উবুন্টুর সাথে খুন্টুমুন্টু

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: সোম, ১৭/১১/২০০৮ - ২:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

উবুন্টু ৭.০৪ সংস্করণ ইনস্টল করে তারপর কীভাবে যেনো সব ডাটা হারিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, এই জীবনে আর উবুন্টু না। কিন্তু চোখের সামনে দিয়ে ফেরিওয়ালা 'কাঁচা আম' 'কাঁচা আম' ডাকতে ডাকতে গেলে জিহ্বার রস কতোক্ষণ আর ধরে রাখা যায়! তাও যদি ফেরিওয়ালা আবার বলে দেয়- কাঁচা আম কিনলে রেসিপি ফ্রি!

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিডিওএসএন প্রায়ই উবুন্টু নিয়ে কর্মশালার আয়োজন করে। ইন্টারনেটে ও পত্রিকায় ফেরিওয়ালার মতো তাদের অব্যাহত ডাকাডাকিতে একদিন হাজির হয়ে পেছনের সারিতে বসে বসে উবুন্টু নিয়ে কথাবার্তা শুনলাম। আবার অনেক কিছুই শুনলাম না। পাশে এক 'আপা' বসেছিলেন, তাঁর সাথেই মূলত গল্পগুজব করলাম। উদ্দেশ্য আর কিছুই না- বিডিওএসএন-ই যদি সবকিছু শিখিয়ে দেয়, তাহলে আমি নিজে নিজে কী নিয়ে গুতোগুতি করবো? এক ফাঁকে আপাকে জানালাম- উবুন্টুতে কাজ করা উইন্ডোজের চাইতেও সহজ!

রাতে এসেই ল্যাপটপে চালিয়ে দিলাম উবুন্টু ৮.১০ সিডি। এটি অবশ্য ইন্টারনেটে অর্ডার দিয়ে আগেই আনিয়ে রেখেছিলাম। এবার আর কোনো ভুলচুক হলো না। দেখলাম ঠিকমতোই সব হয়ে গেলো। রাতে অবশ্য একবার উইন্ডোজে লগইন করে আবার হায় হায় শুরু করলাম- আমার চার গিগাবাইট স্পেস গেলো কই?

তার পরের কাহিনীগুলো হচ্ছে ইতিহাস।

প্রথমেই ঝাড়ি দিলাম আমার এক পরিচিতকে- ওই মিয়া, আমার ল্যাপটপের চার গিগা বাইর কইরা দাও। তোমাদের কথা শুইন্যা আমার খালি ক্ষতিই হইতাছে!

সে হাসি হাসি মুখ করে ল্যাপটপের, উইন্ডোজের আর উবুন্টুর ইতিহাস জানতে চাইলো। আমি ইতিহাস বললাম। এবার সে মুখ গম্ভীর করে বললো- এইটা কোনো সমস্যা না। চার গিগাবাইট আছে। ওইটা উবুন্টু সোয়াপ ফাইল.... আরো কী যেনো হ্যান...ত্যান...। যাওয়ার আগে টিপিক্যাল বাঙালীর মতো উপদেশ দিয়ে গেলো- গুগলে সার্চ দিয়ে একটু পড়াশুনা করো। কাজে লাগবে।

আমি মোটামুটি এক সেমিস্টারের পড়া পরবর্তী দশ দিনে পড়লাম।

ল্যাপটপে উবুন্টু ইনস্টল করেছিলাম বৃহস্পতিবার রাতে। শুক্র ও শনিবার পুরোপুরি বিনোদনহীন জীবন কাটল আমার। যে ফাইলই চালাতে যাই না কেনো, ভিএলসি বা টোটেম বা রিদমবক্স বলে- কোডেক (এটার বাংলা নাম কোদক দেওয়া যায় না?) দাও। তাছাড়া আরো ছোটখাটো কিছু সমস্যা তো আছেই।

রবিবারে অফিসে এসেই প্রথম কাজটি করলাম ইন্টারনেটে কানেকশন দিয়ে সব আপডেট করে নিলাম। মোটামুটি সারাদিন লাগলো। এবার কিছুটা নিশ্চিন্ত। সুডকো খেলি, বড়দের (!) সিনেমা দেখি, ছোটদের টম অ্যান্ড জেরি দেখি, পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করি ইত্যাদি ইত্যাদি। আর প্রতিদিন এসেই একবার করে আপডেট করি।

এর মধ্যেই এলো ইন্ট্রেপিড। আবার মানুষজনের অব্যাহত প্রচারণার শিকার হয়ে মোটামুটি দিনদুয়েক লাগিয়ে পুরোপুরি আপগ্রেড করে ফেললাম। দেখলাম অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে।

