শুক্রবার সকালে আমাদের গলি

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৮/০৮/২০০৯ - ৪:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিস্তর লেখালেখি আর খোঁড়াখুঁড়ি করে তবে সরানো গ্যাছে জমে থাকা বর্ষার পানি। মোড়ের ডাস্টবিনটা তবু রয়েই গ্যালো। ফোন আর ইলেকট্রিক তারে গলিটা আজ়ণ্ম জঞ্জাল, দিগন্তজোড়া তারের আঁকিবুঁকি, আকাশের আজ বড় বিপদ!

টিউশনে যাবার পথে গলি থেকে সেই মেয়েটা কুড়িয়ে তুলে বই। চায়ের সঙ্গে তাই মোড়ের টং এ বেজে ওঠে গোটা দুই সিটি।

বন্ধ বালতিতে তড়পাচ্ছে পালকহীন দুটো মুরগী, একটা সরু রক্তের ধারা বয়ে যাচ্ছে ড্রেনে, পাশে গোটা তিন স্যানিটারী ন্যাপকিন - গত রক্তের স্মৃতি আড়মোড়া ভাঙে।

এ গলিতে গ্যালো বছর বিয়ে হয়েছে ছ’টা; ৬৭র বি এর সাথে ৬৯র এফ ভেগে গ্যাছে, মোট বিইয়েছে তিনটা – একটা ছেলে, একটা মেয়ে, একটা খোঁড়া। মারা গ্যাছে গোপার কাকা বুড়ো হরেন। নতুন ভাড়াটে এসেছে দুটো, তার মধ্যে একটা এই যে প্যারা দুই এ সিটি খেলো। জিপিএ ফাইভ পাঁচটা, মেডিকেল – একটা, আর ডিইউ – তিনটা। পানি উঠেছে দু’বার, ম্যানহোলের ঢাকনা চুরি গ্যাছে একটা। ক্যাবলের ব্যবসা নিয়ে ছুরি খেয়েছে কানা রোমেল, পুলিশে ধরেছে মিল্টনকে।

এখানে জীবন বেঁচে আছে।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দারুন তো!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

স্নিগ্ধা এর ছবি

আরেকটু বড় করে লিখুন, খুব ভালো লাগছিলো পড়তে!

হিমু এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছোটই ভাল্লাগলো এবং মারাত্মক স্টাইল। চলুক

তুলিরেখা এর ছবি

অনেকগুলো গল্প, অনেক অনেক গল্প। চমৎকার লেখা, না-ফুরানো লেখা।
আরো লিখুন, আরো অনেক অনেক।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবি, আমাকে দয়া করে বোঝান এটি ব্লগরব্লগর হয় কীভাবে, কবিতা হয় না কীভাবে?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার লেখাটা পড়ে তীব্র একটা ঝাঁকুনি খেলাম। উঠে দাঁড়িয়ে গেলাম। চমকে গেলাম।

অদ্ভুত... অসাধারণ... এটা কবিতা... অথবা কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র... আমার শনিবরের পুরোটা দিন খেয়ে নিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অদ্ভুত... অসাধারণ... এটা কবিতা... অথবা কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র... আমার শনিবরের পুরোটা দিন খেয়ে নিলেন...

চমৎকার মন্তব্য নজরুল ভাই।
পলাশ রঞ্জন সান্যাল

মণিকা রশিদ এর ছবি

এরকম দারুণ কবিতা কাছাকাছি সময়ে খুব একটা পড়ি নাই। অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা কবিকে।

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

এইটা কী লিখলেন ভাই! ভেতরটা নাড়ায়া দিলো।
দুর্ধর্ষ লেখা!

অনীক আন্দালিব এর ছবি

চমৎকার লেখা। একেবারে আদ্যোপান্ত টান টান একটা লেখা পড়লাম। আমি বেশ চমকে গেছি সত্যিই। আরো কয়েকবার পড়তে হবে এই চমকটা কাটানোর জন্য।

নজমুল আলবাব এর ছবি

ভাল লেগেছে খুব। অন্যরকম।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এ লেখাতে আসলেই জীবন বেঁচে আছে।

ফকির লালন এর ছবি

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক উতসাহ পেলাম।

ঠিক কবিতা বলতে সাহস পাইনি, দ্বিধা ছিলো। তাই কোন ক্যাটাগরীই দেইনি। আর তা না দিলে আপনাআপনি তা ব্লগর ব্লগর হয়ে যায়।

সবজান্তা এর ছবি
অতিথি লেখক এর ছবি

গল্পের শুরু হিসেবে চমৎকার। বাকীটা শেষ করুন। সম্পূর্ণ পড়তে চাই।

অহল্যা

যুধিষ্ঠির এর ছবি

দারুণ লাগলো!

