ডুবসাঁতার

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: মঙ্গল, ১৩/০১/২০১৫ - ১২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“You say you're 'depressed' - all i see is resilience.
You are allowed to feel messed up and inside out.
It doesn't mean you're defective - it just means you're human.”
David Mitchell : Cloud Atlas
_________________________________________

দেশ ছাড়ার বছর ঘুরতে চললো প্রায়। জানুয়ারি থেকে জানুয়ারি, ২০১৪ টু ১৫। পাক্কা ৩৬৫ দিন। নির্বাসনের একটি বছর।

২০১১র দিকে মোটামুটি সিরিয়াস গোছের পেমে পড়ার পর টের পেয়েছিলাম আমি অস্বাভাবিক লেভেলের পজেসিভ, মতান্তরে ছোট মনের মানুষ। এত গদ্যপদ্য পড়ে ভাবের ইমেজ বানানোর পরও মানসিক ঐ কৃচ্ছতা নিজেকেই ঈষৎ পীড়া দিতো। এখনো দেয়।
আমার সারাজীবন কেটেছে একই শহরে, ছোট্ট একটা গণ্ডিতে। সেখান থেকে ১৩,৪১১ কিলোমিটার দূরের বিশাল একটা দ্যাশে এসে পড়ে মনটন কিঞ্চিৎ প্রশস্থ হওয়ার আশা করাটা স্বাভাবিক ছিল। দেখা গেলো সে আশায় গুড়ে বালি। আমার কঠিন কুটিল মন সেই হাফ ইঞ্চি ব্যাসার্ধেই এখনো ঘুরপাক খাচ্ছে। এ জীবনে বোধহয় আর জাতে ওঠা হলো না।

সব ছেড়ে দূরে এলে কী কী মিস করে মানুষ? আমি নিজে কী কী মিস করি আসলে?
বড়সড় ইস্যুগুলো বাদ দিয়ে কী অদ্ভুত অদ্ভুত সব জিনিসের জন্য মন খারাপ হয় মাঝেমাঝে! সকালে উঠে সিঁড়ির গোড়ায় পড়ে থাকা আনকোরা খবরের কাগজ,বিডিআর মাঠের কোনে দাঁড়ানো ঠেলাওয়ালার ফুচকা, ইফতারে কিংবা ছুটির দিনের সন্ধ্যায় আম্মুর বানানো পৃথিবীর বেস্ট ছোলা-পেঁয়াজু, আমার অতি শখে সাজানো ছাদের বাগান, একমাত্র বোনের প্রথম অ্যাপ্রোন চাপিয়ে কলেজে যাওয়া চোখে দেখতে না পাওয়াকে ছাপিয়ে হঠাৎ হঠাৎ মনে হয় ডাইনিঙের গ্রিলে ঝোলানো পটের ছোট্ট গাছটার কথা। জোহরা আপুর সঙ্গে খুলশিতে দেখা হলো যেবার, উনি গিফট করেছিলেন। কতবড় হলো গাছটা? পানিটানি পায় তো ঠিকমতো?

কত উৎসব চলে গেল এক বছরে, পরিচিত অনেকেই বিয়ে করলেন, অনাহুত বা রবাহুত হয়ে একবেলা ভালমন্দ খাবার সুযোগ মিস করলাম। আগামি সময়টাতে আরো খাওয়া দাওয়া হবে, মিস হবে সেগুলোও।
সব ধাঁচের ভূরিভোজন ছাপিয়ে মিস করি সকালের নাশতাটা। ময়দার রুটি আর প্রেসার কুকারে রাঁধা ডুমোডুমো বেহেশতি আলুভাজি। কোথায় লাগে তার কাছে বারবিকিউ করা হাতিসদৃশ আম্রিকান কুক্কুটের ঠ্যাঙ কিংবা চারপেয়ে গরুর ভুনাফুনা!
হেহ!

ইদানিং প্রায়ই মনে হয় জীবন যত বিশাল, আমরা মানুষ হিসেবে সে তুলনায় অনেক ছোট। সেজন্য আমাদের চাওয়া-পাওয়া ঘোরে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে। সর্ম্পকগুলোও তৈরি হয় খুঁটিনাটি ভিত আর ভাল লাগার ওপর ভর করে। বিশাল ধাক্কাগুলোতে আমরা পাথর হয়ে যাই, অল্প শোকে কাতর হতে আমাদের জুড়ি নেই। সবকিছুতে টপ ব্র্যান্ডেড প্রসাধনী ব্যবহার করা বালিকার ওয়াশরুমে ফ্ল্যাশ টেনে না আসার প্রায় নিয়মিত অভদ্রতা মাথা থেকে তাড়াতে আমার অন্তত দীর্ঘসময় লাগে।

ডিসেম্বরে অবশ্য বাড়ি যাওয়ার ইচ্ছে ছিলো। ছুটি, টিকেটের টাকা-- সবকিছু মিলিয়ে ব্যাটে বলে হয়নি। ধারদেনা করে একবার ঘুরে আসাটাই ভাল ছিল বোধহয়। যত বুড়ো হচ্ছি কঠিনতম স্বভাব গলে তরলতম পদার্থ হয়ে যাচ্ছে দিনদিন। ফ্যাঁচফ্যাঁচে, ছিঁচকাঁদুনে মেয়েমানুষের মতো তুচ্ছতম কারণে চোখে পানি চলে আসে। কমেডি মুভি দেখেও কান্দি, পীর সাহেবের ব্লগরব্লগর পড়েও চোখ ভেজা ভেজা লাগে। একমাস শীতবিরতির পর ইস্কুল খুললো আজ। ব্যাকপ্যাক চাপিয়ে রাস্তা পেরোনোর সময় পাশের দোকানের কাচে নিজের ছায়ায় চোখ পড়ে। তখন আবার ইচ্ছে করে গলা ছেড়ে কাঁদি বরং কিছুক্ষণ।
এ জীবন চেয়েছিলে খুকি?

জীবন মানে এরকম আরো অনেক, অ-নেকগুলো ৩৬৫ দিন...
যতবার মনে পড়ে সেটা, ততবার ক্লান্ত লাগে!
সেটা সমেতই যা-খুশি-তাই লিখে সংরক্ষণে ক্লিক করি, তারপর রুমমেটের ঘুম ভেঙে দেওয়া ভলিউমে গান ছেড়ে কিচেনের ক্যাবিনেট খুলে চায়ের দুধ-চিনি নামাই।
'এলাইভ' বাটন বন্ধ করে দেয়ার মতো সাহস যেহেতু নেই, চালিয়ে নেওয়া আর উপায় কী? হাসি


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক চলুক তাহলে হাসি

পিরিচে ঐটা কি ম্যাপল পাতা? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

পিরিচে ঐটা কি ম্যাপল পাতা?

হ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে মানে... ম্যাপল পাতা কি খাওন যায়? নাকি শুধুই ডেকোরেশন? ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

খেয়ে দেখিনি এখনো। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ঢাকায় এখন "কে এন্ড কে" লোগো লাগানো বিদঘুটে একজাতের চা পাওয়া যায়, আদা-পুদিনা-লবংগ আরো কি কি ফ্লেভারের জানি... কাপের পাশে ম্যাপল পাতা দেইখা ভাবলাম এইটাও বুঝি ম্যাপল-ফ্লেভার্ড চা... ইয়ে, মানে...

ছবি যে আরো আছে আগে বুঝি নাই, দুর্দান্ত সব ছবি হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

ঢাকার সুপারশপগুলোতে যে এখন কতোকিছু পাওয়া যায়, আর লোকজন যে কতো শখ করে সেগুলো কেনে!
দেশটাই গরিব, কিছু মাইনষের হাতে আসলে ম্যালা পয়সা। হাসি

ছবির কথা আর কইয়েন না ভাই, আমি পড়তে এসেছি না আজাইরা ফটুকবাজি করতে, আশে-পাশের পাবলিক সেটা নিয়ে খানিকটা টেনশনে পড়ে যায় মাঝেমাঝে। জালিম দুনিয়া! ওঁয়া ওঁয়া

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমিও জানতাম না, এইবার গিফট পেয়ে জেনেছি হাসি

পড়াশুনা করতে মন চাইলে করেন, না চাইলে না করেন দেঁতো হাসি
মাগার ছবি তোলা আর আপ্লোডানো থামায়েন না, খবর্দার চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রোমেল চৌধুরী এর ছবি

হুমকি দেওয়া চইলত ন। আপনারে দিলাম আরেকটু চাপাইয়া!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

নিচে দেখেন, ১৯ নম্বর শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

সিরিয়াল ভচকায় দিলাম, এখন পাব্লিক নিচে ১৯ নম্বরে গিয়া ধরা খাইব চাল্লু

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পীরবাবা ভেঙ্গে দেয়, আমাদের সিরিয়াল!
(হাদিয়া সে কিসে চায়, দিনারতে? না রিয়াল?)
জবাবটা খুঁজে ফিরি ছন্দের খেলাতে,
আর কে কে জড়ো হবে সন্ধ্যের মেলা তে?

