সুনীল কুহর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৬/০৫/২০০৯ - ১২:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
ব্ল্যাক হোল তো শুনছেন সবাই, কিন্তু ব্লু হোল? নামটা না চিনলেও এটার ছবি সবাই ই দেখছেন কোন না কোন সময়, ওয়ালপেপার হিসেবে। আর যারা নিয়মিত পাঠক/ দর্শক ন্যাশনাল জিওগ্রাফিক এর, তারা তো জানেনই কি। বাকিরা আগে ছবি দেখেন, পরে কথা।

ব্লু হোল আসলে হলো ভূ-গর্ভস্থ গুহা। তুষার যুগের পরপর যখন বরফ গলা শুরু হলো, স্বভাবতই সামুদ্রিক পানির লেভেল বাড়া শুরু হয়ে যায়। আর তখনই কিছু কিছু গুহা যায় পানির নিচে ডুবে। এই ব্লু হোল গুলোর দেখা মিলবে ক্যারিবিয়ান সাগরে, বাহামাস এর আশে পাশেই। (ব্লু হোল এর বাংলা নাম দিলাম সুনীল কুহর - কারো মনে অন্য কোন নাম থাকলে বলে ফেলুন।)

autoস্থানীয় লোককথায় আছে, এই সুনীল কুহর গুলো আসলে লুসকার আস্তানা। লুসকা হলো অক্টোপাসের মত দেখতে এক সামুদ্রিক দানব। মাঝে মাঝেই সে উঠে আসে পানির ওপর, আর বিশাল শুঁড় দিয়ে টেনে নিয়ে যায় কোন জাহাজ পেলে। কোন কোন উপকথায় লুসকাকে অবশ্য দেখানো হয়েছে বহুমুন্ডু ড্রাগন হিসেবে, আবার কোথাও শুধু দুষ্টত্মা হিসেবে। তবে লুসকা থাকুক আর নাই থাকুক, এই গহ্বর জাহাজের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে এর শক্তিশালী স্রোতের জন্য। তবে এই কুহরগুলো মোটেও কোন বারমুডা ট্রায়াঙ্গল বা সেরকম মারণফাঁদ নয় - বরং পৃথিবীখ্যাত টুরিস্ট স্পট।

গ্রেট ব্লু হোল
সুনীল গহ্বরগুলো বিখ্যাত এদের সৌন্দর্যের জন্য। সমুদ্রডুবুরিদের তীর্থস্থান এগিলো, কারণ এখানে একে তো সাগর-তলবর্তী গুহা তো আছেই, তারওপর জীববৈচিত্র্যের দিক দিয়েও সমৃদ্ধ। গুহার ছাদ থেকে ঝুলে আছে স্টালাকটাইট, পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে গ্রুপার, সমুদ্রের তলদেশে হেঁটে বেড়াচ্ছে লবস্টার - আর কি লাগে? এই সুনীল কুহর গুলোর মধ্যেগ্রেট ব্লু হোলকেই সবচেয়ে সুন্দর বলে ধরা হয়। অবস্থান হলো বেলিজ উপকূলের কাছে, লাইটহাউস শৈলশিরার কেন্দ্রে। ছবিতে তো দেখছেনই - এর মুখটা প্রায় নিখুঁত বৃত্তাকার। প্রায় হাজার ফিট চওড়া আর চারশো ফিট গভীর এই গ্রেট ব্লু হোল। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বটে।আর কচকচি না - কয়েকটা ছবি দিয়ে দিলাম শুধু। উপভোগ করুন।

auto
গ্রেট ব্লু হোল

------------------------------------------------------------------------
ভুতুম

তথ্যসূত্র:
ন্যাশনাল জিওগ্রাফিক
http://www.nationalgeographic.com

এনভায়রনমেন্টাল গ্রাফিটি ওয়েবসাইট
http://www.environmentalgraffiti.com
আর ছবি কিছু আমার শক্তচাক্তি থেকে, আর কিছু গুগল ইমেজ সার্চ দিয়ে।


মন্তব্য

এনকিদু এর ছবি

লেখাটা খুব ভাল লেগেছে । চলুক

দ্বীতিয় ছবিটা অ্যাঙ্গোলা উপকূলে ফ্রেঞ্চ নাবিকদের বর্ননা শুনে আঁকা এক সামূদ্রিক জীবের, সেসময় (১৮০১) ধারনা করে হয়েছিল জীবটা হয়ত ক্রাকেন


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভুতুম [অতিথি] এর ছবি

ক্রাকেন এর সাথে লুসকাকে মেলানো হয় জানতাম, তবে ছবিটার ইতিহাস জানা ছিলো না। ধন্যবাদ এই তথ্যটার জন্য। আর পছন্দ করার জন্য আরেকটা ধন্যবাদ।

সিরাত এর ছবি

বাহ, মজা লাগলো তো মিয়া! একেবারেই সারপ্রাইজিং বিষয়, কোন কিছুই জানতাম না। কি আশ্চর্য, কত ধনী আমাদের এই পৃথিবী!

ছবিগুলা সুন্দর। ছবি দেখেই তো কত কিছুর সাধ মিটাচ্ছি। আশা করি একবার নিজের চোখে দেখা হবে!

পূর্ন সচল হইলে স্টার দিতাম। এরকম আরো লেখ ভুতুম মিয়া!

ভুতুম [অতিথি] এর ছবি

স্টারটা বাকি থাকলো তাইলে, সচল হইলে দিবেন মনে কইরা!