অফটপিক, আপনার কি "ৎ" লিখতে সমস্যা হচ্ছে? আগেও দেখেছি আপনি "উতসাহ" পাচ্ছেন হাসি । আপনি মনে হয় অভ্র ফোনেটিক কিবোর্ড ব্যবহার করেন। সেক্ষেত্রে t`` টাইপ করলে "ৎ" চলে আসার কথা। কাজ না হলে মেসেজ দিয়েন।

ফকির লালন এর ছবি

ৎ - মাউস দিয়ে পারা গেলো। কি বোর্ডে পারলামনা। শেখান তো। tটাইপ করলে ট অথবা ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আপনার নির্দেশটা বুঝতেই পারিনি।

শাহেনশাহ সিমন এর ছবি

একসাথে দু'বার টিপি দিয়ে দেখেন তোঃ

ট> ৎ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

কিছুই হয় নি,
না কবিতা,
না গল্প,
না অন্য কিছু...
কোনো ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে না, তবে পড়তে ভালোই লাগছিলো। ১০ এ ৭ দিলাম, কারণ অতৃপ্তি রয়ে গেছে। তবে আপনার লেখনীর জোর, ভিন্নতার জন্য ৩ জমা থাকলো, ভবিষ্যতে ১০ এ ১৩ দিতে কার্পণ্য করবো না।

দ্বিজু

দুষ্ট বালিকা এর ছবি

বাহ! বেশতো! উত্তম জাঝা!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

গৌতম এর ছবি

মাঝে মাঝে ভাবি জীবনগুলো বোধহয় ওখানেই থাকে। গ্রিল দেওয়া, থাই-অ্যালুমিনিয়াম আর সিমেন্টের আস্তরের ভেতর বোধহয় কঙ্কালের জীবনগুলো বাজার সাজায়।

চমৎকার লাগলো আপনার লেখা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

ভালো লাগলো,লিখে প্রকাশ করতে না পারার মতো ভালো.....

মামুন হক এর ছবি

বন্ধ বালতিতে তড়পাচ্ছে পালকহীন দুটো মুরগী, একটা সরু রক্তের ধারা বয়ে যাচ্ছে ড্রেনে, পাশে গোটা তিন স্যানিটারী ন্যাপকিন - গত রক্তের স্মৃতি আড়মোড়া ভাঙে।

--এই দৃশ্যটা ঠিক গলির বাকী সব কিছুর সাথে মানাতে পারলাম না।
তবে কবিতা অসাধারণ হয়েছে।

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগলো।

নৈশী ।

কীর্তিনাশা এর ছবি

অন্যরকম ! টাশকি খেলাম লেখাটা পড়ে। পুরা টাশকি !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুহান রিজওয়ান এর ছবি

একাধিকবার পড়লাম। ... এবং আফসোস হচ্ছে এতো ভালো লেখা এতো দেরীতে পড়বার জন্যে।

বিঃদ্রঃ
ৎ লিখবেন t`` দিয়ে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

পান্থ রহমান রেজা এর ছবি

একের ভিতর অনেক গল্প। যেন একটা ছায়াছবি'র সাজিয়ে রাখা দৃশ্যসমূহ। একের পর এক গ্রন্থিত হয়েছে যা!

..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

অনিকেত এর ছবি

ভাই লালন,
একেবারে দৃশ্যপট কাঁপিয়ে দেবার মত লেখা---!!

আমার 'প্রশংসা' সব সময়ে একটু মাত্রাছাড়া---লোকে বলে।
কিন্তু এই লেখাটার প্রশংসা করার মত বিশেষন খুঁজে পেলাম না----

শুধু এইটুকু বলি---জয় হোক আপনার লেখনীর----

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বেশ আগে একবার পড়া হয়েছিল, আজকে আবার পড়া হলো...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তিথীডোর এর ছবি

চমৎকার!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগলো। কী চমৎকার উপস্থাপনা! হাততালি
সুমিমা

guest_writer এর ছবি

অসাধারণ লেখা... ... ...
কি যেন বলতে বলতে সবই বলে ফেল্ল এক নিশ্বাসে... ... ...

আত্তসুদ্ধি

কবি-মৃত্যুময় এর ছবি

অসামান্য ভালো লাগল। চলুক চলুক অসাধারণ!!!!!!

সুলতানা সাদিয়া এর ছবি

ভাল লাগলো।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।