বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা জা-কা-জা ভায়রা ভাই পরিষদ তাহার পূর্বের সকল তদন্তকর্ম স্থগিত করিয়া দিয়াছে। আপাততঃ মহাজটিল কেইস নিয়া মগজধোলাইয়ে ব্যস্ত হইবার নিমিত্তে উহার সকল সদস্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় (রেড এলার্ট) রাখা হইয়াছে। জনৈক ফারুক ওয়াসিফ মহোদয়ের সাসপেন্স পোস্ট ও তাহার মন্তব্যসমূহের ওপর তীক্ষ্ণ নজরদারী জোর হইতে জোরদার করা হইয়াছে। প্রশ্ন সামনে একখানাই- সুমন চৌধুরী'র শ্যালিকা সংখ্যা! তবে তাহার আগে তদন্ত আগাইতেছে জনৈক ফারুক ওয়াসিফের পোস্টের মন্তব্য সমূহের সূত্র ধরিয়া। বদ্দা ওরফে সুমন চৌধুরী'র উইকেট কি আসলেই ডাউন! তিনি কি সত্যই অবিবাহিত স্ট্যাটাস হইতে 'মৃত' স্ট্যাটাস গ্রহন করিয়াছেন!! জানতে হইলে আমাদের সঙ্গেই (মানে এই পোস্টের সঙ্গে আরকি!) গাব গাছের আঠার মতোন লাগিয়া থাকুন...
আপডেট ১:
গোয়েন্দা সংস্থা জা-কা-জা ভায়রা ভাই পরিষদ একটি সরেজমিন তদন্ত কমিশন মাঠে নামিয়েছে। উক্ত কমিশন অচিরেই (আজ বা কালের মধ্যেই) কাসেলপুর রওনা হয়ে যাবে। ঘটনার অনুঘটক পীরে কামেল সাইয়্যেদ আল হা-চি আল সুদানী আল কাসেলপুরী কৃষ্ণপক্ষের আঁধারে গা ঢাকা দিয়েছেন। তাঁর গায়ের বর্ণ আর কৃষ্ণপক্ষের আঁধার ম্যাচিং হয়ে যাওয়াতে খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে। তবে এনশাল্লাহ্ তেনাকে লোকেট করা হবে...
আপডেট ২:
নাসার সাথে যোগাযোগ করা হয়েছে। তারা স্যাটেলাইট মারফত প্রাপ্ত যাবতীয় তথ্য (জিষ্ট অনলি) জা-কা-জা ভায়রা ভাই পরিষদের কাছে হস্তান্তরে রাজী হয়েছে। ডয়েচে টেলিকমেও যোগাযোগ করা হয়েছে।
আপডেট ৩:
প্রাপ্ত উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে বেসরকারী ভাবে এই মতে আসা গেছে যে গঠনা আসলেই গঠিয়াছে। ডয়েচে টেলিকমের নিজস্ব স্যাটেলাইট মোতাবেক গঠনার গঠনকাল গতকল্য আনুমানিক দ্বিপ্রহর (একটু আগ-পিছ হইতে পারে)। কিন্তু টাইমজোন নিয়া কিঞ্চিৎ কনফিউশন আছে। নাসার উপাত্তের জন্য অপেক্ষা...