একইভাবে গুতোগুতি করতে করতে উবুন্টুটাকে সাজিয়ে নিলাম নিজের মতো। এখন আর বড় কোনো সমস্যা হয় না। ছোটখাটো কিছু সমস্যা আছে। যেমন- আমি এসপিএসএস এবং স্ট্যাটা নামক দুটো সফটওয়্যার ব্যবহার করি। উবুন্টুতে আসার পর সেগুলো দিয়ে কাজ করা যায় না। সার্চ দিয়ে দেখলাম সেখানে পিএসপিপি এবং আর নামক দুটো সফটওয়্যার আছে। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার থেকে সেগুলো ইনস্টল করলাম ঠিকমতো। কিন্তু সেগুলো কোথায় ইনস্টল হলো আর খুঁজে পাচ্ছি না। অ্যাপ্লিকেশন, অ্যাড/রিমুভ ইত্যাদিতে খোঁজাখুজি করেও লাভ হয় নি। অথচ আমি নিশ্চিত যে সেগুলো যথাযথভাবেই ইনস্টল হয়েছে।

একই সমস্যা গুগল আর্থেও। যথাযথভাবে ইনস্টল করার পরও কাজ করছে না। সার্চ দিলে কোনো ইমেজই আসে না। ইন্টারনেটে সার্চ দিয়েও এগুলোর কোনো সমাধান পাচ্ছি না।

আরেকটি বিষয় বুঝতে পারছি না। অনেকে বলেন উবুন্টুতে ভাইরাস নেই। কিন্তু কী কারণে নেই? মানুষজন তো ইচ্ছে করলেই ভাইরাস তৈরি করতে পারে! এই বিষয়টি পরিষ্কার না।

যাই হোক, উবুন্টু নামক নতুন বউ নিয়ে আমি খুশি। অন্যের সম্পত্তি চুরির দায়ে এতোদিন নিজের কাছেই অভিযুক্ত ছিলাম। এখনো অবশ্য আছি- কোনো কারণে বিজয় ব্যবহার করতে হলে উইন্ডোজে যেতেই হয়। কিন্তু সেটা তো নিরূপায় হয়ে! জান বাঁচানো যে ফরজ! তবে গত দশ দিনে আমি কোনো কারণেই উইন্ডোজে যাই নি। যেতে হয় নি। পাইরেটেড কপি ব্যবহারের কারণে যে মনোকষ্টে ভুগি, সেটার উপশম হয়েছে অনেকটাই। এই আনন্দেই আমার দিনগুলো এখন কেটে যায় উবুন্টুর সাথে খুন্টুমুন্টু করতে করতে।


মন্তব্য

ছোটন [অতিথি] এর ছবি

জয় গুঁরু......

আমিও অাপনার লাইনেই আছি...

গৌতম এর ছবি

শুনে অনেক খুশি হলাম। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

লেখার ভেতরে সম্ভবত উবুন্টু ৭.১০ সিডি হবে।

সময় থাকলে ৮.১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেন।

ভাইরাস নাই কারণ সম্ভবত:

সিকিউরিটি বলে বস্তু এখানে কাজ করে। ওপেন সোর্স ... সবসময় সারা বিশ্বের কোডারগণ এটার কোড দেখছে ... সিকিউরিটির ভুলচুক হলেই ধরিয়ে দিচ্ছে। ফলে ফুটা বন্ধ হয়ে যাচ্ছে দ্রুত।

যারা নিজেদের বাহাদুরি দেখাতে ভাইরাস বানায়, তারা এখানে বাহাদুরি দেখানোর জন্য পুরা কোড পেয়ে যাচ্ছে ... নিজের মাধুরী মিশায় নতুন কিছু সৃষ্টি সুখের উল্লাসে মাততে পারে; ভাইরাস বানানোর দরকার কী?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক বলেছেন শামীম ভাই। তবে এখন বাহাদুরী দেখানোর চেয়ে অর্থনৈতিক কারনে স্পাইওয়্যার তৈরী হয় বেশী। একটা পোস্ট দেবার ইচ্ছা এ নিয়ে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

গৌতম এর ছবি

মা.মু ভাই, আগ্রহভরে অপেক্ষা করছি আপনার পোস্টের জন্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পুরুজিত এর ছবি

