স্বপ্নায়তন: মুমু বিবির নাচের ইসকুল

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শুক্র, ২০/০৬/২০০৮ - ৪:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

যাহারা জানেন, তাহারা দয়া করিয়া অফ যান। আর যাহারা জানেন না, তাহাদের উদ্দেশ্যে কহিতেছি। সচলের মুমু বিবি নাচুনে বুড়ি, ঢোলের বাড়ি ছাড়াই এক পাক নাচিতে ভালবাসেন, তাহা তিনি ব্লগ পোস্টাইয়া নিজেই ঘোষণা করিয়াছেন।

ইহার পর বলাই বাহুল্য, ব্লগে তাহার বাজার-দর চালের দরের ন্যায় চরচর করিয়া চড়িতেছে। ধু. গো. সহ রথি-মহারথি হইতে নাবালক রূপান্তরিত ব্লগাররা তাহার পাত্তা পাইতে হুমড়ি খাইয়া পড়িয়াছে। তাহারা মুমু বিবির লিপস্টিক মাখা ঠোঁট আর টিপসহ আধখানা প্রোফাইল-পিক্স দেখিয়াই ধড়াশ...পপাত ধরণীতল।

উপরন্তু তিনি যখন পুরুষ সঙ্গীর অভাবে নাচিতে পারিতেছেন না বলিয়া ব্লগ ফাঁদিয়া জানাইলেন, তখন হুল্লোড় আর দেখে কে? এ বলে আমি আগে; আর সে বলে, উহু বলিলেই হইলো? মুমু বিবির নাচের পার্টনার হইবার জন্য সেই ভোররাতে ইট রাখিয়া লাইনে দাঁড়াইয়াছি!

এই ফাঁকে জানাইয়া রাখি, মুমু-ভক্তগণ কেহই নাচ জানেন না। নাচ উপলক্ষ্য মাত্র, লক্ষ্য স্বয়ং মুমু-সুন্দরী।

সরলমতি মুমু অবশ্য এতো কাণ্ড টের পায় নাই। সে বালক-নাবালকদের আগ্রহ দেখিয়া (বলিতে দ্বিধা নাই, একজন নাচের পার্টনারের জন্য তো বটেই) অন্তর্জালে একটি নাচের ইসকুল খুলিয়া বসিলেন। গুরু দক্ষিণা, নামমাত্র। আর সেই হইতে দেশি-প্রবাসী-অতিথি-সচল-অচল সকলের আর ঘুম নাই। তাহাদের নাওয়া-খাওয়া শিঁকেয় উঠিলো।

যাহারা গ্রামীণ জিপিআরএস ব্যবহার করেন, সেই সব দেশি ব্লগাররা এরই মধ্যে টের পাইয়াছেন, রাত ১২টার পর হইতেই নেট-লাইন পাওয়া যায় না।

অনুসন্ধিৎসু সাংবাদিক মন নাচিয়া উঠিলো (না হে! ইহা মুমু বিবির তা-তা-থৈ-থৈ নর্তন-কুর্দন নয়, নাচিবার বয়স আর কোথা!)। এক বন্ধুকে ধরিয়া কারণ বাহির করিলাম: ইহার নেপথ্যে সেই মুমু বিবির নাচের ইসকুল। তাহার ব্লগের নাচ শিখিবার অজুহাতে রং-বেরং এর বাদরকুল লম্ফ-জম্ফ করিয়া চলিয়াছে। ইহার ফলে নেটের অবস্থা হইয়াছে মতিঝিলের সকাল ১০টার রাজপথের মতো। অর্থাৎ, সংকীর্ণ পথ, কিন্তু গাড়ির সংখ্যা বেশী; ফলাফল ভয়াবহ যানজট।

ইহা জানিয়া মুমু বিবির অবস্থা কী জানিতে কৌতুহল হইলো।

এসএমএস ঠুকিলাম, কী হে, নাচুনি বুড়ি, কেমন চলিতেছে? অস্ট্রেলিয়ার সময় গভীর রাতে মুমু বেচারা ঘুমু না দিয়া মোবাইল ফোনখানা কোলের মধ্যে লইয়া বসিয়া ছিলো, তা কে জানিতো? তরিৎ জবাব, দাদা গো, আপনার এসএমএস এর আশায় রাত জাগিয়া আছি। আর পারি না!

