জীবনযাপন

অয়ন এর ছবি
লিখেছেন অয়ন (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিটিজেনের সৌজন্যে ঘুম থেকে উঠি।
বসুন্ধরা টয়লেট টিস্যুর সৌজন্যে হাগি।
তীর আটার সৌজন্যে রুটি খাই।
ওয়েস্টেক্সের সৌজন্যে কাপড় পড়ি।
নাভানা মোটরর্সের সৌজন্যে অফিসে যাই।
ওটোবির সৌজন্যে চেয়ারে বসি।
আমেরিকান এয়ারের সৌজন্য শীতল হই।
ডেলের সৌজন্যে কাজ করি।
পিজা হাটের সৌজন্যে লান্চ করি।
নোকিয়ার সৌজন্যে কথা বলি।
ইস্পাহানীর সৌজন্য চা খাই।
উত্তরা মোটর্সের সৌজন্যে বাড়ি ফিরি।
সিঙ্গার ফ্যানের সৌজন্যে ঘাম শুকাই।
গাজী ফিটিংসের সৌজন্যে গোসল করি।
স্যামসাংয়ের সৌজন্যে টিভি দেখি।
গ্রামীণের সৌজন্যে নেটে ঢুকি।
সচলায়নের সৌজন্যে ব্লগাই।
আগোরার সৌজন্যে ডিনার করি।
সেনসেশানের সৌজন্যে মিলিত হই।
বিডিডিএলের সৌজন্যে স্বপ্ন দেখি।


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

খাইসে!!

পুরা ধুন্দুমার অবস্থা।

আমিও অভ্র'র সৌজন্যে কমেন্টাইলাম দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অয়ন এর ছবি

অভ্রর সৌজন্যে আপনাকে ধন্যবাদ দিলাম।

মাহবুব লীলেন এর ছবি

এই লেখার শিরোনাম হওয়া উচিৎ- ওহে দয়াময়গণ

অয়ন এর ছবি

মাহবুব লীলেনের সৌজন্যে আমরা দূর্ধর্ষ সব আইডিয়া পাই।

অতিথি লেখক এর ছবি

ঐগুলান সব স্পন্সার নাকি!!!

কল্পনা আক্তার

........................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অয়ন এর ছবি

না সব আমার কোম্পানী। বিজ্ঞাপন দিলাম।

তীরন্দাজ এর ছবি

আপনি নিজেই যেন এক বিজ্ঞাপণীসংস্থা! ভাল লাগলো। সারা পৃথিবীটাই এক সুপারমার্কেট!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অয়ন এর ছবি

তীরন্দাজের সৌজন্যে আমরা দারুণ সব জার্মান সাহিত্যের অনুবাদ পাই।

সবজান্তা এর ছবি

বিডিয়ারের সৌজন্যে চাল খান, বলতে ভুলে গেলেন ?

ফাডায়ালাইসেন, পাঁচাইলাম।


অলমিতি বিস্তারেণ

অয়ন এর ছবি

সবজান্তার সৌজন্য আমরা সব জানতে পারি।

মুজিব মেহদী এর ছবি

ডেসার সৌজন্যে সাইন-ইন হয়ে অয়নের সৌজন্যে মজা লুটলাম।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অয়ন এর ছবি

মুজিব মেহদীর সৌজন্যে আমরা দারুণ সব জেনগল্প পাই।

অতিথি লেখক এর ছবি

সবই কি ফ্রি নাকি??? তাই যদি হয় কাউকে বলিয়েন না...(আমারে ছাড়া...হে হে)।
-------------------
নিঃসংগ বোকা মানুষ
কতো ভুল ধারনায় ভেসে
বিচিত্র এ পৃথিবীতে এসে বাঁচে।
আশরাফ

ashraf_7464@yahoo.com

খেকশিয়াল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি এক্কেরে ফাডায়ালাইসেন, সচলের সৌজন্যে আমিও পাঁচাইলাম ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অয়ন এর ছবি

খেকশিয়ালের সৌজন্যে আমি পাচ পাই।

জ্বিনের বাদশা এর ছবি

আপনি তো বেশ ভালো গ্রাহক দেখছি ,,, নাভানার সৌজন্যে অফিসে যান, উত্তরার সৌজন্যে ফেরেন ,,,, কাউকেই অখুশী রাখছেননা চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অয়ন এর ছবি

জ্বিনের বাদশার সৌজন্যে আমরা উত্তর মারিয়ানা দ্বীপপুন্জে ভ্রমণকাহিনী পাই।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কাফেরগুলান একবারও আল্লার সৌজন্যের কথা কইলো না! কিয়ামতের আর দেরি নাই হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

সংসারে এক সন্ন্যাসীর সৌজন্যে আমরা ছোট ছোট গোল রুটি পাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সন্ন্যাসীর সৌজন্যে রুটি খাই চোখ টিপি

ঃঃ অয়ন নামের ব্লগারটা এত কম লিখে কেনো?

সৌরভ এর ছবি

এই পুলার কী হইসে? এতো সৌজন্য সৌজন্য করতেসে ক্যান?
মাউলানা হওয়ার আগের স্টেপ মনে হয়।


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথি লেখক এর ছবি

বিজ্ঞাপন টিভি,রেডিও ছাড়িয়ে এখন সচলায়তনে...। অনেক মজার সৌজণ্য দেখালেন।

-নিরিবিলি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

এক্কেরে ফাডাইলাইছেন। শিমুল ভাই'র সাথে একমত... এতো কম দেখি ক্যান।

মৃদুল আহমেদ এর ছবি

আমার সৌজন্যে কিছু দুর্বল ছড়া আর লেখা পান... আগেই আপনি আমার সৌজন্যে কী পান, সেটা লিখে ফেলবেন, এই ভয়ে নিজেই লিখে দিলুম...
কপিটা (বিজ্ঞাপনের ভাষায় বলছি) ভালোই লিখেছেন, আইডিয়াটাতে কি নেটের কোনো প্রভাব আছে?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অয়ন এর ছবি

এখন পর্যন্ত আমার তবে ভয়ে আছি কখন কোন মার্কনি এসে আইডিয়া মেরে দেবে।

পুতুল এর ছবি

সেনসেশানের সৌজন্যে মিলিত হই।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

অযন ভাইকে কার সৌজন্যে ধন্যবাদ দিব চিন্তা করছি। হেঃ হেঃ হেঃ

~~~টক্স~~~

রাবাব এর ছবি

হা হা হা। লাস্ট লাইনটা সেরম হইছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।