আয় বেগতিক, আয়রে জগাই, কেন্দে কেন্দে বুকটা ভাসাই!

আব্দুল্লাহ এ.এম. এর ছবি
লিখেছেন আব্দুল্লাহ এ.এম. [অতিথি] (তারিখ: বুধ, ০৯/০৭/২০১৪ - ৪:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইটা মারলে পাটকেল খাইতে হয়, এটাই জগতের নিয়ম। চার বছর আগে আরিফ জেবতিকের ছোড়া ইটের আধলার জবাবে এক্ষনে পাটকেলের এই মৃদু বর্ষণ। জার্মান ভাইয়েরা ছিল্লা কাইট্যা দিয়া গ্যাছে, অহন সেই কাটা ঘাওয়ে এট্টু লবন লাগায়া দেই! মু হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ ..........................

কইরে শালা কইরে শালী
আমায় ফেলে কই পালালি!
আয় দেখে যা কি করেছি
দুই হালি প্রায় গোল খেয়েছি।
আয় বেগতিক আয়রে জগাই
কেন্দে কেন্দে বুকটা ভাসাই।


মন্তব্য

হিমু এর ছবি

মুখফোড়ের একখান পোস্ট ছিলো।

ফিরে এসো মুখা!

সুবোধ অবোধ এর ছবি

ফিরে এসো মুখা!

হুম।

সুবোধ অবোধ এর ছবি

হে হে হে...

এক লহমা এর ছবি

চলুক
হারবে, সেটা মনে হচ্ছিল। কিন্তু এই ভাবে! ভাবা যায় নি!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আয়নামতি এর ছবি

হো হো হো
রমজানের পবিত্রতা রক্ষায় এখুন শুধু হেসেই গেলাম পরে এসে লবনমরিচ দিয়ে যাবো দেঁতো হাসি

সবজান্তা এর ছবি

আপনারা পাল্লেন!

একটু আগেই আরিফ ভাইয়ের গত বছরের ছড়াটার কথা ভাবতেছিলাম- কিছুক্ষণের মধ্যেই দেখি এই অবস্থা!

মেঘলা মানুষ এর ছবি

আরিফ ভাইয়ের গত বছরের ছড়াটার কথা ভাবতেছিলাম

শুধু ভাবলে কি চলবে? লিংকু দ্যান!

মেঘলা মানুষ এর ছবি

পেয়ে গেছি!
http://www.sachalayatan.com/arifjebtik/33398

(কাপড় পড়েই ইউরেকা ইউরেকা করার ইমো হবে)

এক লহমা এর ছবি

২০০৬-এ মুখার ছড়া ছিল ব্রাজিলের পুণ্য বিদায় উপলক্ষে। আমাদের জানিয়েছিলেন ২০১০-এ, তখনো সমান প্রযোজ্য বলে। (লিঙ্ক উপরে হিমু তাঁর মন্তব্যে দিয়েছেন)।
২০১০-এ আরিফ ছড়া দিয়েছিলেন আর্জেন্টিনার মহান বিদায় উপলক্ষে।
এবার ২০১৪-তে আব্দুল্লাহ ভাই দিলেন ব্রাজিলের পুণ্য বিদায় উপলক্ষে। কে জানে, কাল ও হয়ত আর একটা আসবে, কিংবা রবিবার! অপেক্ষায় থাকি। মজা হচ্ছে, এর পরেও, চার বছর বাদে আবার আমার সমর্থন থাকবে এই দুই দলের জন্য।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

অতিথি লেখক এর ছবি

:'( :'( আনান ইবনাত

ত্রিমাত্রিক কবি এর ছবি

হেহে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাহসিন রেজা এর ছবি

দিক্কার ওঁয়া ওঁয়া

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
পুরাই নস্টালজিক হয়ে গেলাম

কল্যাণ এর ছবি

ব্রাজিল-নেদারল্যান্ডের আজকের খেলার পর আর একখান ছড়া ডিউ শয়তানী হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

খুব মাইল্ড দেইখা একখান লিখ্যা ফেলেন, দেইখেন কেউ আবার যেন দিলে চোট না পায়। মন খারাপ

কল্যাণ এর ছবি

লইজ্জা লাগে

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।