এইবেলা বলে যাই, হাসিমুখে, না চেতে,
পীরবাবা আছে ঠিক ছড়াটার নিচেতে। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

দিনার রিয়াল শুনে পীরে কয়, ধুর...
হাদিয়া-এ-পীর হল সত্তুর হুর।

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সত্য সে পীর বটে, বুঝিলাম আজি ,
ক্যাম্নে সে সামলায় হুরেদের ঝাঁজই?
যাইহোক ফায়সালা পরকালে হবে,
আপাতত ইহকাল সামলান ভবে। চাল্লু

মডারেট দুনিয়াতে, আক্কেল মন্দ
শেষে যদি হাদিয়াটা হয়ে যায় বন্ধ?
চুপেচাপে চেপে যান, বলে দেই পষ্ট!
মমিনের তরে হোক এতটুকু কষ্ট। খাইছে

বলি তাই, এইবারে হুরেদের ক্ষ্যামা দেন,
থিবো আর কবুতর ফারুকের দেখা নেন।
তাড়াতাড়ি এসে যাক, পর পর গোটা কয়,
নইলে বলবে লোকেঃ "এই পীর ছহীহ নয়!" চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

হো হো হো সত্যানন্দ দেখি সেইরাম পদ্য লিখে। ব্যাপুক ভায়া চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমার কুনু দুষ নাইক্যা! বহুদ্দিন কীবোর্ড ধরার লিগ্যা হাত চুল্কাইতাছিল গো আয়নাদি, মাগার সময় পাইতাছিলাম না। বদহজম হইলে যা হয় আরকি,এখন লাইন ডাইরেক্ট হয়া গ্যাছে। ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবারো পুরনো সচলায়তনের কথা মনে পড়লো, মন্তব্য পাল্টা মন্তব্যে চিপায় যাইতে যাইতে যাইতে যাইতে...

লন মডুরা মাইর দেওয়ার আগ পর্যন্ত চিপাইতে থাকি...

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আয় সচলে, আয় হাচলে
কোঞ্চিপাতে যাই
তিথীডোরের ডুবসাঁতারে
চিপচিপানো চাই
নজু নামে ডাকে হোথা
দেলগীর ভাই
মডু এল লাঠি নিয়ে
পালাই পালাই

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

সত্য সে পীর বটে, বুঝিলাম আজি ,
ক্যাম্নে সে সামলায় হুরেদের ঝাঁজই?

ওরে বুকা, হুর নয় সরিষার তেল
ঝাঁজ নিয়ে চিন্তা... ব্যাটা ব্যাক্কেল।
দশ হুরে গান গায়, পাঁচ হুরে নাচে
পনেরো হুরেতে ঘুরে সদা কাছে কাছে।
দশ হুরে পালা করে হাওয়া করে ঘাড়ে
দশ হুর মোগলাই খানাপিনা বাড়ে।
দুই হুর বই পড়ে, দুয়ে ধরে তান
ঘুম গেলে ছয়ে চুলে ধীরে দেয় টান।
এইভাবে ষাট হুর কাজেতে লাগাই,
আর বাকি দশে করি যা খুশী তাই!!

..................................................................
#Banshibir.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ওরে সাক্ষী ওরে পীর
ভুলে যাস নে,
আছে কিন্তু সৈয়দ দেলগীর

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

ইয়া মাবুদ! হো হো হো
আন্নেরা বেকগুন মিলি ইয়ানে এইসব কী শুরু কৈচ্চেন!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

১।
বুঝলাম একে বলে "দ্বান্দ্বিক পীরবাদ"
মার্ক্সবাবা বলে গেছে এরই নাম ভোগবাদ
হুরে-পীরে জুড়ে গেছে আঁটসাঁট অ্যায়সা
ইনুসা'বে যাকে বলে "সামাজিক ব্যাবসা"

২।
দেলুদাও এসে গেছে (ভাগ চায় হুরে?)
এইবেলা কেটে পড়ি, ঘুম আঁখি জুড়ে
কাল ভোর আপিসেতে হয়ে গেলে লেট
কবিতারা ভরাবেনা গরিবের এ পেট

৩।
তিথীদি'ও টেনে ধরে কোবতের রাশ
ছন্দের চাপে আমি করি হাঁস-ফাঁস
এই বারে ভেগে যাই কম্বল টানে ঐ
(কাব্যের এ খেলায় না থামুক হৈ হৈ)

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মর্ম এর ছবি

লেখার রেলে থামল নাকি?
স্টেশন তো সেই দূ-উ-উ-উ-উ-রে,
আর যদি না টানা চলে,
আসবে দেয়াল উ--উ-উ-উ-উড়ে?

আছেন যত সচল হাচল
শীতরে বলে টা টা,
এই লেখাতে আসেন ফিরে
যান দিয়ে এক হাঁটা!

কত্তদিনের পরে আবার
দেয়াল সরু হচ্ছে-
এক এক করে কত্তজনে
কত্ত কী যে ক'চ্ছে!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

আয়নামতি এর ছবি

ছড়া কেন থেমে গেলু
ওহে ছড়াকার?
লিখো ফের জলদি
নইলেই মার খাইছে

আয়নামতি এর ছবি

হয়ে যাক একশ
আর ক'টা মাত্র
মন্তব্য হায়,
কই গেলে সত্য
এসো না হে ভাই(পয়েটিক তুই তুমি)

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই দেখো এসে গেছি
সচলের পাতাতে,
বেহুদাই লিখি ছড়া
হবেই কি বা তাতে?
হরতালে দিনভর
গাড়িঘোড়া জ্বলেছে,
ট্রেনগুলো শুধু ভাই
ধীরে ধীরে চলেছে।
সেই এক ট্রেনে আজ
সারাদিন যাত্রী,
নাকে তেল দিয়ে ঘুম
দেব সারা রাত্রি।
নেই আমি, তাতে কি বা?
চালু থাক ছন্দ।
কানে কানে বলে যাই,
লাগছে না মন্দ। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ওরে কতদিন পরে এমন এক কলামে মন্তব‌্য চলে যাওয়া দেখলাম রে! ন্যান, আমি আরো একটু চিপা করে দিলাম।

____________________________

তিথীডোর এর ছবি

ব্যস ব্যস ব্যস, আর ছড়া নয়..এইখানে দিই দাঁড়ি।
মাঠের মাঝে ভাঙবো কেন ছন্দবিহীন হাড়ি? হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

একটু
আড়ে,
চলতে
পারে
যারা -
চিপায়
খাঁজে,
রইবে
ভাঁজে
তারা!
দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহ,

থামল
কেন?

চলুক!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

ওরে বাবা এত কোবি
একসাথে এখেনে!
খেলে নিয়ে ছন্দ
তাড়াতাড়ি দেখেনে।

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চিপার জিনিস চিপাদিয়া মিস কইরা চিপায় পইড়া গেলাম, এই হল চিপামোচন দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

ওরে বাবুল ছড়া কো?

