ঘুরে এলাম আলাস্কার গ্লেসিয়ার বে থেকে

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১০/১০/২০১৩ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্রুজ-এর স্বপ্ন তথা শুরুর শুরু

কতবার যে দুজনে গল্প করেছি একবার জাহাজে চেপে ঘুরতে যেতে হবে। কোথায় যাবো জানিনা, কিন্তু যেতে হবে। গিন্নী বলে চার রাত-এর ট্রিপ নিলেই যথেষ্ট। আমি বলি পাঁচ রাতের কমে যাওয়া নেই। আন্তর্জাল-এ রকমারী ক্রুজ-লাইন-এর বিজ্ঞাপন, কত যে ‘ডিল’ আসে-যায়। কিছুতেই আর কোন ‘ডিল’ ধরা হয়ে ওঠে না। হঠাৎ করেই হয়ে গেল সেই স্বপ্নপূরণ। ঘুরে এলাম নরওয়েজিয়ান পার্ল-এ চেপে। সাত রাত-এর লম্বা সফর।

হঠাৎ

গিন্নী আর আমি একই ল্যাব-এ কাজ করি। কয়েকদিন আগে হঠাৎ পাশে এসে বলল - আলাস্কা যাবে?
কবে?
আর দশ দিন বাদে।
অ্যাঁ!
ভাল ডিল আছে।
চলো। কিন্তু কাজের চাপ যে বড্ড বেশী এখন!
দুজনে মিলে গেলাম বস-এর কাছে। বস-এর বিশেষ আপত্তি নেই। কিন্তু একটুক্ষণেই বোঝা গেল, এত তাড়াতাড়ি ছুটি নেওয়া বাস্তবিক-ই সম্ভব হবে না। তবে, দু’সপ্তাহ বাদে যাওয়া যেতে পারে। গিন্নীর মন খারাপ হয়ে গেল - সেই সময়ের জন্য কোন ‘ডিল’ সে দেখে নি। উৎসাহ দিলাম খোঁজ চালু রাখার জন্য। সে গম্ভীর ভাবে জানিয়ে দিল এখন তার আর কোন খোঁজাখুঁজি করার মন নেই।

দিনগুলো ঢুকে গেল একটা নিম্নচাপের আবহাওয়ায়। দিন কয়েক বাদে এক সকালে দেখি গিন্নী, বস, তার বস সবাই মিলে আলোচনা করছে - বেড়াতে না যাওয়ার জন্য আসল দায়ী আমি! বাঙালের মাথা গরম হয়ে গেল। সেদিন-ই ডিল বার করে ফেললাম। যে ডিল গিন্নী দেখেছিল প্রায় সেটি-ই। এমনিতে সে মানুষ বাড়ি ফেরার পর কম্পিউটার-এর সাথে সম্পর্ক চুকিয়ে দ্যায়। কিন্তু আজ অন্য গল্প। সিদ্ধান্ত নেওয়ার সময় অত্যন্ত কম। এই বছরের মত এই যাত্রাপথে এই শেষ ক্রুজ। টিকিট পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে। রাজী না হয়ে উপায় কি! ব্যাস, শুরু হয়ে গেল প্রস্তুতি। ক্রমে ক্রমে কাটা হল জাহাজের টিকিট, বিমানের টিকিট, জাহাজ থেকে কুট্টি জাহাজে তিমি দেখতে বেড়াতে যাওয়ার টিকিট ইত্যাদি।

শনিবারে বিমানে চেপে যাব আমেরিকার উত্তর-পশ্চিমের বন্দর-শহর সিয়াট্ল-এ। সেখান-কার কোন এক জেটি থেকে নরওয়েজিয়ান পার্ল-এর জাহাজ ছাড়বে রবিবার সকাল-এ। ১৪ তলা জাহাজ। যাত্রী-ধারণ ক্ষমতা ২০০০+, নাবিক ইত্যাদি ১০০০+ । যাবে সে আলাস্কা। Glacier Bay দেখতে। যাত্রা পথে জাহাজ থামবে আলাস্কার রাজধানী জুনো-তে। সেখানে ডাঙ্গায় নেমে আমরা একটা কুট্টি-জাহাজ নিয়ে সমুদ্রের এক বিশেষ অংশে গিয়ে তিমি দেখব। তারপর ফিরে আসব পার্ল-এ। এরপর আমাদের জাহাজ গিয়ে ঢুকবে Glacier Bay-তে। সেখানে আমরা সামনাসামনি দেখব সেই অপার সৌন্দর্য্য - হিমবাহ, glacier। তারপর জাহাজ ফিরে আসবে। কিন্তু আমেরিকায় আসবে না। ঢুকে যাবে কানাডায়। থামবে গিয়ে ভ্যাঙ্কুভার-এ। সেখানে একরাত কাটিয়ে পরের দিন আমরা শহর বেড়াব। তারপর বিকাল থেকে সারা রাত ধরে বিমান বদলাতে বদলাতে ভোরবেলায় ফিরে আসব নিজ শহরে।