আপডেট ৪:
ঢাকায় অতর্কিতে ফিল্ড ইনভেস্টিগেশনে অবস্থানরত জা-কা-জা ভায়রা ভাই পরিষদের আন্ডারকাভার এজেন্ট হইতে এই মাত্র স্যাটেলাইট ফোনে খবর আসলো, সুমন চৌধুরীর শ্যালিকার সংখ্যা উদ্ধার করা হইয়াছে।
ঠিক কতোজন শ্যালিকা বিদ্যমান তা স্যাটেলাইট গোলযোগের জিরজির শব্দের দরুণ অস্পষ্ট ভেসে আসলেও এটা বুঝা গেছে সংখ্যা একের অধিক।
সর্বশেষ আপডেটঃ
গঠনা যা গঠিয়াছে তাহা পুরাই সঠিক। মাননীয় ধুসর গোধূলি এবং বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা জা-কা-জা ভায়রা ভাই পরিষদ দীর্ঘ আড়াই দিনের ফিল্ড ইনভেস্টিগেশনের এই মর্মে স্থবির সিদ্ধান্ত গ্রহন করিয়াছে। বদ্দা কথা বলার ফাকে ফাকে হা করিয়া আকাশ পানে চাইয়া থাকে তো থাকেই, ঘন্টার পর ঘন্টা কাটিয়া যায়। পাপিষ্ঠ কালীদাস মোঢিমু'র মতে বদ্দাকে তখন 'ডাবল ক্লিক' করিলে তবেই বদ্দা তাঁর ঐতিহাসিক "হ" বলিয়া ধরাধামে ফিরিয়া আসেন। এদিকে জা-কা-জা ভায়রা ভাই পরিষদের খন্ডকালীন আন্ডারকাভার এজেন্ট অচ্ছুৎ বলাইকে সর্বসম্মতিক্রমে পূর্ণকালীন বোরখা এজেন্টে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হইয়াছে মজলিশে শূরার বৈঠকে। খবরে প্রকাশ তাঁর একমাত্র শ্যালিকা কাশফিয়া তাসনুভা টুকটুকিকে বলাই ভাবী মাননীয় ধুগো'র হাতে সঁপিয়া দিতে রাজী হইয়াছে (ভাইয়েরা সবাই আমিন বলেন)।
মোঢিমু আল হা-চি আল সুদানী আল কাসেলপুরী'র বিরুদ্ধে ইম্পিচমেন্টের আয়োজন করা হইতেছে তোড়েজোড়ে। সময় পাইলেই সে কখনো বলাইদা'র টুনিট্যাক ল্যাপিখানা দখল করিয়া আবার কখনো বদ্দার ঢাউশ সাইজের ডেস্কটপখানায় বসিয়া গিয়া মডুগিরিতে মন্দিতেছে। চান্স পাইলেই বলাই'দা মোঢিমুকে আমার সহিত সশস্ত্র সংগ্রামে লেলাইয়া দিয়া নিজে সচলে ঢুকিয়া বুয়েটীয় পোস্টের হিট কাউন্ট করিয়া চলেন। আর বদ্দা'র কথা তো বললাম ই! ঐদিকে বলাই ভাবী আসিয়া মাঝে সাঝেই 'ফালু' আর 'কোকো'র খবর লইয়া যাইতেছেন। (আমাদের সবার অত্যাচার অনেক ধৈর্য্য ধরে সহ্য করেছেন বিধায় ভাবী এই জায়গায় একটা আন্তরিক ধন্যবাদ পেতে পারেন।)
আর আমি, খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করলাম বদ্দারে মৃত বানানোর পিছনে কোনো আন্তর্জাতিক কালীদাসীয় চক্রান্ত বিদ্যমান কীনা! কোনো এক পাহাড়ের চূড়ায় মোঢিমুর সাথে হালকা কলার টানাটানি জাতীয় এ্যাকশনকে দূরে সরিয়ে রাখলে বলা যায়, এই ইনভেস্টিগেশন মোটামুটি এ্যাকশনহীন!
আমরা বদ্দার বিবাহিত তথা মৃত জীবনের অনাবিল সুখশান্তি কামনা করছি। আপনারা সঙ্গেই থাকুন। জানুয়ারীতে আরেক দফা ইনভেস্টিগেশন হবে। তবে সেটা হবে বরযাত্রা ইনভেস্টিগেশন... টিল দ্যান সাইওনারা!
