ভুল মেঘেরা ডাকলো যেতে একা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৮/১০/২০০৯ - ৫:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্লান্ত ঈশ্বর বসে থাকে জলের ধারে, শ্যাওলা ধরে সবুজমতন হয়ে যাওয়া বাদামী পাথরে। পুরাতন আগ্নেয়শিলার মতন মন্থর স্মৃতি তার। সে ভাবতে চেষ্টা করে, কবে যেন চারিদিক সোনালী-কমলা ছিলো? কবে যেন বুড়ী পৃথিবী ফুটন্ত কিশোরীর মত গন্‌গনে ছিলো? সেইসব দিন! যখন খেলাঘর গড়া আর ভাঙার মতন জলেস্থলে উথালপাথাল- সে কবে? মনে পড়ে কি? কখনো পড়ে, কখনো পড়ে না। পৃথিবীর ঈশ্বর গভীর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে।

তার স্বপ্নে এখন সেই নবীনবেলার দিন গুলি, সেইসব ঝড়বজ্রবিদ্যুত, প্রতিশ্রুতিময় আকাশ থেকে আগুনের বর্শামুখ নেমে আসে সৃষ্টিমুখী মহাসমুদ্রে, গর্ভিণীর স্ফীত উদরের মতন ফুলে উঠছে সমুদ্র, কি রহস্যময় স্পন্দন সেখানে! সেখানে গভীর কান পেতে সে শুনেছিলো আশ্চর্য গান, প্রথম জীবনের প্রথম জন্মের প্রথম কান্না।

তারপরে কত গোলাপী ভোর, সোনালি দিন আর রাঙা সন্ধ্যা পার হয়ে গেছে। তার ঘুমন্ত মুখের উপরে ভাসে ঝরা পালকের মতন চিঠি, মেঘের নৌকায় ভেসে ভেসে কাছিয়ে এসেছে। সেই চিঠিতে লেখা ছিলো-

তোমাকে অনিশ্চিত অপেক্ষায় রাখতে চাইনি,
শূন্য ঘাটে, অন্ধকারে, চারিদিক বড্ড ফাঁকা,
মনখারাপী বিষাদসুতোয় আঁকা-
ঠিক সময়েই আসবো বলে বেরিয়েছিলাম পথে
কখন যেন জড়িয়ে গেলাম লতাপাতার সাথে
ভুল মেঘেরা ধরলো ঘিরে,
বৃষ্টি এসে ভিজল আঁচল
তবুও পথ ভুল হোতো না,
অন্ধকারে বিজলি দেখে
এসেই যেতাম ঠিক, কিন্তু-
ভুল মেঘেরা ডাকলো যেতে একা।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেকদিন পরে এই সিরিজ পড়লাম। এই সিরিজ পড়তে গেলে মনটা সেরকম করে রাখতে হয়। অসাধারণ। কিন্তু তারা দেয়ার ব্যবস্থাটা উধাও হলো কী করে? নাকি থ্রটলে খেয়ে ফেলেছে?

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তারাপ্রেমিকার ব্লগে তারা মেরে গেলাম।
...............................
নিসর্গ

অতিথি লেখক এর ছবি

"অন্ধকারে বিজলি দেখে
এসেই যেতাম ঠিক"---------------
খানিকটা পরে হলেও এসেতো গেলেনই। আর চিন্তা কি?
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

তুলিরেখা এর ছবি

এই "খানিকটা" পরে যে কত পরে----হায়, মানুষের জীবন এত ছোটো!
বীরভূমের বাউলকবি গাইতো-"ভালোবেসে সাধ মিটিলো না হায়, জীবন এত ছোটো কেনে?"
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

বেশ ভালো লাগলো পড়তে।

--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মউ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অবাঞ্ছিত এর ছবি

পাঁচ তারা!

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্তিকা এর ছবি

খুব সুন্দর।
আপনার কথামালা, উপমা এতো সুন্দর হয়, ঠিক যেনো মুক্তোর মতন ঝকঝকে জলের ধারা গড়িয়ে নেমে চলে..........

তুলিরেখা এর ছবি

আপনার কথা শুনে সত্যি বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কারুবাসনা এর ছবি

একটু আগুছালো করে দাও না।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তুলিরেখা এর ছবি

আগুছালো করে দেবো? চোখ টিপি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

Rajib এর ছবি

ato sundor kobita onek onek din por pelam........

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অতিথি ভাই, বাংলায় লেখার জন্য প্রেস করুন একসাথে--

Ctrl + Alt + U ইউনিকোড কীবোর্ড
Ctrl + Alt + P ফোনেটিক কীবোর্ড
Ctrl + Alt + E ইংরেজী কীবোর্ড (শুধু Esc চাপলেও ইংরেজী আসবে)

তুলিরেখা এর ছবি

ভাই রাজিব,
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব। ভালো থাকবেন।
বাংলায় খুব সহজেই টাইপ করা যায়। সবচেয়ে সোজা হলো Ctrl+Alt+P
বাটন টিপে দিলে লেখার ছোটো বাক্সোটাতে ফোনেটিকে লেখা আসতে থাকে। মাউস দিয়ে বাংলাও উপরে রাখতে পারেন, যেসব অক্ষর পাবেন না, সেগুলো ওখান থেকে তুলে আনবেন।
হাত খুলে লিখতে থাকুন। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ছদ্মবেশী [অতিথি] এর ছবি

"তারপরে কত গোলাপী ভোর, সোনালি দিন আর রাঙা সন্ধ্যা পার হয়ে গেছে। তার ঘুমন্ত মুখের উপরে ভাসে ঝরা পালকের মতন চিঠি, মেঘের নৌকায় ভেসে ভেসে কাছিয়ে এসেছে। সেই চিঠিতে লেখা ছিলো-

তোমাকে অনিশ্চিত অপেক্ষায় রাখতে চাইনি..."

যেন নিজের মনের কথাগু্লো আপনার কাছ থেকে শুনলাম......

~>ছদ্মবেশী<~

তুলিরেখা এর ছবি

শুনে ভালো লাগলো আমারও। হাসি
যিনি পড়ছেন লেখা তার মনের কথা বলে দিতে পারলে লেখা সার্থক হয়।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

সংক্ষেপে ৫ তারা দিয়ে গেলাম।

তুলিরেখা এর ছবি

শেষে কিনা সংক্ষেপে পাঁচ তারা! হায় হায়। মন খারাপ
আমি তো আপনার গঠনমূলক মন্তব্যের জন্য বসে থাকি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

আপনার লেখায় গঠনমূলক মন্তব্য লেখা খুব মুশকিল, পড়লেই ভালো লেগে যায় যে, কী করি!

আহির ভৈরব এর ছবি

তুলিরেখা, একটু দেরীতে পড়া হলো লেখাটা, ভীষণ ভালো লাগলো! আমার আগে মৃত্তিকা বলেছেন মুক্তো-টুক্তোর কথা, সত্যিই তাই! নামটাই কী দারুণ!

আপসোস, অর্ধ-সচলদের তারা দেয়ার সামর্থ্য নেই।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

তুলিরেখা এর ছবি

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো আহির ভৈরব।
ভালো থাকবেন।
তারা টারা নিয়ে মাথা ঘামাবেন না, মানুষে তারা দিতে পারে না, তারারাই মানুষ দিয়েছে। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কনফুসিয়াস এর ছবি

শিরোনামটা খুব পছন্দ হলো আমার। লিখলা ক্যামনে? হাসি

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তুলিরেখা এর ছবি

এম্বেই। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।