যাত্রা শুরু

এসে গেল শনিবার। সূর্য্য ওঠার আগে যাত্রা শুরু হল। এক বার বিমান বদল করে যথাসময়ে পৌঁছলাম সিয়াট্ল-এর আকাশে। জানালা দিয়ে নীচে তাকিয়ে দেখি মেঘের সমুদ্র ফুঁড়ে এক পাহাড় মাথা তুলে আছে। মেঘের চাদর, থোকা থোকা তুলোর সমুদ্র আর স্তম্ভ দেখেছি অনেক। কিন্তু মেঘ ফুঁড়ে পাহাড়ের এই দৃশ্য আগের কোন বিমান ভ্রমণ-এ নজরে পড়েনি। বন্ধ করে রাখা আইফোন গিন্নীর আব্দারে খুলতেই হোল। বিমানে তখন শোনান হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র বন্ধ করার ফরমান। প্রবল দ্রুততায় ক্ষিপ্র আঙুলের টিপে উঠে গেল ছবি।

আগে জানা ছিল দিনটা বৃষ্টি-ভেজা হবে। বদলে চারিদিক হাসছে! হোটেল-এ ঘর নেওয়ার সময় জানলাম আমাদের বুকিং বিশেষ প্রোমোশন-এ আপগ্রেড করা হয়েছে! এক-টা ঘর-এর বদলে দু’-ঘরের সুইট! মজা-ই মজা! মনের আনন্দে টিভি চালিয়ে দিলাম - দেখাচ্ছে ‘লে মিজোরাব্ল’! বসে গেলাম সাথে, সাথে।
গিন্নী সহ্য করল খানিকটা সময়। তারপর ম্রিয়মাণ হয়ে জিজ্ঞেস করল - “আনন্দের বেড়ানোতে এসে এখন এই দুঃখের সিনেমা দেখে দেখে সময় কাটাতে হবে? শহর-টা দেখব না?”
কথা ঠিক। নিজের অবস্থা মিজেরাব্ল হতে দেওয়া যায় না। বেড়িয়ে পড়লাম আমরা। শহর দেখে এলাম ট্রেন আর মনোরেল-এ। ফেরার পথে প্রিয় দোকান স্-ব্যারোর পিৎসা খাওয়া হল মাংসের গোল্লা সহযোগে।
শুয়ে পড়ার আগে অনেকদিনের জন্য শেষবারের মত সচলায়তনে ঘোরাঘুরি।
ঘুম। পরের দিন জাহাজ ছাড়বে।

জাহাজে চড়া

হোটেল থেকে আমাদের জনা দশেক-কে মালপত্র সহ তুলে নিল এক ভাড়া গাড়ি। মাথা-পিছু ১২ ডলার। গিন্নীর জায়গা হল পিছনের আসনে মহিলাদের মাঝে। আমি ড্রাইভারের পাশের সীটে। আমরা ছাড়া বাকীরা একটা দল। যাবে অন্য কোথাও। তাদের হা-হা-হি-হি-চেঁচামেচিতে গিন্নীর অবস্থা কাহিল। আমার অবস্থা অবশ্য উল্টো। গল্প চলল ড্রাইভার-এর সাথে। জেটির কাছে এসে রাস্তা প্রায় দুতলা নেমে গেছে। ড্রাইভার-আমি দুজনেই একমত হলাম যে এখানটা সান-ফ্রান্সিস্কোর মত দেখাচ্ছে। এসে গেল জেটি - পীয়ার ৬৬। আমাদের দু’জনকে নামিয়ে দিল সেখানে। আমার স্বভাব অনুসারে চারটে ব্যাগ পত্তরের মধ্যে সবচেয়ে দামী জিনিসগুলো - টিকিট, কম্পিউটার, ক্যামেরা, ভিডিওক্যামেরা এইসব যেটায় আছে সেটাই না নামিয়ে চলে যাচ্ছিলাম। শেষ মুহুর্তে মনে পড়ায় দৌড়ে গিয়ে গাড়ি থামিয়ে উদ্ধার করলাম। গিন্নীর যে তাকানোটা এড়াতে চাই, এড়ানো গেল না।

