গুরুচন্ডালী - ০১০

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বুধ, ০৮/১০/২০০৮ - ৫:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তালাচাবি মার্কায় ভোট দিনঃ

না, কোনো নির্বাচনে প্রার্থীর প্রচারের দায়িত্ব পাইনি। খুব প্রিয় একজন মেম্বারের কথা মনে পড়ছে এই ক্ষণে। তিনি আর কেউ নন, সচলায়তন ইউনিয়ন পরিষদের মান্যবর গমচোর শালিখেলাপি মেম্বর "দ্রোহী"। অনেকদিন ধরে লা-পাত্তা তিনি। নানাজনে নানা কথা বলে এ নিয়ে। আমি অবশ্য বিশ্বাস করি, সকল স্ত্রীকুলের অগ্নিচক্ষু উপেক্ষা করে তিনি পত্রপাঠ সচলায়তনে যোগ দিয়ে আমাদের বাধিত করবেন। বলাই বাহুল্য, মেম্বরের শোকে চেয়ারম্যান কঠিন জ্বর-কাশিতে ভুগছেন আর ছড়া-টড়া লিখে যাচ্ছেন। এটা অবশ্য অসমর্থিত দুষ্টলোক প্রদত্ত তথ্য! হাসি

ঈদ ও চন্দন দ্বীপের রাজকন্যাঃ

গেলো সোমবার রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। ঘুমিয়ে পড়লে অন্য বারের মতো এবারো ঈদের নামায থাকতো শিঁকেয় তোলা হয়ে। সময়মতো পাঞ্জাবি গায়ে চড়িয়ে, তাতে সুগন্ধি -টুগন্ধি মেখে, নামায শেষে জনগণের সঙ্গে জাতাজাতি-জাবড়াজাবড়ি-পাচড়াপাচড়ি করে বাসে, ট্রামে, চেয়ারে, সোফায় ঢুলঢুল করে অবশেষে নিজের বিছানায় এসে ধপাশ! পরদিন এবং তার পরদিন সুযোগ এসেছিলো হাতের রিমোট নেড়ে এনটিভি-চ্যানেল আই-এটিন বাংলা পরিদর্শনের। অনেক দর্শনীয় জিনিষের মাঝে যা মন কাড়লো তা হলো নায়ক ওয়াসিম ভাই অভিনীত চন্দন দ্বীপের রাজকন্যা। প্রিয় নায়িকা অঞ্জু ঘোষ আর ইলিয়াস কাঞ্চনের কী আরেকটা ছবি ছিলো, নামটা মনে নেই। খালি অপেক্ষা করছিলাম কখন পর্দায় অঞ্জু ঘোষকে দেখা যাবে, আর তাঁর ডায়ালগ নিঃসৃত নিঃশ্বাসের ফোঁসফোঁস শব্দে কান খাড়া হয়ে যাবে! ওখানে আবার পোয়াবারো হিসেবে লাস্যময়ী নূতনও হাজির হয়েছিলেন বেশ কয়েকবার। চোখ টিপি

... এবং দূরালাপনীঃ

বৃহষ্পতিবার খুব সকালে ঘুম ভেঙে গেলো। একটু বুড়িয়ে গেছি বুঝতে পারি যখন দেখি শত চেষ্টায়ও আর ভেঙে যাওয়া ঘুম আর জোড়া লাগাতে পারিনা। কী আর করা, ফোন টেপাটেপি শুরু করলাম। উদ্দেশ্য ঢাকায় ফোন লাগানো। এক বন্ধুর নাম্বারে ঘুরাচ্ছি তো ঘুরাচ্ছিই। কী এক আজব সাউন্ড শোনায়, বিজি টোন নাকি লাইনই ঢুকে না- আওয়াজ শুনে বোঝার উপায় নেই। পাক্কা দেড় ঘন্টা ট্রাই করলাম একবার বাসার ফোনে আরেকবার মোবাইল ফোনে পর্যায়ক্রমে। দেড় ঘন্টা পর ত্যাক্ত হয়ে মাথার পরে কম্বল মুড়ি দেওয়ার আগে মোবাইল খুলে নাম্বারটা যাচাই করতে গিয়ে দেখি দুইটা নাম্বারেরই তিন আর চার নম্বর সংখ্যাটা জায়গা বদল করে আছে। মানে দেড়টা ঘন্টা হুদাই জলে গেলো, ঘুমানোর চেষ্টায় শুয়ে শুয়ে হাতিঘোড়া মারলেও এতোক্ষণ কাম হইতো!