_______________
আমার নামের মধ্যে ১৩

কল্যাণ এর ছবি

ডুপ্লি ঘ্যাচাং

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মনের ভুলে একটা ডুপ্লি ব্লগিং করে ফেলেন দিকিনি। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

লইজ্জা লাগে

_______________
আমার নামের মধ্যে ১৩

ত্রিমাত্রিক কবি এর ছবি

ম্যাপল সিরাপ নামে একটা জিনিস পাওয়া যায়, খাইতে খারাপ না। এইটা ক্যামনে বানায় এই বিষয়ে অবশ্য আমার তেমন কোনো ধারণা নাই। ম্যাপল পাতা সাধারণ মানুষ সরাসরি চাবায়ে খাইতে পারে কিনা সেই বিষয়েও ধারণা নাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আয়নামতি এর ছবি

ম্যাপল পাতা খাইতে কিন্তু খুবই সুস্বাদু। এট্টু লবন, মরিচগুড়া, চুন প্রয়োজনমত ব্যস মুখে ফেলে চোখ বন্ধ করে চিবাতে থাকেন , চিবাতে থাকেন... মজাই মজা দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

'খয়ের' আর 'বাবা জর্দা' বাদ দিলেন ক্যান? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

..ভ্যাবাচ্যাকা খেও নাকো, যেয়ো নাকো ভড়কে,
খাওয়াদাওয়া শেষ হলে বসে খাও খড়্‌কে।
এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা-
খাও তবে কচু পোড়া, খাও তবে ঘণ্টা।' দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহা সুকুমার হাততালি

গুরু বলেছেনঃ
ব্যাঙ খায় ফরাসিরা (খেতে নয় মন্দ),
বার্মার 'ঙাম্পিতে' বাপরে কি গন্ধ!
মান্দ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কন্ঠ,
জাপানেতে খায় নাকি ফড়িঙের ঘন্ট!
আরশুলা মুখে দিয়ে সুখে খায় চীনারা,
কত কি যে খায় লোকে নাহি তার কিনারা।
দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা ;
তা না হলে কলা খাও- চটো কেন? বস না- দেঁতো হাসি

গুরু সচলে আসলে নিশ্চয় বলতেনঃ
তিথীডোর থাকে যেন কোন দূর দেশেতে?
আরশুলা খায় বুঝি সপ্তাহ শেষেতে?
খিদে পেলে খেতে পারো ফড়িঙের ভর্তা,
ম্যাপলের পাতা নিও সাথে দুই-চারটা,
ঘুম পেলে, চা-ই খাও ব্যাংটুকু লুকিয়ে,
নিশিদিন তোলো ছবি পড়াশুনা চুকিয়ে।
মাঝরাতে নেয়া চাই সচলের গন্ধ,
তাই বুঝি খুকীবাবু, খাওয়া-দাওয়া বন্ধ?
চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

...থাকে যেন কোন দূর দেশেতে?
আরশুলা খায় বুঝি সপ্তাহ শেষেতে?
খিদে পেলে খেতে পারো ফড়িঙের ভর্তা...

মাইরালা! গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খাইছে! সত্যই খান নাকি? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

হো হো হো

রোমেল চৌধুরী এর ছবি

আরেক্টু চেপে বসো, দেখি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সচলের মজাটাই প্রতি-মন্তব্যে,
চেপেচুপে চলে, নাই যতি গন্তব্যে;
কত-শত গল্পের কাহিনী ও কবিতা,
এইখানে প্রাণ পেয়ে হয়ে ওঠে ছবি, তা।
তিথীদিদি তোলে ছবি, ক্যামেরাটা হাঁকিয়ে,
মতিদিদি হেসে চলে, চোয়ালটা ঝাঁকিয়ে,
চৌধুরী সা'বে কয়- 'চেপে বস এদিকে',
সৈয়দ দেলগীর উঁকি মারে ওদিকে।
থ্রি-ডি কবি, দেয় গুঁতো, পেছনের দরজায়,
স্মৃতিগুলো নেয় ছুতো, অতীতের চর্চায়।
এই দেখে, হাসিমুখে, ছানাবড়া অক্ষি,
আনন্দে ভেসে চলে সত্যের সাক্ষী!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

আপনাকে "প্রকৃত ফাডায়ালান্তিস দৈনিকবি" উপাধি দেওয়া হইল।

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আঁই কি কইচ্চি?

হাতের জট ছুটাইতাছি,
ইহা ছহীহ কাব্য নহে। চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মর্ম এর ছবি

আরে আরে এইখানে
ভারী দেখি ফূর্তি,
সয়লাব ছন্দে,
সব চেনা মূর্তি।

ভারী মজা, পুরনো
ঠোঁটে চাপা হাসি,
সচলের এই রূপ
চিনি, ভালবাসি।

চেপে যাক দেয়ালে,
ঠেকে যাক পিঠ,
লিখিয়ের ঘুম যত
পিঠটান দিক। হাসি

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই দেখ এসে গেছে
সচলের মর্ম
ছন্দের ঢেউ যার
অস্থি ও চর্ম

তারে দেখে মনে পড়ে
অতীতের ধর্ম
ছন্দের জবাবেতে
ছুটে যেত ঘর্ম

সিঙ্ঘের সাথে তার
নিশিদিন কর্ম
এইবেলা কেটে পড়ি
নেই মোর বর্ম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

ইয়ে, আমি ছড়ার স্টার্টিং পয়েন্ট লেভেল থেকেই ভাবছিলাম মর্ম মিয়া থাকলে হতো। খাইছে
লোকটার মাথা সিরিয়াস মোটা ঠিকই, তবে ছন্দ জিনিসটা মেলায় ভালো।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

ছড়াতে তো ছড়াছড়ি এইখানে ভাইরে!
আরো যত ছড়াকার এইখানে(পুস্টে) অায় রে
এসে গেছে মর্ম দেখি তার কর্ম
ড্যাব ড্যাব চাই'রে
আর পারিনা মিলাইতে কি করি ভাই? খাইছে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, পাল্টাপাল্টি'র খেলায় মর্ম ভায়া জোস পার্টনার চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মর্ম এর ছবি

সাক্ষীমশায় সাক্ষী দিলেন
তাইতে জমাট মনটা,
বেস্পতিবার; শুক্রতেও
বাজবে ছুটির ঘন্টা,
আয়নামতির ফিরলে মতি
কথায় কথা জুটবে-
হা তিথীডোর, বিষন্নতা
দরজা দিয়ে ফুটবে!
সত্যপীরের সত্যবচন
কোবতে হয়ে নাচবে,
ঠান্ডাতে যে সচল কাবু,
তাইতে খানিক হাঁচবে!

তাই না দেখে, দুষ্টু পাঠক
মুচকি হেসে পড়বে,
ছন্দ এমন বিকট জিনিস,
অমনি মাথায় চড়বে!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

আয়নামতি এর ছবি

ওরে কী দারুণ মর্ম!
আরো লিখে মাত করো
বাহবা দেই দেখে সেই কর্ম

আয়নামতি এর ছবি

প্রকৃত ফাডায়ালান্তিস দৈনিকবি"

হো হো হো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দিলাম আরেকটু চিপা হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ,

এইবেলা টের পায় অধম এই নন্দ
ভাগ্যটা একেবারে নয় তার মন্দ
শব্দের সাথে চলে শব্দের দ্বন্দ
ধুপ-ধাপ জেঁকে বসে পদ্যের ছন্দ হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

আরেট্টু চিপা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, আরেট্টূ শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

শয়তানী হাসি কিন্তু আমি পেছনের দরজায় গুঁতা দেই এই অপবাদের কারণ জানতে চাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তিথীডোর এর ছবি

লা হাওলা ওয়ালা কুয়াতা!
এখনো ঠেলাঠেলি চলছে! হারিয়ে যাওয়া সচলায়িত দিন ফিরে এলো নাকি! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা এর ছবি

আপনাদের এই কাব্যপ্রতিভাকে এককালের কবিগানের সাথে তুলনা করা যায় বৈকি! হাসি

সুলতানা সাদিয়া এর ছবি

দারুণ মজা হচ্ছে দেখে
আবার ঢুকে গেলাম,
একসাথে প্রিয় সচলদের
ছন্দে খুঁজে পেলাম।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সৈয়দ দেলগীর ক্যাডা?

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বানান ভুল হইছে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাব্দিক এর ছবি

আহা! এমন সরু হয়ে আসা মন্তব্যের খাতিরে খুকীরে ম্যাপাল পাতা নিয়মিত চিবায় খাওয়ানোর দাবী জানায় গেলাম।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, মুইও দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

আপনে কি? চিবাবেন না খাবেন চিন্তিত ?

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খামুও না, চিবামুও না, আমি আছি তাল ঠুকার লিগ্যা। খাওয়া-দাওয়া খুকীদির দায়িত্ব, চিবায়ে কে দেবে জানিনা! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

ম্যাপল পাতা চিবায় দিতে হবে আর খুকি সেইটা খাবে অ্যাঁ ?

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, গ্যাঁদা বাচ্চাদের খাবার তো চিবায়েই দিতে হয়! জানেন না? হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

বহুত খুব চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমি কার পেছনের দরজায় গুঁতা দিলাম (এমন অশ্লীল অভিযোগের কারণে আপনার আইপিসহ ব্যান চাই) ইয়ে, মানে...