সারা বিশ্বের কোডারগণ এটার কোড দেখছে

এইটা একটু মিসলিডিং, সারা বিশ্বের মানুষ চাইলে কোড দেখতে পারে, কিন্তু কয়জনই বা দেখে বা দেখে বুঝার ক্ষমতা রাখে - কার্নেল মোড কোড এমন কিছু সুদর্শন না।
যারা নিজেদের বাহাদুরি দেখাতে ভাইরাস বানায়

৯০ এর দশকে মানুষ বাহাদুরি দেখাতে ভাইরাস বানাতো, এখন এটা পুরোদস্তুর একটা বাণিজ্য। যে প্লাটফর্মে ভাইরাস বানালে বেশি লোককে ক্ষতিগ্রস্থ করা যাবে, সেইটার দিকেই বেশি মনোযোগ। বাহাদুরি দেখাতে বানালেও একই কথা খাটে, উইন্ডোজের মত এত প্রেস কাভারেজ কই পাবে, হেহে?
এপল বা উবুন্টু আরো মার্কেট শেয়ার পেলে, সিকিউরিটি ল্যান্ডস্কেপটা বদলাবে বলেই আমার ধারণা।

গৌতম এর ছবি

ধন্যবাদ, পুরুজিৎ।

ভালো কথা, মাঝে মাঝে ইচ্ছে করে এর কোডগুলো দেখতে। কিন্তু কীভাবে বা কোত্থেকে দেখবো, সেটাই বুঝে উঠতে পারি না। সম্ভব হলে দেখে কিছু ছোটখাটো পরিবর্তন করতাম- এই যেমন ফন্ট সাইজ ছোট বড় করা ইত্যাদি। জাস্ট জানার জন্য। কেউ এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

গৌতম এর ছবি

উবুন্টু ৭.১০ ছিলো নাকি? কি জানি মনে নেই। হতে পারে। তবে ৭ সিরিজের ছিলো- এটুকু নিশ্চিত।

ভাইরাসের বিষয়টা এখনো পুরোপুরি পরিষ্কার না। মনে করেন, কেউ ইচ্ছাকৃতভাবে (দুনিয়ায় তো আর খারাপ মানুষ কম নেই) এমন একটি প্রোগ্রাম লিখলো যেটি সব লিনাক্স ইউজারদের আক্রমণ করলো, এমনটা হতে পারে না? হ্যাঁ, সমাধান হয়তো দ্রুত পাওয়া যাবে। কিন্তু ততোক্ষণে ক্ষতি যা হওয়ার তা তো হয়েই যেতে পারে!

আমার মনে হয় শামীম ভাই এই বিষয়টিকে কেন্দ্র করে একটি পুরো পোস্ট দিতে পারেন। আমরা নবীণরা উপকৃত হবো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

রাতে এসেই ল্যাপটপে চালিয়ে দিলাম উবুন্টু ৮.১০ সিডি। এটি অবশ্য ইন্টারনেটে অর্ডার দিয়ে আগেই আনিয়ে রেখেছিলাম। এবার আর কোনো ভুলচুক হলো না। দেখলাম ঠিকমতোই সব হয়ে গেলো। রাতে অবশ্য একবার উইন্ডোজে লগইন করে আবার হায় হায় শুরু করলাম- আমার চার গিগাবাইট স্পেস গেলো কই?

এই অংশে ৮.১০ কি ঠিক আছে। আমার ধারণা সেটা ২০০৭এর ৭.০৪ এর পরের রিলিজ ৭.১০ হবে। ৮.১০ তো কেবল বের হল।

ভাইরে... আমি নিজেও শুধুমাত্র কম্পিউটারের ব্যবহারকারী। কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন নাই ... ঠেকে যতটুকু লাগে শিখেছি। ফোরাম, ইন্টারনেট পড়ে পড়ে। তবে প্রফেশনের বাইরে বলে (আমি পুরকৌশলী) গভীরে যাওয়ার তেমন উপায় হয়ে উঠে না।

এজন্যই অন্যেরা এগিয়ে আসলে একটু সুবিধা হয় চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

খালি ভুল হয়। ধন্যবাদ শামীম ভাই।

পরেরবার আসলে ৮.০৪ চালিয়েছিলাম।

এজন্যই অন্যেরা এগিয়ে আসলে একটু সুবিধা হয়

একমত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্পর্শ এর ছবি

উবুন্টুর একটাই সমস্যা! ভালমত ব্যবহার করতে গেলে ভাল একটা নেট লাইনও লাগে। মন খারাপ
আর সবই ভাল ছিল।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

