আয় রে মামি আয় রে চাচি

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শুক্র, ০২/০৭/২০১০ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুই লাইনের এই ছড়াখানি ২০০৬ সালে রচনা করিয়াছিলাম, বিশ্বকাপ ফুটবল হইতে ব্রাজিলের বিদায়ের পূণ্যস্মৃতি উপলক্ষে। উহা আজও অমলিন ও পুনর্ব্যবহার্য।

আয় রে মামি আয় রে চাচি
দুলিয়ে মাজা শাম্বা নাচি!


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

আয় রে মামি আয় রে চাচি
দুলিয়ে মাজা শাম্বা নাচি!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
এর চেয়ে ভালু কইরা কওয়া সম্ভব না, বস, আপনে রক্স চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শ্যাজা এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্যানার সরিয়ে দেয়া হোক।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দিক্কার

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা এর ছবি

দুলিয়ে মাজা শাম্বা নাচি... ... হা হা হা হা... হাসি থামাইতেই পারতেসি না ... হো হো হো


অলমিতি বিস্তারেণ

অতিথি লেখক এর ছবি

আরে সবজান্তা ভাই, কেমন আছেন? ঠিক-ই বলেছেন, হাসতে হাসতে মারা গেলাম। ব্রাজিল সাপোর্টারটা এখন কুথায়-জানতে বড় মঞ্চায়!

অনটপিকঃ ব্রাজিল সমর্থকরা তাদের পতাকা সের দরে বিক্রি করার জন্য আমার সাথে যোগাযোগ করেন।
মু হা হা হা। আমার ছড়াটাও দিয়ে যাই,
আজ-কাল লোকে বলে
ব্রাজিলের ফুটবলে;
এককালে ছিল ভরপুর
আট্যাক-ছন্দ-সাম্বা,
দুঙ্গা মিয়ার শিষ্যরা আজ
ডিফেন্সিভ আর হাম্বা!

পথিক রহমান

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যায় দিন ভালো, আসে দিন খারাপ।

অতিথি লেখক এর ছবি

আপনার বাণী তো ভাই অক্ষরে অক্ষরে ফইল্যা গেল! আপনি পীর-ফকির টাইপ কেউ নাকি?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরো প্রেডিকশন ছিলো সেটাও মিলছে। কিন্তু সেটা যেহেতু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই আর প্রকাশ করে আর্জে সমর্থকদের কষ্ট বাড়াতে চাইনা।

আমি খুশি হইছি আর্জেন্টিনার বিদায়ে নয়, আর্জেন্টিনার সমর্থকদের খোঁচানি থেকে বেঁচেছি, এজন্য।

সুহান রিজওয়ান এর ছবি

ভায়া, আজ আরেকটা লিখেই ফেলেন... না পারলে কোকেন খায়া লিখেন... তবু লিখেন, প্লিজ...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

ভাই, আমি হারলাম একবার, আপনি দুইবার! আপনি না আর্জেন্টিনা সাপোর্ট করবেন আজকে বলেছিলেন!
কোকেন পামু কই, দেখি গুরুর সাথে যোগাযোগ করি!
আপাতত কোকেন ছাড়াই একটা লল।

হেরে গেছি
চার শূন্যে
ভেসে গেছি
মহা শূন্যে।
পথিক রহমান

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী আর করা, এখন উরুগুয়ে-ই ভরসা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অতিথি লেখক এর ছবি

এমন যুগোপযোগী কবিতা রবি ঠাকুরও মনে কয় লিখেন নাই। দেঁতো হাসি
__________
ত্রিমাত্রিক কবি

যুধিষ্ঠির এর ছবি

হেক্সা তারা দিলাম। ওহ ওয়েইট, পেণ্টা'র বেশি তারা তো দেয়া যায় না!

কাকুল কায়েশ এর ছবি

হেক্সা দেওয়া হউক!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

দ্রোহী এর ছবি

দিক্কার।


কি মাঝি, ডরাইলা?

