'মুক্ত হোক সচলায়তন' এবং 'হাইড্রোজেন কার'

ধ্রুব হাসান এর ছবি
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: মঙ্গল, ২২/০৭/২০০৮ - ১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

দু'টি বিষয়ে শেয়ার করার জন্য এই লেখা।
এক. গতকাল ATN Bangla Europe সচলায়তন উপর একটি রিপোর্ট করেছে। মনে হলো আপনাদের সবার সাথে তা শেয়ার করি। উল্লেখ্য এটিএন বাংলা য়ুরোপের দর্শক শুধুমাত্র যুক্তরাজ্যসহ য়ুরোপের অন্যান্য দেশের বাঙ্গালী জনগোষ্ঠি।

দুই. সম্প্রতি একটি কোম্পানী নতুন একটি গাড়ি বাজারে প্রদর্শন করেছে। এই গাড়ী দেখতে হুবহু অন্যান্য গাড়ীর মতোই কিন্তু এটি চলে হাইড্রোজেনে। ITM কোম্পানীর দীর্ঘ ১৫ বছরের ফসল এই গাড়ী। তাদের দাবী, মূলত পানি থেকে হাইড্রোজেন গ্যাস তৈরী করে তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে গাড়ীটি চালানো হয়। যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ তাদের মতামত প্রত্যাশা করছি ব্যাপারটা আরো ভালো করে বুঝতে।


মন্তব্য

নিরিবিলি এর ছবি

মুক্তহোক সচলায়তন...।

নিরিবিলি এর ছবি

মুক্তহোক সচলায়তন...।

আরিফুর রহমান এর ছবি

হাইড্রোজেন চালিত গাড়ি পরিবেশবান্ধব, এতে কোন বিতর্ক নেই।

কিন্তু একটা 'সাসটেইনেবল' জ্বালানী উৎস হিসেবে দীর্ঘমেয়াদে কতটুকু সফল হবে তা নিয়ে জল্পনা কল্পনা আছে।

ভিডিওটা দেখলে বুঝবেন... দুটি কাঁচামালের কথা বলা হয়েছে হাইড্রোজেন তৈরির উৎস হিসেবে।

পানি কোন সমস্যা নয়।

কিন্তু পানি ভেঙ্গে হাইড্রোজেন তৈরি করতে যে পরিমান বিদ্যুত শাক্তির প্রয়োজন, তা অন্যকোথাও উৎপাদন করতে হয় এবং পাল্লায় তুললে এই বিদ্যুত দিয়ে অপেক্ষাকৃত কম পরিমান হাইড্রোজেন পাওয়া যায়।

আর বিদ্যুৎ উৎপাদনেও বিপুল পরিমান তেল পোড়ানো হয়। একসময় যখন তেল ফুরিয়ে যাবে তখন হয়তো আনবিক শক্তিই ভরসা।

কিন্তু সেটাও খুব একটা নিরাপদ জ্বালানী না।

সৌরভ এর ছবি

হাইড্রোজেন কার এর ভিডিও তে এটিএন বাংলার রিপোর্টে ছোট একটা বিভ্রান্তি আছে। আইটিএম এর ভদ্রলোকের বলা কথা খেয়াল করলেই সেটা বোঝা যায়।

আইটিএম পাওয়ার কোম্পানি বলছে, পানি থেকে সহজে হাইড্রোজেন তৈরির জন্যে একটা নতুন প্রযুক্তি তৈরি করেছে তারা

হাইড্রোজেন ফুয়েলড কার এর গবেষণা অনেক পুরনো। হোন্ডা এর মধ্যেই বাণিজ্যিক ভিত্তিতে হাইড্রোজেন কার বাজারে ছেড়েছে
এই প্রযুক্তির সবচেয়ে বড় সমালোচনা -
পরিবেশ-বান্ধব বলা হলেও, হাইড্রোজেন তৈরির জন্যে যে বিদ্যুত লাগে সেই বিদ্যুত তৈরির পেছনের দূষণ ও খরচ হিসেব করলে খুব একটা যুতসই নয় এই প্রযুক্তি।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- বাতাস দিয়া জ্বালানী বানায়া সেইটা দিয়া গাড়ি চালানোর কোনো উপায় বাইর হৈলে কইয়েন। এ ছাড়া কোনো উপায় দেখি না।

এটিএনের রিপোর্টে সচলায়তনে শ্যালিকা বিষয়ক কোনো ক্লীপ না থাকায় বিশ্ব শ্যালিকা হান্টিং এসোসিয়েশনের তরফ থেকে প্রতিবাদলিপি কার কাছে পাঠানো যায়, এট্টু জানায়া দিয়েন জনাব।

তাছাড়া পুরা রিপোর্টে ইয়া হাবিবি চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধ্রুব হাসান এর ছবি

শালিকার সংখ্যা বাড়ান!চোখ টিপি পারলে শালিকা নিষয়ক পোষ্টরে রাজাকার বিরোধী পোষ্টের মত জনপ্রিয় বানান, হেরপর দেখবেন এক্কেরে হিট!