এসএমএস -এ অশ্রুজল এটাচড করিবার সুযোগ থাকিলে, সে বোধহয় তাহাই করিতো।

আমি তাহার অবস্থা কী ভালো করিয়া বুঝিতে চাহিলাম, ঘটনা কী? নাচিতেছেন না? নাচ শিখাইতেছেন না?

তড়িৎ জবাব, দাদা গো, ইসকুলের ছাত্রগণ মহা ত্যাঁদোর। নাচ শিখিবে কী? তাহাদের মতলব ভিন্ন!

আমি জিহ্বা বাহির করিয়া একটি স্মাইলি পাঠাইলাম, অর্থাৎ মারিয়াছে। এখন উপায়?

মুমু লিখিলেন, তাহারা নাচিতেছে, মানে আমি তাহাদের নাচাইতেছি, আপাতত: প্রাপ্তি এইটুকু। কিন্তু উহাদের কবল হইতে বাঁচিবার উপায় বাৎলাইয়া দিন না দাদা!

অনেক ভাবিয়া-চিন্তিয়াও কোনো উপায় বাহির করিতে পারিলাম না। হের সচলগণ, এখন উপায়???... খাইছে


মন্তব্য

আলমগীর এর ছবি

দাদা
চাপা তো বাজিয়েছেন ভালই, এখন প্যাঁচ না লাগলেই হলো।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

খাইছে। এখন তো মনে হইতেছে ঢোলের বাড়িও শুনতে পাইতেছি। অবস্থা বেগতিক হওয়ার আগে আসলেই কিছু একটা করা দরকার।

সুমন চৌধুরী এর ছবি
অচেনা কেউ এর ছবি

প্যাঁচ যে মনে হচ্ছে এর মধ্যে লেগে গিয়েছে !!!
মুমুর অনুভূতির কথা মনেহয় মাথায় রাখা হয়নাই লেখার সময়।পড়ে এমনটাই মনে হইল।

বিপ্লব রহমান এর ছবি

ঠিকই বলিয়াছেন, এই লেখা লিখিবার আগে ‌স্বপ্নায়তনে দ্রোহীর বস্র হরণ হইবার কাহিনীখানা মাথায় রাখা হইয়াছিলো! কেমনে কী? দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তারেক এর ছবি

খাইছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রণদীপম বসু এর ছবি

উপায় একটাই। আপনিও শুরু করে দিন। ধাকেটে নাকেটে তাকেটে ধিন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

বাঁচিবার উপায়:
বিপ্লব রহমানের ঠ্যাং গাছের সাথে ঝুলাইয়া তালে তালে মুচড়াইতে বলা

বিপ্লব রহমান এর ছবি

হের ফিটার লীলেন, ইহা কী বাঁচিবার উপায়, না কী আপনার উন-স্বপ্নায়তন? চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

বুঝতে পেরেছি আপনার মনোবাঞ্ছার কথা।

পেহলে আপ ;)।


হাঁটুপানির জলদস্যু

অমিত আহমেদ এর ছবি
জি.এম.তানিম এর ছবি

ম্যাঙ্গো সিজনে ট্যাঙ্গো? চিন্তিত
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হা হা হা হা...
মুমু মিয়া কই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অছ্যুৎ বলাই এর ছবি

খাইছে! তলে তলে এই ঘটনা? মুমুর প্রোফাইল পিকচার দেইখা আমি ভাবছিলাম ম্যানিকিন। তয় বিপ্লব ভাইয়ের জন্য ডিসপ্রিন রেডি। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পরিবর্তনশীল এর ছবি

ঞঁ!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

উপায় একটাই মাহবুব লীলেন টাইপের কিছু দাঙ্গা পুলিশ মোতায়েন করে দেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

