চিঠি

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ০৭/০৪/২০১৪ - ৩:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূর্য আকাশের বিষুববৃত্ত পার হয়ে একটু উত্তরে সরতেই ম্যাজিক হলো আবার। খড়-খড় রঙের শীতার্ত মাঠখানা ভরে গেল তরুণ নরম সবুজে। এখানে সেখানে মাথা তুললো ছোটো ছোটো সূর্যরঙের ফুল, ড্যান্ডেলিয়ন। আরো ফুটলো ছোট্টো ছোট্টো নীল তারার মতন দুপূরনীলা (আসল নাম না এটা) ফুলের রাশি, ওরা বেলা বাড়লে তবে ফোটে আবার সূর্য একটু ঢলে পড়লেই বুজে যায়। আরো ফুটলো বেগুনী, গোলাপী, বাসন্তী, লাল ঘাসফুল, নাম জানিনা ওদের কারুরই। নামে কীই বা আসে যায়? গোটা মাঠ এখন নানা রঙের রেশমী সুতায় ফুলের নকশাতোলা সবুজ কার্পেটের মতন হয়েছে।

কোথা থেকে ফিরে এসেছে ঝাঁক ঝাঁক পাখি। তাদের সুরেলা ডাকে সকাল থেকে সন্ধ্যে ভরে আছে বাতাস। ন্যাড়া সব গাছে গাছে সবুজ সবুজ কুঁকড়ানো কুঁড়ি, ফুলের কুঁড়ি, পাতার কুঁড়ি। দীর্ঘ শীতনিদ্রার শেষে ওরা জেগে উঠছে আবার জীবনের আনন্দযজ্ঞে আমন্ত্রণ পেয়ে।

মনে আছে, এই সময়ই তোমার চিঠি আসবে। আমি ভুলিনি, অপেক্ষায় আছি কবে এসে পৌঁছায় চিঠি।

অচেনা সুরভি উড়ে এলো দক্ষিণের হাওয়ায়,
আমি অবাক হয়ে মুখ তুললাম
সাদা পাতার কালো অক্ষরগুলো থেকে।

তখনই দেখতে পেলাম-
আরণ্যক নদীর চিঠি ঠোঁটে নিয়ে
উড়ে যাচ্ছে মায়াবী কবুতর।
তার মুক্তোরঙের ডানায়
ঝলমল করছে সকালের রোদ।

চোখ বুজলাম, দেখলাম
ধ্রুবতারা স্থির জ্বলে আছে
ভুলে যাওয়া উঠানকোণের
প্রাচীন অশ্বত্থগাছের উপরে।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যদি আজ বিকেলের ডাকে তার কোন চিঠি পাই
যদি সে নিজেই ফিরে আসে
যদি তার এতকাল পরে মনে হয়
দেরি হোক, যায়নি সময়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তুলিরেখা এর ছবি

"যে কাল পিছনে ছিল সে কাল সমুখে ফিরে আসে
অনবগুন্ঠিতমুখে তারকাখচিত পট্টবাসে-
কে তাঁরে ভূষণ দিল, দিল অলঙ্কার?
ক্ষণস্থায়ী ঐশ্বর্যের বসন্তবাহার? "

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তুলিরেখা এর ছবি

কেন ? মনখারাপ কেন? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কিছু কথা থাক না গুপন খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তুলিরেখা এর ছবি

থাক তবে । চোখ টিপি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এক লহমা এর ছবি

তুলিদিদি, বর্ণনাটা হয়েছে এক্কেবারে ঝকাস। এখন যদি প্রশ্ন আসে ঝকাস মানে কি তাহ'লে বাপু নাচার। বড়জোর বলতে পারি, ঝকাস মানে হচ্ছে, এই পোস্টের বর্ণনাটার মত। আর দুপূরনীলা নামটার ত কোন জবাব-ই নেই। এতে আসল নকলে আমার থোড়াই এসে-যায়! গতকাল-ই কাজ থেকে ফিরে ঘাসে ঘাসে পা ফেলতে ফেলতে দু'জনে বলাবলি করছিলাম, লোকেরা যে এদের আগাছা বলে, লোকেরা ছাই জানে। আমরা জানি, এরা প্রকৃতির অতি আদরের ফুল।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তুলিরেখা এর ছবি

ঠিক বলেছ। প্রকৃতির আদরের ফুল এরা সব। এত বিচিত্র রঙবাহার, এত সুন্দর গড়ন, তেমন করে চেয়ে দেখলে বিস্ময়ের অন্ত থাকে না।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

এত সুন্দর বর্ণনা - কেমনে পারে মানুষ?

দুপূরনীলা নামটা ধার করলাম।

____________________________

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ প্রোফেসর। জটিল কিছু তো পারি না, তাই শুধু চোখের দেখাটুকু বলে যা্ই।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাহসিন রেজা এর ছবি

অপূর্ব, তুলি দিদি হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ তাহসীন রেজা ভাই। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

অপূর্ব তুলিরেখা'দি।
দুপুরনীলা নামটা তোমার নামের মতই সুন্দর।

ভালো থেকো।
শুভকামনা জেনো।

------------------------------
কামরুজ্জামান পলাশ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভাই।
ভালো থেকো। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।