শামীম এর ছবি

যতদুর জানি রিপোজিটরি ডিভিডি থাকলে তা-ও লাগে না।

এছাড়া অন্যের পিসি থেকে সিডিতে করে ইনস্টল্ড সফটওয়্যার আনা যায় তার মেশিনে APTonCD প্রোগ্রামটা থাকলে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

ঠিক। যদিও রিপোজিটরি ডিভিডি/সিডিতে অনেক কিছু থাকে, কিন্তু সেগুলোতে আপডেটেড ভার্সনটা নাও থাকতে পারে। তাছাড়া কমন সফটওয়্যার বা আপডেটগুলোই ডিভিডিতে থাকে। কেউ একটু ব্যতিক্রমী সফটওয়্যার চাইলেই আর সেখানে খুঁজে পাবে না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

উইন্ডোজের জন্যও কথাটা সত্য। শুধু ব্যবহারকারী বেশি বলে সফটওয়্যারের সিডি বাজারে পাওয়া যায়, তাও পাইরেটেড। APTonCD'র মত সামনে পেন ড্রাইভে করেও আশা করছি সফটওয়্যার আদান প্রদান করা যাবে।

ওপেনসোর্সের ব্যবহারকারী বাড়লে এগুলোর সিডিও বাইরে পাওয়া যাবে। ইতিমধ্যেই কিছু লেটেস্ট ডিস্ট্রো দোকান থেকে কিনেছি আমি (রাইফেল স্কয়ারে, আগোরার উপরে ৩য় তলার ভাইব মিউজিক)।

আপডেট হওয়ার ব্যাপারটা একটু অন্যরকম ..... উইন্ডোজ এক্স.পির দুইটা আপডেট বেরিয়েছে গত ৬/৭ বছরে। এখানে কেন জানি কেউ অভিযোগ করে না। আমার অফিসের কম্পিউটারে ডাউনলোড বন্ধ করা সার্ভার থেকে। মূল সিডি থেকে ইনস্টল করা উবুন্টু দিয়ে সব কাজ চলে যাচ্ছে আপডেট ছাড়াই।

এছাড়া আমার ধারণা এখনও অনেক ব্যবহারকারী আছেন যারা উবুন্টু ৫.০৪ বা ৬.০৪ দিয়ে কাজ চালান।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

আমি মোবাইল থেকে ইন্টরনেট ব্যবহার করি। উবুন্টু নোকিয়া পিসি সুইট সাপোর্ট করে না। আর ইন্টরনেট ছাড়া তো উবুন্টুতে এম,পি,থ্রি পর্যন্ত চালানো যায় না।

আর উবুন্টু বিষয়ে আমার অভিজ্ঞতা তিক্ত। উবুন্টু ইন্সটল করার পর আমার পুরা হার্ডডিস্ক গায়েব হয়ে গেছিল। পরে কি আর করা অবশেষে সম্পুর্ন ফরমেট করে পুনরায় ভিসতা। বর্তমানে এক্সপি। তবে সুযোগ পেলে অবশ্যই উবুন্টু হবে।

শামীম এর ছবি

আমি নোকিয়া ৩১১০ ব্যবহার করে উবুন্টু থেকে ব্যবহার করেছি বহুদিন। তারপরে অবশ্য ফোনটা ছিনতাইকারী নিয়ে যাওয়ার পর থেকে ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছি।

টিউটোরিয়াল দেখুন: উবুন্টুতে গ্রামীনফোন ইন্টারনেট সংযোগ
অথবা এখানে (একই জিনিষ)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

যে ভুল আমি করেছিলাম, আপনি হয়তো সেই একই ভুল করেছিলেন। ব্যাপার না। চলে আসেন উবুন্টুতে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্বপ্নাহত এর ছবি

আমি নিজেও মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করি। উবুন্টু ৮.০৪ এ জিনোম ডায়ালআপ ইন্সটল করে নেবার পর মোবাইল মোডেম এর জন্য কোন আলাদা সেটিংস ই দেবার দরকার পড়েনি। ঐ ব্যাটা নিজে নিজেই ডিটেক্ট করে নিয়েছে।কাজেই আপনার মোবাইল ব্র্যান্ড যেটাই হোক মোডেম অটো ডিটেক্ট করে নেবার কথা আপনি যদি জিনোম ডায়াল আপ এর ডায়ালার টা ইন্সটল করে নেন। আর জিপিআরএস প্রোভাইডার এর সেটিংস এক্সপিতে যেভাবে দিয়েছেন সেভাবেই এখানেও দিতে হবে। কাজেই জটিলতার কোন অবকাশ নেই।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অছ্যুৎ বলাই এর ছবি