কেনো হে ত্রিনয়ন, রসভঙ্গ করিতেছেন? মাত্র স্বপনায়তনের আরেকখানা পর্ব ফাঁদিবার তোরজোর করিতেছিলাম। শিরোনামও ঠিক করিয়াছি:

স্বপ্নায়তন: ফিটার লীলেনের দাঁড়ির তিনটি ধেড়ে উকুন--ইত্যাদি।

আর এই সময় কী না...ধূর মশাই! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মাহবুব লীলেন এর ছবি

মাত্র তিনটা?
হা গণেশ
সাংবাদিকরা যে কিপটা হয় তা আপনিও প্রমাণ করলেন?

মাত্র তিনটাতে অতো বড়ো একটা জাতির হবে?

বিপ্লব রহমান এর ছবি

হইবে বোধকরি, উহারা আপনার রক্তে-মাংসে লালিত। তাই তাহাদের কাব্য প্রতিভা থাকিবার কথা! এমন কী ব্লগ প্রতিভা থাকিলেও আশ্চর্য হইবো না।... খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
তাই বলে আমাকে এতই পঁচানি পঁচাইলেন বিপ্লব ভাই!!!

যাইহোক আপনিও যে আমার ইসকুলে ভর্তি হইতে ইচ্ছুক তাহা আগে বলিবেন না?? আমিতো বুঝিতে পারিনাই, তা হইলেতো প্রতিদিন সকালে দুপুরে, রাতে, মধ্যরাতে আপনার এতশত মিস কল সিরিয়াসলি নিতাম, এনসার করতাম চোখ টিপি
-----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

নাহ্হহহহহহহহহহহহহহ...দ্রোহী আর ত্রিনয়নের স্বপ্নায়তনের মতো পচাঁইতে পারিলাম কোথা? চোখ টিপি

বলি, ওহে পুষ্প-বালিকা, তা আপনার প্রোফাইলের সেই রকম ছবিখানা গেলো কোথায়? হা ঈশ্বর! এখন তো আর স্বপ্নায়তন সংশোধনের সময় নাই! মন খারাপ

যাহাই হউক। খানিকটা ঠিকই ধরিয়াছেন। তবে আপনার ইসকুলের ছাত্র হইবার বয়স নাই, সময়ও অনুকূল নহে; এই কথা আগেই জানাইয়াছি। তবে মুমু বিবি যদি কেনো মহাবিদ্যালয় কী বিশ্ববিদ্যালয় খুলিয়া বসেন, তাহার আদুভাই ছাত্র হইবার সুপ্ত খায়েশ রাখি। ...

হের বালিকা, দুর্জনেরা কহিয়াছেন, এই সব ক্ষেত্রে নাকী মিস করিলেই মিসড কল দিবার নিয়ম। অতএব... দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

না না আপনি সাকসেসফুলি আমাকে পঁচিয়েছেন, তার জন্য কনগ্র্যাটস খাইছে আমাকে নিয়ে না লিখলে এই লেখায় আমি অবশ্যই আপনাকে বিপ্লব দিতাম।

আপনি যেভাবে আমার প্রোফাইলের ছবি খানার বর্ননা দিলেন তারপরতো আর আমার "সেই রকম ছবিখানা" রাখা যায় না, কেন এই গোলাপ খানা কি আপনার পছন্দ হইতেছেনা চোখ টিপি
সত্যি বলতেকি আমি আপনার সাথে কথায় পারিব না, তাই আগেই সারেন্ডার করিতেছি। খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

হের পুষ্প তস্কর, বাগানের সব ফুল অন্তরে ঠাঁই দিয়াই তো ক্ষান্ত হন নাই দেখিতেছি, আবার প্রোফাইল-পিক্স বদলাইয়া পুষ্প হাঁকিবার কী আদৌ কোনো দরকার ছিলো?

