রাত্রিপরিখা পার হয়ে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১১/০৭/২০১১ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভুলে ভরা ধূলাসংসারে আঁট করে রাখা থাকতো কাজ আর কাজ, অকাজগুলোও সারি সারি। পালাক্রমে চলতে থাকতো আলাপ বিলাপ প্রলাপ। ঠাসবুনোট সময়, একেবারেই ফাঁকা ছিলো না কোথাও। তবু কোন গহীন পথে ঢুকে পড়তো স্বপ্ন, স্বপ্নেরা। কোথায় তাদের গোপনকুঠি? কেউ জানতো না।

সেইসব স্বপ্নে দেখা দিতো আশ্চর্য নীল পাহাড়, তাকে ঘিরে সবুজ মাঠ গড়িয়ে গেছে। মস্ত মস্ত সরল গাছ উঠে গেছে নীলকান্তমণির মত নীল আকাশের দিকে। ঐ উপরে আকাশের কাছাকাছি মর্মর পাথরের বাড়ী। পাহাড়ের পায়ের কাছে সরোবর, সেই সরোবরে কলহংস খেলা করে। একধারে পাড়ের কাছে পদ্মবন, সাদা লাল নীল পদ্ম ফুটে আছে, খেলা করছে জলফড়িং।

মুহূর্ত পরেই স্বপ্ন আবার পালিয়ে যেতো। তারপরে আবার নিঘুম বালিবালি রাত্রিপরিখায় টলটলে তারার ছায়া। ঐ জ্বলজ্বলে চোখের তারারাই আমাদের বলতো, ভরসা হারিও না। ওপারে, অনেক দূরে মশাল জ্বলতো। অন্ধকারের ভিতর দিয়ে অতন্দ্র প্রহরীর মত আসতো মশালের আলো। আমরা জানতাম, আমরা সবাই জানতাম, একদিন রাজা আসবেই। আমাদের জেলখানার দেওয়ালগুলো ভাঙবেই, ভাঙবেই। আমরা আবার বেরিয়ে আসতে পারবো সূর্যের আলোতে।

মাটির গোল থালা দু'হাতে তুলে ধরে'
অনড় বসে আছি প্রতীক্ষায়
আমাকে দিবি না কি হৃদয় ঝরিয়ে-
নতজানু হয়ে আছি ভিক্ষায়?

রাত্রিপরিখা পার হয়ে একদিন মুক্তধারা নদীর কাছে আমরা মিলবো। ভোর হবে, এই রাত ভোর হয়ে যাবে। অনেক বৃষ্টিবিহীন মরুলগ্ন তো বয়ে যাচ্ছে, একদিন আসবে বৃষ্টির শুভমুহূর্ত। সেদিন-

কোনো শর্তেই থামবো না তো আমি,
ডুব দেবো ঐ সজলধারায়,
টুবটুবে স্বপ্নবিন্দুরা যখন নামছে আকাশ থেকে।
আমাকে আশিরনখ ভেজাবে তুমি
সোনালীপাড় মেঘের গানে-
সুর দিয়ে ঢেকে দেবে নিরাশ শূন্যতা।

ঘুমাতে ঘুমাতে চলে গেছে মুহূর্তেরা
অসাড় আমারও হয় নি জেগে ওঠা।
কতদিন উঠে বসি নি রাত্রির জানালায়-
কতকাল কথা বলিনি তারাদের সাথে।
কোনোদিন শেষরাত ভোর হয়ে এলে
আবার যাবো ফুলঝরা শিউলির কাছে।
কোনো শর্ত নেবো না সে অফুরাণ শরতে।


মন্তব্য

আয়নামতি1 এর ছবি

ম্যাঁও

কৌস্তুভ এর ছবি

হো হো হো

আয়নামতি1 এর ছবি

ইশশশ খুব ভেবে নেয়া হয়েছিলো না মন্তব্যটা আপনি প্রথমে করেছেন! পারেননননননি শয়তানী হাসি

কৌস্তুভ এর ছবি

তা কেন ভাবব? দেখলামই তো যে আপনি, তাও আবার একটা নয়, দু-দুখানা মন্তব্য করে বসে আছেন। কিন্তু খুশিমুখে না বসে থেকে ম্যাঁওপানা প্যাঁচামুখে কেন বসে আছেন, তাই ভেবেই হাসিখানা দিয়েছিলুম। দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

লাফাং

তিথীডোর এর ছবি

পছন্দনীয় পিছিয়ে পড়লেন!
এ মা!! খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

আয়না তো কেল্লাফতে করেছে। নাও ঝালমুড়ি খাও। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আয়নামতি1 এর ছবি

.................................... হাসি

কৌস্তুভ এর ছবি

উপকথায় পরী বা রাজকন্যের বাড়ির বর্ণনা ওইরকম হত!

তুলিরেখা এর ছবি

একদম। রাজার গ্রীষ্মাবাস ও এরকম হতো। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ফাহিম হাসান এর ছবি

জলফড়িং ভালো লাগে। রঙের কী বাহার!

অনিকেত এর ছবি

একেবারে তুলিরৈখিক লেখা---খুউব ভাল লাগল!
ভাল কথা, 'গোপণ'? নাকি 'গোপন'?

তিথীডোর এর ছবি

গোপন। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

ঠিক করে দিলাম, দন্ত্য নকরে দিলাম। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বন্দনা- এর ছবি

"অনড় বসে আছি প্রতীক্ষায়
আমাকে দিবি না কি হৃদয় ঝরিয়ে-
নতজানু হয়ে আছি ভিক্ষায়?"

অদ্ভুত লাগলো লাইনগুলো। কিভাবে লিখেন এত সুন্দর করে। ভিতরটা একদম ছুয়ে গেলো।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বন্দনা। ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তানিম এহসান এর ছবি

আপনার লেখার একজন মুগ্ধ পাঠকের কাছ থেকে শুভেচ্ছা গ্রহন করুন হাসি .... কবিতাও ভালো লাগলো .... সাধুসাধু!

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ তানিম। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অপছন্দনীয় এর ছবি

আজকে একটা বারবিকিউ পার্টি ছিলো, সেখানে গেছিলাম, তাই দেখতে দেরী হয়ে গেলো। এটা অবশ্য ইস্কুলবেলা বা উপকথা সিরিজ নয়, কাজেই এখানে প্রথম মন্তব্য করার দায় নেই।

তুলিরেখা এর ছবি

বাঃ, বারবিকিউ খুব ভালো জিনিস। শুধু সসটা একটু কেমন টকমিষ্টি। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নীড় সন্ধানী এর ছবি

(গুড়) দিলাম। কারণ এটা পড়ে একটা ভাবের লেখার উদয় হবার সম্ভাবনা দেখা দিয়েছে। হো হো হো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তুলিরেখা এর ছবি

উদয় হয়েছে? শিগগীর দ্যান লেখাটা। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৌনকুহর. এর ছবি

চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।