বিপুল বিশাল জাহাজ। চমৎকার সুশৃঙ্খল ভাবে ‘চেক ইন’ করে অগুণতি লোক জাহাজে উঠলাম। কিছু কিছু ঘর তখনো ঘর সাজানো হচ্ছে। অতএব, অভ্যর্থনাকারীরা দেখিয়ে দিলেন - চলো সবে দলে দলে প্রাতরাশ খাব বলে। গার্ডেন কাফে। ১২ তলায়। এই কাফেটা এই তলার দুই-তৃতীয়াংশ জায়গা জুড়ে আছে বলে মনে হয়। আমরা দুই বুড়োবুড়ি বেশী ঘোরাঘুরির লোক না। ঢুকেই জানালার ধার ঘেঁষে ছোট্ট টেবল ঘিরে মুখোমুখি দুই সীটে সমাসীন হলাম। ঘরে না যাওয়া পর্যন্ত এই-ই ঠিকানা। বসার প্রায় সাথে সাথেই শুরু হয়ে গেল বৃষ্টি। তার আগেই আইফোনে ছবি উঠে গেছে, জাহাজ থেকে সিয়াট্ল-এর। এবার ছবি জলের ফোঁটা বুকে ধরা কাঁচের মধ্য দিয়ে।

কাঁচের দেয়াল-অলা লম্বা ঘেরা ডেক-জোড়া কাফের মধ্যে সারি সারি বসার জায়গা, নানান মাপের, নানান ছন্দের। ডেকের শেষ মাথায় আবার খানিকটা জায়গায় খোলা আকাশের নীচে আর খানিকটা জায়গায় ক্যানভাসের চওড়া চাঁদোয়ার নীচে প্রকৃতির সাথে ঘনিষ্ঠ আত্মীয়তায় বসার ব্যবস্থা। কাফে জুড়ে ঝকঝকে কাউন্টার একটার পর একটা। ঝকঝকে তরুণ তরুণীরা। কাউন্টারের ওপাশে, এপাশে। কেউ ঘরে ঢোকার মুখে স্বাগত জানাচ্ছে অতিথিদের বাড়ানো অঞ্জলিতে বীজানু নাশক দ্রবণ ঢেলে, কেউ হাসি দিয়ে, কেউ টেবল পরিস্কার করে, কেউ বয়স্কদের ধরে ধরে নিয়ে গিয়ে।

গার্ডেন কাফে। গার্ডেন-এর একটা আভাষ আছে বটে কিন্তু কে সেদিকে নজর করে! নজর শুধু খাবারের সমাহারে। ওরে দিদি রে, ওরে দাদা রে, এই না হলে জাহাজের কাফে! ঘন্টা দুয়েক ধরে আমরা খেয়ে চললাম রকমারী সুস্বাদু খাবার - জানা এবং অজানা। এর মাঝে এক সময় বৃষ্টি থেমে গেল। তখন খোলা ডেক থেকে নিয়ে নিলাম সমুদ্রতীরের ছবি। ঘুরতে ঘুরতে দেখি ঐ তলাতেই আর একটা কাফে, অন্য ঢং-এ সাজানো। সেখানে খেতে গেলে অবশ্য আলাদা করে দাম দিতে হবে। তখনো খাবারের আয়োজন শুরু হয়নি। সেই অবসর-এ কুট কুট করে কটা ছবি তুলে নিলাম খাবার ঘর-এর সাজ-সজ্জার।

