একটি মোবাইল - কয়েকটি ঘটনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ৪:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনা ১: ছিনতাই

কয়েকজন ছিনতাইকারী ধরে একা একজন মেয়েকে। ব্যাগ কেড়ে নিয়ে যায়। একটা মোবাইল খুঁজে পায়। অন্য একটা মোবাইল থেকে যায় তাদের আড়ালে। মোবাইলটা ছিলো Nokia 6300.

ঘটনা ২:

Varsity পৌছে দেখে মোবাইল নেই। গাড়িতেও খুঁজলো। নেই। তারপর তার এক Friend এর মোবাইল থেকে নিজেরটায়ে কল দিলো। ধরলো এক Taxi Driver. গ্যাস নেয়ার সময় সে মোবাইলটা পড়ে থাকতে দেখে, অন রেখেছে যেন এর মালিককে ফেরত দিতে পারে। পরে সে এসে ফেরত দিয়ে যায়।

ঘটনা ৩:

এটাও varsityতে। সেদিন তার Presentation ছিল। তাড়াহুড়োতে মোবাইল কমন রুমে ফেলে যায়। যে মেয়ে সেটা পায়, সে কল লিস্‌ট থেকে সবাইকে কল দিতে থাকে মোবাইল ফেরত দেবার জন্যে। এবারো মোবাইল ফিরে আসে আসল মালিক এর হাতে।

ঘটনা ৪:

গ্রামের বাড়িতে এসেছে ঈদে। বাইরের উঠোনে কোরবানি শেষে ঘরে ফিরে আর মোবাইল খুঁজে পায় না। অন্য ফোন থেকে কল দিয়ে দেখে মোবাইল অফ। ঈদের দিনে নিজের বাড়ি থেকে চুরি হল মোবাইল।

আমি এখন আশা করে আছি মোবাইল ফিরে আসবে। যদিও মোবাইল এর মালিক তা বিশ্বাস করছে না।


মন্তব্য

হিমু এর ছবি

সমবেদনা রইলো।

লেখার শেষে নিবন্ধিত নিকটি উল্লেখ করে দেবেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

লুৎফুল আরেফীন এর ছবি

আশা রইল।

আরিফ জেবতিক এর ছবি

আমার একবার এই ঘটনা ঘটেছিল। রাতের শিফট শেষ করে বেবিটেক্সী দিয়ে বাসায় এসে নেমেছি, তাড়াহুড়ো করে ঘুমিয়েছি, সকালে বুঝলাম মোবাইল নাই।
কল দেয়ার পরেই বেবিটেক্সীঅলা ধরে জানালো, সে আমাকে কোথায় নামিয়ে দিয়েছে স্মরণ করতে পারে নাই বলে ফেরত দিতে পারেনি, ঠিকানা বলার আধাঘন্টা পরে এসে ফেরত দিয়ে গেছে।

ধুসর গোধূলি এর ছবি

- মনেহয় না এই মোবাইল আর ফেরত আসবে। হলুদ, সবুজ, ইয়েলো সব কার্ড দেখানো হয়ে গেছে মালিকরে। মালিক কি গোলাপশাহের মাজারে শিন্নি চড়াইছিলো? চড়ায় নাই! তাইলে মোবাইল ফেরত আসবে কেমনে?

মোবাইল ফেরত আসুন কি না আসুক, আপনে লেখা নিয়ে সচলের উঠানে ফেরত চলে আসেন। লিখতে থাকেন কোপাইয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

ভাগ্য আবারো সুপ্রসন্ন হোক ।

এলোমেলো ভাবনা এর ছবি

আমিও কেবল এখানে সেখানে সেল ফোন ভুলে যাই :p।
তবে আপনি ভাগ্যবান যে ফোন ফেরত পেয়েছেন। এবারো পাবেন সে আশা রাখছি।


এমন শহরে আমি ঘুরি , নাকি শহরটাই ভবঘুরে?


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

অতন্দ্র প্রহরী এর ছবি

এ পর্যন্ত একবারই মোবাইল ফোন হারানোর টেনশনে পড়েছিলাম। সেটাও আবার বন্ধুদের ফাইজলামি ছিল। লুকিয়ে রেখে পরে ফেরৎ দিয়েছিল।

আপনার ফোনটা এবার মনে হচ্ছে ফিরে পাওয়ার সম্ভাবনা কম, তবুও শুভকামনা থাকল।

লীন এর ছবি

আমার চেনা কেউ হারানো মুঠোফোন খুঁজে পেয়েছে বলে শুনিনি। সমবেদনা রইলো।

______________________________________
লীনলিপি

______________________________________
লীন

Ami এর ছবি

"varsity" কি সেটা বুযিে দিতেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিশ্ববিদ্যালয়।

ধারণা করছি আপনি বানান নিয়ে সন্দেহ করছেন। বানানটি ঠিকই আছে। এটি ইউনিভার্সিটির সংক্ষিপ্ত রূপ (বৃটিশ)।

সাইফ তাহসিন এর ছবি

নোকিয়া ৬৩০০ কি জিনিস? ফটুক দেখাইবেন একখান? আপনাকে বেশ পয়সাওয়ালা আত্মাওয়ালা মনে হচ্ছে, যেভাবে মোবাইল ভুলে যাচ্ছেন। অথবা আসলে আপনার মোবাইলের দরকার নেই, জরুরী প্রয়োজন থাকলে মানুষ সাধারনত সেই জিনিসটা যত্ন করে রাখে। আমি আবার চাবি, মোবাইল আর বটুয়ার ব্যাপারে কিছুটা ওসিডিতে ভুগি, একবার হারিয়েছিলাম, সেই কথা মনে পড়লে এখনো দু:স্বপ্ন দেখি।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

চোর মোবাইল নিয়ে গেছে তো কি হয়েছে আপনার ভাগ্যকে তো আর সাথে নিতে পারেনি। প্রার্থনা করি এর চেয়ে ভাল কিছু আসুক আপনার জীবনে। ভবিষ্যতে এমন দূর্ঘটনা যেন আর না ঘটে সে কামনাই রইলো । ভাল থাকবেন হাসি

অমাবস্যা

ভূঁতের বাচ্চা এর ছবি

মোবাইল এখন পর্যন্ত একবারও হারাইনি তবে মানিব্যাগ হারাইসি কয়েকবার। আপনার প্রতি সমবেদনা রইল।
--------------------------------------------------------

--------------------------------------------------------

MahimHasan এর ছবি

যার কাছ থেকে বার বার মোবাইল হারিয়ে যায় এমন লোকের মোবাইল না চালানোই মঙ্গল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।