ওপেন সোর্সের জয় হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

গৌতম এর ছবি

ধন্যবাদ, বলাইদা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অম্লান অভি এর ছবি

দারুণ প্রসঙ্গ ২১ তারিখ সাঁতার প্রতিযোগিতার ওয়ার্মাপ হয়ে গেল প্রায়।
ভয় পেলাম আবার বুকে আদুরে থু থু তাও। ভালোই আর সেই সাথে শামীম ভাই এখানেও।

@মা,মু ভাই স্পাই ওয়্যার নিয়ে লেখা কবে রিলিজ হবে।!।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

হিমু এর ছবি

কিছু মনে করবেন না, দীর্ঘদিন দেখে একটা কর্কশ মন্তব্য করছি।

আপনার কথা বোধগম্য হয় না আমার। দোষটা আমার কি না ধরতে পারছি না।


হাঁটুপানির জলদস্যু

শামীম এর ছবি

ওনার এই মন্তব্য আমার কাছে অবশ্য সহজে বোধগম্য ....

লিনাক্সে হাবুডুবু ... তাই ২১-নভেম্বরের ডেমোন্সট্রেশন প্রোগ্রামে (এ বিষয়ে আমার পোস্ট) সাঁতার শিখবে, যেন এই হাবুডুবু থেকে বাঁচতে পারে।

বোলারগণ বা রিকিপন্টিং যেমন হাতে থুথু দেয়, তেমনি ভয় পেলেও অনেকে দোয়া দরুদ পড়ে নিজ বুকে একটু থু থু দেয়।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

ভাইরাসের যন্ত্রণায় আমার বড় ইচ্ছা উবুণ্টু ব্যবহার করি। কিন্তু কিছুই বুঝি না ! কম্পু-কানা তো, তাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

কোনো সমস্যা নেই ভাই। চলে আসেন উবুন্টুতে। আমার অবস্থাও একসময় আপনার মতো ছিলো। কিন্তু অল্প দিনেই শিখে যাবেন। তাছাড়া সমস্যা হলে জানাবেন। আমি না হয় নবীণ, অভিজ্ঞরা তো আছেনই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তীরন্দাজ এর ছবি

সুজেকে কে নিয়ে লেগেছিলাম একবার। আবার উইন্ডোতে ফিরেছি। তবে সময়াভাবে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

গৌতম এর ছবি

সুজেকে কী ভাই? লিনাক্সের আরেকটি ডিস্ট্রো কি?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ইশতিয়াক রউফ এর ছবি

আমি WUBI ইন্সটল করেছিলাম ক'দিন আগে। পিসি থেকে শুধু গুগুলের সাইটে যায় (জিমেইল, গুগুল, গুগুল ডক্স, ইত্যাদি), কিন্তু তামাম দুনিয়ার আর কোন সাইটে যায় না! উবুন্টু ফোরামে অনেক গুঁতাগুঁতি করেও কোন লাভ হল না। ল্যাপটপের সমস্যা অন্য -- ওয়্যারলেস পায় না। তবু ইচ্ছা আছে কোনদিন লিনাক্সে ফেরার।

এসএম৩ আর পুরুর কথার সাথে একমত। ইদানিংকার স্পাইওয়্যারগুলো আর্থিক লালসা থেকেই তৈরি বেশি। লিনাক্স যদি উইন্ডোজের মত জনপ্রিয়তা পায়, তাহলে কি সোর্স কোড উন্মুক্ত হওয়াটা শাখের করাত হয়ে যাবে? এই প্রশ্নটা মাথায় ঘুরে মাঝে মাঝে।

শামীম এর ছবি

হুঁ ... চিন্তার বিষয়।

তবে কিছু ব্যাপার দেখে একটু নিশ্চিন্ত। আমাদের এয়ারপোর্টগুলোতে নিরাপত্তাজনিত কারণে (!) ছবি তুলতে দেয় না .... সোর্স কোড বন্ধ থাকার মত অবস্থা। আর বিশ্বের তাবৎ বড় বড় এয়ারপোর্টের ভেতরে ছবি তোলা জায়েজ ... ওদের নিরাপত্তায় সমস্যা নাই বোধহয়।

সোর্স কোড তো এন্টারপ্রাইজ লিনাক্সেরও উন্মুক্ত। শুনেছিলাম/পড়েছিলাম ৭৫% এর বেশি সার্ভার নাকি উন্মুক্ত ইউনিক্স/লিনাক্সে চলে .... সহজভেদ্য হলে ক্যারাবেরা লেগে যাওয়ার কথা ইতিমধ্যেই।