[ বিদ্রঃ যেহেতু তদন্ত চলিতেছে তাই এই পোস্ট আপডেট হইতে থাকিবে অহরহ ]
মন্তব্য
ইয়ে, মানে জনৈক খাট্টুনিষ্ঠের খোমাখাতায় কিছু চিত্র পাওয়া গেছে। তদন্তের স্বার্থে লিংক দেয়া হলো না।
- গুডজব মওলানা!
তদন্তের আপডেট চলিতেছে। জা-কা-জা ভায়রা ভাই পরিষদের সকল সিক্রেট এজেন্টকে একখানা ব্যানার বানাইতে নোটিশ জারী হইলো গোপন মজলিশে! উহা সময়মতো টাঙ্গানো হইবে সচলায়তনে, না টাঙ্গাইলে আমরণ অনশন... আয়োজনে- জা-কা-জা ভায়রা ভাই পরিষদ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গত রাত দশটায় জা-কা-জা'র জাপান কমিটির একমাত্র সদস্যটি ঢাকা বিমানবন্দরে অবতরন করেছে বলে খবর পাওয়া গেছে।
কোনো গোপন মিশন নিয়ে সে গেলো কিনা তা যাচাই বাছাইয়ের প্রস্তাব করছি।
- গোপন মিশনের কথা এমনে সবার বলিয়া দিলে কীরূপ?
ঢাকাতে সরেজমিন তদন্ত করিতে হইবে না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওকে। তাহলে এভাবে বলা হোক।
জা-কা-জা'র একজন প্রতিনিধি ইতোমধ্যে তদন্ত উদ্দেশ্যে ঢাকায় গিয়েছেন বলে জানা গেছে ।
- ঢাকায় অবস্থানরত আন্ডারকাভার এজেন্ট কাবাবের দোকান হইতে এই মাত্র যোগাযোগ করিয়াছেন
আপডেট যোগিত হইয়াছে...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাননীয় আদালতের কাছে ততন্তের স্বার্থে নিজের আবেদনগুলো বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি
০১
ফারুক ওয়াসিফরে সাত দিনের রিমান্ডে নেয়া হোক
০২
ক্যামেলিয়া আলমরে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানাচ্ছি
(যেহেতু ফেসবুকে এই বিষয়ে ফারুক-ক্যামেলিয়ার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে)
০৩
সবুজবাঘের সমস্ত শাস্তির উপরে ইনডেমনিটি আরোপ করে তাকে রাজসাক্ষী বানানো হোক
(সে বিয়েতে মুরগির রান পায়নি বলে ক্ষেপে আছে ঘটকদের উপর)
- পয়েন্ট নোটেড। কাহাকেও ছাড়া হৈবে না মাননীয় লীলেন্দা, এমনকি আপনাকেও না!
তদন্ত ইজ আপডেটিং...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমারে ঠেঙ্গনি কমিটির প্রধান কইরা দিয়েন
এমন ঠেঙ্গনি দিমু যে আর দ্বিতীয়বার কেউ বিয়ের নামটাও নিবো না
- 'কইরা' দেওয়া হলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু, এখন এইসব ক্যাম্নে কি বাদ দিয়া আল্লাবিলা শুরু করেন। আপনের ভাই বেরাদর তো সব একে একে বোল্ডআউট হয়ে সাজ ঘরে ফিরা যাইতেসে। আপ্নে একা আর নটআউট থাইকা কি করবেন।
তাই বলি, এখনই সময়। আপনেও আল্লাহর নাম নিয়া আউট হয়া যান। তারপর আমরাও কয়েকবার মনে মনে আওড়াই- জীবদ্দশায় গুরু বড় ভালো লোক ছিল।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
- লাইনবাট্টা কিলিয়ার হৈতাছে গুরু।
আমি আপাতত খুশি বদ্দার শ্যালিকা সংখ্যায়। আল্লায় আমার দিকে মুখ তুইলা চাইছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আলহামদুলিল্লাহ!