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে... ইয়ে মানে আমার পেছনে না, স্মৃতির। (আবার জিগায়েন্না স্মৃতি ক্যাডা!) তারচেয়ে গুঁতাগুঁতি বাদ দিয়া এইখানে টিপি দ্যান। লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

বাহা বাহা কী মজা, ফের দেখি সচলে
চিপা দিয়া লেখা দেয় হাচলে ও সচলে।
এই তালে তাল দিয়ে এসে পড়ি আমিও
লেখা হোক লম্বা (মডু ব্যাটা ঘামিও)।

____________________________

আয়নামতি এর ছবি

এই লুকের কথায় বিশ্বাস করে সরল মনে কোথাও ক্লিকাইবেন্না কেউ। বদের হাড্ডি একটা এই সত্যানন্দ রেগে টং

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ঠিক বলেছেন দিদি - সত্যানন্দ ব্যাটা সত‌্য সত্য আনন্দ দে্য়, কিন্তুক সাথে খোঁচাও মাইরা লয়! শয়তানী হাসি
(চামে কলামডারে আরেকটু চাইপা দিলাম)

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমি লিঙ্ক দিলাম কবিরে,
আন্নে আইসা শুরু কর্লেন টিপাটিপি।
দুষ কি আমার? সংযম করেন মিয়া! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

খয়েরখা না, তাই খয়ের নাই দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুরুতেই তো আপনি দেখি সচলায়তনের দেওয়াল ভেঙ্গে ফেলেছেন!
তাই দেখে পুরনো কথা মনে পড়ে গেলো। যখন সচলায়তনে একটা পোস্টে দেড়শ দুইশ মন্তব্য হতো। সন্ন্যাসীদা শিখিয়ে দিলেন কিভাবে দেওয়াল ভাংতে হয়। আহ্! কী সব দিন ছিলো।
যাউগ্গা, আবার জমবে মেলা বটতলা হাটখোলা। লেখা ভালো লাগছে, চলুক।

পুনশ্চ: কাঁচ নাকি কাচ?

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

ইয়ে.. দেওয়াল ভেঙে ফেলা মানে কী, বুঝি নাই। মন খারাপ

পুরোনো সেই জমজমাট সচলায়তনকে মিস করি।

পুনশ্চ: এখানে 'কাঁচ' বলছে যে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

David Mitchell : Cloud Atlas এর লেখাটুকু সচলায়তনের মার্জিন ফুঁড়ে বের হয়ে গেছে। তাই বলছিলাম।
পুরনো দিন আবার ফিরে আসবে আশাকরি

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

মার্জিনকে লাইনে এনে কাচের ফ্রেমে ঢুকিয়ে দিলাম।
অনেক ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শাব্দিক এর ছবি

যখন সচলায়তনে একটা পোস্টে দেড়শ দুইশ মন্তব্য হতো

সব নষ্টের মূলে স্মার্ট ফোন।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

পুরানো দিনে ফিরে আসা জরুরী। পুরোনো সচলদের শীতনিদ্রা ভাঙ্গানোর জন্যে সিস্টেম করা দরকার।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তিথীডোর এর ছবি

আমার নূতন সচল পাঠকদের জন্য আফসোস হয় মাঝে মাঝে,
একসময় যে নীড়পাতা কী জমজমাট থাকতো!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ত্রিমাত্রিক কবি এর ছবি

লেখা ফাঁকিবাজিপূর্ণ আর ছোট হইলেও ভাল হইছে। এলাইভ মোডেই চলতে থাকুক।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তিথীডোর এর ছবি

.. চলবে গাড়ি, যাত্রাবাড়ি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সত্যপীর এর ছবি

আমি আমার ষোল মাসের মেয়েটাকে কোলে নিয়ে অত্যন্ত সিরিয়াস গলায় গান গেয়ে শুনাইঃ বেশী কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতোদিনে। বেশী কিছু... মেয়ে অত্যন্ত গম্ভীর মুখে মাথা ঝাঁকিয়ে তাল মেলায়। যেন সবই সে বুঝলো এতোদিনে।

এখন আপনেও শুনেন আর বুঝদারের মত মাথা ঝাঁকানঃ

..................................................................
#Banshibir.

তিথীডোর এর ছবি

এই আশা আফা হলেন নীল রঙের নিগার সুলতানার মতো আর একজন, যাকে ভালবাসতে বাসতে আর ভাল লাগে না।

গানের ফুঁয়ের জন্য পীরসাবকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সত্যপীর এর ছবি

নীল রঙের নিগার সুলতানা কিডা চিন্তিত

..................................................................
#Banshibir.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

"পিথিমি একটা নীল রঙের নিগার সুলতানা, যাহাকে ভালোবেসে ভালোবাসা যায় না"
(শেষ অংশে মনে হয় একটু ভুল করলাম)
বাঘাদার কবিতা ছিলো একটা, অনেক আগে, সচলায়তনে। এখন নাই

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

সম্ভবত মূল লাইনটা ছিলো এরকম : হাসি
'পিথিমিটা একটা নীল রঙের নিগার সুলতানা,
যাকে ভালবাসতে বাসতে আর ভালো লাগে না।'

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

______________________________________
পথই আমার পথের আড়াল

শাব্দিক এর ছবি

জীবনের প্রতিটি অংশেই কিছু শিখার থাকে। প্রতিটি ৩৬৫দিনেই কিছু না কিছু উপভোগ্য বিষয় থাকে, আবার আর একদিন নিজের জন্য (শুধুমাত্র নিজের জন্য) চা বানানো আর সেই চায়ের ছবি তোলার মত বিলাসিতাকেও মিস করবি।
আর প্রেমে ঈর্ষা তো থাকবেই, না হলে তা আর প্রেম কেম্নে হইল?
তাই উপভোগ কর বালিকা, প্রতিটি ৩৬৫ দিনকে, নিজের মত করে।

বিটিডাব্লিউঃ গান কি রুমমেটের গাওয়া নাকি? এমন ককিল কন্ঠী রুমমেট থাকলে আর কি লাগে জীবনে?

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তিথীডোর এর ছবি

বিটিডাব্লিউঃ নাহ, সাউন্ডক্লাউডে খুঁজে পাওয়া। গানটা আমার খুব পছন্দের, তবে গাইয়ের কন্ঠকে আদৌ কোকিলসম মনে হয়নি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

খালি গলায় মেয়েটি কিন্তু চমৎকার গেয়েছেন চলুক

তিথীডোর এর ছবি

https://soundcloud.com/thhredi/ue35na5k5qca : এটাও শোনো তাহলে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

শুনলেম। ধন্যবাদ হে !

রোমেল চৌধুরী এর ছবি

এ জীবন চেয়েছিলে খুকি?

এবার তো নিজেই নিজেকে খুকি বলা হলো!

চায়ের কাপের পাশে ম্যাপল পাতা দেখে মনে পড়লো,

For all the history of grief
An empty doorway and a maple leaf.

চায়ের সাথে দুঃখও কি পান কর খুকি? ভালো থেকো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তিথীডোর এর ছবি

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রৌঢ় ভাবনা এর ছবি

জীবন মানে এরকম আরো অনেক, অ-নেকগুলো ৩৬৫ দিন...
যতবার মনে পড়ে সেটা, ততবার ক্লান্ত লাগে!

হা হা, একটু দর্শন কপচাই,
আমি বলি, এ মানব জনম এক পরম পাওয়া ! প্রতিটা মূহুর্ত বাঁচার আনন্দ উপভোগ করো। বাঁচার মতো বাঁচো। মন যখন যা চাইবে তাই করো । এ মানব জীবন বড়ই অনিশ্চিত। আমি বলি, মানব জীবনে ভবিষ্যৎ বলে কিছু নেই। আছে অতীত আর চরমতম সত্য হচ্ছে বর্তমান, মানে ঠিক এই মুহূর্তটি । এ জগতে কে কবে আগামীকাল দেখেছে!

'বর্তমান পৃথিবীর বাস্তবতায় জীবনধারণের জন্য অর্থের প্রয়োজন। আর এ কারনেই মানুষকে অর্ধ উপার্জনের কর্মকান্ডে যুক্ত থাকতে হয়। এই অর্থ উপার্জনের প্রক্রিয়াটি পৌনঃপুনিকতার চক্রে আবদ্ধ। যা কিনা মানুষকে
ক্লান্ত করে। অবসন্ন করে। বিষণ্ণ করে।'

ইংরেজ কবি সামুয়েল বাটলার বলেছেন, 'মানুষ ছাড়া সকল প্রাণীই জানে যে জীবনের উদ্দেশ্য হলো তাকে সম্ভোগ করা।'

খুকি, গভীর রাতের শুনশান নিরবতায় লেখাটা পড়তে ভালই লেগেছে। নিজের জীবনের ফেলে আসা অনেক দুষ্ট-মিষ্ট স্মৃতি, অনেক অকর্ম-কুকর্ম যা আর এই বয়সে করে ওঠা হবেনা, সে সব ভেবে একটু যেন বিষণ্ণ স্মৃতিমেদুরতায় আক্রান্ত হলেম। ভাল থেক। হাসি

তিথীডোর এর ছবি

'When I was a little girl, everything in the world fell into either of these two categories: wrong or right. Black or white. Now that I am an adult, I have put childish things aside and now I know that some things fall into wrong and some things fall into right. Some things are categorized as black and some things are categorized as white. But most things in the world aren't either! Most things in the world aren't black, aren't white, aren't wrong, aren't right, but most of everything is just different. And now I know that there's nothing wrong with different, and that we can let things be different, we don't have to try and make them black or white, we can just let them be grey.
Grey is okay.'
C. JoyBell C.

