না ভোট দেবার আগে আরেকবার ভাবুন

অয়ন এর ছবি
লিখেছেন অয়ন (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলী আর শামীম কেউ কোন দল সমর্থন করে না। তবে আলী জামাত/ বিএনপিকে আর শামীম আওয়ামীলীগকে দেখতে পারে না। এই কারণে আলী ঠিক করেছিলো আওয়ামীলীগকে আর শামীম ঠিক করেছিলো বিএনপিকে ভোট দেবে। কিন্তু আগামীকালের নির্বাচনের প্রার্থী দেখে দুইজনই পড়েছে বিপদে। লীগের প্রার্থীকে আলীর পছন্দ হয় নাই আর চারদলীয় জোটের প্রার্থীকে শামীমের পছন্দ হয় নাই। দুইটাই গডফাদার। যেই আসুক, লাভ নাই। আলী আর শামীম শুধু ঘরে বসে ভাবে। কোন দিশা পায় না। কি করবে আলী আর শামীম? দুজনের কেউ তার অপছন্দের দলের প্রার্থীকে ভোট দেবে না। তাদের হাতে বিকল্প আছে:
১. না ভোট দেয়া।
২. অপছন্দের দলের প্রতিপক্ষকে ভোট দেয়া।
এখানে মূল ব্যাপার হলো আলী আর শামীম দুজনই মার্জিনাল(বাংলা কি হবে?) ভোটার। অর্থাত তাদের ভোটই সিদ্ধান্ত নেবে সেই আসনে কে বিজয়ী হবে। আমরা ধরে নিচ্ছি:
১. এই এলাকায় ভোটারের সংখ্যা আলী ও শামীম সহ ৪ জন । এর মধ্যে দুইজন প্রার্থী।
২. আলী আর শামীম একজন আরেকজনকে চেনে এবং তারা একে অপরের পছন্দের ব্যাপারে সচেতন।
তাহলে এবার আসেন এই দুই ভোটারের ভোট কিভাবে প্রার্থী নির্বাচনে প্রভাবে ফেলতে পারে সেটা দেখি। আলী যদি আওয়ামীলীগকে ভোট দেয় এবং শামীম যদি বিএনপিকে ভোট দেয় তাহলে দুই প্রার্থী সমান ভোট পাচ্ছে (২,২)। আলী যদি না ভোট দেয় এবং শামীম যদি বিএনপিকে ভোট দেয় তাহলে জয়ী হচ্ছে বিএনপি, যেটা আলী কখনোই পছন্দ করবে না। আলীর না ভোট তখনই গুরুত্ব পাবে যখন শামীমও না ভোট দেবে। তখন মোট না ভোটের সংখ্যা হবে ৫০%। কিন্তু শামীম কাকে ভোট দিচ্ছে এটা আলীর পক্ষে ফলাফলের আগে কখনোই জানা সম্ভব না। অর্থাত বিএনপিকে ঠেকানোর জন্য আলীর কাছে একটা বিকল্পই খোলা আছে। সেটা হলো ওই গডফাদারকে আগামী ৫ বছরে জন্য নির্বাচিত করা। একই কথা প্রযোজ্য শামীমের ক্ষেত্রেও। ভোট ম্যাট্রিক্সটা দেখতে পারেন আরো পরিস্কারভাবে বোঝার জন্য।

বাকিটা পরে লিখবো যদি দরকার হয়


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

সহমত।
আমারও মনে হচ্ছে মন্দের ভালোটাকেই বাছাই করে নিতে হবে। আবার প্রার্থী হয়তো সন্ত্রাসী, কিন্তু দলীয় নিয়ন্ত্রণ কার বেশি হবে সেটাও ভেবে দেখতে হবে। তবে..
auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অয়ন জেগে আছে। চোখ টিপি

জিনিশটা ভালো হইছে।

সৌরভ এর ছবি

অয়ন জেগে আছে। গুড।
আমিও "না" ভোট না দেয়ার পক্ষে।


আবার লিখবো হয়তো কোন দিন

ইশতিয়াক রউফ এর ছবি

গেম থিওরি? হাসি

হিমু এর ছবি

অয়ন জেগে আছে। গুড। চা খাইতে না গেলেই হয়।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

গেম থিওরি!
এক্ষেত্রে Dominent equilibrium 2,2 । কিন্তু তাতে তো ফলাফল আসছে না।

সদস্যনাম: শাওন মিয়া

অয়ন এর ছবি

হ্যা Dominant Equilibrium 2,2 ঠিকই আছে কিন্তু এখানে মূল ব্যাপার হলো প্রতিপক্ষকে জিততে বাধা দেয়া।

অতিথি লেখক এর ছবি

আহারে। আমার নামও শামীম। কিনতু আমি ভাই নাভোট দিব। দুর্নীতি বাজদের পক্ষে নাই। অন্য কেউ না বুঝলেও অন্তত নিজকে প্রবোধ দিতে ত পারব।

অমিত আহমেদ এর ছবি
লীন [অতিথি] এর ছবি

ভোট দিছি আমি, 'না'-তে দেই নাই।

Badhon এর ছবি

আয়ন,
আচ্ছো কেমন?......বিবেকের কাসে clear theke vote diae mone hoe valo.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।