দ্বীনের পর দ্বীন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ১৪/০২/২০০৮ - ৪:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং ঢাকায় শীত পড়েছে।
সাথে বৃষ্টি।
টিপ টিপ টিপ।
গতকাল পহেলা ফাগুন ছিল।
এমন সময়ে বৃষ্টি হওয়া তেমন স্বাভাবিক না।
লাভ-ক্ষতি রোডের অফিসে বসে মুইন ভাবছিল জীবনের বছরগুলো কতো দ্রুতই না চলে যায়। কানের লতির কাছে আনা ট্রেন্ডি জুলফিতে আঙুল বোলাতে বোলাতে কতো কথা মনে পড়ে যায়। ল্যাপটপে গান বাজছিল -
"প্রেম নদীতে ঝাপ দিও না
সই গো সাতার না জেনে,
তুমি প্রাণে নাহি বাঁচিবা,
ডুবিয়া মরিবা ভাসিয়া যাইবা
শেষে স্রোতের তোড়ে"।

শিরিনের পাঞ্জাবিঅলা।
কুক জোশেফ পরশু নন্দন থেকে তরমুজ কিনেছে।
মুইন ভাবছিল তরমুজের জুস খাওয়া যায়।
বরফকুচি দিয়ে তরমুজের জুসে চুমুক দিয়ে ১২৮ পৃষ্ঠার হায়হায়রাত পড়া যেতে পারে।

ঠিক তখনি মোবাইলে নীলার ফোন
- হ্যাপি ভ্যালেন্টাইন
- সেম টু ইউ।
- কি করছো?
- শিরিনের গান শুনি। ভাবছি তরমুজের জুস খাবো একটু পরে।
- ঠান্ডা পড়েছে কিন্তু বেশ।
- হুমম, গলাটাও বসে গেছে। তুমি কি করছো?
- কিছু করছি না, বাসায় পিয়াকে পাহারা দিচ্ছি আজ।
- কেন পাহারা দেয়ার কি হলো?
- আর বলো না, ইদানিং ছেলেদের সাথে বেশি বন্ধুত্ব তার। আজ আবার ভ্যালেন্টাইন ডে, কোথায় কি অঘটন ঘটিয়ে বসে - - -
- ও-নো-ও, গিভ হার ফৃডম।
- আরে না, পাগল নাকি? তুমি হায়হায়রাতে কি সব উল্টা পাল্টা গল্প লিখো। ছেলেপেলের মাথা খেয়েছো।
মুইনের মুখে হাসি ফুটে ওঠে। বলতে ইচ্ছে করে - 'তুমি প্রাণে নাহি বাচিবা, ডুবিয়া মরিবা'।
মুইন প্রসংগ ঘুরিয়ে বলে - 'একরাম কোথায়?'
- অফিসে গেছে।
- বইমেলায় গিয়েছিলে এবার?
- এখনো যাইনি। দেখি একুশের পরে একবার - - -। রাজনীতি নিয়ে কি ভাবছো? ইলেকশন হবে?
মুইনের মনটা খারাপ হয়ে যায়।
ল্যাপটপের স্কৃনসেভারে বেগম সাহেবা আর ছোটসাহেবের ছবি। কতোদিন দেখা সাক্ষাৎ নেই। এবার দুই ঈদে সালাম করা হলো না। সালামীও পাওয়া গেলো না। এসব ভাবনার মাঝে মুইন বলে - 'রাজনীতি বাদ দাও। রান্নার কি খবর? আজ ভ্যালেন্টাইন মেনু কি?'
নীলা তড়পড়িয়ে ওঠে - 'ভালো কথা মনে করেছো, চুলায় খিচুড়ি দিয়ে এসেছি। একরাম আজ বাসায় লাঞ্চ করবে। এখন রাখি।'
মুইনের রাখতে ইচ্ছে করে না।
শেষ বয়সে ব্যবসাপাতির সব কিছু ক্যামন যেনো এলোমেলো হয়ে গেলো। মুইন নীলাকে বলে - 'তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। একটা জোকস শুনবে?'
নীলা বিরক্ত হয় - 'ভাড়ামি ছাড়ো। এক পা কবরে গেছে, এবার আল্লা-খোদার নাম নাও'। খটাস করে ফোন রেখে দেয়।
মুইনের বুকটা ছ্যাত করে ওঠে।
প্রেম পীরিতের এমন হাল, কত ধানে কত চাল।

অ্যাপয়ন্টমেন্ট ডায়েরীতে দেখে সন্ধ্যায় ইটিয়েন চ্যানেলে লাইভ শো। বিশেষ ভ্যালেন্টাইন প্রোগ্রাম। কী বলবে না বলবে ভাবতে ভাবতে মুইনের ঝিমুনি আসে।

বিশাল সিংহাসনে সেইন্ট ভ্যালেন্টাইন বসে আছে। সামনে জমায়েত অসংখ্য তরুণ-তরুণী। মুইনের হাত পেছনে বাধা। সমবেত মানুষের চিৎকারে মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। পাশের দুজন রক্ষী মুইনকে সামনে নিয়ে যায়। লম্বা চুলের একজন আইনজীবি মুইনকে জেরা করে - 'আপনি অস্বীকার করবেন, আপনি এসব ছেলেপেলের মাথা খারাপ করেন নি?'
মুইন নিশ্চুপ।
আইলাভইউ টি-শার্ট পরা একজন তরুণ চিৎকার দেয় - 'এই লোকটি আমাদের ভুল ভালোবাসা শিখিয়েছে।'
আরেকজন তরুণী এগিয়ে আসে - 'এই লোকটি একজন কিশোরীকে অহেতূক রমনী ভাবতে শিখিয়েছে। '
একজন সৌম্য অধ্যাপক আওয়াজ তোলেন - 'সমাজ বিনির্মানের নামে এই লোকটি সামাজিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করেছে।'
এবার মানুষ চেনা যায় না। চারপাশ থেকে কেউ বলে ওঠে - "এই লোকটি পরকীয়া প্রমোট করেছে। এই লোকটির আয়োজন অনাকাঙ্খিত প্ররোচনা শিখিয়েছে। এই লোকটি দিনের পর দিন - - -"