ঘর আর বারান্দা

একসময় মনে হল - যথেষ্ট হয়েছে। এবার ঘরে যেতেই হবে। প্রথমে আমি একাই গিয়ে দেখে আসার সিদ্ধান্ত হল। চলে এলাম ৯ তলায় আমাদের ঘরের সামনে। দরজার পাশের নির্দেশক-এ লেখা আছে ‘ওয়েলকাম’। তবে তো ঘর প্রস্তুত। ঢুকে পড়লাম। চমৎকার সাজানো ঘর। সামনে, দরজার উল্টোদিকের দেয়াল পুরোটা হাল্কা নীলের কাজ করা পর্দায় ঢাকা। পর্দা সরিয়ে দিতেই মেঝে থেকে ছাদ, এ পাশ থেকে ও পাশ জোড়া কাঁচের দেয়াল, দেয়ালের প্রায় অর্ধেক জায়গা জুড়ে কাঁচের দরজা। দরজা সরিয়ে ওপাশে অর্ধেক-এর কাছাকাছি উচ্চতা পর্যন্ত কাঁচের বেড়া দেয়া নিজস্ব খোলা বারান্দা! কাফে থেকে গিন্নীকে নিয়ে এলাম। বারান্দায় গিয়ে দাঁড়ালাম দুজনে। আঃ! আর কি চাই!

[দুদিন বাদে এই লেখা যখন লিখছি, ঘরের মধ্যে কাঁচের দেয়াল-এর পাশে সোফায় বসে, দেখতে পাচ্ছি, জলের উপর লম্বা সাদা ডানা ছড়িয়ে দিয়ে এক সমুদ্র চিল জাহাজের পাশে পাশে পাল্লা দিয়ে উড়ে চলেছে। এদিকে ঘরে টিভিতে চলছে আগের রাতের এক শো-তে হওয়া দুরন্ত কন্ঠের come, fly with me! একসময় জাহাজ উড়ন্ত চিলকে ফেলে এগিয়ে গেল। আমিও প্রকৃতি দেখা ছেড়ে লেখায় ফিরলাম]

উৎসব

একসময় পূর্বনির্ধারিত নির্ঘন্ট মত সবাই জড়ো হলাম গার্ডেন কাফের বাইরে ডেক-এর অপর অংশে। সেখানে খোলা আকাশের নীচে গরম জলের একগুচ্ছ গোল গোল পাত্রে গরম বাষ্প সহযোগে বিশ্রাম-সংপৃক্ত জলকেলি করার জায়গা। পাশে একদিকে রয়েছে খেলাচ্ছলে উপর থেকে গড়িয়ে জলে এসে পড়ার ব্যবস্থা। আর-একদিকে চৌকো জলাধার - সাঁতার কাটার জন্য। আবার সেই খোলা আকাশের নীচের গোটা জলের জায়গাটা ঘিরে ছাদ-ঢাকা এলাকায় বসে-দাঁড়িয়ে আড্ডা মারার বিশাল আয়োজন। সমস্ত জায়গাটার মাঝখানে পর্যাপ্ত আলো আর শব্দ-র বন্যা বইয়ে দেওয়ার ব্যবস্থা সম্পন্ন এক সুদৃশ্য গ্যাজিবো।

আমরা যখন হাজির হলাম, সেখানে তখন পুরোদমে উৎসব চলছে। কোথাও কোন টেবল ফাঁকা নেই। খোলা জায়গায় চলছে তুমুল গান-বাজনা। গায়ক এবং বাদকরা জায়গা নিয়েছেন গ্যাজিবোতে, সামনে জড়ো হচ্ছেন জাহাজের নৃত্যশিল্পীদের দল। ছাদ-ঢাকা এলাকায় খাবার গ্রীল হচ্ছে। রং-বেরং-এর ককটেল সাজিয়ে সুরা-বেচা বালক-বালিকারা ঘুরে ঘুরে নীচুস্বরে উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে। খাদ্য-র দাম জাহাজ-ভ্রমনের দাম-এর মধ্যে ধরা আছে। কিন্তু সুরা কি কোক পান করতে চাইলে আলাদা করে কিনতে হবে, যখন যেমন পেতে চাই। ঘেরা এলাকার চার কোণার এক কোনায় তিনটি টেবল টেনিসের টেবল। ঘুরতে ঘুরতে আমরা যখন সেখানে গিয়ে হাজির হলাম বিভিন্ন বয়সের তিন যুগল মেতে গেছে টেবল টেনিস খেলায়। তাদের পাশেই এক সুবেশ রূপবান তরুণ বসে ছিলেন একটা গোল টেবিল ঘিরে থাকা চার চেয়ারের এক চেয়ারে। তার অনুমতি নিয়ে বাকি দুটি চেয়ারে আমরা দুজন অধিষ্ঠান হলাম। হঠাৎ এল উৎপাত। আগে খেয়াল করিনি, আমাদের টেবল-এ রাখা ছিল একটি ছাইদানী। ব্যাস, এক ধূমপিয়াসী মহা উৎসাহে ধোঁয়া উপভোগে মেতে উঠলেন। আমরা জেরবার। আমাদের অবস্থা দেখে সেই তরুণ এক ফাঁকে ছাইদানী-টা খোলা ছাদের নীচে এক টেবল-এ রেখে এলেন। ধূমপায়ী মানুষটি ভদ্রলোক নিঃসন্দেহে। ছাইদানীর সাথে সাথে তিনিও সরে গেলেন।