এর আগে কথা হয় বাড়িতে। এটা রুটিন। প্রতি ঈদের সকালেই। প্রতিবারই ফোন করলে শুনি এইমাত্র নামায শেষ করে ঘরে ফিরলেন আব্বা। কথাহয় সাধারণ, এটাসেটা নিয়ে। এরপরের ঘটনাটা ঘটে খুব দ্রুত। আব্বার হাত থেকে ফোন চলে যায় মায়ের কাছে। প্রথম প্রথম এই পর্যায়ে দশ মার্কের ক্যুইজ দিতে হতো! কী রান্না হলো, কী খেয়েছি, কেমনে রেঁধেছি- এইসব! সাথে থাকতো ডেজার্ট হিসেবে হাউমাউ কান্না। গত কয়েকবছর ধরে এই সুযোগটা ভদ্রমহিলা পাচ্ছেন না। ফোন হাতবদল হওয়ার সময় থেকেই শুরু হয়ে যায় আমার হাউকাউ। ফোন কানে তুলেই জননী তব্দা খেয়ে যান, "পোলা কি সামনে ইলেকশনে খাড়াইবো নাকি!" আধা মিনিটের মতো তুমুল হৈচৈ করে পরে জিজ্ঞেস করি, কী রান্না হলো, কে কে এলো, কে কে আসবে, ক্যামনে কী!
বেচারী আমার প্রশ্ন, পাতি প্রশ্ন, লেঞ্জা প্রশ্ন- এসবের জবাব দিতে দিতে হঠাৎ বলে ওঠেন, "চুলায় কী জানি পুড়লো রে!" আমিও চামে দিয়া বামে কেটে পড়ি।

... এবং তুমি

এবং তোমাকে বলার আপাততঃ এখানে কিছুই নেই। তুমি সচলায়তন পড়বে না, পড়লেও এই লেখার মাথামুণ্ডু কিছুই বুঝবে না! তারচেয়ে আগে তো তোমাকে খুঁজে বের করি, তারপর নাহয় কথার ঝাঁপি খুলে নিয়ে বসা যাবে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তুমিটা কে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তুমিটা কে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কর্লে কি হবে?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍গান্টা কার্গাওয়া? বেশ মিল পাইলাম এইটার্সাথে। এগো নামও জানি না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনিস মাহমুদ এর ছবি

ভাল গান। গাতক আর গিটারুও খুব ভাল। কিন্তু গিটারুর পিছনে তালকানা ওই ব্যাটা কে? কুঁজোর চিত্ হয়ে শোয়ার শখ! সারাটা সময় ধরে ব্যাটা বিড়ি ফুঁকল আর বেতালে হাততালি দিয়ে গানের বারো বাজাল।

.......................................................................................
Simply joking around...

ধুসর গোধূলি এর ছবি

- আমার দেয়া গানটা মনেহয় বাউণ্ডুলে বলে কারো গাওয়া। আর সন্ন্যাসী জীর গানের বারোটা বাজানো পোলাটারে আমার চাইতেও বেতাল মনে হইছে। তবে নো অফেন্স, সবাইরেই পুরা 'ড্রাই-হাই' মনে হৈছে! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

দারুন গিটার বাজায় ছেলেটা, আমিতো গানের চেয়ে ওর গিটারই বেশি শুনলাম, ইসস এমন যদি বাজাতে পারতাম, গানের ছেলেটার গলাও খুব ভাল।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

আহা

অমিত আহমেদ এর ছবি

বুঝছি। কাহিনী প্যাঁচ খাইছে।

সন্ন্যাসী'দার দেয়া গানটা তো দারুন। কে/কারা জানতে পারলে ভাল্লাগতো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ধুসর গোধূলি এর ছবি
ভূঁতের বাচ্চা এর ছবি

পড়ে ভাল লাগল।

তুমি-কে হারিয়ে ফেলেছেন কিভাবে এবং তুমিটা কে ?

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- স্যরি বাচ্চা ভূত, গানটা মাইলসের না, ফিডব্যাকের। গানের কথা সুর শুদ্ধা মনে বাজতাছে সেই তখন থেকে। তুমি-রে খুঁজে পাইলে জানান দিবো নে।

মজার ব্যাপার কি জানেন, আপনেরে দেখলেই আমার একটা ছড়ার কথা মনে পড়ে। 'মামদো ভূতের ছানা আমি, দামদো আমার ভাই,
সৃজন বনে মানুষ পেলে-
হাঁড় চিবিয়ে খাই।' হাসি

মজার না ছড়াটা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

তুমি'কে বলা কথা গুলোতে হয় বালতি আবেগ ঢালছেন ভাই!!!

প্রতিদিনের ধুগো কোনটা...লেখার উপড়ের অংশের নাকি শেষের প্যারারটা??

