প্রতিফলন ও প্রতিবিম্ব

সাইফ তাহসিন এর ছবি
লিখেছেন সাইফ তাহসিন (তারিখ: মঙ্গল, ০৭/০৭/২০০৯ - ১০:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
প্রতিফলন ও প্রতিবিম্ব

চৌঠা জুলাই উপলক্ষে আমার এক বড় ভাই এবং এক ছোট ভাই পরিবার নিয়ে আসলেন আমার কাছে, তাদের নিয়ে গেলাম আশে পাশে, ঘুরাঘুরি, আনন্দ আড্ডায় অসাধারণ কাটল দুই দিন, কাল রাতে আমাদের বাসা খালি করে চলে গেলেন তারা যার যার পথে। মাঝে রেখে গেলেন চার গিগাবাইট ছবি। তারই কিছু দেখাব বলে ঠিক করলাম। আপনাদের ভালো লাগবে কিনা জানি না। দ্বিতীয় দিন উনাদের নিয়ে গেলাম বাল্তি কম (বাল্টিমোর)। পেছন থেকে শুরু করছি যাত্রা।

From baltimore and other

এ ছবিটি একুরিয়ামের

কাল সন্ধায় গিয়ে হাজির হলাম বাল্টিমোর ইনার হারবার এলাকায়, আমার বাসা থেকে মাত্র ৫০ মাইল, কাজেই ৪৫ মিনিটের বেশি লাগে না যেতে। এস্থানে যারা গেছেন তারা জানেন যে, হারবারের চারপাশকে ঘিরে তৈরি করা এ আকর্ষনীয় স্থানটিতে দুবেলায় ভীড় হয় দর্শনার্থীদের। সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ আসে এখানে বিজ্ঞান মিউজিয়াম, একুরিয়াম, ডলফিন শো, আর হারবারের রাইড উপভোগ করতে। এখানে একটি সাবমেরিন (ইউএসএস টরস্ক), একটি বানিজ্যিক ছোট জাহাজ (চেসাপিক), আর একটি প্রাচীন আমলের যুদ্ধ জাহাজ (কনস্টেলেশন) আছে, এগুলোর ভেতরে যাওয়া যায়, এছাড়া আছে পেডেল নৌকা, যাতে করে সবাই হারবারে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন মনের সুখে।

From baltimore and other
From baltimore and other

আর সন্ধায় শুরু হয় হারবারে নানা রকমের লাইভ শো, আর আলোক সজ্জায় সজ্জিত হারবারে মানুষ উপচে পরে প্রতিদিন তাই এসময়ে। আমি দুসময়েই গিয়েছি, আমার কাছে রাতের দৃশ্যই বেশি ভালো লাগে। হারবারের পানিতে প্রতিফলনের মাধ্যমে সৃষ্টি হয় এক অসাধারণ পরিবেশ। ছবি দেখেই না হয় আপনারা বিবেচনা করুন, আমি বিকাল এবং রাতের ছবি দিয়ে দিচ্ছি, ছবির মান খুব একটা সুবিধার নয় বলে আমি খুবই হীনমন্যতায় ভুগছি।

From baltimore and other
From baltimore and other

হারবারের ছবি যতবারই দেখি, মনে হয়, যেন কাচের মাঝে ভেসে আছে ইয়টগুলো, আর দীর্ঘশ্বাস ফেলি, আহারে, মানুষের কত পয়সা, এরকম ফাটাফাটি পরিবেশে ইয়ট ভাসিয়ে রেখেছে। যখন মন চাইবে মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা ঝাপ্টাতে পারলেও অকূল সমুদ্রে পাল তো তুলতে পারবে।

From baltimore and other
From baltimore and other
From baltimore and other

শেষের তিনটি ছবিতে দেখতে পাচ্ছেন মুরিং করবার জায়গা গুলতেও শিল্পের ছোঁয়া। এগুলো খুব সম্প্রতি করা হয়েছে, আগে ছিল না। এমনকি এখন রাস্তা পারাপারের স্থান গুলোতেও আঁকা হয়েছে নানা আকৃতির জেলি ফিশ, অক্টোপাস আর জলজ প্রানী। শেষ ছবিটির গাছটি লাগানো হয়েছে হারবারের এক কোনায়, যা আমাকে মনে করিয়ে দিল দেশের কথা।

From baltimore and other
From baltimore and other
From baltimore and other

সচলে আমার কমপ্যাক্ট ক্যামেরা দিয়ে আনাড়ী ভাবে তোলা ছবিগুলো প্রকাশের মাধ্যমে ধৃষ্টতার পরিচয় দিয়ে আমি যার পর নাই লজ্জিত, এখানে দক্ষ ক্যামেরাবাজদের নিখুত ছবি দেখে আর লোভ সংবরন করতে পারলাম না, সেজন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে ভাগেই। যদি পিপিদার ১% গুনও আমার মাঝে থাকতো তাহলে ছবি পুস্টায় দাঁত বের করে বলতাম, ভাইগ্না , ছবি কেমন দেখতাছ। কারো যদি ভালো লেগে থাকে তাঁকে দিলাম এখানে ঘুরে যাবার আমন্ত্রন।


মন্তব্য

noushin এর ছবি

ঝাক্কাস ছবি তুলসেন ভাইয়া! প্রথমটি দেখে সবচেয়ে অবাক এবং সবচেয়ে ভালো লাগলো!

