বৃষ্টি বৃষ্টি সবুজ

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: শুক্র, ০৮/১০/২০১০ - ৭:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাল থেকে দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। চারদিক কান্না কান্না ঝাপসা। গাছপালা সব নেয়েধুয়ে সবুজের একশেষ। সকালে অফিসের উদ্দেশ্যে বের হতে গিয়ে দেখি বারান্দার গাছপাতার গায়ে ফোঁটায় ফোঁটায় জমাট কান্না। ছুটে এসে ক্যামেরা নিয়ে শাটার চাপলাম কিছুক্ষণ। অফিসের চারদেয়ালের মধ্যে বসে বৃষ্টি দেখার সুযোগ আর হয় নি সারাদিন। ফেরার পথে জ্যামের মধ্যে বসে কিছুক্ষণ, তারপর আজ সকালে আরেকদফা চেষ্টা চালালাম। কেটেছেঁটে এই বারোখান ছবি বেরুলো। বৃষ্টির জমাটি ছবি নয়, জমাট বৃষ্টির ছবি।

 

কাল সকালের তিনটা ছবি

DSC09045

 

DSC09063

আরেকটু কাছ থেকে ...

DSC09063_

 

সন্ধ্যায় লক্করঝক্কর ট্যাক্সিতে জ্যামের মধ্যে বসে তোলা

DSC09069

 

DSC09077

 

 

আজ সকালে

DSC09088

 

DSC09095

 

DSC09112

 

DSC09118

 

হঠাৎ আঁধারে

DSC09123

 

হঠাৎ আলোয়

DSC09124

 

সন্ধ্যায় এক ঝলক গোলাপি আকাশ!

pink sky


মন্তব্য

আঁকাইন এর ছবি

বৃষ্টির জমাটি ছবি নয়, জমাট বৃষ্টির ছবি।

হাসি

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

নাশতারান এর ছবি

হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাসনীম এর ছবি

শেষ ছবিটা দারুণ লেগেছে।

এই বৃষ্টিগুলো মিস করি খুব, ৯৬ সালে দেশ ছাড়ার পরে আর কখনো বৃষ্টির সময়ে দেশে যাওয়া হয় নি। মনে হয় এক জনম দেখা হয় নি এদের সাথে...

ভালো লাগলো বুনোহাঁস।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নাশতারান এর ছবি

হাসি

আমার বারান্দার ওইখানটা থেকে তোলা বেশ কিছু ছবি আছে। একেকটা একেক রঙের। আরো কিছু হলে ওগুলো নিয়েই আরেকটা ব্লগ দিবো নাহয়।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দ্রোহী এর ছবি

আপসুস!!!!!!!

সারা দুনিয়ায় আমি ছাড়া সবাই দারুণ ছবি তোলে। মন খারাপ


কাকস্য পরিবেদনা

নাশতারান এর ছবি

দুঃখের কিছু নাই। ছবি তুলতে পারেন্না তো কীস্যে? একজন ভাবী ফটোগ্রাফারের পৃষ্টপোষণ তো করতে পারেন, নাকি? লন, একটা ডিএসএলআর কিইন্যা দেন। চোখ টিপি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দ্রোহী এর ছবি

ভাবী ফটোগ্রাফার? মানে আমার জন্য আরেকটা বউ যে কি না ফটো তুলবে? তোমার মুখে ফুল চন্দন পড়ুন। হো হো হো


কাকস্য পরিবেদনা

নাশতারান এর ছবি

ভাবী=ভবিতব্য
ভাবি=ভাইয়ের বউ

এইবার দ্যান দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দ্রোহী এর ছবি

ভাবী=ভবিতব্য

ভবি=এক কল্পিত জেদি মেয়ে
তব্য=[সংস্কৃত কৃৎপ্রত্যয়] ঔচিত্য বা আবশ্যকতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়

তার মানে ভাবী=ভবিতব্য=এক কল্পিত জেদি মেয়ে আবশ্যক

এক কল্পিত [বিয়ে করলেই কল্পনা পর্বের সমাপ্তি ঘটবে] জেদি মেয়ে আমায় শাসন করছে! আহা কী সুখকর দৃশ্য! চোখ টিপি


কাকস্য পরিবেদনা

অদ্রোহ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

দ্রোহীদা, আপ্নে পারেনও...