ইয়ে মানে.. গুরু, বালিকার চেয়ে ছোট কিন্তু নাবালিকার চেয়ে বড় এমন কেউ নাই তাদের মধ্যে?
আমি জানি গুরু আমার মিথ্যা কথা বলেনা।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
- ইনভেস্টিগেশন জারী আছে...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঢাকায় জা-কা-জা ভায়রা ভাই পরিষদের প্রতিনিধির উপরে চোখ রাখার জন্য কানাডা ব্রাঞ্চ থেকে আরেকজনকে নিয়োগ দেয়া হয়েছে। শ্যালিকার সংখ্যা বলার সময়েই স্যাটেলাইটের খ্যামাবাজী সন্দেহজনক। নাসাকে এই মর্মে একটি অভিযোগপত্রও দেয়া হয়েছে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
- গুডজব আউলিয়া
'আন্ডারকাভার এজেন্ট স্যার'-রে বিলিভ নাই।
নাসার অভিযোগপত্রে নিম্নসাক্ষরকারীগণের সাক্ষর (অস্পষ্ট) আছে তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অবশ্যই আছে।
এইমাত্র নাসা থেকে আসা ফোনে জানা গেলো মিসেস চৌধুরীর উঠোনে একাধিক নারীর আনাগোনা লক্ষ্য করা গেছে। বার্ডস আই ভিউ থেকে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় নাই।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
- সংখ্যা, সংখ্যা নিরুপণ করা গেছে মি. আউলিয়া?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুমন চৌধুরীর উইকেট পতন নিয়ে সবাই তো খুব চেচাঁচ্ছেন কিন্তু উইকেট টা নিল কে এটা বলছেন না কেন?
নাকি তদন্ত রিপোর্টে এখনো এটা জানা যায় নি?
একজন ললনা। আমি ভবিষ্যতবাণী করলাম
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আরে ভাই ললনার পরিচয় আরো পরিস্কার করতে হবে।
সবুজ বাঘের পোষ্টে একটা নাম পাওয়া গেলেও তার ডিটেইলস তো জানা গেল না।
- আমি আছি শ্যালিকাগণের ডিটেইলস সংগ্রহে। বদ্দার উইকেট কে নিলো সেইটা নিয়ে ভেবে আমার তথা জা-কা-জা গোয়েন্দা সংস্থার অন্য সদস্যদের কী লাভ? ঐটা এখন বদ্দার ডিপার্টমেন্ট!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি এই তদন্তে অংশ নেয়ার জন্যে দুইদিন ধরে আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে, এরমধ্যেই ঘটনা যেখানে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, সেই বাংলাদেশে এসে হাজির হয়েছি। আপাতত তদন্ত কমিশনের প্রধানের নির্দেশের অপেক্ষায় আছি।
ধূসর গোধুলি, আমার অনুপস্থিতিতে মনিটরিং কেন্দ্রের দায়িত্ব নেয়ায় আপনাকে ধন্যবাদ। আমার বেহেশতি ভাগ থেকে সাতাত্তরটি হুর আগাম উপহার।
আবার লিখবো হয়তো কোন দিন
স্যার, যাবতীয় রেকর্ড নীলক্ষেত থেকে ফটোকপি করে গুপনে রাখার জন্য অনুরোধ হইলো। জনৈক কুয়াওলা-লাম্পুর বাসীও এখন ঢাকায়। যদিও তিনি বিবায়িত, আমাদের জাত শত্রু তাতে সন্দেহ নেই
স্যার, ঘটনা সত্য। কুয়াওলা-লাম্পুর বাসী সপরিবারে ঢাকায়। শত্রু হৈলেও তদন্ত কার্যে তার বাধ্যতামূলক সহযোগিতা কামনা করি। সহযোগিতা না কর্লে তার ব্যান দাবি করি।
আবার লিখবো হয়তো কোন দিন
- হায় হায় কর্ছে কী!