এক সময় কঠিন পানীয় কেনা গেল। একটু পরেই শুরু হল উজ্বল সাদা শর্টস আর টি-শার্ট পরা আবেদনময় বালক ও আবেদনময়ী বালিকাদের (বিশেষণ-এর ধরণের জন্য সচল-এর ভ্রমণ-সম্রাট তারেক অণুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার) মন-মাতানো নাচ। আমাদের টেবিল-এর তরুন ইতিমধ্যে কোথায় চলে গিয়েছেন। দুটি নাচের পর দর্শকরাও কেউ কেউ নাচিয়েদের সাথে যোগ দিতে শুরু করেছেন। হঠাৎ দেখি একেবারে সামনের সারির সুন্দরী নাচিয়ে বালিকাদের একজন নাচের এলাকার ধারে দাঁড়িয়ে থাকা আমাদের পরিচিত তরুণটিকে নাচের আসরে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। ধরণে বোঝা গেল উভয়ে আহ্লাদের সম্পর্কে জুড়ে আছেন। নৃত্য-বালিকার টানাটানিতে বাধ্য হয়ে, তাঁর মানুষটি একসময় পা মেলালেন। কিন্তু তিনি নাচে স্বচ্ছন্দ নন, তাই তাড়াতাড়ি-ই সেখান থেকে সরে এলেন। সুন্দরী তখন ভারী মনোরম ভঙ্গীতে জিভ ভেংচিয়ে তাঁকে বিদায় জানালেন। নাচের মাঝেই জাহাজ ঘুরতে শুরু করেছিল, এখন সে সামনে এগিয়ে চলল। জাহাজী নাচিয়েরা কখন অদৃশ্য হয়ে গিয়েছেন। উৎসাহী যাত্রীরাই তাঁদের জায়গায় নেচে চলেছেন। এদিকে, ছাইদানী না থাকা সত্বেও এক নিষ্ঠুর তরুণী আমাদের কাছাকাছি এসে গাঁকগাঁক করে ধোঁয়া টানতে আর ছাড়তে লাগলেন। আমরা উঠে পড়তে বাধ্য হলাম। ফিরে চললাম আমাদের ঘরে। মনের অ্যালবামে তোলা থাকল নৃত্য-বালিকার সেই অপূর্ব মুখভঙ্গীটুকু।

আজকের মত এখানেই থামি। তিমি আর গ্লেসিয়ার-এর গল্প সামনের দিন। এবার এখন পর্যন্ত হওয়া গল্পের কয়েকটা ছবি দেখাই।

ছবি

সিয়াট্ল-এ নামার সময় বিমানের জানালা থেকে দেখা মেঘের সমুদ্রে জেগে থাকা পাহাড়-চূড়া
Alaska Trip-351

সিয়াট্ল-এর স্পেস নিড্ল্
Alaska Trip-350

জাহাজ থেকে সিয়াট্ল
Alaska Trip-347

বৃষ্টি শুরু হল, তবে আমরা নরওয়েজিয়ান পার্ল জাহাজের গার্ডেন কাফেতে জমিয়ে বসার পর
Alaska Trip-346

এইরকম যে কত খাওয়া হল!
Alaska Trip-343

জাহাজ থেকে শেষবারের মত সিয়াট্ল দেখে নেয়া
Alaska Trip-342

অনেকগুলি কাফের একটির এক কোনা
Alaska Trip-341

দুই তলা-জোড়া একটি কাফের উপরের তলার দেয়ালের ম্যুরাল-এর অংশ
Alaska Trip-324

বারো তলায় জলকেলির ব্যবস্থা
Alaska Trip-145

এই গ্যাজিবো থেকেই জাহাজ-ছাড়ার উৎসবের গান-বাজনা পরিচালনা করা হয়েছিল।
Alaska Trip-144