কল্পনা আক্তার

.............................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

ধুসর গোধূলি এর ছবি

- আবেগের পরিমান বেশি না, এই ধরেন তিন আঙুলের প্রথম ভাগের এক চিমটি লবন, এক মুঠ গুড় আর আধাসের দুষিত পানি। তারপর দিলাম আল্লার নামে ঘুটা...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পান্থ রহমান রেজা এর ছবি

আহারে ছোটবেলার নায়িকা গোর কথা মনে করাইয়া দিলেন। ঝন্টু'র সিনেমায় নূতনের নাচ কতকাল দেখি না কন তো!
আর তুমি টা কে তা ছবিসহ প্রকাশ করার জোর আবেদন জানাচ্ছি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধুগো যথারীতি পাবলিকরে আবুল বানাইছে। নানা বিষয়ে নানা কথা কইয়া শেষে একটা "তুমি" ধরায়া দিছে। আর পাবলিক সেইটা নিয়াই প্যাঁচ খাইতাছে। অ্যাখন নিশ্চয়ই ধুগো সবার অবস্থা দেইখা মুচকি মুচকি হাসতেছে।

আহা! কতদিন পর ওয়াসীম আর অঞ্জু ঘোষের কথা মনে করিয়ে দিলেন। সিনেমাটিতে একটা গান ছিল বোধহয় "আমি তোমারই প্রেম ভিখারী"। কলেজের পোলাপান "প্রেম" শব্দটাকে বদলে অন্য কিছু করে দিতো। আর নূতন-এর ব্যাপারে বলতে গেলেতো একটা আস্ত পোস্ট দিতে হবে।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অমিত আহমেদ এর ছবি

দেন, আস্ত একটা পোস্ট দেন। নূতন সম্পকে জানতে চাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ধুসর গোধূলি এর ছবি

- আস্তা-আধেক যেই পোস্টই দ্যান ভাই একটু রয়েসয়ে দিয়েন। বুঝেনইতো আমি মনীষা কৈরালা, চম্পা আর নূতনরে বিশেষ ভালো পাই চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হই মিয়া... এইসব ভগিচগি রাখেন... ঝাইড়া কাশেন... কাহিনী কি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
তীরন্দাজ এর ছবি

নম্বার ঠিক থাকলেও আজকাল দেশে ফোন করা কঠিন। ওদের কথা বুঝি, ওরা আমার কথা বোঝে না। আপনাদেরও কি এমন হয়?

গতকাল এক বন্ধু বলল, আমি নাকি চাইনীজ বলছি। তাই বুঝতে পরছে না। তারপর তার বউ এসে একটা দু'টো শব্দ বুঝে বললো, ও নাকি চাইনিজ শিখেছিল, তাই বু্ঝতে পেরেছে।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ধুসর গোধূলি এর ছবি

- মোবাইলে লাইন পাওয়ার পরে তো স্পষ্টই কথা বুঝলাম আমি। তবে বাসার ফোনে একটু সমস্যা হয়েছিলো।

তীরুদা, আরেকটা খিচুড়ি ভক্ষণের আয়োজন করা যায় না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তীরন্দাজ এর ছবি

অবশ্যই করা যায়! মিউনিখে আসেন দলবল নিয়ে। আমি তো অনেকবারই বলেছি।

দোস্তদের সাথে কথা বলে প্ল্যান করেন, আমি আছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

লেখাটা জব্বর হইছে।
কিন্তু 'তুমি' লইয়া প্যাচটা লাগাইলো কে ? ধুগো না কি পাবলিকে। ক্যান্, কারো কি তুমি থাকতে নেই নাকি ?
মানুষগুলান যে এতো হিংসুক হইলো কেমনে, বুঝিনা।

ধুগো ভাই, পাছে লোকে কিছু বলবেই। এসব কেয়ার করবেন না।
একটা মহাজন বাণী শুনাই-
নিন্দুকে নিন্দা করবেই। এতে বিচলিত হওয়ার কিছু নেই। বরং নিন্দুকে প্রশংসা করলেই সাবধান ! সতর্ক হয়ে যাও।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

তিনি আর কেউ নন, সচলায়তন ইউনিয়ন পরিষদের মান্যবর গমচোর শালিখেলাপি মেম্বর "দ্রোহী"। অনেকদিন ধরে লা-পাত্তা তিনি।

এনারে আমরা ক'জনেও খুঁজতেছি; খালি পিছলাইয়া যায়।

ধুসর গোধূলি এর ছবি

- সমাধান আছে, কয়েক বস্তা সাদা ছাই!
পকেটে নিয়া ঘুরতাছি, একবার পাইলেই হইছে। আর ছাড়াছাড়ি নাই। কাইক্কা আর টাকি মাছ দিয়া মহড়া দিছি, যাইবো কই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