সুমন [অতিথি] এর ছবি

ধুসর গৌধুলি, আপনার স্বপ্ন বেশ কয়েক বছর আগেই পুর্ন হয়েছে, এম ডি আই নামের এক অরগানাইজেশন অলরেডি এই ধরনের গাড়ি বানিয়ে ফেলেছেন, এবং কথা ছিল ২০০৮ এর শেষেই টাটা মোটর এর ফাইন্যান্সে এই গাড়ি ইন্ডিয়াতে নামানো হবে। বিস্তারিত জানতে air powered car লিখে গুগোল এ সার্চ করুন, আর ইউ টিউবে দেখুন চলমান সেই গাড়ির ভিডিও, আমি তো সেই তখন হতেই অধির আগ্রহে একটি কিনবার অপেক্ষায় আছি। হাঃ হাঃ হাঃ হাঃ

হিমু এর ছবি

হাইড্রোজেন উৎপাদনের জন্যে আসলে নবায়নযোগ্য শক্তির উৎসের কথাই ভাবা হচ্ছে। তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করলে তো যে লাউ সে কদুই।

হাইড্রোজেন চালিত গাড়ি বানালেই হবে না, হাইড্রোজেন অবকাঠামো তৈরি করতে হবে। আরো বিভিন্ন ইস্যু আছে, শব্দ, নিরাপত্তা, হাবিজাবি।


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

হাইড্রোজেন কার নিয়ে কোন ধারণা নেই। এটা কি তবে বায়ো-ডিজেলের মতো কিছু হবে? কোন এক হিসাবে দেখলাম পৃথিবীর মোট উৎপাদিত খাদ্যের মাত্র ১৬ভাগ মানুষ খায়, ৩৬ভাগের মতো দিয়ে জ্বালানী তৈরী হয়, বাকী পশু খায়, সিস্টেম লস হাবি তাবি। পাম চাষের জন্য ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ বন উজাড় করে ফেলা হচ্ছে।

হাসান মোরশেদ এর ছবি

হাইড্রোজেন কার নিয়ে বিশেষজ্ঞরা কথা বলুক ,আমি ফাঁকে ধ্রুব হাসানকে ধন্যবাদ জানিয়ে যাই--সচল ব্যানের খবর প্রকাশের জন্য ।
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধ্রুব হাসান এর ছবি

আপনাকেও ধন্যবাদ দেখার জন্য।

রাফি এর ছবি

সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
সচলায়তন মুক্ত হোক সচলায়তন মুক্ত হোক
-----------------------------------

অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

স্বপ্নাহত এর ছবি

আমার নেটস্পীড ২ কেবিপিএস।

ক্যাম্নে কি? মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

দ্রোহী এর ছবি

হা হা হা.....
আমার নেট স্পীড:
আটলান্টার সার্ভারে
Last Result:
Download Speed: 93973 kbps (11746.6 KB/sec transfer rate)
Upload Speed: 15552 kbps (1944 KB/sec transfer rate)

ইউরোপের সার্ভারে
Last Result:
Download Speed: 38813 kbps ( 4851.6 KB/sec transfer rate)
Upload Speed: 11329 kbps (1416.1 KB/sec transfer rate)


কী ব্লগার? ডরাইলা?

ধ্রুব হাসান এর ছবি

সবাইকে ধন্যবাদ যারা হাইড্রোজেন গাড়ী নিয়ে কথা বললেন। মূলত প্রযুক্তি ও বিজ্ঞানের আবিষ্কারগুলো আমাকে বেশ টানে কিন্তু বুঝি নিতান্তই কম। নিউজ এজেন্সী থেকে যখন ফুটেজটা পেলাম, দেখেই আমার ভালো লেগেছিলো, কিন্তু আমার রিপোর্টার সাহেবের রিপোর্ট থেকে ঠিক বিশদ ধারনা পেলাম না। তাই এখানে পোষ্টালাম। ব্লগের মজাটাই এখানে, হরেক রকমের মতামত থেকে একটা আপাত সিদ্ধান্তে আশা যায়! প্রায়োগিক দিক থেকে আবিষ্কারগুলো কতখানি বাস্তবসম্মত তার একটা ধারনা পাওয়া যায়। অনেক ধন্যবাদ সবাইকে।

দ্রোহী এর ছবি

০১.
সচলায়তন মুক্ত হউক।

০২.
হাইড্রোজেন জ্বালানী নিয়ে একটা মুভি আছে -চেইন রিঅ্যাকশন, কিয়ানু রীভস এর।

ময়লা আবর্জনা প্রসেস করে শক্তি উৎপাদনের ব্যবস্থা করা জরুরী। যা পরিস্থিতি দাড়াচ্ছে। কিছুদিন পর ময়লার নিচে তলিয়ে যেতে হবে।


কী ব্লগার? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলায়তন বিষয়ক টিভি-কাভারেজটির সভিডিও খবর জানানোর জন্য ধ্রুব হাসানকে ধন্যবাদ।

গাড়ি বিষয়ে কোনও মতামত নেই। আদার ব্যাপারী টাইপ ব্যাপার তো! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা কি সচলায়তনের দিগন্ত সরকার নাকি!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হোন্ডার এফসিএক্স কি দোষ করল? এটা তো এখনই ক্যালিফোর্নিয়াতে চলছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।