ক্যানভাসের চাঁদোয়ার নীচে খোলা হাওয়ায় খাবার খেতে খেতে প্রকৃতি দেখার ব্যবস্থা।
Alaska Trip-254

নিজেদের ঘরে চা বানিয়েছি। নিজের হাতে কিছু বানানোর সুযোগ ছাড়া যায়!
Alaska Trip-306

নিজেদের ঘর/বারান্দা থেকে
Alaska Trip-330

Alaska Trip-312

Alaska Trip-328

Alaska Trip-327

Alaska Trip-245

Alaska Trip-240

Alaska Trip-237

ঢেউ ভাঙ্গছে
Alaska Trip-329

জাহাজ এগিয়ে চলেছে
Alaska Trip-331


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আলাস্কা যাওয়ার স্বপ্ন সেই কবে থেকে, বিশেষ করে যখন হোয়াইট ফ্যাং পড়েছিলাম। পরে সিম্পসন মুভি দেখে আরো লোভ লাগলো দেঁতো হাসি । আপনার লেখা পড়ে দুধের সাধ কিছুটা ঘোল দিয়ে মেটালাম। ছবিগুলো নীচে না দিয়ে কিছু লেখার পর পর দিলে আরো ভাল হতো। লেখার শেষে ছবি দেখার খুব বেশী আনন্দ থাকে না। এখানে কি সে ভাবে ঠিক করা যায় না? পরের লেখাতে লেখার সাথে সাথে ছবি দেওয়ার চেষ্টা করবেন, আরো আকর্ষনীয় লাগবে। চলুক

desh_bondhu

 মেঘলা মানুষ এর ছবি

সিম্পসন দেখার পর থেকে জীবনে কোন কিছুতে আটকে গেলেই হলে মনে হত, ইস সব ছেড়ে দিয়ে আলাস্কা চলে যেতে পারলে ভালো হত।

এক লহমা এর ছবি

ঠিক আছে, পরের কিস্তিতে লেখার সাথে সাথেও কিছু কিছু ছবি দেব। সযত্ন মন্তব্যের জন্য অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রকিবুল ইসলাম কমল এর ছবি

সব ছবি লেখার নিচে দেয়াটাও খারাপ লাগেনি আমার কাছে। বরং মনে হয়েছে লেখা পড়ার সময় কল্পনা করার স্বাধীনতাটাও থাকলো আবার পড়া শেষ করে কল্পনাটি মিলিয়েও দেখা গেলো।

অতিথি লেখক এর ছবি

ছবি আর লেখা দুটোই খুব ভালো লাগল। হাসি

তাহসিন রেজা

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ তাহসিন ভাই।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রৌঢ় ভাবনা এর ছবি

ওহ্, দারুণ ! দারুণ !

এক লহমা এর ছবি

দেঁতো হাসি অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি
এক লহমা এর ছবি

দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ফাহিম হাসান এর ছবি

ওহ, দুর্দান্ত সব ছবি!

এক লহমা এর ছবি

ছবির বিষয় ছিল অতি দুর্দান্ত! অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

 মেঘলা মানুষ এর ছবি

ঢেউ ভাঙছে এর উপরের ছবিগুলো পুরোই surreal (বাংলায় ঠিক উচ্চারণটা জানা নেই)
দেখে একদম অ‌্যানিমেশন মুভির দৃশ্যের মত লাগছিল।

অনেক ধন্যবাদ বিনা পয়সায় আমাদের আলাস্কার ছোঁয়া এনে দেবার জন্য।
শুভেচ্ছা হাসি

এক লহমা এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
শুভেচ্ছা আপনাকেও হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

চরম উদাস এর ছবি

ওরে কঠিন ...

এক লহমা এর ছবি

শিশি বোতলের জায়গাটা তো? বিলকুল। দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সত্যপীর এর ছবি

আবেদনময়ী বালিকাদের ছবি কুথায়?

..................................................................
#Banshibir.