যা হোক, সময়ই এর উত্তর বলে দেবে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

ধন্যবাদ, রউফ ভাই। এই প্রসঙ্গে কেউ যদি একটা লেখা দেন, সেই আশায় আছি আপাতত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্বপ্নাহত এর ছবি

বেশ কয়েক মাস ধরেই ব্যবহার করতেসি। এক্সপিতে যাবার আর ইচ্ছা নাই। যদিও কিছু প্রয়োজনীয় এপ্লিকেশনের জন্য মাঝে মাঝে খাবি খাই।

এতকিছুর পরেও আই এম লাভিং ইট হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

গৌতম এর ছবি

আপনার মতো আমারও একই অবস্থা ভাইজান।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ এর ছবি

গৌতম, আমারে এট্টু দিয়েন।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

কী দিবো ভাই? উবুন্টু? লাগলে পুরোটাই নিয়েন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

একাকী [অতিথি] এর ছবি

পোস্টটা ভালো লাগলো ।

ভাইরাস সম্পর্কে আমার জ্ঞান একেবারেই কম । তবে আমার এক ভাইরাস লেখক বন্ধু আছে। সিকিউরিটি সম্পর্কে তার জ্ঞান ইর্ষনীয় । তার কাছ থেকে শুনেছি যে ভাইরাসের সবচে কঠিন অংশ হচ্ছে তা নিজে থেকে রেপ্লিকেট এবং নেটওয়ার্কে ছড়ানো । দুই লাইনের কোড করে যেকোন উইনিক্স সিস্টেমের বারটা বাজায়ে দেওয়া যায় কিন্তু সেই কোড ইনফেক্ট করানো লিনাক্সে প্রায় অসম্ভব একটা কাজ । এটা করা সম্ভব শুধুমাত্র যদি লিনাক্স উইজার অনেক গুলা গাধার মত কাজ একসাথে করে যা সাধারণত হয় না ।

ভাইরাসের একটা প্রধান requirement হচ্ছে যে এর সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটিভ বা রুট প্রিভিলেজ লাগবে । হয়তো খেয়াল করেছেন উবুন্টু এর নতুন ভার্সন গুলাতে রুট হিসেবে লগ ইন করা যায় না । অন্য ডিসট্রোতে করা গেলেও তা করা উচিত না ।

এক কথায় বলতে পারেন যে লিনাক্সের সিকিউরিটি হোল অনেক কম । শুন্য তা বলবো না, তবে প্রতিদিনি তা আরো কমতেছে ।

সত্যি কথা বলতে কি আমার এই বন্ধু তার একাটা মোটামুটি বিখ্যাত একটা ভাইরাস লিনাক্সে ছড়ানোর চেষ্টা করেছিলো, কিন্তু পারেনি ।

আরেকটা কথা আগেই বলে নেই । আমার বন্ধুর ভাইরাস প্রোগামিং এর উদ্দেশ্য কিন্তু একাডেমিক, কারো ক্ষতি করা না ।

গৌতম এর ছবি

অসংখ্য ধন্যবাদ, একাকী। মোটামুটি একটা আইডিয়া পেলাম। আপনার ওই বন্ধুর ইমেইল আইডিটা কি দেওয়া যাবে? তাহলে এ বিষয়ে আমার আরো কিছু প্রশ্ন ছিলো। সেগুলো জানতে পারতাম।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতন্দ্র প্রহরী এর ছবি

উবুন্টুর একটা সিডি আনিয়ে রেখেছি, কিন্তু এখনো ব্যবহার করিনি। নিজে একটু কম্পুকানা তো, তাই মনে হয়, উইন্ডোজের মত সহজ ওএস রেখে উবুন্টুতে যাওয়া কী ঠিক হবে! দেখি, সাহসে কুলালে, একদিন...

শামীম এর ছবি

উবুন্টুর উপর প্রাথমিক সাহায্যের জন্য বাংলায় উবুন্টু সহায়িকা (pdf, ৯১০ কি.বাইট) ডাউনলোড করতে পারেন।

কৃতজ্ঞতা: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়র্ক (BDOSN)

উইন্ডোজের মত সহজ ......
--------- ব্যাপারটা আপেক্ষিক/ অভ্যস্থতার ব্যাপার। দুই দল শিশুর উপরে পরীক্ষা করে দেখা যেতে পারে, কোনটায় দক্ষতা দ্রুত আসে।

