একটি রূদ্ধশ্বাস নাচগানঅ্যাকশনে ভরপুর বাংলা সিনেমার কাহিনীশাঁস

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ০১/০৯/২০০৮ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

শাঁসকে ফাঁপিয়ে লেখার দায়িত্ব নজরুল ভাইয়ের। সিনেমা তৈরি হলে রয়্যালটি দাবি করবো।

কাহিনী আবর্তিত দু'টি চরিত্রকে ঘিরে। দারোগা ফর্সা ফারুক ও দস্যু কালা হিমু। ফর্সা ফারুক সর্বদাই বিষণ্ন, নানা বিষয়ে তিনি ভাবতে চান থানায় বসে, কিন্তু দস্যুরা তাঁকে সে সুযোগ দেয় না। পদে পদে তাঁকে থানা থেকে বেরিয়ে ধাওয়া করতে হয় সেই চোরছ্যাঁচড়দের।

ফর্সা ফারুকের জন্যে নায়িকা লাগবে না। তিনি বিবাহিত ও সজ্জন। তাছাড়া নাচগানের বয়স তাঁর পেরিয়ে গেছে।

কালা হিমুর জন্যে একাধিক নায়িকা লাগবে। কারণ এক নায়িকা দিয়ে সে বিশ মিনিটের বেশি সিনেমা টানতে পারে না। ভালো কয়েক বোতল রামও লাগবে তার জন্যে। ডানে বামে দুয়েকজনের শালি পেলেও মন্দ হয় না। আর কী কী লাগবে তা পরে বিশদ বলা হবে।

সিনেমার শুরু শহরের প্রখ্যাত ধনকুবের মঞ্জু চৌধুরীর বাড়িতে ডাকাতি দিয়ে। ডাকাতির জন্যে অভিযুক্ত দস্যু কালা হিমু, যে কি না এমনই ঘোর কৃষ্ণবর্ণ, যে প্যান্ট খুললে ঘর আঁধার হয়ে আসে। মঞ্জু চৌধুরী থানায় ডায়রি করবেন, বন্দুক নিয়ে বেরিয়ে পড়বেন দারোগা ফর্সা ফারুক।

তারপর গোটা সিনেমা জুড়ে অ্যাকশন। কখনও ঘোড়ায় চেপে, কখনো মোটরসাইকেলে, কখনো বল বেয়ারিঙের চতুষ্চক্রযানে করে চলবে দুর্দান্ত দারোগা ফর্সা ফারুক ও দুর্ধর্ষ দস্যু কালা হিমুর মারপিট। প্লেনে চড়ে হিমু থানায় বোমা ফেলে, তো মোটরবোটে চেপে ফারুক হানা দেন দস্যুর আস্তানায়।

এরই ফাঁকে চলবে নাচ গান। ডানে বামে। কয়েকটি দৃশ্যে অন্যপাড়ার ছাগলের পালের বৃন্দনৃত্য দৃশ্যায়িত হবে তাদের ম্যা-ম্যা সঙ্গীতসহ। দস্যু হিমু রামের বোতলে চুমুক দিয়ে বলবে, যব তক তেরি পাও চলেগি, তব তক তু জিন্দা রাহেগি। দারোগা ফারুক দাঁতে দাঁত পিষে বলবেন, ইয়ে ডায়লোগ তুঝে ভারি পড়েগা কালা, ইয়ে ডায়লোগ তুঝে ভারি পড়েগা!

এভাবেই চলবে অ্যাকশন।

শেষ দৃশ্যে যখন হতাশ দারোগা রেজিগনেশন জমা দিতে যাবেন সদরে, রিকশা ঠিক করতে গিয়ে দস্যু হিমুর সাথে তাঁর গঞ্জে মোলাকাত হবে। কালা হিমুর মুখে গান, ওরে রসিয়া বাইদানি, তার পরনে বিকিনি, সে করিলো মোর টাটকা দিলে পাংচার ... হোয় হোয়!

ফর্সা ফারুকের মগজে বিদ্যুৎপাত ঘটবে। আরে, এই গান তো তাঁর পরিচিত! এই সেই গান, যা তিনি ছেলেবেলায় তাঁর ভায়রা ভাইয়ের সাথে বিড়ি খেতে খেতে গাইতেন। পরে কুম্ভের মেলায় গিয়ে দুইজনের ছাড়াছাড়ি হয়।

তিনিও পরের কলি গেয়ে উঠেন, ওরে রসিয়া বাইদানি, সব হলো জানাজানি, আয় দুষ্টামি বাদ দিয়ে করি সংসার ... হোয় হোয়!