সাইফ তাহসিন এর ছবি

ওইটা তোমাকে দেখাই নাই, আসাদকে সহ যেবার গেলাম আমরা?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাংলার ব্যাপারটা দেখে শুনে খুব ভালো লাগলো। আমাদের ঢাকার সাইনবোর্ডগুলো যখন ইংরেজিভারাক্রান্ত, তখন এইসব সংবাদে আমোদ পাই।
যদিও জানি বাংলাপ্রেমে তারা এগুলা করে নাই, স্রেফ বাঙ্গালী পর্যটক টানার পলিসি একটা। তবু ভালো লাগে অসম্ভব। জয় বাংলা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফ তাহসিন এর ছবি

যদিও জানি বাংলাপ্রেমে তারা এগুলা করে নাই

নির্মম হলেও সত্য, আসলে স্টাটিসটিক্সের কবলে পড়ে বাঙলা দিয়েছে, কিন্তু বিদেশ বিভূইয়ে এসে রাস্তা ঘাটে বাঙলা লেখা পড়তে দারুন লাগে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ সব ছবি। চলুক
____________
অল্পকথা গল্পকথা

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ, শিমুলদা

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

লীন এর ছবি

আমিও বলি, ছবিগুলা অনেক সুন্দর হয়েছে। B-)

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

সাইফ তাহসিন এর ছবি

বস, ধন্যবাদ । আপনারা যখন সাহস দিলেন, তখন তো আরেক খানা ছবি ব্লগ দিতে হয়।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রানা মেহের এর ছবি

ছবিগুলো হেভি সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ, মনে হচ্ছে একখানা DSLR জোগাড় করতে হবে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ শা.সি.দা

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- জাহাজের নামটা কেমন 'চেপাসুটকি' মতো লাগছে। হাসি

খাড়ান, আজকেই যাবো সন্ধ্যা কি রাতে রাতের সৌন্দর্য্য ধারণে। যদি ভালো কিছু ধরতে পারি। জানাবো, নাইলে নিজের ক্যামেরাবাজীর অপারগতায় ক্যামেরা কোম্পানীকে মা-বাপ তুইলা গালাগালি করে ক্ষান্ত দিবো। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

চেপাসুটকি দেখে আমার আরেকটা জিনিষের কথা মনে পরে গেল কিন্তু মডারেশনের ভয়ে বল্লাম না চোখ টিপি , আর অবশ্যই, ভালু ফটুক খিচিয়া আমাদের দেখান, আমরাও তো সৌন্দোর্যের পুজারী। আপনার নামে কিসব বলাইদা আকথা কুকথা রটনা করতেছে, শুনলাম, কোন এক ১০ তারিখে আপনার শুভ বিবাহ, তাহলে আমার কি হবে? আমার ঘরে যে দুই-দুইখানা শালি!!!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- আহ্হা, আমি তো আবার কারো দুঃখ সহ্য করতে পারি না। যান, আপনাকেও শালিদ্বয়দায়গ্রস্ততা থেকে উদ্ধার করবো। আমার দ্বিতীয় আর চতুর্থ পক্ষের শ্লট খালি আছে। তৃতীয় পক্ষ নিয়া বলাই'দা আর দ্রোহী মেম্বর মল্ল যুদ্ধে নামতেছে। তবে আমি দ্রোহী মেম্বরের সাথে পান্তামুক বন্ধ করে দিছি। লুকটা এক্কারে ভালু না! আর প্রথম পক্ষ তো ঐ যে, বদ্দার জেনেসিস নির্ভুলভাবে বঙ্গানুবাদ করতে পারে এমন একজন, কোনো এক দশ তারিখ! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মামুন হক এর ছবি

ঐ মিয়া লিস্টি থিকা আমি বাদ! ক্যাম্নে কী?? যাও দেন মোহর আড়াই বিলিওন ডলার লাগবনা, পৌনে তিন মিলিওন হইলেই হবে হাসি

ধুসর গোধূলি এর ছবি

- নাহ্, জনগণের লাইগ্যা সুন্নত পালন হৈবো না আমার। আপনার শালির জন্য পঞ্চম স্লটটা তৈরী ও পদশূন্য রাখলাম। কিন্তু বড় ভাই মোহরানার দাম একটু কমান। বুঝেনই তো দিনকাল ভালো না, এতো মোহরানা দিয়া ঘরে ডাকাইতরে টিকেট দিমু নাকি? ডাকাইত আইসা ঘাড় কাইট কইরা যখন বলবে "বস, দেন মোহর", তখন না দিতে পারার অজুহাতে তো আমি ইন্নালিল্লাহ্...! বউ গেলে বউ পামু, এই জান গেলে আমি বউ দিয়া কী করুম? মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার একটু প্যাঁচ লেগে যাচ্ছে-- শেষ পর্যন্ত ধুগো কার শালী-কে নিলো তাহলে?