এই দেখুন না, সেই হারানো ছবিখানার বেদনায় আমার বুক ফাটিয়া কান্না পাইতেছে। চোখ টিপি

আমারই যদি এই অবস্থা হয় তো, আর মুমু-ভক্তগণের অবস্থা সহজেই অনুমেয়। অন্তত ইসকুল-বালকদের কথা আরেকবার বিবেচনা করিবার অনুরোধ রাখি।...

ফুল-বালিকা, একদিকে আপনি বলিতেছেন, পাঁচানোতে সাকসেসফুল হইয়াছি, অপরদিকে -বিপ্লব- দাগাইতে এতো কার্পণ্য? নিন নিন, এই বেলা নগদ -বিপ্লব- দাগান তো! এই যে হাত পাতিয়া আছি... খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দ্রোহী এর ছবি


বিপ্লবদা তুমি এগিয়ে চল
আমরা আছি তোমার পিছে।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

এই হইল ঘটনা $-)।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

অতিথি লেখক এর ছবি

ভালই তো নৃত্য বিদ্যালয়ের বিজ্ঞাপন হচ্ছে...
-নিরিবিলি

আকতার আহমেদ এর ছবি

তাহলে ইহা-ই "স্বপ্নায়তন" !!

নুরুজ্জামান মানিক এর ছবি

মাহবুব লীলেন লিখেছেন:
বাঁচিবার উপায়:
বিপ্লব রহমানের ঠ্যাং গাছের সাথে ঝুলাইয়া তালে তালে মুচড়াইতে বলা

একমত

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

বিপ্লব রহমান এর ছবি

হের নুরুজ্জামান মানিক, ফিটার লীলেনের উন-স্বপ্নায়তনেও একমত! সেইখানে আবার (বিপ্লব) দাগান নাই তো? চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রায়হান আবীর এর ছবি

অ্যাঁ!! আমি তো কিছুই জানি না।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

বিপ্লব রহমান এর ছবি

এই কে আছিস (নেপথ্যে ফটাফট...হাততালির শব্দ হইবে)! সচলের এই সব অ্যাঁ পার্টিদের মাথায় পানি ঢাল তো দেখি। তবে হের ধূ. গো.র মাথায় যেনো ঘোল ঢালা হয়। দেখিস, তাহার ধুতিখানা যেনো আবার স্থানচ্যূত না হয়! হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
আজ নৃত্য শিখিবার দিন।
সচলায়তনের ব্লগারদের মনে মনে আনন্দ।
দলে দলে পুং সচলরা মুমু বিবির নাচের ইসকুলে যাইতেছে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

আফনেও একটা স্কুল দিয়া দ্যান। চোখ টিপি

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেয়া তো যাইতো।
কিন্তু...ইয়ে...মানে আমার উঠানটা ক্যান জানি একটু বেঁকাত্যাড়া মনে হইতেছে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

আপুওওওওওওও মন খারাপ
আপনিও বললেন আমি বিদ্যালয় দিয়েছি মন খারাপ মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জি.এম.তানিম এর ছবি

খেলুম না, নৃত্য-বিদ্যালয়-অধ্যয়ন-প্রত্যাশীদের তাড়াবার মাধ্যমে জনৈক ব্লগারের নিজ নৃত্যেচ্ছা পূরণের যে হীন অভিপ্রায় প্রকাশ্য, তা প্রতিরোধের জন্য সহব্লগারগণের কঠোর প্রতিবাদ কামনা করছি। খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃদুল আহমেদ এর ছবি

বিপ্লবদা কি পুরানা পল্টনের মোড়ে কাঁচের বয়মে রাখা কোনো বিশেষ সালসা খাইসেন নাকি, হঠাত্ মুমুর কাছে সালসা নাচ শিখার লাইগা ক্ষেইপ্যা উঠলেন?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

বিপ্লব রহমান এর ছবি

যারা বলে সালসা, তাদের মাথায় ঢাল চা! দেঁতো হাসি
---
সবাইকে ধন্যবাদ। বিশেষ আর কী! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আয়নামতি এর ছবি

হো হো হো সচলে কত্ত মজা হইত আগে!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, চলেন, এখান থেকে ঘুরে আসি দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।