এলোমেলো ক'টি লাইন আর দু'টি ছবি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০২/১০/২০০৯ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১) Morning dew

তোমার ভালবাসার অতল গভীরে আমি খুঁজে পেতে চাই
নিমগ্ন কোন অপরুপ স্বর্ণালী প্রভাত।
যেন সমস্ত ক্লান্তি শেষে তুমুল করতালি মুখরিত
আলোকিত মঞ্চ এক। আমার অলস শিশির কনা-
তোমার অধরের টুকরো টুকরো হাসিতে থাক বর্ণীল।

---------------------------------------------------------------------

২) Amar r kothao jawar ney..::HDR::..

শুধু তোমার কাছেই আমি স্থির,
তোমার চেখে চেয়েই সব স্বপ্ন, আজ আমার আর
কোথাও যাওয়ার নেই, শুধু তোমার কাঁকনের প্রগাঢ় রিণিঝিনি
আর আলোড়িত স্রোতধারার মতো ছোট্ট নীড়ে
নিশ্চল - নীরব হয়ে জীবন্ত অক্টোপাসের আকুলতা নিয়ে
সমস্ত দিগন্ত জোড়া আধো আলো - আধো আঁধারির
সুখ নিয়ে বেঁচে থাকা।

----------------------------------------------------------------------

( ইচ্ছা ছিল অনেক দিনের, কিছু ছবি কাব্য করার। আপনাদের যদি ভাল লাগে তবে চালিয়ে যাব আশা করি। বানান ও অন্যান্য যে কোন লঘু বা গুরু অপকর্মের জন্য আগেই মাফ চেয়ে নিচ্ছি।)

- অনুপম ত্রিবেদি।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

চালিয়ে যান।

ছবিগুলো কি আপনার তোলা?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, শাহেনশাহ ভাই।

হুম, ছবিগুলো আমারি তোলা।

- অনুপম ত্রিবেদি।

নির্জন স্বাক্ষর এর ছবি

যাক, তুমি আমার অনুরোধ অর্ধেক রাখলা, ছবিলেখার বদলে ছবি কাব্য।
খুব ভালো লাগলো সু ভাইয়া। চলুক চলুক চলুক
----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

উজানগাঁ এর ছবি

সচলে স্বাগতম।

দুটো ছবিই অসাধারণ। এতো ছোট পোস্ট দিলে কি চলে? আরো লম্বা পোস্ট চাই। হাসি

মূলত পাঠক এর ছবি

সহমত। আরো কয়েকটা এমন অসাধারণ ছবি পোস্টান না।

মেহদী হাসান খান এর ছবি

এইটা কোন সুহাস ভাই? ফটোগ্রাফার সুহাস ভাইকে চিনতাম, কবি সুহাসের সাথে এই প্রথম পরিচয় হলো...

সচলে স্বাগতম সুহাস ভাই। জাদু দেখানো শুরু করেন হাসি

তানবীরা এর ছবি

কবিতা আর ছবি, দুইই অপূর্ব।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্বপ্নহারা এর ছবি

ছবি আর কবিতা দুটোই খুব ভাল লাগল! আরও কিছু ছবি দিন...অপেক্ষায় রইলাম।
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

'ছবি, কাব্য আর সচলায়তন'
অনুপম সুন্দর এই ত্রিমাত্রিক, চালিয়ে যান ত্রিবেদি !
এম হোসাইন

---------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ"

জুয়েইরিযাহ মউ এর ছবি

বেশ চমৎকার হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

@ শা্ওন - হাঁটি হাঁটি পা পা করেই তো দৌড়ানো শিখবো।

@ আশরাফ - হুম, আধেকটা হলেও, শুরুটা তো হলো।

@ মেহেদি - ভাই, আমার আর কিসের জাদু, তোমাদের জাদু দেখতেই তো এখানে এলাম।

ধন্যবাদ সবাইকে। আমার এই অপপ্রচেষ্টা ভালো লেগেছে জেনে যারপরনাই খুশি হলাম।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নজমুল আলবাব এর ছবি

ছবি কবিতা... আর কি কি পারেন? দিতে থাকেন নিয়মিত

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ একটা ব্লগ... ছবি আর কবিতা মিলে... নিয়মিত লিখুন ভাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

কামেল মানুষ মনে হয়?

চলতে থাকুক।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ নজমুল ভাই, নজরুল ভাই & মুস্তাফিজ ভাই।

@ মুস্তাফিজ ভাই - আরে আমি ফ্লিকারের সেই পুরান পাপী সুহাস, এইখানে নয়া।

-----------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ! 'এলোমেলো' লাইন ক'টা এবং ছবি দুটো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।