সাইফ তাহসিন এর ছবি

আর কইয়েন না পিপিদা, ধুগোদার লাইগা আমরা দুলাভাইরা যেভাবে শালি বাগায় ধরসি, বেচারার প্রানান্ত অবস্থা, কাজেই সবাইকে খুশি করতে গিয়া উনি কুয়েতের আমির শেখের পো কেও হার মানায় ফেলবে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দ্রোহী এর ছবি

আমি হইলাম গ্রাম সরকার। আমার সাথে পান তামুক বন্ধ কইরা ধু.গো. ক্যামনে কার শালীরে বিয়া করে দেইখ্যা লমু।

সাইফ তাহসিন এর ছবি

মেম্বরছাব, পাণীপ্রার্থী থুক্কু শালীপ্রার্থী ধুগোদাকে কিঞ্চিত দয়া করেন, সচলে এত মানুষের শালী আসে যে, ধুগোদা গান গাইতে পারবে

মনে সুখ নাই রে ,
সুখ পরানের পাখি
১৮ জেলায় বিয়া কইরা
জেলায় জেলায় থাকি
মনে সুখ নাইরে এ এ এ

পরথমেতে করলাম বিয়া
বাড়ী নোয়াখালি
বউ আমার ভালো লাগে না
ভালো লাগে শালী
মনে সুখ নাই রে ... ... ...

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

বেচারা ধুগোদা, পৌনে ৩ মিলিয়ন দেন মোহর দিতে গেলে তো "চেপাসুটকি" হইয়া যাইব

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

বস, আপনার কুন থুলুনা নাই, গড়াগড়ি দিয়া হাসি আপনার দয়ার শরীর, হামাকে শালি দায়গ্রস্ততা থেকে মুখতি ডিবার ঝন্যে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রজাপতি [অতিথি] এর ছবি

ইনার হারবারের শুরুতেই "হেরিটেজ ওয়াক" নামে একটা ট্যুরের ব্যাবস্থা আছে ভ্রমনপিপাসীদের জন্য । হেরিটেজ ওয়াক ধরে হাটতে থাকলে ২০ টা ঐতিহাসিক স্থান ও কিছু জাদুঘর ঘুরে দেখা যায় ।

এই পথটায় বেশির ভাগ সময় ইংরেজিতে "হেরিটেজ ওয়াক" লেখার পাশাপাশি কয়েকটা অন্যভাষার লেখা দেখতে পেলাম । মনে মনে বাংলা লেখা খুজতে গিয়ে পেয়েও গেলাম আমি । এতো ভাল লাগলো বিদেশের মাটিতে আমাদের প্রিয় বাংলা লেখা দেখে ।

লেখকের সাথে সেদিন আমিও ছিলাম বিধায় আপনাদর প্রথম ছবির কৌতুহল নিবারনের চেষ্টা করলাম ।

(প্রজাপতি)

মামুন হক এর ছবি

লেখকের সাথে সেদিন আমিও ছিলাম বিধায় আপনাদর প্রথম ছবির কৌতুহল নিবারনের চেষ্টা করলাম ।

প্রজাপতি ম্যাডাম আপনে লেখকের সাথে ছিলেন , ঘটনা কী?
সাইফ তো শুনছি বিবাহিত, এখন আবার ডুবে ডুবে পানিও খায় দেখি দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

মামুন ভাই, হাহাপগে, প্রজাপতি ম্যাডাম এর সাথে মিলে জীবনটাকে একটু রঙিন করার চেষ্টা করছিলাম চোখ টিপি , ম্যাডাম উত্তর দিয়ে ধরা খেয়ে গিয়েছে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রজাপতি [অতিথি] এর ছবি

লেখক মানুষরা একটু মনে হয় ডুবে ডুবে জল খেতে উপভোগই করেন ।

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় লেখককেই দেখেন না । আপনি যে হারে ভাল লেখা দিচ্ছেন , আমাদের বালিকা ভাবীকেও মনে হয় সাবধানবানী পাঠাতে হবে ।