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নীলকমলিনী এর ছবি

একবার দেশ থেকে ঘুরে আসলে এই আকুলতা অনেক কমে যাবে. আমি বিয়ের পর এসে চার বছর পর গিয়েছিলাম. তোমার মত কষ্ট প্রায় সবার ই হয় প্রথম এসে. তারপর বেশীর ভাগ আমরাই থেকে যাই.
এবং দীর্ঘদিন থাকার পর এখন যখন প্রায় প্রতি বছর যাই নিজেকে দেশের আত্মীয়স্বজনের সাথে মেলাতে পারিনা. আমার স্পষ্ট বক্তব্যে অনেক কে না জেনে আঘাত করে ফেলি. সহজ কথাটি অনেক সময় সহজে কেউ বলে না. এই যে আমি অন্য সবার মত করে ভাবতে পারিনা এটাও আমার ভালো লাগে না. তোমার নিজের অজান্তেই কিন্তু তুমি অনেক বদলে গেছো, আর সেটা তুমি টের পাবে দেশে যাবার পর. তখন তুমি তোমার এই বিদেশ কে দেশের মতই মিস করবে. সুতরাং জাস্ট হেভ ফান, এনজয় .

তিথীডোর এর ছবি

ছুটিতে বা একেবারে ফিরে যাওয়ার পর আশাহত হবার গল্প খুব শুনি, তখন আরো মন খারাপ হয়।
দেখা যাক, কী আছে কপালে। হাসি

পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

সবই আপেক্ষিক রে ভাই ! যারা এসেছেন তারা বলছেন কেন যে এলাম!!!

তিথীডোর এর ছবি

মানুষ হয়ে জন্মাবার অন্যতম প্রধান সমস্যা মনে হয় এটা, দূরের ঘাস সবসময় সবুজ মনে হয়। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুলতানা সাদিয়া এর ছবি

নজরুল ভাইয়ের লেখায় মন্তব্য করতে যেয়ে আমার ফুয়েল শেষ। এখন শুধু এটুকুই বলছি, চমৎকার!!

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

তিথীডোর এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

বছর পূর্তির শুভেচ্ছা, ভালুবাসা নেও পয়লা হাসি তুমি মেয়েটা খুব খ্রাপ, যত্ন করে লুক কাঁদাতে তোমার জুড়ি নাই!
জীবন কি, কেমন ইত্যাদি ইতং বিতং এ না গিয়ে বরং বলি, সময়ে কান্না পেলে কাঁদবা। নাচতে ইচ্ছে হলে নেচে নিবা (হিড়িম্বা নৃত্য)। গাইতে মন চাইলে গেয়ে নিবা, আলুভাজি দিয়ে রুটি খেতে মন চাইলে মনে মনে খেয়ে নিবা। যখন যা করে আনন্দ পাবে তাই করো। কেউ তো চোখ পাকিয়ে বলার জন্য মুখিয়ে নেই

হিংসুটে প্রেম, বিষ হয়ে যাওয়া বন্ধুত্বকে
ফের যদি ডাকিস তবে গলা টিপে মেরে ফেলবো তোকে!'

কেমন উপদেশ বাক্য ঝেড়ে নিলেম দেঁতো হাসি ওম শান্তি! শান্তি!

তিথীডোর এর ছবি

এক সপ্তাহের মধ্যে বনফুলের চার খণ্ড গল্পসমগ্র হজম করে ফেলেছি আফামনি, হে হে।
তোমার জন্য উপদেশ হলো, নামিয়ে পড়ে ফেলো সবগুলো। গুডরিডস রিভিউতে লিন্ক পাবে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

এক সপ্তাহে চার বক্স বনফুলের মিষ্টি(আমি ব্যাপক মিষ্টিখোর দেঁতো হাসি ) হজম হইত করা যাবে কিন্তু চারখণ্ড বই? সম্ভব না।
বাপ্রে পারও তুমি! ডিএল করে নেবো সময় সুযোগ মত। তথ্যের জন্য ধন্যবাদ।

সত্যপীর এর ছবি

বনফুল জামাতি, আর খায়েন্না গো।

..................................................................
#Banshibir.

আয়নামতি এর ছবি

আয়হায়! তাই নাকি? ওয়াক থু...
নামটা মিলে তো তাই বলা, এখানে পাওয়াও হয় না আর এখন যা শুনলেম তাতে খাওয়ার প্রশ্নই আসে না।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ওয়াক থু কইলেই হল? এ-এ-এ-হ! যেইডি অলরেডি খায়া ফালাইছেন তার কাফফারা দিতে হইব, যত কেজি খাইছেন অন্য দোকান থিক্যা তার ডাবল আমাগো খাওয়াইলে পাপক্ষয় হইতে পারে শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

এহ্ বললেই হলু! এইটা ছহীহ গুনাহ না যে কাফফারা দিতে হবে। না জেনেই না খেয়েছিলেম বাপু!
বরং চমৎকার চমৎকার ছড়া লিখে হাতের বাত ছুটানোর জন্য আমাদের দুটি ভালো মন্দ খাওয়ান দেখি দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মডারেট গোনাহ? চিন্তিত তাইলে তিনগুন কাফফারা! শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

হ মডারেট মুসলমান হতে পার্লে। মডারেট গোনাহ কেনু নয় চোখ টিপি
কি রে! দুইশ' মন্তব্য হলু না এইটা কুনু কথা হইল? আবার ঠেলা দিলাম তাই দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দুইশ ছাড়ায় গেছে, কইগো আপনি? আরেকটু ঠেললে তিনশ হয়। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

নীলুদির কথাগুলোই আমার-ও কথা। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তিথীডোর এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বন্দনা এর ছবি

কিভাবে কিভাবে যেন সময় চলে যায়!!! আমি ও এমন্টাই ভাবতাম, আর ভাবতে ভাবতে কেমন করে ৭ বছর চলে গেল। এখন দেশে লম্বা সময়ের জন্য গেলেই কদিন পরেই কেমন যেন বেখাপ্পা লাগে নিজের কাছে, সবই আছে, তবু ও কোথাও কি একটা যেন নেই।

তিথীডোর এর ছবি

৭ বছর ধরে বাইরে আছো! কী সর্বনাশ! মন খারাপ

আমিও অবশ্য আজ মাতাশ্রীকে বলছিলাম, ফেরার পর তোমাদের সহিত মনে হয় আর বনিবনা হইবে না।
একা একা নিজের রুটিনের আরামে থাকা অভ্যাস হয়ে যাচ্ছে যে...।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আব্দুল গাফফার রনি এর ছবি

নস্টালজিক লেখা, চোখের কোণে জল জমে

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

তিথীডোর এর ছবি

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাহসিন রেজা এর ছবি

“A half-read book is a half-finished love affair.”

এই লাইনটাও অই বইয়ের না?

লেখা চমৎকার!
ছবি চমৎকার!

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

তিথীডোর এর ছবি

এই লাইনটাও অই বইয়ের না?

হুমম।

ধন্যবাদ তাহসিন, দ্য রেগুলার রিডার। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসনীম এর ছবি

লেখাটা ভালো লেগেছে, পরিণত পরিণত একটা ছাপ আছে এতে। সবাইকেই মনে হয় বড় হয়ে যেতে হয় একদিন।

এই কবিতাটা পড়েছ?