স্যার দূরে থাকেন। পরে কূয়াওলা নিজেই লাইনে খাড়ায়া যাবে। আমরা পেডেভাতে মরুম তাইলে। শিগগীর রিট্রিইইইইট.....
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওকে, তদন্ত কমিটির সিদ্ধান্ত মোতাবিক কুয়াওলা র আশপাশ থেকে রিট্রিইট করা হলো। স্যার, আমি এখন যমুনার এই পারে। আমি কি শীগগিরই নদী পার হয়ে টাঙাইলের দিকে রওনা দেবো?
আবার লিখবো হয়তো কোন দিন
- নাহ, আপনে এই পাড়েই থাকেন। স্ট্যান্ডবাই থাকেন। পরবর্তী মেসেজ জানানো হবে স্যাটেলাইট এসেমেসে। মজলিশে শূরার মিটিং-এ সিদ্ধান্ত নিয়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- ধন্যবাদ স্যার। ইনভেস্টিগেশন চালিয়ে যান। আর লাইন ছেড়ে যাইয়েন না। যতোটুকু মনে হৈতাছে শ্যালিকা সংখ্যায় শর্টেজ আছে। টানাটানি পড়ে যেতে পারে কৈলাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
টানাটানি পড়লে থাই-টরো নিবাসী ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে।
- বড় কে? পুলাপান, মান্যগণ্য নাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইসব দপ্তর-বন্টন বিষয়ে পরে আমরা কথা বলবো। ভায়রা-ভাইয়ে এইসব বিষয়ে আমরা কলহ না করি। আমাদের শত্রুরা তাতে নিজেদের গোঁফে তা দেবে।
আবার লিখবো হয়তো কোন দিন
- ঠিক।
বড় হিসাবে আমি ঠিক করে দেবো।
শত্রুরা কিন্তু ঘাপটি মেরে আছে। বিশেষ করে আলহা-চি আল সুদানি আল কাসেলপুরী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যতদূর জানি, বিবাহের মধুক্ষণে সেইখানে জেসমনি লর্শ নামে এক জার্মান ললনা স্বশরীরে হাজির ছিলেন। এই গোপন বিদেশি যোগাযোগ বিষয়ে তদন্ত হওয়া দরকার।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
- জার্মান ললনা'র স্বশরীরে হাজির থাকার তদন্ত করতে তো আমি নিজেই স্বশরীরে ফিল্ড ইনভেস্টিগেশনে যাচ্ছি...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
স্যার ঘটনাতো পুরা খাইসে! টাইপ ব্যাপার্স্যাপার।
তদন্ত তো জটিল হয়্যা যাইতেসে।
আমাদের ফেইসবুক এজেন্ট জানাইতেসেন, এই ঘটনা-দুর্ঘটনার কারণ-কার্যকারণ খুঁজতে হলে সাদা-কালো রঙিন সকল ঐতিহাসিক দলিলও ঘাঁটিতে হইবেক। এবং এর স্বপক্ষে এজেন্ট ঢাকার অদূরে একটি বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে চিত্রায়িত গুরুত্বপূর্ণ ফটোও উপস্থাপন করেছেন।
আবার লিখবো হয়তো কোন দিন
- এগুলা কিছু না, আন্তর্জাতিক চক্রান্ত আর ষড়যন্ত্র। তদন্তকে ভিন্নখাতে প্রবাহের বৃথা চেষ্টা!
দলিল কিছু দপ্তরে এসে পৌঁছাইছে, তবে ফ্যাক্সকপি বিধায় ঠিকঠাক ঠাহর হৈতাছে না।
বুঝছি, আমার আজকেই কাসেলপুর রওনা হৈতে হৈবো। ঐখানে জা-কা-জা সেইফহাইজে বইসা তদন্ত করা লাগবো বুঝতাছি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমাদের সচলায়তন কার্টুনিস্ট সুজন্দার ফেইসবুক অ্যালবাম একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আমাদের তদন্তে লাগতে পারে।
আবার লিখবো হয়তো কোন দিন
- খাট্টুনিশ্টকে রিমান্ডে নেয়া লাগবে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এতো তদন্ত কেন হচ্ছে, সুমন দার উইকেট পড়ায় নাকি হিংসার জ্বালায়??