সুজন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

আপ্নের নতুন খোমা নাকি? এই কয়দিনে ব্যাপক ফর্সা হইছেন দেখি!!!!!!!!


কি মাঝি, ডরাইলা?

সুজন চৌধুরী এর ছবি
সংসপ্তক এর ছবি

দেঁতো হাসি
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা হা!

সাঈদ আহমেদ এর ছবি

ইহা চার বছর পরও "অমলিন ও পুনর্ব্যবহার্য" থাকিবে হাসি
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

অতিথি লেখক এর ছবি

আমার বন্ধু দেব।
না, না, না।
সে মামী, চাচী কোনটাই না!!! তবু সে গত ১০ই জুন রাত হতে ২রা জুলাই রাত ৯ ঘটিকা পর্যন্ত রম্ভা(সাম্বা) নিত্য দিতেছিল। একটু আগে সে তাহার পশ্চাৎদেশ লইয়া বাসায় ফিরছে প্রায় এক মাস পর। কাল সে আর ভার্সিটি যাবে না, কাল সে আর আজিমপুর কলোনী দাপিয়ে বেড়াবে না।
মিস করবো দেবকে, ওর সাম্বা নিত্যকে মন খারাপ

অমিত এর ছবি

হে হে হে
♭ পোঁওওওওওওওওওওওও-ওওওওওওওও-ওওওওওও ♯ ( ব্রাজিলের ক্রন্দনরত ভক্তদের জন্য ভভুজেলার করুণ সুর)

কাকুল কায়েশ এর ছবি

বন্ধু, আজকে ভুভুজেলা বাজানোর দরকার নাই! কালকে পর্যন্ত ওয়েইট করি নাকি?

যাই হোক, আপাতত কালকের জন্য কবিতা,

''শামসু তুমি পারবানি?
কোপাইতে হবে জারমানি!''

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঘটনা হলো আমি আজ সারাদিন যাদের সাপোর্ট দিয়েছি তারা বিদায় নিয়েছে। এখন মন কেন যেন আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে। সত্যিই! কারণ জার্মান দলটি ভালো খেললেও কেন যেন সাপোর্ট করতে ইচ্ছে করেনা।

কাকুল কায়েশ এর ছবি

পিপিদা, স্যরি! আজকে আপনার দিনটা যে কত খারাপ গেছে বুঝতে পারছি! ব্রাজিলকে নিয়ে আমি কিছু বলব না, বাট ঘানার কেস সত্যিই দুঃখজনক! ভাগ্য এতটা নিষ্ঠুর হতে পারে?????

যাই হোক, ইনশাল্লাহ আগামীকাল আপনার দিনটা ভাল যাবে! মন বলছে, জার্মানী পারবে না......এই তরুন দলটা প্রেশার নিতে পারবে না বলেই মনে হচ্ছে, এবং এদের দূর্বল ডিফেন্স মেসিকে আটকাতেও পারবে না সম্ভবত!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

ব্রাজিলের মত মানবতাবাদী দল দেখি নাই। ফাইনালে গেলে দেশে সম্ভাব্য
হানাহানির আশংকায় আগেই সরে দাড়াল। চউক্ষে আমার পানি আয়া পড়ল... (এখানে চোঁখ মোছার ইমো হবে)

অনন্ত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্রাজিল আজ চরম বাজে খেলছে। এরকম মাথা গরম করে কেন খেলল তা আমার মাথায় আসছেনা। আশা করি আর্জেন্টিনা ভালো খেলবে। ল্যাটিন আমেরিকার জয় হোক।

তাসনীম এর ছবি

একমত। ব্রাজিলের জন্য দুঃখ হয় নাই, আজকে দুঃখ লেগেছে ঘানার জন্য।

আর্জেন্টিনার জয় হোক আগামীকাল।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

আসলেই ব্রাজিল যা খেলল তাতে একটা লাল কম হয়ে যায়। তবে দুঃখটা আমার হচ্ছে ঘানার জন্য।

