌধুরী সহ প্রতিষ্ঠিত লেখকদের অনেকেই থাকবেন বলে কথা দিয়েছেন। বই পরিচিতির পাশাপাশি হালকা খাবারদাবার আর গান বাজনার আয়োজন করা হয়েছে। গান গাইবেন আমার বন্ধু ও বাংলাদেশের প্রথম সারির রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ছায়ানটের শিক্ষক শাহেদ ইমাম।

কাল থেকেই সচলদের সাথে ফোনে যোগাযোগ শুরু করতে পারবো বলে আশা রাখছি। বই মেলায় আড্ডার পাশাপাশি আপনাদেরকে প্রকাশনা উৎসবে পেতে চাই অবশ্যই। যারা এ অবধি আসবেন বলে জানিয়েছেন, তারা তো বটেই, অন্যরাও এলে খুবই আনন্দিত হবো।
বাংলাদেশে আমার ফোন নম্বর: ০১৭৩ ১৮১৪৩৪৫
৪ঠা ফেব্রুয়ারীর পর বই পাওয়া যাবে প্রগতি প্রকাশনীর স্টলে।


মন্তব্য

হাসিব এর ছবি
তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ হাসিব। তোমাদের পেলে আরো বেশী আনন্দ হতো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ধুসর গোধূলি এর ছবি

- হবে তীরুদা, হবে। এক সময় না একসময় তো হবেই। সেটা হয়ে যেতে পারে আগামী বই মেলাতেই, এবার যেহেতু হলো না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি অপেক্ষায় আছি, আজকেও বইমেলায় যাবো। যাবো প্রতিদিনই আশা করি। দেখা আড্ডা সব হবে। আর ৪ তারিখে তো অবশ্যই থাকছি।
শুভকামনা রইলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুর্দান্ত এর ছবি

শুভ কামনা। জানি অনেক ব্যাস্ত আছেন, তবুও আপনার চোখে ঢাকা দেখার লোভ তাড়াতে পারছি না। ঢাকার ভ্রমন কাহিনী কিন্তু চাই ই চাই।

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ ভাই! আপাতত: বইয়ের ঝামেলা কাটুক! অবশ্যই লিখব।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

শুভেচ্ছা আর অভিনন্দন।
জাহাজী যাযাবর-এ আমার আগ্রহ প্রবল।

.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

দময়ন্তী এর ছবি

অনেক অভিনন্দন৷ আমি আপনার লেখার এক মস্ত ভক্ত৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ দময়ন্তী। আপনার জন্যে শুভকামনা রইল।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শুভাশীষ দাশ এর ছবি

আপনার বই বিক্রি বাড়ুক। শুভ কামনা।

তীরন্দাজ এর ছবি

আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কনগ্র্যাটস, তীরুদা! হাসি

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তীরন্দাজ এর ছবি

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে খুব। ভালো থাকবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফ তাহসিন এর ছবি

খুব মিস করতেছি আপনার সাথে দেখা হবার এ সুযোগটা, ঢাকায় থাকলে নিশ্চিত দেখা হত মন খারাপ, আপনার জন্যে অনেক অনেক শুভকামনা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তীরন্দাজ এর ছবি

আপনার প্রতিটি মন্তব্য পড়ে উজ্জীবিত হই। দেখা হলে আমারও খুব আনন্দ হতো!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্নিগ্ধা এর ছবি

অভিনন্দন এবং শুভকামনা রইলো হাসি

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধা! ভালো থাকবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা এর ছবি

অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তীরুদা।
আপনার বই দু'খানা হাতে নিয়ে ছুঁয়ে দেখার যে কত ইচ্ছে ছিলো! আপনার যাযাবরপর্বের প্রত্যেকটা লেখা বেরোনোমাত্র পড়েছি ঊর্ধশ্বাসে আর অপেক্ষায় থেকেছি পরের অংশের।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে। ঠিকানা জানালে আমি মিউনিখে পৌঁছেই বইদুটো পাঠিয়ে দিতে পারবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হিমু এর ছবি

তীরুদা, কষ্ট করে সন্দেশ বরাবর আপনার বইয়ের তথ্য আর প্রচ্ছদ পাঠিয়ে দিন। প্রচ্ছদ চাইলে royesoye অ্যাট জিমেইলেও পাঠাতে পারেন।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ হিমু। তোমার রয়েসয়ে ঠিকানায় যা জানি, সব জানিয়ে আজ দুপুরেই একটি মেইল পাঠিয়েছি।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

শুভকামনা

বোহেমিয়ান

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ বোহেমিয়ান। আপনিও কি আমার মতো যাযাবর?