তবে অনেকেই বলে, লিনাক্সে লার্নিং কার্ভটা খুব স্টীপ .... কারণ মাতব্বরী করার সুযোগ আছে, কোড দেখার এবং পরিবর্তনের সুযোগ আছে।

DOS এর সময় থেকে কম্পিউটার ব্যবহার করি। (১৯৯১-৯২ সালের দিকে) Notre Dame এর কম্পুটার ক্লাবে গিয়ে নর্টন কমান্ডারের নীল স্ক্রীন কীভাবে আসে সেটা শেখার জন্য বন্ধুদের পীড়াপীড়ি করেছি .. কিন্তু ভাব নিয়ে কেউ শিখায় নাই ... অথচ, ব্যাচ কমান্ড nc লিখলেই ওটা চালু হত।

ForTran শেখার সময় বুয়েটের মেইন ফ্রেমের টার্মিনালে এক ফ্লপি থেকে বুট করে আরেক ফ্লপি দিয়ে প্রোগ্রাম রান করাতাম। বলাই বাহুল্য, ওখানে সব DOS ছিল। কিছুটা প্রোগ্রামিং জানার ফলে, (ফোর্ট্রান, ফক্সপ্রো, বেসিক, html) উইন্ডোজেই সাধারণ অনেক সমস্যা দ্রুত সমাধান করতে পারতাম। বিশেষ করে বন্ধু-বান্ধবদের গেমের রেকর্ড সেভ হত না সেটা ঠিক করে ক্রেডিট নিতাম .... ব্যাপারটা কিছূই না, শুধু যেখানে রেকর্ড সেভ হয় সেই ফাইলটা থেকে রিড-অনলি তুলে দিতে হত!

কাজেই আমার ক্ষেত্রে আপাত সহজ ব্যাপারটার পেছনে দেড়যুগের অভ্যস্থতাই দায়ী। এটার সাথে দুই বছরের লিনাক্স অভিজ্ঞতাকে তুলনা করাটা ঠিক হবে না।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

শামীম ভাইয়ের সাথে একমত।

অন্য একটা উদাহরণ দিই। এমএস অফিসের নতুন অর্থাৎ ২০০৭ ভার্সন অন্যগুলোর চাইতে পুরোপুরি আলাদা। এমনকি অনেকক্ষেত্রে মনে হয় নতুন করে শিখছি যেনো। উইন্ডোজের চাইতে উবুন্টু শেখার পার্থক্যটা বড়জোড় এমন হতে পারে। তবে কষ্ট করে হলেও অফিস ২০০৭ যেভাবে শিখছি, উবুন্টুটা অনেকে শিখতে চান না অজানা কোনো ভয়ে।

আর একবার ধরে ফেলতে পারলে তো খুবই সহজ। নিজের উদাহরণ দিয়েই কথাটা বললাম। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উবুন্তু ৮.১০ ব্যবহার করছি। ভালই! ওর্য়াক্স আউট অফ দ্যা বক্স!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

গৌতম এর ছবি

একমাত্র অনভ্যস্ততা ছাড়া উবুন্টুর বাদবাকি জিনিসগুলো ভালো লাগছে। তবে মাঝেমাঝেই কমান্ড ব্যবহার করতে হয়, নতুন ইউজারদের জন্য সেটা বিরক্তিকর হতে পারে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

নতুন পোস্ট দেখছি কইলাম ... ... হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

ধন্যবাদ। একই জিনিস আবার ওখানে দিলাম যদি কেউ ইনস্পায়ার্ড হয়!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

লুৎফুল আরেফীন এর ছবি

১. streaming হয় এখানে?
মানে আমি বাংলাদেশী টিভি চ্যানেলগুলো জার্মানীতে বসে ইন্টারনেটে দেখি লাইভ স্ট্রিমিং দিয়ে। সেটা নাকি সম্ভব না উবুন্টুতে?!

২. আর গেইম? আমি তো গেইমের পোকা! আপনাদের পাইরেসি বিরোধী কথাগুলো শুনে নিজের কাছে খারাপ লাগে। বিকল্প হিসেবে WinXP কিনতেও ইচ্ছে করে। কিন্তু Ubuntu না। কার, ঐ যে, ওপরের বিষয়গুলো।

আমার একটা licensed XP আছে নোটবুকে। ডেস্কটপেরটা কপি।
XP একটা কেনা খুব বেশি কিছু না। কিন্তু Ubuntu সব পারলে আর XP কেন? দয়া করে বলেন ওপরের বিষয়গুলোর সমাধান আছে কি না।