এরকম চিৎকার অসহ্য হয়ে উঠলে ঘুম ভেঙে যায়। ঝিমুতে ঝিমুতে মুইনের ঘুম পেয়েছিল খুব। আবার ফোন বাজে - 'মুইন সাহেব বলছেন?'
- ইয়েস
- আমি বাংলাভাই বলছি জান্নাতুল ফেরদাউস থেকে, হায়হায়রাতে এসব কী ছাপাইছেন ভাই। মানুষকে দ্বীনের পথ থেকে সরানোর এ চেষ্টা থামাবেন কবে?
রিসিভার ধরে মুইন কাপতে থাকে।

একে দু:স্বপ্ন, তার উপর এই ফোনালাপ। মুইনের গলা শুকিয়ে যায়।
তরমুজ-জুসের তৃষ্ণাটা জেগে ওঠে আবার।
মুইন তাড়াতাড়ি ল্যাপটপে টাইপ শুরু করে - 'দ্বীনের পর দ্বীন'।

(কাল্পনিক)


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

পুরা গড়াগড়ি!!!
জাঝা
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

লুৎফুল আরেফীন এর ছবি

কঠিন আইডিয়া। দারুণ লিখেছেন!
অধ্যাপককে অবশ্য চিনি নাই।

আমি অনিয়মিত পড়তাম। মাঝে মাঝে শুধু শেষের প্যারায় লাফ দিয়ে জোক্সটাই পড়া হতো হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

হিমু এর ছবি

দৃঘাংচু হয়েছে, দৃঘাংচু!


হাঁটুপানির জলদস্যু

অনুভূতিশূন্য কেউ একজন এর ছবি

প্রেম পীরিতের এমন হাল, কত ধানে কত চাল।

ইফতেখার নূর এর ছবি

কঠিনস্‌ হয়েছে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্নিগ্ধা এর ছবি

আপনার ব্যাপারটা কি ভাই ??? আপনি কি 'গল্প লিখব' ভাবার সঙ্গে সঙ্গেই ঠাশ করে, অনায়াসে, ঝরঝরে একটা গল্প লেখা হয়ে যায়??!! (এখানে বিরক্তির ইমটিকন হবে)

এরকম আরো কিছু সচল আছে, ব্যাপারটা বেশ অসহ্য.........

নিঘাত তিথি এর ছবি

স্নিগ্ধার মন্তব্যে (বিপ্লব) আর শিমুলের পোস্টে জাঝা। হাসি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

দ্রোহী এর ছবি

অসাধারণের উপরে কিছু থেকে থাকলে তাই হয়েছে বলতাম। আপাতত অসাধারণ + বলছি ।

হাসি

(বিপ্লব) ও জাঝা একত্রে দিলাম


কি মাঝি? ডরাইলা?

মুহম্মদ জুবায়ের এর ছবি

দারুণ প্যারোডি, একেবারে বানান-টানানসহ! দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

অসাধারণ লেখা। বহুদিন পর অনেক খানি সময় ধরে হাসলাম।

-জাহিদ হোসেন (নির্বাসিত)
_______________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

পরিবর্তনশীল এর ছবি

জটিল...
তার উপর আবার অসাধারণ
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

তানভীর এর ছবি

দুর্দান্ত! আপনি দেখি জায়গামত কোপানি শুরু করছেন...ডিজুস...লাভ-ক্ষতি রোড...এরপর কুনটা? চিন্তিত

=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কোপানি দোকান কি জিনিস, এখনো কইলেন না চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সবাইকে ধন্যবাদ, পড়ার জন্য ও মন্তব্যের জন্য!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুর্দান্ত!

কিন্তু সচলায়তনে এটা কী শুরু হলো! একজন লেখে "গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, কারো নাম বা কোন ঘটনার সাথে মিলে গেলে ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে ভাবনার জাল বিস্তৃত করার দায়িত্ব পাঠকের নিজের", আপনি লিখলেন "কাল্পনিক"! ব্যাপারটা কী? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হায় রেহমান হায়-

সুমন চৌধুরী এর ছবি

ইনডিয়াকে এখন কে ঠেকাবে? কে ভাববে আমাদের ফৃডমের কথা?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঢাকার গৃণ রোডে পৃয়ার সাথে বসে বসে চাদ দেখা যায়।

সুমন চৌধুরী এর ছবি

বিশেষ সংখ্যাগুলি ভালো ছিলো



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সিলেবাসে লাইফ স্টাইল কোর্স না থাকায় ওগুলা কামে লাগছিল।

তবে রেহমানের ভাষায় - ঐ বিশেষ সংখ্যাগুলো নাকি ভবিষ্যতের সমাজ বিজ্ঞানীদের গবেষণার উপাদান হবে, বিশ-একুশ শতকে বাংলাদেশি নর-নারীদের প্রেম-সম্পর্ক কেমন ছিল জানা যাবে।

ঐ সম্পাদকীয়টা রাখছিলাম কই জানি, পাইলে পাঠামু।

সুমন চৌধুরী এর ছবি

আমার ফেভারেট হইলো জার্নি বাই বাস, ক্যামেরা আর টিউশানি।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার ফেভারিট শাড়ী
৪ পর্ব বাইর করতে হইছিল, শেষে বিশেষ সম্পাদকীয় চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।