ধন্যবাদ।

দ্রোহী এর ছবি

চমৎকার পোস্ট।

ভিসা ছাড়া আই-টুয়েন্টির উপর ভর করে বছর দুয়েক আম্রিকায় আছি। "দ্য বাহামাস্" বা বেলিজ-এ যাবার খায়েশ এবারে আর মিটলো না। তবে আটলান্টিকের তলদেশে ফ্লোরিডা সংলগ্ন প্রবাল প্রাচীর দেখে ফেলেছি।

ভুতুম [অতিথি] এর ছবি

ধন্যবাদ!

কীর্তিনাশা এর ছবি

আরেকটু লিখলে কি ক্ষতি ছিল! মন খারাপ

আমার কাছে সুনীল কুহর পুরা নতুন বিষয়। আগে জানা ছিল না। জেনে ভাল লাগলো। ছবি দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভুতুম [অতিথি] এর ছবি

লেখাটা ছোট করেছি ইচ্ছা করেই, ছবি দিয়েই কাজ সারার একটা ফাঁকিবাজি ইচ্ছা নিয়ে লেখাটা লিখে ফেললাম। অবশ্য আরো একটা ব্যাপার ছিলো, টেকনিক্যাল কথা-বার্তা এড়াতে চেয়েছি, তারই ফসল এই ক্ষুদ্রায়তন। বিস্তারিত জানার জন্য তথ্যসূত্রগুলো ঘেঁটে দেখতে পারেন।

আর ধন্যবাদ পছন্দ করার জন্য।

এনকিদু এর ছবি

টেকনিক্যাল লিখুন যদি আপনার ভাল লাগে । আমরা মন ছুঁয়ে যাওয়া শিল্প থেকে শুরু করে নিউরোনে অনুরনন ঘটান বিজ্ঞান পর্যন্ত সব রকম লেখাই সুন্দর বলে মনে করি হাসি

আর জানেনই তো, সুন্দর জিনিস দেখতে/শুনতে/পড়তে মঞ্চায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মৃদুল আহমেদ এর ছবি

নামটি চমৎকার হয়েছে। সুনীল কুহর।
আর ছবিগুলো তো দারুণ।
তার চেয়েও বড় ব্যাপার যে, এই বিষয়টি সম্পর্কে জানতাম না। জানলাম। অনেক ধন্যবাদ।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ভুতুম [অতিথি] এর ছবি

আপনাকেও ধন্যবাদ। পৃথিবী কত যে বৈচিত্র্যময়!

লুৎফুল আরেফীন এর ছবি

নাম ভালোই হইছে, নতুন করে বলার আর কিছু নাই। লেখাটাও তোফা! বিষয়টা সম্পূর্ণ নতুন।
আরোও ভালো লাগলো, সিরাতের মন্তব্যখানা!

কি আশ্চর্য, কত ধনী আমাদের এই পৃথিবী!
আমরা সবাই যখন নিজের দেশ নিজের দেশ বলে চারপাশে দেয়াল খাড়া করছি, নিজেদেরকে ক্ষুদ্র থেকে ক্ষদ্রতর করে ফেলছি সে সময় এই ছেলেটা পৃথিবীকে আমাদের বলে কেমন আপন করে নিলো!

শেখার আছে অনেক কিছু! সচলকে ধন্যবাদ। আপনারা সবাই দ্রুত সচলত্ব লাভ করুন।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

ভুতুম [অতিথি] এর ছবি

ধন্যবাদ। আর সিরাত ভাইয়ের কমেন্টটাও হইছে চমৎকার!

সিরাত এর ছবি

:)। চলুক. ধন্যবাদ লুৎফুল ভাই!

কল্পনা আক্তার এর ছবি

এই সব দেখলে খালি চোখের পিপাসা বাড়ে.... মন খারাপ

লেখা সুন্দর হয়েছে।
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

ভুতুম [অতিথি] এর ছবি

পিপাসা বাড়তেছে, তাই ঘোলে মিটাচ্ছি আরকি ছবি দেখে দেখে। একদিন দুগ্ধস্বাদ পাবার আশা রাখি।
খুশী হলাম পছন্দ হয়েছে জেনে।

মামুন হক এর ছবি

ফাটাফাটি!!!
নাহ মরার আগে দেখা/করার লিস্টে নতুন একটা পয়েন্ট যোগ হল, নীল গত্তে ডুবে ডুবে জল খাওয়া!

ভুতুম [অতিথি] এর ছবি

আমিও যামু। ক্যারিবিয়ানে গিয়া নারিকেল খামু আর স্নরকেলিং করমু।

পান্থ রহমান রেজা এর ছবি

নতুন জিনিস জানলাম।

ভুতুম [অতিথি] এর ছবি

খুশী হইলাম জানাতে পেরে। দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আহ্ কী সুন্দর। পোস্টের জন্য ৫তারা।

ভুতুম [অতিথি] এর ছবি

৫তারার জন্য পিঠ চুলকানি। (অতিথি মানুষ, পিঠ চুলকানিই সম্বল)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চুলকাইলে হবেনা, এরকম লেখা কিন্তু আরো দিতে হবে।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ একটা বিষয় সম্পর্কে জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, ভুতুম। তবে এতো ছোট্ট লেখা দেয়ার জন্য অভিযোগও জানালাম হাসি

নিয়মিত লিখুন। আপনার লেখায় আরো অনেক অজানা মজার মজার বিষয় উঠে আসুক...

ভুতুম [অতিথি] এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ। চেষ্টা করবো লিখতে ভালো মতন। দুয়া রাইখেন!

s-s এর ছবি
ভুতুম [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।