ভ্রমণ কাহিনী – তারাপদ রায়
শেষবার নামার আগে সমস্ত জিনিস পত্রগুলি
তালিকা মিলিয়ে নিতে হবে, এবার ভ্রমণকালে
প্রচুর সংগ্রহ হ’লো, মিনে-করা আগ্রার ফুলদানি।
জরির চপ্পল, দ্রুতগামী মেল ট্রেনে সচকিত
ভ্রূ-পল্লব, কী-কী ফেলে গেলে বাড়ি ফিরে দু:খ হবে?
যে আমগাছের ছায়া সঙ্গে নিয়ে আসা অসম্ভব
তা-ও বুঝি অজানিত হোল্ড-অলে বাঁধা হয়েছিলো,
আমগাছের ছায়ার ওজন জানা নেই, তাই করলে
বুকিং সম্ভব নয়, ভ্রূ-ভঙ্গির কুলি ভাড়া নেই।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তিথীডোর এর ছবি

...সামান্য মানুষ একা ফিরে যাচ্ছি নিজের বাড়িতে
পথ ভুল হয়নি, ঠাণ্ডা চাবিটা পকেটে, বন্ধ দরজার সামনে থেমে
তিনবার নিজের নাম ধরে হাঁকবো, এবং তৎক্ষণাৎ সুইচ টিপে
এলোমেলো অন্ধকার সরিয়ে
আয়নায় নিজের মুখ চিনে নিয়ে বারান্দা পেরিয়ে ঢুকবো ঘরে।'

বাড়ি ফেরা নিয়ে কবিতা খু্ঁজছিলাম ভাইয়া, তখন সুনীলেরটা চোখে পড়লো। হাসি
তারাপদ রায়ের এ কবিতাটা পড়িনি আগে।

বাইরে আসা, নাগালের বাইরের একটা পৃথিবী আর সেখানকার জীবন দেখা, যে কোন সিদ্ধান্ত একা নেবার স্বাধীনতা-- এসবের স্বাদ চমৎকার। কিন্তু বাস্তুহারা হয়ে ওঠার স্লো ট্রানজিশান পিরিয়ডটা টাফ। এই আর কী। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

পাঠক এর ছবি

‌ছবির পাতাটা মনে হচ্ছে ম্যাপল না, পয়জন আইভির ইনডোর প্ল্যান্ট সংস্করণ। ঠাট্টা না, এর পাতা খেলে বিপদে পড়তে হবে কুকুর-বেড়াল-মানুষ যে কাউকেই।

তিথীডোর এর ছবি

অজানা পাতালতা খেয়ে বিপদে পড়ার সম্ভাবনা নেই হে পাঠক, এমনিতেই কোন শাকপাতা খাই না।

ওটা ইনডোর প্ল্যান্ট-ই, স্বদেশি প্রতিবেশি বালিকা ছুটিতে দেশে যাবার সময় স্বীয় বাগানবিলাস সম্ভার আমার ব্যালকনিতে রেখে গিয়েছিলো। এটাও সেগুলোরই একটা। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

আয়হায়! আপনি দেখি সত্যি সত্যি মনে করেছেন ঐ পাতা আমরা চিবাইয়া খাবো খাইছে

Sohel Lehos এর ছবি

সবকিছুতে টপ ব্র্যান্ডেড প্রসাধনী ব্যবহার করা বালিকার ওয়াশরুমে ফ্ল্যাশ টেনে না আসার প্রায় নিয়মিত অভদ্রতা মাথা থেকে তাড়াতে আমার অন্তত দীর্ঘসময় লাগে।

হলুদ পদার্থ হলে তাও সহ্য করা যায়, কিন্তু বেতমিজ পাব্লিক যখন বাদামী জিনিষ ফেলে রেখে ফ্লাশ না করে চলে যায় মন খারাপ কি ভয়াবহ সে দৃশ্য!

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

তিথীডোর এর ছবি

নো কমেন্ট। চাল্লু

পাঠের জন্য ধন্যবাদ ভ্রাতঃ।
আর আপনি যেহেতু হাচলত্ব পেয়ে গেছেন, সিগনেচার থেকে এবার নামটা সরিয়ে দিতে পারেন
বা পছন্দের সিগনেচার লাইন হিসেবে কোনকিছু জুড়তে পারেন। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

ইহাহুউউউউউউউউ ১০০তম মন্তব্য করে ফেললুম দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো ইহা ছহীহ ১০০ নহে! চোখ টিপি খাঁটি ২ নম্বুরী** মাল দেঁতো হাসি
[ ** এই মুহূর্তে ১০২ নাম্বার, আরও পেছাতে পারে পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

পীরের সাক্ষী আর থ্রিডি কবি আয়না
কমেন্ট বাড়াতে পেলে আর কিছু চায় না।
সেঞ্চুরি টপকাবে, এ কেমন বায়না?
ছহীহ ছড়াতে কি আর মডু দেবে মায়না? দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

তিথীডোর, নাওয়া ভুলে, এইখানে কান্দে,
আমি বলি, ওরে ভাই, আরো জোরে তান দে।

থ্রিডি কবি বলেঃ "ওরে, পেছনের গান দে।
আয়নাকে চুন দিয়ে, গোটা দুই পান দে,
পীরবাবা হুর খায়, গার্লিক নান দে,
সেইসাথে পাতে তার, গোটা দুই রান দে।"

মন্তব্যের ঘরে, চিপা করে টান দে,
শেষমেশ যাবে কি তা ছাইদির চান্দে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

হো হো হো চ্রম! চ্রম! বাবা সত্যানন্দ তুমি পদ্য লেখায় মন দেও বুঝলা? বড় হইলে আরো বড় হইতে পার্বা চাল্লু

সাক্ষী সত্যানন্দ এর ছবি

নাদেরালী, আমি আর কত বড় হবো? ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

একবার 'ছুটু' ট্যাগ লেগে গেলে মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলেও কিন্তু ঐ খেতাব আর ঘুচবে না। হে হে। শয়তানী হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জীবন থেকে নেয়া? খুকীদি? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

হ। চাল্লু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

দেশবাসী নাক ডেকে না ঘুমিয়ে এই পোস্টে শ্রম দিলে মন্তব্য হাজারে পৌঁছাইতো।
থাকেন কোথায় আপনি?@ প্রোঢ় ভাবনা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

বোকা সেজে এ প্রশ্ন এড়িয়েও যাওয়া যায়ঃ 'আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে...। ঢাকায় থাকি। হাহাহা। আবার এমন করেও বলা যায়, আছিগো দিদি, একটু ব্যস্ত, তাই। এহ্, আমার খবরের জন্য উনি যেন পাগলপারা! মনটা একটু বিষণ্ণ তাই তোমার সাথে একটু মসকরা করলামগো দিদি। তোমায় কেন জানি বড্ড আপন মনে হয়! মনে কিছু নিলেনাতো! হাসি প্রতিমন্তব্য দিও কিন্তু।

আয়নামতি এর ছবি

এমন মায়া করে বলা কথায় কোন মুখপুড়ী মনে কিছু নেয় ভাইয়া!
সচলের কেউ আমায় তেমন পছন্দ করেন্না বলেই ধারণা(একলহমা বাদে)
আপনার এই মন্তব্যে তাই আপ্লুত হলেম, আনন্দিতও হাসি ভালো থাকুন ভাইয়া।

আয়নামতি এর ছবি

কইলেই হলো আর কি!
ডাকাডাকি করে কাউকে না পেয়ে নিজেই শেষে আবজাব লিখলেম দেঁতো হাসি
যাইহোক, থামাথামি নাই। চলুক মন্তব্য। আমি কাজে আউট অফ সেস্টেট যাইতেছি ভুরে।
ফিরে এসে হাজার পূর্ণ করতে চাই, ইটা রাইখ্যা গেলাম... রেখে গেলাম। হেপি মন্তব্য বাজি দেঁতো হাসি

তাসনীম এর ছবি

পাতাটা সম্ভবত ম্যাপেলের পাতা নয়। মার্কিন দেশের দক্ষিণে ওই গাছটা দেখা যায় না। ওটা সম্ভবত ওক গাছের পাতা, এই দিকে প্রচুর ওক গাছ হয়। ওকের নানা প্রজাতি আছে।

পাতার ছবি সম্বলিত লিঙ্ক দিলাম একটা।

http://www.wikihow.com/Identify-Oak-Leaves

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তিথীডোর এর ছবি

ধন্যবাদ ভাইয়া। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুমাদ্রী এর ছবি

নির্বাসন কে দিলো তোমায়?