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
- দুইটার একটাও না।
তদন্ত হচ্ছে শ্যালিকার সংখ্যা নির্ভুল গণনায়
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই তাহলে চৌধুরী সাহেবের চুল কাটিয়া ফেলিবার রহস্য !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- রহস্যের জটলা তো কেবল খোলা শুরু হৈসে! সাদাকালো যুগের কাহিনীও দেখি আসতাছে তদন্তে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পাওয়া গেলো কিছু?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- অ-নে-ক কিছু...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুই দিনের দুইন্না। গুরু আপনার তো দিন ফুরায় আইতাছে। তাড়াতাড়ি যা করার করেন।
=============================
- দুইদিনের দুইন্ন্যায় এতো তাত্তাড়ি মৃত হয়া গেলে ক্যামনে?
তয় বহুত হার্ডলী ট্রায়িং গুরু। মরার জন্য কঁচুগাছের যোগাড় হলেই কেল্লাফতে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বিশেষ সূত্রে খবর পাওয়া গেলো
সুমঞ্চৌর কোনো নিজস্ব শালি নাই
ধারকরা শালিগণ অন্যান্য জায়গায় বুকড....
০২
এই রকম লুজিং কনসার্ন তদন্ত আর চলিবে কি না তাহা ভাবিতে অনুরোধ করা গেলো
- বিশ্বস্ত সূত্রে কনফার্মেশন মিলিয়াছে তিন তিন খান আপন শ্যালিকা এ পর্যন্ত লোকেট করা হইয়াছে। লীলেন্দা আপনে বরং ঠ্যাঙ্গি চীফ হিসাবেই থাকেন। বাকীগুলা জা-কা-জা ভায়রা ভাই পরিষদ দেখতেছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকছে!
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
- হ গায়েন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পোলাপান গুলোর কষ্ট দেখে কষ্ট হয়।
এতো কিছুর পরো কিছু হলোনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
- হবে বস, হবে। আমাদেরকে দিয়েই হবে। কারণ আমাদের আছে নিডো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ঘটনা তো ঘনীভূত !
আমি কই কি, সচলায়তনে বিবাহযোগ্যা প্রাপ্তবয়ষ্ক দর্শনীয়া কন্যা রিক্রুট করার বিশেষ উদ্যোগ নেওয়া হউক.... বিশেষ কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেয়া হোক ললনাদের ভুলিয়ে ভালিয়ে এপখগামী করার..
আমাদের মৃত উত্তরসুরীদের "বেটার হাফ"দের বাগাইতে পারলে এই ব্যাপারে বিশেষ অগ্রগতি হবার সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগত জ্যোতিষি জানান...
তারপরে ঘষে মেজে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে.......
তাইলে আর এত ঝামেলা করে অন্যের শালি খোঁজা লাগে না...
আর আমাদেরও একটু গতি হওয়ার সম্ভাবনা থাকে....
ইকুয়াল অপর্চুনিটি..
বি:দ্র: সংবিধিবদ্ধ সতর্কীকরণ - সচলায়তন পাখি ভাইয়ের গোপন হদিস জানাজানি হয়ে গেলে যেই পরিমান পোস্টানো শুরু হবে আর নতুন কবুতরের আগমন হবে তা সামলাইতে প্রতিরক্ষা বাহিনী জোরদার করার প্রয়োজন পড়তে পারে।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধু গো, লিংক পাচ্ছি না। জুলাই-অগাস্টের দিকে সচল শাদী নাকি কি এক্টার জন্য ডাটা বেস হইছিল না?