শামীম এর ছবি

১. নির্দিষ্ট কোডেক থাকলে লাইভ স্ট্রিমিং ভিডিও চলার কথা। (উবুন্টু ফোরামে এই বিষয়)। দেশে নেটের যা স্পীড ... টেস্ট করার সাহস পাই না।

২. গেইম তো উইন্ডোজ কম্পানি বানায় না। গেইমের মেকার যদি লিনাক্সের জন্য গেইম বানায় তাহলে না চলার কোনো কারণ দেখি না। আর যদি উইন্ডোজের জন্য তৈরী গেইমই খেলতে চান তাহলে wine (ফ্রী, কিছু গেইম চলবে) বা cedega (এইটা আবার ফ্রী না; বেশি গেইম চলবে) ব্যবহার করে তা পারবেন।
উবুন্টু/লিনাক্সের কিছু গেইম
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

লুৎফুল আরেফীন এর ছবি

গেইম তো উইন্ডোজ কম্পানি বানায় না।

অতি সত্যি কথা! কিন্তু সেরা গেইম প্রস্তুতকারক কোম্পানীগুলোও লিনাক্সের জন্য গেইম বানাতে উৎসাহী বলে মনে হয় না।

আমি লিন্ক্সের কম্প্লেক্সিটি নিয়ে চিন্তিত নই। ভালো অপারেটিং সিস্টেমের অবধারিত বৈশিষ্ট্য হলো ব্যবহার বান্ধবতা। লিনাক্স সেদিকে আগাচ্ছে বলেই আপনাদের লেখা পড়ে মনে হয়। লি্নাক্স আরোও এগুলে হয়তো শুধু আমি না, আরোও অনেকেই মাইক্রোসফট ছেড়ে দেবে। এই মুহুর্তেই লিনাক্স মাইক্রোসফটের বিকল্প হয়ে গেছে বলা বোধ হয় ভুলই হবে।

পাইরেটেড কপি ব্যবহার করাটা আমার কাছেও গলার কাঁটার মতোই বেঁধে। আমি অফিসের এক টুকরো কাগজও বিনামূল্যে গ্রহন করি না, একটা প্রিন্ট আউটও বিনামূল্যে নেই না। ফোটোকপিও বিনামূল্যে করি না। অথচ, সফটওয়্যার অধিকাংশই পাইরেটেড ব্যবহার করছি। বিষয়টা নিয়ে স্বস্তি বোধ করা দূরে থাক, ভাবতেও ভালো লাগে না।

লিনাক্সের অগুণিত সেবকের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। তারা জিনিসটাকে আরেকটু এগিয়ে নিক। আমরা যারা চুরি করা দুধ খেয়ে অভ্যস্ত, তারা যেন অচীরেই, ঘোল দিয়ে নয়, বিনামূল্যের খাঁটি দুধেই দুধের স্বাদ মেটাতে পারি! সেই কামনা করছি!

গৌতম এর ছবি

পাইরেটেড কপি ব্যবহার করাটা আমার কাছেও গলার কাঁটার মতোই বেঁধে। আমি অফিসের এক টুকরো কাগজও বিনামূল্যে গ্রহন করি না, একটা প্রিন্ট আউটও বিনামূল্যে নেই না। ফোটোকপিও বিনামূল্যে করি না। অথচ, সফটওয়্যার অধিকাংশই পাইরেটেড ব্যবহার করছি। বিষয়টা নিয়ে স্বস্তি বোধ করা দূরে থাক, ভাবতেও ভালো লাগে না।
- আপনারে পুরা (বিপ্লব+মানিক)

ঠিক একই কারণে মাঝে মাঝে বেশ কষ্ট হলেও উবুন্টুতেই কাজ চালিয়ে যাই। একেবারে বাধ্য না হলে উইন্ডোজে আসি না। আর উইন্ডোজে যে সব সফটওয়্যার চালাই তাদের একটি বিরাট অংশই এখন ফ্রি বা ওপেন সোর্সের।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাইফ তাহসিন এর ছবি

গৌতমদা, আপনার এই লেখার শিরোনাম কতদিন যে আমারে বিড়বিড় করাইছে, তার ইয়ত্তা নাই। লেখাটা খুব জোশিলা ছিল এবং আছে। আপনার এই লেখায় উদ্বুদ্ধ হয়ে এক পর্যায়ে উবুন্টু লোড করে ফেলি, এরপরে অনেক সময় বয়ে গেছে, সে নিয়ে লেখার ইচ্ছা আছে, দেখা যাক কতদুর কি করতে পারি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

গৌতম এর ছবি

আপনার লেখার কী হলো?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।