মামুন হক এর ছবি

কলিকাল, ঘোর কলিকাল!
ছিড়িয়া জাল, ভাঙ্গিয়া আল
পেড়িয়ে খাল, হারিয়ে তাল
সাইফের এ সব কী হালচাল!!
রঙিন পাখার প্রজাপতি
দেখে তার ঘুরল মতি
ওরে পামর, ওরে বোকা
এভাবে আর খাসনে ধোকা
সাঁঝ ঘনাবার আগেই তুই ঘরে ফিরে যা
ফিরে ঘরে যত্ন করে মুড়ি মাখিয়ে খা দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

গুরু গুরু মামুন ভাই নমস্য, আহা কি ছড়া, আপনার বই যে একটা না, কয়েকটা হবে, নিশ্চিত থাকতে পারেন, ছড়ার বই হবে একটা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একটা কৌতূহল নিবারণ হলো কিন্তু আরেকটা কৌতূহল জেগে উঠলো। দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

পিপিদা, মনে কষ্ট নিয়ে কথা চেপে রাখার দরকার কী? ঝেড়ে ফেলুন, দেখি,আমার কাছে উত্তর আছে কিনা চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

কেনু কেনু কেনু? আমার শালি আসে বইলা? হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উত্তর তো জানিই, সেদিন প্রজাপতি আমারে বলে 'পিপিদা', তার মানে সপরিবারে মহাসমারোহে চলছে সচলাভিযান..

সাইফ তাহসিন এর ছবি

ছি পিপিদা, এভাবে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাইফ মনে হয় একটু ঝামেলা করে ফেলছে.. পোস্ট দিতে গিয়ে ছবি যোগ করার স্থানে সব দিয়ে ফেলেছে।

সাইফ তাহসিন এর ছবি

পিপিদা একদম ঠিক ধরতে পেরেছেন, আমি আসলে ভুল করে ছবি হিসাবে পোস্ট করে ফেলেছিলাম, পরে মডু দাদাকে অনুরোধ করে এটাকে ব্লগে এনেছি।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

খুব ভালো লাগল। কিন্তু রেটিং দেয়ার অপশন গেল কই?

সাইফ তাহসিন এর ছবি

ছবি হিসাবে লেখাটি এসেছে, তাই রেটিং দেবার কোন উপায় নাই, গ্যাঞ্জাম আরো আছে, এই লেখাটি আমার ব্লগে আসছে না, প্রথম পাতা থেকে চলে গেলে কি করব, কে জানে?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সিরাত এর ছবি

ভাল লেগেছে!

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ, ভাই সিরাত, এদিকে বেড়াতে আসলে নিয়ে যাব তোমাকে হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

ভাল লাগল বস।
কিন্তু সবার মত আমিও জানতে চাই প্রথম ছবির ঘটনা---

সাইফ তাহসিন এর ছবি

আপনে গেছেন না বস? পেভমেন্টে বাঙলায় লেখা আছে কথাটা, পিপিদা কে বিস্তারিত লিখেছি, একটু কষ্ট করে উপরে দেখবেন কী!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

চ্রম সুন্দর ছবিগুলো , বিশেষ করে রাতে তোলাগুলো অসাধারন ।
৬ নাম্বার ছবিটা মনে হচ্ছে পানি না কাচের উপর বোটগুলো দাড়িয়ে আছে ।

(প্রজাপতি)

সাইফ তাহসিন এর ছবি

হুমম, ওখানে গেলেই আমার মনে শান্তি শান্তি ভাব হয়

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

কমেন্ট খান দিয়াই বুঝছিলাম যে এই প্রশ্ন আসবে, হো হো হো আসলে প্রজাপতির জন্যে মন উড়ু উড়ু করে কিনা চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এনকিদু এর ছবি

আমিও প্রথম ছবিটার ব্যপারে জানতে চাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফ তাহসিন এর ছবি

বস, পিপিদা কে উত্তর দিয়াছি, পেভমেন্টে লেখা আছে, ম্যাপও দিয়াছি, বুঝতে না পারলে আওয়াজ দিয়েন। এখানে কিন্তু এখন সব স্থানেই এখন বাঙলা লেখা থাকে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে বাঙলায় ব্যানার আছে, আটলান্টাতে কোকা কোলা বিল্ডিং এ দেয়ালে দেয়ালে বাঙলা লেখা, আমার গর্বে বুক ফুলে ২ হাত হয়ে গেছিল।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ইশতিয়াক রউফ এর ছবি

গিয়েছিলাম গত বছর। সুন্দর জায়গা। মজা হল, আমার মামা খুব অবাক হয়ে বলছিলো এখানে বেশি বেশি গিফট শপ নেই কেনো। ইউরোপে নাকি এমন কোন জায়গা থাকলে সেটা জমজমাট ট্যুরিস্ট স্পট হয়ে যেতো। আমি ভাব নিয়ে বললাম, "ফু! এরকম তো কত্ত আছে! এটা আলাদা করে দেখার কিছু হলো নাকি?" খাইছে