এক লহমা এর ছবি

আবেদনময়ী বালিকাদের ছবি তোলা নিষেধ ছিল। পরে আরো, আরো নাচ দেখেছি তাঁদের, তুমুল - আবেদন-এর যাকে বলে হদ্দমুদ্দ। কিন্তু কোন ছবি তুলতে দিল না। কি অবিচার, কি অবিচার!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

শাব্দিক এর ছবি

দীর্ঘশ্বাস এর ইমো। সবাই কত কি দেখে ফেলল!!!

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

এক লহমা এর ছবি

যে করে হোক বেরিয়ে পড়ুন, দেখবেন আপনি যা দেখছেন, যেমন করে দেখছেন, এমনটি কম লোকই দেখেছে। ইমো তখন পুরোই অন‌্যরকম হয়ে যাবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

ডুপ্লি, ঘ্যাচাং

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ইয়াসির আরাফাত এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

নিজেদের ঘর/বারান্দা থেকে তোলা শেষ ছবিটার ঘটনা কি? মেঘ পানির ওপরে ভাসে ক্যান? নাকি চোখের ভুল?

এক লহমা এর ছবি

সম্ভবত: বিস্তীর্ণ কুয়াশা, অনেক উঁচু পর্যন্ত। দেখে মনে হয় মেঘ নেমে এসেছে।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

ইশ, এত এত সব ভ্রমণের পোষ্ট, সাথে সুন্দর বর্ণনা আর ঝকঝকে ছবি দেখে মনে হয় আজকেই বের হয়ে পড়ি ঘর থেকে। কবে যে দেখা হবে কল্পনার স্থানগুলো!! ততদিন না হয় দুধের স্বাদ ঘোলেই মেটাতে থাকি। লেখা ও ছবি দুটোই ভালো লাগলো, কিন্তু পরেরগুলোর জন্য অপেক্ষায় থাকলাম। হাসি

-নিহাদ

এক লহমা এর ছবি

বেরিয়ে পড়াটা এক এক সময় খুবই কঠিন হয়ে যায়! তবে চেষ্টা জারী রাখুন, হয়ে যাবে।
ভাল লাগার জন্য অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
পরের পর্ব লেখা শেষ হলেই জমা পড়ে যাবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ভ্রমন এবং তার বর্ণনা সত্যি অসাধারন! দুধের স্বাদ অনায়াসে ঘোলে মিটে যাচ্ছে- চলুক, চলুক। আর ইয়ে, মানে........কথায় কথায় এমন গিন্নী গিন্নী করছেন কেন? কেমন যেন মনে হয় আপনি গত শতকের পঞ্চাশের দশকের মাল, তা ছাড়া যাঁকে এ অভিধায় ভূষিত করছেন, তিনি শুনলেই বা কি মনে করবেন?

এক লহমা এর ছবি

জনাব আবদুল্লাহ, "গত শতকের পঞ্চাশের দশকের"-কি, আমি তার-ও বহু আগের যুগের মাল। অন্তত: হাজার বছর ত হবেই। "গিন্নী" সম্বোধন গিন্নীর অনুমতিক্রমেই নির্ধারিত। আমার পরিচিত জনেরা জানে আমার ভুবনে একটি পাতাও কোন গাছ থেকে খসে না, নদীতে একটি ঢেউ-ও ওঠে না, আমার গিন্নীর অনুমতি ছাড়া। আর খুব ঘনিষ্ঠজনেরা জানে, আমার গিন্নী যা চীজ নিয়ে ঘর করে তা সে বলেই পারল। এই বিশ্বাসীদের মধ্যে আমার জনক-জননী-ভ্রাতা-ভগিনী সকলেই পড়েন। অতএব দুশ্চিন্তা কইরেন না, গিন্নী স্বেচ্ছায় প্রবল পরাক্রমে গিন্নী, আর আমি, গিন্নী বলেন তাই - কত্তা। এবং সেই কারণেই সযতনে কত্তা কথাটি এড়িয়ে চলতে হয়। কিন্তু আমাদের গৃহ যিনি পরিচালনা করেন তারে গৃহিনী, আদর করে গিন্নী বলে পরিচয় না দিলে, খবর হ্যাজ। আপনাকে একটি উপায় বাতলাতে পারি, যেখানে, যেখানে দেখবেন গিন্নী লিখেছি, সেখানে সেখানে, ঐ গতকাল যাঁর জন্মদিন ছিল, আমাদের লীনেন্দা, তাঁর চালু করা সেই সুবিখ্যাত "বৌম্যাডাম" কথাটি বসিয়ে নেবেন। আমার গিন্নী-ও এক বৌম্যাডাম।
ঘোল ভাল লেগেছে যেনে খুব ভাল লাগল। অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিই, ধরেন।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