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তিথীডোর এর ছবি

নিজেই নিয়েছি, স্বেচ্ছায়।
ল্যান্ড অফ হানি, মিল্ক এন্ড অপরচুনিটির দ্যাশে কপালগুণে ঢুকে যেতে পেরে যেখানে শোকরানায় গড়াগড়ি করার কথা সেখানে হুদাই আল্লাদ করে ঘ্যানঘ্যান করছি।
আব খুশ হুয়া? হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রৌঢ় ভাবনা এর ছবি

বাব্বা, ডুব সাঁতারে এত্তদূর! এক্কেবারে শতক পার! খুব ভাল লাগছে, অনেক অনেক দিন পরে সচলের কোন লেখায় এত মন্তব্য-প্রতিমন্তব্য দেখে। [img]শিউলি ফুল by Kabir Ahmed 26, on Flickr[/img]

তিথীডোর এর ছবি

চলতি /আগামি নীড়পাতার অন্যান্য সব পোস্টেও এরকম মন্তব্য--প্রতিমন্তব্যে জমজমাট সচল দেখতে চাই। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

থেমে গেল কেন? নয়া পোস্ট দ্যান, আবার শুরু করি। শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

রাত পোহালে ফেব্রুয়ারি, আমাগো জন্য শোকের মাস।
আপনারা বইটই কিনে পোস্ট দিন, দুধের স্বাদ ঘোলে মেটাই। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বইমেলা ফেরত ৩৬ কেজির পার্সেল পাঠাইলাম বাসায়। দেঁতো হাসি
টায়ার্ড হয়া গ্যাছি। এট্টু টাইম দ্যান, লিখুম, নিয্যস লিখুম।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

পোস্ট পড়া হলো। স্মৃতিচারণ বা নস্টালজিক হওয়াটাই স্বাভাবিক। সচরাচর দেশ থেকে দূরে থাকলে যা হয় আর কি!
কমেন্ট গুলো পড়তে হবে সময় করে।
দেশে কবে ফিরবেন ?

শুভকামনায়

অপর্ণা মিতু

তিথীডোর এর ছবি

এ বছরই ফিরব, ছুটিতে।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আনীকা এর ছবি

মাস্টার্স করার সময় ডিসেম্বরের ছুটিতে বাড়িতে না আসতে পারায় কান্নাকাটির বিষয়টা একদম মিলে গেল। কতদিন গিয়েছে, মা এর ফোনে শুধুই কেঁদেছি! এখন দেশে চলে এসেছি, কিন্তু মা নেই। ওই দিনগুলোর কথা ভাবলে এখনও মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়।

আনীকা

তিথীডোর এর ছবি

এই ডিসেম্বরের ছুটিতে আসবোই এনশাল্লাহ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কামাড়ু চইলা গেল... বছরও চইলা যায় যায়...
এই পোস্টে কমেন্টানি থাইম্যা গেল ক্যা? ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা এর ছবি

বেশ, তাহলে আসুন সার্দ্ধশত পুরাই!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খুকির পোস্টে প্রৌঢ় খোকা
সার্ধশত চাহে,
জাহান্নামে কামারু বুঝি
শাস্তি কত পাহে।

শাহাদাতের তামাননাতে-
হোকনা যতই লোভী,
ফাঁসির দড়ি দেখেই কেন
সরব হলেন কোবি?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

আমিই কেনু বাদ থাকবো, তাই দিলেম একটা খোঁচা দেঁতো হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

আয়নমতি: 'সার্দ্ধশত' বানানটা ঠিক আছে কি?

আয়নামতি এর ছবি

বানানটা 'সার্ধশত' হবে যতদূর জানি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেশে কোনও যুদ্ধাপরাধী খুঁজে না পাওয়া আল-বাঁদর কমান্ডার আলী আহসান মুহম্মদ মুজাহিদের চূড়ান্ত রায় প্রদানের দিনটি স্মরণীয় করে রাখতে এই পোস্টে আবার ছড়ার কবিগান শুরু হোক। শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

রে হতচ্ছাড়া সাক্ষী, আবার এই ডাইনোসরের আমলের পোস্ট ঠ্যালা দিলি ক্যানে? শয়তানী হাসি

নূতন পোস্ট দেন, কবি এবং কোবিদের ওপেন ইনভাইটেশন দেন। আমি পপকর্ন আনতে গেলাম।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খুকীদি,

নিকট অতীতে এই পোস্টের মতন কথা চালাচালি আর কোথাও হয়নি বোধহয়। মন-মেজাজ-পেট খ্রাপ হলে এই পোস্ট খুললেই অর্ধেক মন ভাল হয়ে যায়। বিশেষ করে পীরবাবার হুর-ব্যাবহার সংক্রান্ত ছড়াত্তর-টা ক্লাসিক। দেঁতো হাসি

গত কয়েকদিন অফিসের ভয়াবহ চাপ যাচ্ছে, আগামী কদিনও যাবে। (আপনি ছাত্র মানুষ, এসব বুঝবেন না! খাইছে ) তাছাড়া, আজকে পোস্টানোর খুব ইচ্ছা ছিল। "দেশে কোনও যুদ্ধাপরাধী নাই" শিরোনামে একটা ছড়া অর্ধেক লিখে আটকে গেছি। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে চেয়েছিলুম! নিষ্ঠুর দুনিয়া তাতেও বাগড়া দিচ্ছে। আজকে কি আনিসুল হকের মুখ দেখে ঘুম থেকে উঠেছিলুম নাকি? ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

নিজের খোমাটাই দেখেছেন হে সাক্ষী বাবাজী খাইছে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মানে আসলে মতিভ্রষ্ট হয়ে আয়না দেখে ফেলেছি বলছেন? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

ওয়েল্কাম টু দ্যা রিয়েল ওয়ার্ল্ড হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

তিথীডোর এর ছবি

এই পোস্ট ক'দিন পর পর কোথা থেকে সাঁতার কেটে উদয় হয়? হাসি

পড়ার জন্য ধন্যবাদ কল্যাণদা। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কল্যাণ এর ছবি

ধন্যবাদ দেয়ার জন্যে ধন্যবাদ শয়তানী হাসি

একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, এই খুলশি উত্তর না দক্ষিণ?

_______________
আমার নামের মধ্যে ১৩

তিথীডোর এর ছবি

খুলশি মার্টের ঠিক পাশে।
এবার কম্পাস ঘোরান। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কল্যাণ এর ছবি

খুলশি মার্টের আশে পাশে বিকালে খানিক ঘুরাঘুরি করে চলে আসতাম প্রথম দিকে। বেতন একটু বাড়লে পরে গেছি দুই একবার বাজার করতে লইজ্জা লাগে

_______________
আমার নামের মধ্যে ১৩

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

এই পোস্টের নাম ডুব সাঁতার
ডুব সাঁতারে নি:শ্বাস দরকার।।

তাই দিন দুয়েক পরে পরে
এই পোস্ট নাক উঁচিয়েই সরে পড়ে।।

____________________________

তিথীডোর এর ছবি

ডুব সাঁতারে নি:শ্বাস দরকার, তাই দিন দুয়েক পরে পরে এই পোস্ট নাক উঁচিয়েই সরে পড়ে।

মন্দ বলেননি। পয়েন্ট টু বি নোটেড। চাল্লু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কাল রাতে ছেড়ে গেছে বিশ্বাস
আসিলাম নিতে কিছু নিঃশ্বাস
বৃষ্টিতে ঝরে পড়ে পাতা রে
তিথীডোর ডুবে ডুবসাঁতারে

টেকনাফ থেকে ঐ তেঁতুলিয়া
বাতিঘর থেকে সেই বাড্ডা
যেখানেই থাকো ভাই সচলিয়া
এইখানে দেয়া চাই আড্ডা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

জমে নাই রে বাবুল! উপ্রেরগুলার মত ধারালো হয় নাই, শেষ চার লাইনে আউলে গেছে, আবার টেরাই করেন। উপরের প্রথম চিপার গুলা অবশ্যি ফাটাফাটি হাততালি

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ফ্রিজে রাখা খাবারের টেস্ট কি আর টাটকার মত হয়? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ফ্রিজে রাখা খাবভার দিতে কে বলেছে? টাটকা নামান।

____________________________

তিথীডোর এর ছবি

এই পোস্টে বদ লুকজনের ফচকেমির রাস্তা বন্ধ করা দরকার। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কল্যাণ এর ছবি

করেন করেন, আমিও ইট্টু শিখি কেমনে কি চিন্তিত

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আরে, ভালোমানুষের পোস্টে তো কেউ ফচকেমি করে না হে চোখ টিপি
বিশ্বাস না হলে আমার পোস্টগুলো চেক করে দেখতে পারেন দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আর আমার প্রশ্ন ফচকেমিটা কী জিনিস? খায় না মাথায় দেয়?