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

নাশতারান এর ছবি

আপনার লিঙ্কেই দেখেন ভবি-এর আরেকটা অর্থ নাছোড়বান্দা। আমিই সেই অত্যাবশ্যক নাছোড়বান্দা ফটোগ্রাফার। কোনো ছাড়াছাড়ি নাই। এইবার ক্যাম্রা দ্যান! শয়তানী হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ! আর টেহা বাঁচলে আমারেও একখান পাঠাইবেন কইলাম!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সাফি এর ছবি

এই ইয়ে, দ্রোহীদা ক্যামেরা বিলাচ্ছেন বুঝি? আমাকে দিয়েন, আমি সেটা দিয়ে একটা ভিডিও করব - তাতে সাক্ষ্য দিব আপনি কেওকারাডং থেকে শুরু করে আল্পস এ নাশ্তা খেয়ে, রকি মাউন্টেইন, সিয়েরা নেভাদা হয়ে আন্দিজ এ একটু লাঞ্চ করে কিলিমানজারো পেরিয়ে কেটু ঘুরে এভারেস্টে উঠে ধুগোর দোকানে চা আর ঝালমুড়ি খেয়েছিলেন। আর হিলারি স্টপে তখন কি হয়েছিল আর কেনই বা শোধ নিতে ক্লিনটন মনিকাকে ধরল সে কাহিনী না হয় নাই বললাম।

অতিথি লেখক এর ছবি

মানিপ্লান্টের গায়ে জমে থাকা বৃষ্টির ফোঁটার উপর গগনচুম্বী অট্টালিকার বিম্বিত প্রতিচ্ছবি ভালো লাগলো! মানি ও অট্টালিকা দুটোই মধ্যবিত্তের ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে, কিপটে বৃষ্টির মতো!
রোমেল চৌধুরী

নাশতারান এর ছবি

ধন্যবাদ!!

ভূমির গানটা মনে পড়ে গেলো: “টেবিলে মানিপ্ল্যান্ট, শুধু মানির দেখা নাই গো, আমার ফক্কা পকেট রে!” হো হো হো

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

মুগ্ধতা!আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

জহিরুল ইসলাম নাদিম

নাশতারান এর ছবি

ধন্যবাদ হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার শহরের বৃষ্টি ভালো লাগে। গ্রামেরটা সেভাবে দেখি নাই। কিন্তু শহরেরটা ভালো লাগে, বারান্দায় চা হাতে ভালো লাগে, সকালে কাজে যেতে যেতে ভালো লাগে, ফিরবার সময় ভিজতে ভিজতে ভালো লাগে...
খালি ঢাকায় কিনা বৃষ্টি হলেই ড্রেনের সব গু-পানি উপচে উঠে একাকার করে দেয়! পদাতিক আমার তখন পুরা অসুস্থ লাগে, রিকশায় কাপড়ে দাগ লাগে, আর রাস্তার জমে থাকা পানি ছিটিয়ে দামী গাড়িগুলো হুশ হাশ বেরিয়ে গেলে স্রেফ গালি দিতে ইচ্ছা করে! আমি আসলে বেশ খ্রাপ! মন খারাপ