আসলেও দ্রোহী ভাইকে অনেকদিন সচলে দেখিনা, ব্যাপার কি? চিন্তিত
গানটা খুব সুইট কিন্তু আপনি শেষে আবার "তুমি" দিয়ে সবাইকে সাসপেন্সে ফালায়ে দিলেন। এই "তুমি"টা কে? ভেলেনটিনার পর এখন আবার নতুন কে? মনেতো হচ্ছে মাইয়া, নাকি না? চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুশফিকা মুমু এর ছবি

আই হ্যাভ নো মতলব গড়াগড়ি দিয়া হাসি আমি মতবল-less গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

অসাধারণ একটা লেখার এ কী করুণ পরিণতি।
না। পোলাটারে লইয়া বড়ই চিন্তার মধ্যে আছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- আরে গুরু, বুঝেন না। আমি তো চিন্তা করি এই করুণ পরিণতির মইধ্যে আপনের এই অসাধারণ লেখাটা আসলো ক্যামনে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

গুরু হাচা কথা কইয়া দিই। আপ্নে যাই লেখেন আমার কাছে অসাধারণ লাগে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- বুঝছি, দ্যাশে গিয়া আর কাউরে কিছু খাওয়াই বা না-খাওয়াই আপনেরে কিছু খাওয়ানই লাগবো। কী খাইবেন লিস্টি করতে থাকেন গুরু! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

এই তুমি যে কে, তা জানতে আমারও যে খুব মন চাইতেসে, তা কিন্তু আমি কাউরেই বলব না, আপনারেও না! চোখ টিপি

আমার তো মনে হয়, মায়ের সাথে যে কাজ করেন, এইখানেও একই ফর্মূলা অ্যাপ্লাই করতেসেন! লোকজন মূল লেখা থেকে সইরা এখন খালি এই তুমির পিছনে ছুটতেসে! হো হো হো

হাচা কইরা কন তো, কারে ফোন করার জন্য দেড় ঘন্টা গুঁতাগুঁতি করছেন অত রাইতে? আপনের নাম্বারটা দেন তো চোখ টিপি

বস, লেখাটা আমারও চরম লাগসে। হাসি

ধুসর গোধূলি এর ছবি

- কারে ফোনাইছি এইটা কইয়া পুষ্করিনী কাইট্টা নীলতিমি আনি আরকি! অত চাল্লু আমি না বিডিআর ভাই! চোখ টিপি

সবাই যখন দৌড়ায় লন তাইলে আমরাও দৌড়াই! খাড়ায়া রইছি ক্যান আমরা? রেডি ওয়ান টু থ্রী...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

ক্যান! সমস্যা কি! নতুন একখানা পোস্ট লিখবেন- ধুগো'র পুষ্করিনীতে কয়েকটি নীলতিমি‍! হো হো হো

গুরু, বেশি দৌঁড়াইলে দেখবেন এমন এক জায়গায় পৌঁছায়া গেছেন যেখানে কোন ভ্যালেন্তিনা বা কোন শালী পাইবেন না। তাই খুব খিয়াল কইরা! চোখ টিপি
_______________
বোকা মানুষ মন খারাপ

স্বপ্নাহত বালক এর ছবি

তুমি সচলায়তন পড়বে না, পড়লেও এই লেখার মাথামুণ্ডু কিছুই বুঝবে না!

মাইয়া বাংলা বুঝেনা? জর্মন দেশী?

ব্যাপার নাহ গুরু। ছোটবেলায় এরম একটু আকটু হয়। বড় হইলে ঠিক হয়া যাব।

ধুসর গোধূলি এর ছবি

- একটা আইসা কয় আমারে নিয়া বলে টেনশনে আছে, আরেকটায় আইসা শার্লক হোমস সাজে। এখন দেখি বাকীটা আইসা কী কয়! কই ঐটা? কিলিবিলির লগে খিলখিল করে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

ধূসর গোধূলিও বিষণ্নতায় আক্রান্ত হয়...

ধুসর গোধূলি এর ছবি

- আরে নাহ লীলেন ভাই। এগুলা এমনি এমনি...!

আপনার নাটকটা আমাদেরকে দেখানোর কোনো ব্যবস্থা হলো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

চিন্তিত
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ধুসর গোধূলি এর ছবি
রানা মেহের এর ছবি

সুন্দর লেখা ধূসর গোধুলী
মায়ের জন্য মন কেমন করে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।