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আপনার বই পড়ার অপেক্ষায় আছি।
ভাল থাকবেন।
দেশে থাকা প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক।

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ অনিন্দিতা, আপনিও যেখানে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনায়...তীরুদা।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সবজান্তা এর ছবি

জাহাজের সেই গল্প কয়েক পর্ব পড়ার পর যখন জানতে পারলাম যে বই বেরুচ্ছে, তারপর থেকে আর পড়ি নি, একবারে বই থেকে পড়বো এই জন্য হাসি

শুভকামনা। সব ঠিক থাকলে আশা রাখি আসছে বইমেলায় অবশ্যই দেখা হবে !


অলমিতি বিস্তারেণ

তীরন্দাজ এর ছবি

বইমেলায় দেখাতো হবেই, অনুষ্ঠানে আসছেন না?

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেনেট এর ছবি

অনেক শুভকামনা তীরুদা হাসি
তবে কিনা, প্রচ্ছদে আপনার নাম দেখে প্রথমে ভাবলাম, এই লোকটা কে? খাইছে
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তীরন্দাজ এর ছবি

হে হে....! এই লোকটাই তীরুদা!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মূলত পাঠক এর ছবি

এমন চমৎকার মুহূর্্তে অনেক শুভকামনা জানাই। ভালো থাকুন।

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ পাঠক ভাই! ভালো থাকবেন!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ধুসর গোধূলি এর ছবি

- ভাবীর কাছে বই দিয়ে দিবেন? নাকি সাথে করে আপনি নিয়ে আসবেন‌?

ঢাকায় সবকিছু সাফল্যের ভেতর দিয়ে হয়ে যাক। ফেরার পর আমরা নাহয় আরেকটা প্রকাশনা উৎসব করবো খন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তীরন্দাজ এর ছবি

তোমাদের অভাব বোধ করছি খুব। ওকেও বই দিয়ে দেবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দুষ্ট বালিকা এর ছবি

অনেক শুভকামনা তীরুদা... হাসি

-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তীরন্দাজ এর ছবি

হ্যা দুষ্টু! অনেক ধন্যবাদ জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পান্থ রহমান রেজা এর ছবি

বইয়ের সাফল্য কামনা করি তীরুদা!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ পান্থ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আবু রেজা এর ছবি

অভিনন্দন ও শুভকামনা।
আপনার জাহাজী জীবন সম্পর্কে আমার আগ্রহ প্রবল।
বইমেলায় কোন প্রকাশনী/কোন স্টলে পাওয়া যাবে?
আবু রেজা
০১৭১৫৫০৯৪৬০
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

তীরন্দাজ এর ছবি

বইটি পাবেন ৪ ফেব্রুয়ারীর পর প্রগতি প্রকাশনীর স্টলে। প্রকাশনা উতসবে আসবেন কি?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন, তীরুদা'!
দেখা হবে...

তীরন্দাজ এর ছবি

আমারও খুব আনন্দ হবে দেখা হলে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত এর ছবি

অভিনন্দন আর শুভ কামনা

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ! আপনার জন্যেও অযুত শুভকামনা।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মামুন হক এর ছবি

আন্তরিক শুভেছা রইলো তীরুদা!

শাহেনশাহ সিমন এর ছবি

শুভেচ্ছা ও শুভকামনা। হাসি

কাল আসতে পারবো না, তবে দেখা হবে আপনার সাথে নিশ্চিত
________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনার্য সঙ্গীত এর ছবি

ভাদাইম্যা (কপিরাইট: রণ'দা) গ্রুপের মধ্যে তীরুদার সঙ্গে সবার আগে আমার দেখা হয়েছে। দেঁতো হাসি
আমি আপনার মতো বয়সে আপনার মতো হতে চাই তীরুদা। আপনার তারুণ্য দেখে আমার সত্যি সত্যি হিংসা হয়েছে...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অমিত আহমেদ এর ছবি

এবার দেশে গেলে আপনার প্রকাশনা উৎসবে থাকতে পারতাম। এবার মিসের উপরে মিস হচ্ছে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

তানবীরা এর ছবি

শুভকামান দাগাইলাম তীরুদা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

অনেক আগ্রহী হইলাম, বস। বইগুলো অবশ্যই পড়বো।
বইয়ের জন্য শুভকামনা। আর আপনার সাথে দেখা হওয়ার শখ আর আশাও ব্যক্ত করলাম। হাসি ভালো থাকেন তীরুদা'।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পান্থ রহমান রেজা এর ছবি

প্রকাশনা উৎসবে যেতে পারলাম না! তবে বইমেলায় দেখা হবে বইয়ের সঙ্গে, লেখকের সঙ্গে!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।