সাধু! সাধু!! হাততালি

মন মাঝি এর ছবি

আমি তার-ও বহু আগের যুগের মাল।

ঠিক ঠিক কন দেহি আপনি আসলে ঠিক কোন যুগের মাল? আপনারে নিয়া বড়ই ধন্দে আছি! হো হো হো

****************************************

রকিবুল ইসলাম কমল এর ছবি

চমৎকার লিখেছেন। তিমি মাছ দেখতে পেরেছেন? পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

এক লহমা এর ছবি

পেয়েছি। পুরো লাফিয়ে ওঠাটা পাই নি, তবে লেজ তুলে ডুব লাগানোর সেই স্বপ্নের শট - পেয়েছি। সামনের কিস্তিতে আসছে।
অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
পপ্পন কয়েকটা লাগবে মনে হয়। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

ডুপ্লি, ঘ্যাচাং

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রায়হান আবীর এর ছবি

চলুক

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

থ‌্যাঙ্ক্যু,থ‌্যাঙ্ক্যু হাসি । পপ্পন বেশীই লাগবে, পরের পর্ব এখনো লেখা হয় নি!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মইনুল রাজু এর ছবি

যে জাহাজ থেকে সিয়াটল দেখছিলেন, সে জাহাজ থেকে মনোযোগ দিয়ে পানিতে তাকালে দেখতে পেতেন জেলি ফিশ্। দারুণ লাগে দেখতে। এই পথে দুইবার যাতায়াত শেষে তৃতীয়বারে আমার চোখে পড়ে সে জিনিস। আর মাথা তুলে থাকা পর্বতটা মনে হচ্ছে মাউন্ট রেইনিয়ার, ঐ অঞ্চলের সর্বোচ্চ পর্বত চূড়া।

লেখা ভালো হয়েছে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

এক লহমা এর ছবি

জলের মধ্যে কিছু দেখতে পাওয়ার আশায় জলের মধ্যে চোখ চালিয়েছিলাম। কিন্তু, একে ত জাহাজ ছাড়ার উৎসব-টা দেখতে যাওয়ার জন্য তাড়ায় ছিলাম। তারপরে, ন'তলা থেকে যথেষ্ট বড় আর সহজে দৃশ্যমান কিছু না হলে চোখে পড়াও কঠিন ছিল। আবার কোনদিন যাওয়ার সুযোগ হলে নীচের ডেকে নেমে গিয়ে নজর করে আসব।
অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- , রাজু-ভাই।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুঁজে বের করে লেখাটা পড়লাম। ভালো লাগলো। পরেরটাও রেশ থাকতে থাকতেই দিয়েন।

এক লহমা এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আপনার সতর্কীকরণ ভীষণ সত্যি। এর মধ্যেই উৎসাহ-ও কমেছে, ভুলেও যাচ্ছি অনেক কিছু।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রিক্তা এর ছবি

আপনাকে বিশাল হিংসা। এই জায়গা ভবিষ্যতে বেড়ানোর তালিকায় আছে।

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

এক লহমা এর ছবি

হাসি
বেড়িয়ে ফেলুন, খুব ভাল লাগবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এস এম নিয়াজ মাওলা  এর ছবি

থাকবো নাকো বদ্ধ ঘরে,
দেখবো এবার জগতটাকে-- কবে যে দেখবো!
জাহাজটার একটি ছবি দেখার প্রবল ইচ্ছে ছিলো যে!

-এস এম নিয়াজ মাওলা

এক লহমা এর ছবি

বেরিয়ে পড়লেই দেখা শুরু হয়ে যাবে।
জাহাজটার একটা ছবি উইকির এই লিংক-এ পাওয়া যাবে।
http://en.wikipedia.org/wiki/File:Norwegian_Pearl.jpg
আমি নিজে জাহাজের কোন ছবি তুলিনি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে লিঙ্কটি দেওয়ার জন্য।

-নিয়াজ

অতিথি লেখক এর ছবি

একদম সেইরাম।
মনের মধ্যে ওঁয়া ওঁয়া । আমি কবে যেতে পারবো।
ভালো থাকবেন।

--------------------------
কামরুজ্জামান পলাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।