অনন্ত

বিপ্রতীপ এর ছবি

আর্জেন্টিনার জয় হোক দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

ধুসর গোধূলি এর ছবি

- আমার স্মরণকালের ইতিহাস বলে এইবার বিশ্বকাপ যাবে লাতিন আমেরিকায়। '৮৬ সাল থেকে গেলো বিশ্বকাপ পর্যন্ত একবার লাতিন আমেরিকা একবার ইয়োরোপ, এইভাবে পালা করে কাপ গিয়েছে। সূত্রমতে তাই এবার লাতিন আমেরিকা। আর সেক্ষেত্রে এগিয়ে থাকবে উরুগুয়ে। আর্জেন্টিনা পারবে না। কেনো পারবে না সেইটা কালকে মাঠেই সবাই দেখবেন।

জনৈক আর্জেন্টাইন সাপুটার আমাকে গুটকে ঠেশ দিয়ে খারাপ কথা বললো। আমিও তাকে স্মরণ করিয়ে দিলাম, হাতের কাছে যেনো জাম্বাকের কার্টুন রাখে। কালকে পুরো আর্জেন্টাইন দলে সাপ্লাই দিতে হবে! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুহান রিজওয়ান এর ছবি

এই গঠনা ১৯৬২ সাল থিক্যা হয়া আইতেসে বস...

আর ইউরোপের বাইরে ইউরোপ অহনো কাপ্পায়নাইক্কা...

আমার মঙ্কয় আর্জেন্টিনায় পাইবো...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

সত্যিই তো, চিন্তার বিষয়! চিন্তিত

কুটুমবাড়ি

সাহাদাত উদরাজী [অতিথি] এর ছবি

ছড়াটা চমতকার হয়েছে!
মামী, চাচীদের সাথে সাম্বা নাচ!
জমবে বেশ!!
আমিও নাচবো!f

হাসান মইখল এর ছবি

ব্রাজিল যোগ্যটিম(!) হিসেবেই হারছে।ওগো হার পাওনা ছিলো। কিন্তুক ঘানার হারটা কোনভাবেই মানতে পারতেছি না।

একটা মাত্র কিক তারপরেই আফ্রিকার কোন টিম প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে।

হায় ঈশ্বর! হায় জিয়ান! হায় ঘানা! হায় আফ্রিকা!

ভাগ্যদেবী যেন মাঠে নেমে ঘানাকে হারিয়ে দিয়ে গেলো।

বাউলিয়ানা এর ছবি

হা হা হা ...শাম্বা নাচ বড়ই সৌন্দর্য!!

বোহেমিয়ান এর ছবি

দিক্কার

_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

কৌস্তুভ এর ছবি

হে হে... তবে শাকিরা ছাড়া নাচাগানা কি জমব?

মুস্তাফিজ এর ছবি

শাম্বার সাথে আজকে একটা আর "মাইর দিও না" গানাও শুরু হইয়া গেছে।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

ব্যানার নামানো হোক। (গলা ছেড়ে কান্নার ইমো)
পথিক রহমান

ধুসর গোধূলি এর ছবি
সাইদ এর ছবি

আয় রে মামি আয় রে চাচি
দুলিয়ে মাজা ট্যাংগো নাচি!

অতিথি লেখক এর ছবি

খোমাখাতা-সচল সব কেমুন যেনো ফাঁকা-ফাঁকা... আর্জেন্টাইনরা অহন আর লগইনও করে না... এ হে হে হে ... গড়াগড়ি দিয়া হাসি
এইখানে কিডা য্যান (!!) ব্রাজিলের সাপুর্টার খুঁজতাসিলো, এইযে ভাই আমি একজন ব্রাজিলের সাপুর্টার... দেঁতো হাসি

''চৈত্রী''

অতিথি লেখক এর ছবি

এইটা হেক্সাম্বা... গড়াগড়ি দিয়া হাসি

কড়িকাঠুরে

সুবোধ অবোধ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।