১, ৫, ১১, ১২ গুল্লি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

দেঁতো হাসি

আমার সবচেয়ে পছন্দ ২ আর ১২।

রাস্তায় গু-পানি না ওঠা পর্যন্ত সব ঠিক। সেদিন গুলশান-২ এ মেইনরোডের বামপাশে ড্রেনের পানি উঠে বিচ্ছিরি অবস্থা। রাস্তা পার হয়ে ডানপাশে চলে এলাম। রাস্তার পাশের কোনো এক বাড়ির লেবুগাছ থেকে সোঁদা বাতাসে ভেসে আসছিলো লেবুর গন্ধ। ভাবলাম, হায়রে ঢাকা! একদিকে গু'র গন্ধ আরেকদিকে লেবুর গন্ধ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অদ্রোহ এর ছবি

কাঠফাটা রোদ্দুর, প্যাঁচপ্যাঁচে বৃষ্টি, কাপন ধরানো হিম- কি নেই এই শরতে। কবিগুরু হয়তো এখন বলতে বাধ্য হতেন, আজিকে তোমার "বিকট" মূরতি হেরিনু শারদ ভাতে...

ছবিগুলো কিন্তু খাসা হয়েছে।

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

নাশতারান এর ছবি

ধন্যবাদ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

স্পর্শ এর ছবি

লাল আর সোনালী কাচের ছবি ভালো লেগেছে। পানির ফোঁটার ছবিগুলোতে পিছনের ভবন চলে আসায় ছবির আবেদন একটু কমেছে মনে হচ্ছে। তবে কালো ব্যাকগ্রাউন্ডেরটা সুন্দর।
চালিয়ে যান। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নাশতারান এর ছবি

ধন্যবাদ। আমার কিন্তু পেছনের ভবন চলে আসাতেই বেশি মজা লেগেছে!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমারো! আর পানির ফোঁটায় উলটা দিকের বিল্ডিংগুলোর প্রতিবিম্ব বেশ হয়েছ। ঐটা জুম করে আলাদা একটা ইন্টারেস্টিং ছবি বানানো যেতে পারে কিন্তু। চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্পর্শ এর ছবি

একটা সম্পুরক প্রশ্ন:
এই ছবিগুলো দেখে অনুমান করতে হবে, বুনোহাঁসের বাসা তাদের ভবনের কত তলায়?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

গুড কোয়েশ্চন! চিন্তিত
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তাসনীম এর ছবি

আসলেই এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছে.এখন..ওদের বাসা কয়তলাতে? ছবি দেখে মনে হয় ৯/১০ তলার দিকে হবে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নাশতারান এর ছবি

১১ তলায়।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

স্পর্শ এর ছবি

আমিও অনুমান করেছিলাম ১০।
তবে ১১ শুনে মনে হচ্ছে জানালার ওপাশে দেখা বিল্ডিং গুলোর ফ্লোর লেভেল আর বুনোহাঁসদের ফ্লোর লেভেল ম্যাচ করে না। একটু এদিক অদিক আছে। এ কারণেই এই ডিস্ক্রিপেন্সি। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নাশতারান এর ছবি

ফ্লোর লেভেল ম্যাচ না হওয়ার কথা না। একই কমপ্লেক্সের আলাদা আলাদা ব্লক এগুলো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নিবিড় এর ছবি
নাশতারান এর ছবি

হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

ছবি তো ভালু হইছে ঐ পিচকি ক্যাম্রা দিয়া। এইসব ছবি কি ম্যাক্রো মোডে তুলছ?
একটা ভালু দেইখা DSLR কিন্না ফালাও, তখন আরো মজা পাইবা।

যাও তুমারে কয়টা শিশির গিফট করি -

Dew_08

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাশতারান এর ছবি

এই রে! দিলো পোস্টটার জাত মেরে! খাইছে

ছবিগুলো সনি সাইবারশটের পিজিএম মোডে তোলা। DSLR কেনার টেহা নাই। টেহা দ্যাও। আর এই শিশিরের ছবির বড় ভার্শন মেইল করো আমাকে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

PGM মোডে তোলা হলে তোমার হাত বেশ স্টেডি বলতে হবে। আমার ছবিগুলো ঝাপসা হয় বেশিরভাগ সময়েই।

