হাতি ও পিঁপড়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ৮:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সারা বন জুড়ে একই আলোচনা
হাতি হয়েছেন "রেপ"
শেঁয়ালের কাছে আছে নাকি এই
ঘটনার পুরো টেপ

খবরটা যেই শুনেছে অমনি
পিঁপড়ার চোখে জল..
গাধা বলে - তুই বোকা নাকি ব্যাটা..
কাঁদছিস কেন বল !

মনে মনে বলে পিঁপড়াটা - ওরে
কী করে বুঝাবো হায়..
টেপটা দেখলে তখন বুঝবে
পিঁপড়ার কতো দায় !

জনৈক "বেক্কল ছড়াকার"


মন্তব্য

ক্যামেলিয়া আলম এর ছবি

পিপড়ের কান্নার মর্মোদ্ধার করা কোনভাবেই সম্ভব হলনা------- হয় পরের পর্ব নয়তো সেই টেপ ছাড়ুন ব্লগে
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অতিথি লেখক এর ছবি

আমিও পারলাম না মর্মোদ্ধার করতে।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

হিমু এর ছবি

হায় পিপীলিকা, বোঝেনি (সে বোকা)
হিডেন ক্যামের লীলা
শৃগালের ফাঁদে পা দিয়ে সে কাঁদে
মেজাজ পুরোটা বিলা।

শল্লকী আসি বলে মৃদু হাসি
"বোকা পতঙ্গ ওরে,
হিডেনলীলেন চোথা লিখেছেন
দেখোনি কি তাহা পড়ে?"

এই কথা বলি দেয় মেলে খুলি
টিউটোরিয়ালখানি
সব করে পাঠ দগ্ধললাট
পিঁপড়ার চোখে পানি।

কহে ডুকরিয়া, পিপীলিকা মিয়া
"শোনো সবে দিয়া মন!
হাতিরে লুটার আগে একবার
পড়ো সচলায়তন!"


হাঁটুপানির জলদস্যু

বিপ্লব রহমান এর ছবি

সাধু! সাধু!

হো হো হো হো হো হো হো হো হো


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

লুৎফুল আরেফীন এর ছবি

জয়বাবা হিমুনাথ!!

যুগে যুগে এভাবেই কবিরা কবিদের পাশে দাঁড়িয়েছেন!

দুজনকেই (বিপ্লব)

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
প্রাণ ভরে হাসলাম।
আর হিমুর সাথে একমত।
ও ব্যাটার আসলেই আগে সচলায়তন পড়া উচিত ছিলো।
হিডেন লীলেনের বুদ্ধিগুলান পড়লে কি আর এই দশা হয়!!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

হিমু ভাইয়ের ছড়াটা বাড়ানোর একটা বদ আইডিয়া মাথায় ঢুকসিল।

আল্লাহ বাঁচাইসে... ঠিক সময়ে নিজেরে কন্ট্রোল করসি দেঁতো হাসি

তয় পিঁপড়া এত দুঃখ পাইলো ক্যান বুঝলাম না।তার তো নিজের বীরত্ব এই ভাবে প্রকাশিত হইতেসে দেখে বুকের ছাতি দুই মিলিমিটার আরো বেড়ে যাবার কথা। ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগছে।.।.।.
তয় পরের কাহিনীও শুনতে চাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

বেক্কল ছড়াকারের ছড়া বরাবরের মতোই ভালো
কিন্তু এখানে একটা মারাত্মক ভুল ইনফরমেশন আছে
তা হলো পিঁপড়া মোটেও হিডেন ক্যামেরার জন্য কাঁদেনি
সে কেঁদেছে হাতিকে কিস করতে না পারার দুঃখে

কারণ হাতিরে ঠোঁটটা শুঁড় দিয়ে সুরক্ষিত...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলায়তনে সচল হবার
নিয়ম জানি না‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ গড়া কার
সেই প্যাঁচে পড়ে হয় না সচল
প্রিয় বেক্কল ছড়াকার মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

ছড়া ভালো লাগছে।কিন্তু আমরা কি পিপিলিকার পরের ঘটনা পরে জানতে পারব?
-নিরিবিলি

অতিথি লেখক এর ছবি

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মন্তব্যের জন্য.. !

জনৈক "বেক্কল ছড়াকার"

s-s এর ছবি

প্রশ্ন: পিপীলিকা পিপীলিকা দলবল ছাড়ি একা
কোথা যাও যাও ভাই বলি?
উত্তর: "হাতি বলে একা পেয়ে
জোর করে চুমু খেয়ে
করেছি যে আমি গলাগলি !
অপবাদ মুছিবারে তাই
হাতি সনে ছুটে যাই
ছয় পায়ে পিলপিল চলি - - - - - - - -"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সাধু, সাধু

অতিথি লেখক এর ছবি

সচল হওয়া চাই 'বেক্কল জিনিয়াস ছড়াকারের'

স্পর্শ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।