এগুলো কী ওঐ প্রজেক্টের কেরামতি?
- বহুবচনে কৈতে পারিনা, তয় 'এইটা' একবচনে অইন্য কথা বলে। প্রাগৈতিহাসিক যুগে এর পত্তন হৈছিলো। মাঝখানে জিয়াসাব আইসা খাল কাইট্টা রাইখা গেলো। হেরপর আবার ফকা মিয়া আইসা খালের দুই পাশ বেইলী ব্রীজ দিয়া কানেক্ট কইরা দিছে। তারপর যা হইলো, সেইটাতো আগামি বছর বিশেক পরে ইতিহাস হইবো। কারণ উত্তরচৌধুরী প্রজন্মও মাটি খুইদা একেকটা শব্দ বাইর কইরা আইনা ছাইড়া দিবো!
কোন লেখার কথা কন পুরোপুরি মনে নাই, আবছা আবছা জানান দিতাছে।
তদন্তের একটা আপডেট আছে। পোস্টে কামিং।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইখানে গেলে সেইখানের লিঙ্কু পাওয়া যাবে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- ইয়েস বাউল, রজার দ্যাট!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছিঃ ছিঃ ... এতো পুরা লুঙ্গি ধরে টান !
আমি ভাই শিকারীদের দলে..... নতুন মানুষ... ভাগে কি আর পামু নাকি.. যদি বাড়তি থাকে আরকি....
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
- ভাগে পাইতে হইলে আগে লুঙ্গি খুইল্যা তুফানে মেইলা ধরেন...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এরা তো দেখি জোশে আছে!
খুব ভালো, তদন্ত আগাইয়া চলুক। কমিটিতে কারা কারা আছেন?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- এইটা বলা যাবে না, আন্ডারকাভার তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই ভ্রান্ত ধারণার ছেলেরা,
তোরা খাট কাটা বাদ দিয়া এইহানে ঘাপিবার নুইছত ক্যা? তোদের তো শারীরিক পুঁজি ফুরিয়া যাইব, কতার....মাইরাই।
পুনশ্চ: সুমন চৌর পচুর অবিবাহিত শ্যালিকা আছে, খাইয়া ফুরান যাইব না। সুমন চৌ আর সবুজ বাঘের মতে, জগতের সকল অবিবাহিত রমনীই আমাদের শ্যালিকা এবং বিবাহিতরা ভাবী।...........
একজন না গোটা পাঁচ/ সাত জন জর্মন হুর পরী বিবাহে উফস্থিত আছিল। আর ব্যাকেই আইছিল কম দামা শাড়ি পইরা। কিন্তু এত বিশি সেফটি পিন মারছিল যে তেমুন কিছুই দেকা যায় নাই।
- ইনভেস্টিগেশনে কৈলাম সইবজা বাঘেরও নানান গুপুন কতা ফাওস হৈয়া গেছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঞ
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমার বয়সী শ্যালিকা থাকলে একটু আওয়াজ দিয়েন। আপডেটে চোখ তো রাখতেসিই।
--------------------------------------------------------
- মনেহয় সুবিধা হৈবো না দামদো ভূত।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শ্যালিকাসংখ্যামোটেতিন। তাইলেতোআমারকপালেকিছুজুটছেনাদেখছি!!!
- হ বস। বেটারলাকনেক্সটটাইম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার আগের ইনভেস্টিগেশনের ফলাফলই তো দেখলাম না এখনো!
- নেন, এইটা পূর্নোদ্যমে শেষ করলাম।
সর্বশেষ আপডেট দেখেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তদন্ত রিপোর্ট যথেষ্ঠ ওলোট পালোট করা হইয়াছে।
এ ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতি চলছে ।
- শ্বেতপত্র??
সেইখানে কি বলাইশ্যালিকা কাশফিয়া তাসনুভা টুকটুকি গোধূলিও থাকিবে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন