সচলচারণ ৯

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ২৬/০৬/২০০৯ - ১১:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পাতায় নিবিড় এর লেখায় সচলচারণ সিরিজটার উল্লেখ দেখে স্মৃতিপুকুরের দুপুরজলে একটা ঢিল পড়লো, ঢিল পড়ায় যে আলোড়ন উঠলো সেই ঢেউয়ের বৃত্তগুলো ছড়িয়ে যেতে লাগলো একের পর এক। গোল হয়ে ছড়িয়ে যেতে থাকা কাঁপনের দিকে চেয়ে চুপ করে চেয়ে রইলাম। পিছিয়ে গিয়ে পুরানো পাতা খুলে সচলচারণ ৮ খুলে বসে রইলাম। সত্যি তো, আরো তো লেখার কথা ছিলো! আরো অনেক অনেক। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪..... কত পর্যন্ত লেখার কথা ছিলো? আহ, সংখ্যামালা তো শেষ হয় না! ভুলি নাই নিবিড়, দেখুন আমার মনে আছে! শেষে যে চলবে লেখা ছিল তাও ভুলি নাই, কেবল সময়ের পলিতে চাপা পড়ে গেছিল!

এত এত লেখা পড়ে মুগ্ধ হয়েছি! এত এত লেখা পড়ে ঝুম হয়ে থেকেছি! এ যে গোটা একটা মহাবিশ্ব! এক এক কবি যেন এক এক স্বাধীন জগৎ। সুমন সুপান্থ, ফকীর ইলিয়াস, শাহীন হাসান! সামান্য দুই এক আঁচড়ে কতটুকু পারবো ধরতে? আর যারা কি মুনশিয়ানায় জীবন লেখেন! অবলীলায় রঙ বোলান জীবনের জলছবিতে! হালকা রঙ, গাঢ় রঙ! সজল রঙ, তীব্র রঙ! হাসিকান্না পাওয়াহারানো বিষাদমেঘ খুশীসকাল সবকিছুই ফুটে ওঠে কি অবলীলায়! এমন সব কলম আছে অনিকেতের, স্নিগ্ধার, তানবীরার, মূলত পাঠকের, নজরুলের, তীরন্দাজের, শিমুলের, রণদীপমের, ধূ গোর, মামুনের.... আরো আরো আরো অনেকের! এখানে না এলে তো কতজনই অচেনা থেকে যেত! আর জীবনের অনেক রঙও চেনা হতো না!

মাহবুব লীলেনের কথাকলি সিরিজ পড়তে গিয়ে একেবারে শুরুতেই চমকে উঠেছিলাম! ভাষাকে, ভাষার নানা আঞ্চলিক রূপকে আর তাকে ধারণ করে যে জনগোষ্ঠী তাদের মধ্যের মিথস্ক্রিয়া কি অসাধারণভাবে তুলে আনছেন! কতদিন থেকে অপেক্ষায় ছিলাম "কচ ও দেবযানী" র আঞ্চলিক রূপ একদিন শুনতে পবো।

প্রথম নাটকে তার মাত্র দুইখান ডায়ালগ, "সে তো নেই" আর "ও তো চলে গেছে"। উচ্চারণের আবার অনেক হ্যাপা! বলতে হবে "ও তো চোলে গ্যাছে", এদিকে আঞ্চলিকতা তার জিভে এনে দেয়, "অ ত চঅ লে " ধরনের উচ্চারণ! কি অবস্থা! দিনের পর দিন ঐ দু'খান ডায়ালগ আওড়ানো তরুণ কে দেখতে পাই, এমনই লেখার মুনশিয়ানা! পুরো কথাকলি সিরিজের যতটা বেরিয়েছিলো পুরোটাই একটা দারুণ ব্যাপার! কথাকলির প্রধান চারজনকে পরিচয় করিয়ে দেবার অমন বর্ণনা, একেবারে চোখের সামনে দৃশ্যগুলি স্পষ্ট হয়ে ওঠে পুরো চলমানতা ও দ্বন্দসমেত - মনে হয় যেন ইস্পাতের মতন কোনো রুশ উপন্যাস পড়ছি।

কতকাল কেটে গেল, কত নতুন মানুষ এসে নিয়মিত লেখা শুরু করলেন, কত পুরানোজন খুব কম আসতে লাগলেন! নিজেকে সেই বাগানে চেয়ার নিয়ে বসা বুড়ো জায়ান্টের মতন মনে হয়। স্মৃতি দুর্বল হয়ে আসছে, কারা আসতো তখন? এখন আর আসে না? তাদের কি লেখা পড়েছিলাম, পড়ে ঝিম হয়ে বসেছিলাম, ভুলে গেছিলাম দিনের রঙ? মনে পড়ে না ভালো করে। কেন তারা আবার আসে না সেইরকমের লেখাগুলো নিয়ে?

মনে পড়ে জুলিয়ানের উপন্যাসগুলো, মনে পড়ে পুতুলের শেরালী। আবার কবে দেখতে পাবো সেসব? কোথায় অদৃশ্য হয়ে গেলেন জুলিয়ান সিদ্দিকী? এখানে আসার আগেও অন্যত্র ওয়েবজিনে জুলিয়ানের লেখা দেখেছিলাম, তাই এখানে তাকে দেখে অবাকখুশী হয়েছিলাম! নতুন দেশে গিয়ে চেনা মানুষ দেখে ফেলার মতন শিরশিরে আনন্দ!

মনে পড়ে অনিকেতের ছোটোবেলার সেই অধীর অপেক্ষায় থাকা "কিশোর জ্ঞান বিজ্ঞান"এর জন্য! অন্যখানে আমরাও অপেক্ষায় থাকতাম তো! কিজানি তার কি মনে আছে ধূমকেতু সংখ্যার কথা? সেই যে যখন হ্যালির ধূমকেতু আসবে বলে চারিদিকে সাজো সাজো রব? কিশোর জ্ঞান বিজ্ঞান" এর কত সব প্রবন্ধের সেতু বেয়ে মহাকাশের সেই অতিথির খবর আমাদের কাছে এসে পৌঁছালো যে! কিজানি তার কি মনে আছে খুদে আর তার পোষা কুকুর ডগাকে?

আর, আর সেই যে "শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়" ? যে লেখা পড়ে আক্ষরিক অর্থে "তাব্ধা" হয়ে গেছিলাম?

(চলবে)


মন্তব্য

নিবিড় এর ছবি

লেখাটা পড়ার আগে আগেই একটা ধন্যবাদ না দিলে অন্যায় হয়ে যাবে, তাই ধন্যবাদ অনেকদিন পর সচলচারণ এর প্রাণ ফিরিয়ে দেবার জন্য


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

নিবিড় এর ছবি

এইটা কিন্তু লেখাটা পড়ার পরের মন্তব্য হাসি আসলেই অনেক সময় চলে গেল। এই বই মেলায় দুয়েকবার বলেছি, এরপরে যতবার লীলেন্দার সাথে সামনা সামনি দেখা হবে ততদিন এই কথাকলি সিরিজের জন্য তাগাদা দিয়ে যাব। আপনার এই সিরিজটা চালু রাখেন। কত কত পুরান পোস্টের কথা মনে পড়বে তাইলে আর এই সুযোগে খুজে খুজে আরেকবার পড়েও ফেলা যাবে লেখা গুলো।


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ নিবিড়, আপনি কথাটা মনে না করিয়ে দিলে সচলচারণ৯ হয়তো বহুদিন বাদে আলো দেখতো বা হয়তো আলো দেখতোই না! আমি একসময় এও মনে করেছিলাম ঐ সিরিজের প্রয়োজন ফুরিয়ে গেছে।
মাহবুব লীলেনকে ও কথাকলি সিরিজটার জন্য তাগাদা দিতে থাকুন, ওটা একটা অসামান্য লেখা হচ্ছিল, সময়ের দলিল।
আবার ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

লেখাটা পড়ার আগেই ধন্যবাদ দিলেন? আপনার তো খুব ফাঁড়া কেটে গেল। এরকম আগে আগে দিয়ে ফেলে দশরথ যা ক্যাঁচালের গ্যাড়াকলে পড়েছিল! হাসি -----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ শাহেনশাহ সিমন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

তার কি মনে আছে খুদে আর তার পোষা কুকুর ডগাকে?

আছে,আছে----খুব ভাল করেই মনে আছে।যেটা ভুলে গেছিলাম এবং এখনো ভাল করে মনে করে উঠতে পারছি না---সেটা হল 'ডগা'-র কথা---
নাহ, আসলেই বুড়িয়ে যাচ্ছি হে----

লেখার জন্যে বিশ লক্ষ তারা----!!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
ডগাকে ভুলে গেছেন? হাসি
(কি জ্ঞা বি এর মতন ভালো জিনিস শেষ হয়ে গেল ভাবলে খুব খারাপ লাগে। কিন্তু মনোপলির ঐ পাপ না গেলে ভালো সবই নষ্ট হয়ে যাবে। দুই তিন বছর আগে শেষ পূজাসংখ্যা দেখেছি কিজ্ঞাবি এর, কান্না পেয়েছে। সামান্য কটা দায়সাড়া প্রবন্ধ, তার মধ্যে একটা আবার টোকা, কোনো কল্পবিজ্ঞানের গল্প উপন্যাস অনুবাদ কিছু নেই মন খারাপ )

এত লক্ষ লক্ষ তারা পান কই? চিন্তিত
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

ঠিক বলেছেন, শত শত লেখা, শত শত লেখক। ----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

আরও জটিল হলো লক্ষ লক্ষ শ্যালিকা!হাসি
শলাকার চেয়ে কম না!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

সমুদ্রে পেতেছেন শরশয্যা, শিশিরে কি ভয়? চোখ টিপি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

লীন এর ছবি

ভালো লাগলো। চলুক...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ লীন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ইশতিয়াক রউফ এর ছবি

পুরনো দিন মনে করানো সিরিজ। মন খারাপ

একটা ছোট্ট উপদেশ আছে। আপনার সিরিজগুলোর শিরোনাম "ট্যাগ"-এ লিখে দিতে পারেন। তাহলে স্রেফ "সচলচারণ" লিখলেই সব চলে আসবে, লিংক দিতে হবে না, কিংবা একটা একটা করে খুঁজতে হবে না। সকল সিরিজের ক্ষেত্রেই প্রযোজ্য।

তুলিরেখা এর ছবি

আচ্ছা, তাই করবো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

সবকয়টা সচলচারণে ট্যাগে যোগ করে দিয়েছি।
আপনাকে আবার ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ইশতিয়াক রউফ এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

ক'দিন আগেই নিজের সিরিজগুলোয় এই কাজ করেছি তো, তাই এমন ভাব নিতে পারলাম। চোখ টিপি

আপনার সচলচারণগুলো পুরনো অনেক লেখা/সময়ের কথা মনে করিয়ে দেয়। প্রায়ই পুরনো লেখা পড়ি আমি। বিবর্তনটা চোখে পড়ে। সাথে এমন মুচমুচে লেখা থাকলে তো কথাই নেই।

তুলিরেখা এর ছবি

পুরানো কিছু কিছু লেখা এত ভালো লাগে যে উল্টিয়ে উল্টিয়ে সেগুলো পড়ি।
যখন পড়ি না, এমনি হ্য়তো হেঁটে বেড়াই বা অন্য কিছু করি, তখনও লেখাগুলোর
কিছু কিছু লাইন মনে আসতে থাকে। খুব সুন্দর সেই অনুভূতি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শামীম রুনা এর ছবি

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

তুলিরেখা এর ছবি

আপনি কি নীরব রইলেন? চিন্তিত
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।