অনুপম, এই ছবিটা অসম্ভব সুন্দর! মেইল করলে খুশি হব, পিসির ওয়ালপেপার করতে চাই আপনার আপত্তি না থাকলে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নাশতারান এর ছবি

আইচ্ছা দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মেহবুবা জুবায়ের এর ছবি

বুনোহাঁস তোমার পোষ্টে আমার মন্তব্য করা হয়ে ওঠেনা, বানান ভুল একটা বড় সমস্যা তো বটেই। কিন্তু আর পারা গেলো না।
না অনেক গুন তোমার এক্কেবারে ফ্রেমে বান্দাইয়া রাখার মতো মে্যে তুমি।

--------------------------------------------------------------------------------

নাশতারান এর ছবি

হো হো হো

ওকে, ভাবি! বান্ধাইয়া রাখেন! দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

বইখাতা এর ছবি

শেষের ছবিটা খুব পছন্দ হলো।

নাশতারান এর ছবি

বাকিগুলা পছন্দ হয় নাই? Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাফি এর ছবি

ঢাকার মেঘ খুবই মিস করি। শেষ ছবিটা খুবই সুন্দর।

নাশতারান এর ছবি

হুমমমমম!!!!!!!!!!!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতন্দ্র প্রহরী এর ছবি

১, ৩, ১১ বেশ ভালো লাগলো।
আর শেষেরটা সম্পর্কে তো আগেই বলেছি, এটা আপনার ফটোশপের কারসাজি। আপনার পছন্দের রঙ গোলাপি, তাই ছবিটাকে ফটোশপে ঢুকিয়ে পুরা গোলাপি করে দিয়েছেন চোখ টিপি

নাশতারান এর ছবি

আবার দেখেছেন এই ছবি? না করলাম না মেয়েদের আকাশ দেখতে? চোখ টিপি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

স্বাধীন এর ছবি

এই মরার দেশে (ডেডমন্টন) কাক-বৃষ্টিতে ভেজার আনন্দটুকু খুবই মিস করি। একে তো সেরকম বৃষ্টি হয় না, আর হলেও ঠান্ডায় বৃষ্টিতে ভেজার কোন জো নেই ওঁয়া ওঁয়া

নাশতারান এর ছবি

আহারে!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

ফটুক ভালা।
দুষ্ট ডিএসেলার-ধারীরা বড়ই জ্বালাতন করিতেছে। আসেন তাদের বিরুদ্ধে একজোট হই - আমি আপনার ফটুকের প্রশংসা করি, আপনি আমার। পরষ্পরের 'পৃষ্টপোষণ' আরকি... (এইবার বুনোপার বানান পাইসি, মুহাহাহা)

নাশতারান এর ছবি

হ টিক বলেচেন চোখ টিপি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নীড় সন্ধানী এর ছবি

‍‌এরকম সুক্ষ্ণ চোখ আর নিষ্কম্প হাত থাকলে ডিএসএলআর লাগে না। ছবিগুলো দেখে হিংসিত হলাম। আমিও সনি এইচ৫০ পাবলিক। এরাম সুন্দর তুলতে পারিনি এখনো।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নাশতারান এর ছবি

এসব সান্ত্বনাই গরীবের ভরসা খাইছে

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রানা মেহের এর ছবি

গার্লি আকাশের পক্ষে ভোট দিলাম দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নাশতারান এর ছবি

গার্লি আকাশ জয়যুক্ত হইলো দেঁতো হাসি
গার্লি আকাশ জয়যুক্ত হইলো দেঁতো হাসি
গার্লি আকাশ জয়যুক্ত হইলো দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ব্যাঙের ছাতা এর ছবি

আহা! কত সুন্দর ! মনের মধ্যে একটু বৃষ্টি ঝরে গেল ছবিগুলি দেখে। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।