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ছোটবাবু পেলেই সবাই গাল ধরে ওলে ওলে... গুলু গুলু... ইত্যাদি করে না? ওটাই ফচকেমি! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হো হো হো

____________________________

তিথীডোর এর ছবি

ছোটবাবু পেলেই সবাই গাল ধরে ওলে ওলে... গুলু গুলু... ইত্যাদি করে না? ওটাই ফচকেমি!

ব্যক্তিগত আক্রমণের দায়ে এই পোস্টে মন্তব্যের সুযোগ রহিত করতে মডুদের অনুরোধ জানাই। রেগে টং

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

১।
আহহা, প্রোফেসার সাব একটা কথা জিগাইছে, উত্তর না দিলে নিতান্তই অভদ্রতা হয়। উত্তর ভুল হইলে কন, ঠিক কইরা দ্যান। ইয়ে, মানে...

২।
আপনে খালি অন্যদের "অভ্যন্তরীণ ব্যাপারে" হস্তক্ষেপ করেন কিল্লাই? চিন্তিত

৩।
কলা খুব পছন্দ বুঝি? নইলে স্বপ্নে-জাগরণে "কদলী ভক্ষণ করি না" কহিলে চলিবে না গো। তারচেয়ে, আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণধর্মী ব্লগটা লেখা শুরু করেন। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ইয়ে, মানে, ঘটনাটা কি "ঠাকুর ঘরে কেরে/আমি কলা খাই নি" হয়ে গেলো?

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, মুইও তাই কইচ্চি! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

হ টাটকা চাই।

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কি চান? ম্যাপল পাতা? খুকীদি'রে কন, আইনা দিবে। নাইলে কবিভাই। ও হ্যাঁ, ইউ আর অন আ হ্যাটট্রিক! আমরাও পরের লেখাটা টাটকা চাই।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

হ্যাট্রিক অ্যাঁ ইডা আবার কিতা চিন্তিত

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম, বুচ্ছি। আপনার তৃতীয় লেখার আগে চণ্ডীশিরার পরের পর্ব আইসা পড়তে পারে। তারচে' আসেন এই পোস্টের ডাবল সেঞ্চুরি করে ফেলি, আর মাত্র ১৭ রান!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

আমি যে ৩০ নাম্বারে কত দারুণ আর বিশাল একটা কোবিতা লিখলাম সেটার কোন দামই নাই?

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

৩১ নাম্বারে আপনার পিঠ চুলকায় দিছি, এবার নিজের ব্লগে যান > লিখুন এ ক্লিকান > ব্লগ লিখুন এ ক্লিকান > ... তাপ্পর আর কমুনা, ম্যালা বড় হইছেন। ছোট্টখুকিটি তো আর নন, তাই না? চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

আমার ব্লগে যাইতো মাঝে মাঝে, খানিক তাকায় থাকি, চিন্তা ভাবনা করি, তারপর আস্তে করে কেটে পড়ি মন খারাপ

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

১।
হুমম... মোডুদের বলে আপনার জন্য একটা প্রি-পেইড প্যাকেজ বানানো দরকার। এই ধরেন প্রতিটা ব্লগ লেখার বিনিময়ে ২৫টা কমেন্ট করতে পারবেন। কমেন্টের ব্যাল্যান্স শেষ হলে আবার নতুন ব্লগ লিখে একাউন্ট রিচার্জ করতে হবে... ইত্যাদি... ইত্যাদি।

২।
চিপার আব্দার মোতাবেক এই লন ছড়া, কেবল আজকের জন্যই।

৩।
আর মাত্র একটা ছক্কা লাগে, একাউন্ট চালুর আগেই কইরা ফালান।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

তাতো বোঝলাম, কিন্তু চিবানোর ব্যাপারে কোবি নীরব কেনু কেনু কেনু?

_______________
আমার নামের মধ্যে ১৩

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ঠিক ঠিক ঠিক!

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

যথাস্থানে মিটমাট কৈরা দিছি! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

প্রি-পেইড প্যাকেজের আইডিয়া আসছে ব্যাটা সাক্ষীর নিজের ফাঁকি দেয়ার ধান্দা থেকে। বুঝলেন কল্যাণ ভাই, আপনার নাম করে প্যাকেজটা যদি আদায় করতে পারে, তাহলে নিজেই ঐ প্যাকেজের সুবিধা পুরোপুরি নেবে বলে। খাইছে

____________________________

কল্যাণ এর ছবি

এই ব্যাপারে বেশি কিছু না বলাই ভাল, দিন্দুনিয়ার অবস্থা বিশেষ সুবিধার না! কখন মডুরামের মনে হয় এইটা জবের একটা বুদ্ধি আর ডেভু বেটারা হয়ত লেগে গেল পরীক্ষা করতে! তাইলে পুরা মাঠে মারা যাব।

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
তা যা বলেচেন দাদা!!

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাহ, দারুণ! অবশেষে ২০০! অভিনন্দন তিথীডোর! অভিনন্দন ডুবসাঁতার! হাততালি

(জানি, এই ২০০ থাকবে না। তবু এই টাই ছহীহ ২০০ নং মন্তব্য, হুমম! হাসি )

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মানি না, মানবো না। ২০০ তম মন্তব্য আমার!! দেইখা লন!! শয়তানী হাসি

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ভালমত দেখেন! শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হ, এখন ২০০তেই আছেন বটে - কিন্তু একটা ধাক্কা দিলেই ২০১ কি ২০২ হয়ে যাবেন! দ্রিমু ন্রাকি?

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

নজর বড় করেন মিয়া। আমি ভাবি ৩০০ আর আপনে আছেন ২০১ নিয়া! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

এবার খ্যামা দেন। চুপ যা গোপী, ঘুম যা। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হ্যাঁ, আপাতত ঘুম যান। শীতঘুম শেষে আবার উঠবেন না হয় কিছুদিন পরে।

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

কে জাগে? নীলকমল জাগে, ...

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহা ঠাকুরমার ঝুলি! আহা দক্ষিণারঞ্জন!! হাততালি

চোখ টিপি ভালা বুদ্দি দিছেন মিয়া। লন রাশান অনুবাদ আর সুকুমার রায় নিয়া মন্তব্য-প্রতিমন্তব্যে আলাপ-আলোচনা-সংলাপ-গোলটেবিল ইত্যাদি শুরু করি। তাপ্পর, পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম লয়া দেখুম খুকিদি ক্যাম্নে ঘুমায়! শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

ঠাকুরমশায়-বিপ্রদাশ?

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, বিপ্রদাশ কেডা? ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

বিপ্রদাশ বড়ুয়ার কথা বল্লেন কি? চিন্তিত

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উনি না আর্টিস্ট? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

তা হইলে ১৪১১১-র শিশু একাডেমী সাহিত্য পুরস্কার কে পাইল? চিন্তিত

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সত্যপীর এর ছবি

ও খোদা ১৪,১১১ সালের পুরষ্কারের খবর আপনে কোন স্ফটিকগোলক দেইখা পাইলেন?


ছবিঃ স্ফটিকগোলক হাতে এক লহমা (পুনঃ দৃশ্যায়িত)

..................................................................
#Banshibir.

এক লহমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
১৪১১ খাইছে

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আজকাল কি সচলে মন্তব্য কমে যাচ্ছে? একটা জরিপ হওয়া দরকার! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

একমত। আমি নিজেই এখন কমেন্ট করি কম।

আর, আপনেই চালান না জরিপটা!! ভালোই লাগবে মনে হয়।

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আন্নে প্রোফেসার মানুষ, শুরু করেন। আমরা টুকিটাকির যোগান দিমুনি। চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

খাইছে

____________________________

অতন্দ্র প্রহরী এর ছবি

এত কান্নাকাটি করে কী হবে! ইচ্ছামতো ঘুরে বেড়ান। এমন সুযোগ কি আর বারেবারে আসবে?
আর রুমমেটকে একদিন কড়া ঝাড়ি দিয়েন। নাইলে বইলেন যে ফেসবুকে ফাঁস করে দিবেন। তাহলেই দেখবেন ভয়ে সব ঠিক। চোখ টিপি

তিথীডোর এর ছবি

বাইত যামু গা ঠিক করসি, ফেরার সময় ইস্তাম্বুলে ট্রানজিট নিমু দু'দিন। শ্যাষ শখ।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ফেসবুকে কি ফাঁস করেন আপনারা? হুমম?? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই পোস্টে মন্তব্য করাও আসলে যার যার পলিসির ব্যাপার। চোখ টিপি
আসুন সবাই নব উদ্যমে যার যার পলিসিকে জাগিয়ে তুলি। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।