রাজকান্দির পথে......

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০২/০৫/২০১১ - ৫:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগার "দুখী মানব" এর সাথে অনেক দিন ধরেই ফেসবুক এ পরিচয়। তার এডভেঞ্চারের কাহিনী পড়ে অনেকবারই চেয়েছি তার এডভেঞ্চার গুলোর সঙ্গী হবার। কিন্তু কখনোই সময় করে উঠতে পারছিলাম না। এবার ফেসবুক এ রাজকান্দি যাওয়ার খবর শুনেই সিদ্ধান্ত নিলাম এবার যে করেই হউক যাব।

অসাধারন একটা ট্যুর ছিল। সিলেটে যে এরকম একটা ট্রেইল থাকতে পারে তা সম্পর্কে কোন ধারনাই ছিল না। ট্রেইলের বিস্তারিত পরে সময় করে দিব। এখন শুধু যাত্রা পথের কিছু ছবি শেয়ার করলাম।

ক্যামেরা নাইকন ডি ৫০০০

গাছ ও রৌদ্রের যুদ্ধ.............

বুনোফল

ফোটোগ্রাফি.........

ধ্বংশের ছোয়া.........

হাম হাম এর পথে.............

সবৃজের খেলা........

সূক্ষ পার্থক্য.............

যৌবন হারিয়ে...............

প্রবাহ......................

হাম হাম জলপ্রপাত


মন্তব্য

তিথীডোর এর ছবি

চমৎকার! চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

হিমু এর ছবি

ছবিগুলো ভালো লাগলো। কিন্তু লেখকের পরিচয় তো জানা হলো না।

কবি-মৃত্যুময় এর ছবি

দারুণ ছবি গুলো!!! চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছবিগুলো দারুণ... সিলেটের কোথায় এটা? আগে শুনিনি, বিস্তারিত জানালে খুশি হবো

______________________________________
পথই আমার পথের আড়াল

অপছন্দনীয় এর ছবি

পাঁচ তারা হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

দারুন ছবিগুলো। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

আপনার পোস্ট ছবি দুইটাই পছন্দ হয়েছে। কিন্তু একটা ক্যাপশান নিয়ে আপত্তি আছে। "ধ্বংসের ছোঁয়া" আবার কী! ধ্বংস হতে তো বাকি কিছু নাই। সিলেট, লাঠিটিলা, আদমপুর, লাউয়াছড়াতে গাছপালা কাইট্টা, সেগুন , মেহগনি লাগাইয়া সব ছারখার করে দিচ্ছে। আবার লাউয়াছড়ার পাশে জঙ্গলের বাফার জোন নষ্ট করে হোটেল বানাচ্ছে। একটা ফলের গাছ পর্যন্ত ছাড়ে নাই। মাঝে মধ্যে মনে হয় হাউমাউ করে কান্দি।

ধ্বংসের ছোঁয়া-টোয়া নয়, একেবারে অশ্লীল থাবায় তছনছ করে দিচ্ছে বাংলার বন-জঙ্গল।

সাফি এর ছবি

বস, আপনে রেমাকালেংগায় গেছেন? ওইখানে এক্টু ভাল অবস্থা এখনও

ফাহিম হাসান এর ছবি

রেমায় যাওয়া হয় নাই, বস। শুনেছি ঐদিকে একটু ভালো অবস্থা। কিন্তু কয়দিনই বা! ঐটাও কাইট্টা সাফ করে দিবেনে। কয়টা দিন সবুর করেন।

সাফি এর ছবি

জায়গাটা কোথায়, লাউয়াছড়া নাকি?

রু (অতিথি)  এর ছবি

খুব সুন্দর। তবে বর্ণনা আরেকটু বাড়াতে পারতেন।

কৌস্তুভ এর ছবি

লেখকের পরিচয় কই?

পরিচয় পেলেই ক্যাম্রাখানা আগে আদায় করুম...

rezsid এর ছবি

লেখক আমার মায়ের পেটের বড় আপন বড় ভাই শয়তানী হাসি

রিসালাত বারী এর ছবি

চলুক

অনিন্দ্য রহমান এর ছবি

সুপার


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

প্রেমাংশু এর ছবি

অসাধারণ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লা'জয়াব চিত্র প্রদর্শনী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জনাব, আরও কিছু ছবি সহ বিস্তারিত লিখুন, আশা করছি উপাদেয় হবে।

---- নিশাচর পার্থ

geniouscrow এর ছবি

প্রত্যেকটি ছবিতেই ফোটোগ্রাফারের নাম দেয়া আছে.............. হাসি আপসুস অতিথি হওয়ায় এডিট করে নিজের নামটা দিতে পারছি না। মন খারাপ
যাই হোক ছবিগুলো ভাল লেগেছে বলে সবাইকে ধন্যবাদ।
-চতুরকাউয়া (geniouscrow)

আসমা খান, অটোয়া। এর ছবি

চমৎকার!!!

Bimbiswas এর ছবি

অসাধারন চলুক

নাসির এর ছবি

ভাইয়া, আমি হাম্মাম ঝরনার যে রূপ পেয়েছি, দেখলে আপনি আফসোস করবেন !

নাসির এর ছবি

ভাইয়া, আমি হাম্মাম ঝরনার যে রূপ পেয়েছি, দেখলে আপনি আফসোস করবেন !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।