কালা হিমুর মগজেও অনুরূপভাবে বিদ্যুৎ চমকাবে।

এরপর সাদাকালো করে দেখানো হবে অতীতের দৃশ্য, দুই বালক ভায়রা ভাই বিড়ি খেতে খেতে গান গাইছে কুম্ভের মেলায়।

দর্শকরা বুঝে যাবে পাঞ্চ লাইন কোথায়। দারোগা আর দস্যু, বরাবরের মতোই, ছেলেবেলায় কুম্ভ কি মেলে মে খো গায়া ভায়রা ভাই।

দস্যু হিমু আর দারোগা ফারুক তখন যথাক্রমে একে ৪৭ ও থ্রি নট থ্রি গাদা বন্দুক মাটিতে ফেলে একজন আরেকজন জড়িয়ে ধরবেন অশ্রুসজল নয়নে। ইতোপূর্বে লুণ্ঠিতা (হিমুকর্তৃক, কারণ ফর্সা ফারুক সচ্চরিত্র ও বিবাহিত) নায়িকারাও তখন আড়াল আবডাল ছেড়ে বেরিয়ে এসে অকারণে নাচবেন। কারণ শুধু ছাগলের নাচ দিয়ে সিনেমা টানা যাবে না।

এভাবেই মিলনাত্মক পরিণতির মধ্যে দিয়ে আরেকটি শ্বাসরূদ্ধকর সিনেমার সমাপ্তি ঘটবে। পৃথিবীর স্বাভাবিক নিয়মে দারোগা আর দস্যুর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে। ছাগলেরা খুর দিয়ে চোখ মুছবে।

[দি এন্ড]


মন্তব্য

সৌরভ এর ছবি

ওরে রসিয়া বাইদানি, তার পরনে বিকিনি, সে করিলো মোর টাটকা দিলে পাংচার ... হোয় হোয়!

হাহ হা। গড়াগড়ি দিয়া হাসি
হাসতে হাসতে চোখে পানি চলে আসছে।


২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে


আবার লিখবো হয়তো কোন দিন

স্নিগ্ধা এর ছবি

কি যন্ত্রণা!! ধূররররর!! আমি গতকালই মোটে প্রায় এই থিম নিয়ে একটা ঝিকিমিকি কাহিনী আধা লিখলাম -

কিন্তু একটা খটকা - দস্যু হিমু কি ছোট্টবেলা থেকেই নারীঘাতক টাইপের? নাহলে দারোগা ফারুকের শ্যালিকা কোথায় গেলো? ফর্সা আর কালা নাকি সেই ছেলেবেলার ভায়রাভাই?

আর যাই হোক, বউ বেঁচে থাকলে দস্যু হিমু'র ট্যাঁ ফোঁ করারও কোন উপায় থাকতো না। নায়িকা? প্লাস শালী? প্লাস রসিয়া বাইদানী?

হেহ ...!!!

স্বপ্নাহত এর ছবি

আহ, আফামণি এত প্রশ্ন কীসের। বাংলা সিনেমা নিয়া কোন প্রশ্ন তুলতে নাই। যা দেখাইবো আখেরে তাই লাভ। ঐদিকে হিমু ভাই গান শুরু করসে, তারচে আসেন ওইটা শুনি -

ওরে রসিয়া বাইদানি, তার পরনে বিকিনি, সে করিলো মোর টাটকা দিলে পাংচার ... হোয় হোয়!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

হিমু এর ছবি

এক জীবনে কি আর সব গোঁজামিল দূর করা যায়, বলেন? ওগুলিকে বাংলা সিনেমার নিজস্ব রত্ন হিসেবেই বেচতে হবে।


হাঁটুপানির জলদস্যু

সবজান্তা এর ছবি

সম্পূর্ণ জাঝা

নায়িকার বাবার রোলে কে আছেন ?


অলমিতি বিস্তারেণ

আলমগীর এর ছবি

সঙ্গীত পরিচালনা: অনিকেত।
শিল্প নির্দেশনা: সুজন চৌধুরী।
সিনেমাটোগ্রাফি: অরূপ (আবার ভেজাল বাজবে নাতো?)
কমেডি: দ্রোহী।
এন্টিকমেডি: ধুসর গোধুলি।
মিডিয়া পার্টনার: বিপ্লব রহমান।
নৃত্য পরিচালনা: মুশফিকা মুমু।
গীতিকার: মৃদুল আহমেদ।

মুক্তির পর চিত্রসমালোচনা: অমিত আহমেদ।

(আর দিলাম না, মাইর খাওয়ার সম্ভাবনা বাড়বে।)

দ্রোহী এর ছবি

দ্যাখো দেখি কী কান্ড!
মোরে দিলদারের পার্ট দেসে!!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

সৌরভ এর ছবি

আমারে একটা পার্ট দিসে।
কালা হিমুর ছোট ভাই। ফর্সা ফারুকের দুস্সম্পর্কের শ্যালিকার লগে পেরেম করে। এই অংশ নজু ভাইর মূল স্ক্রিপ্টে আসপো। দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

অনিকেত এর ছবি

খাড়াও, তোমারে মাইর দেওয়ার টাইম হইছে
(এদিকে মনে মনে---খু-উ-উ-ব খুশি---------------------- 'সঙ গীত' পরিচালকের দায়িত্ব পাওয়ায়----এখুনি দশ বারোটা হিন্দি ছবির গান শুনতে বসতে হবে---হু--হু)

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রাফি এর ছবি

ভাই মন ভালো করে দিলেন..... নজরুল ভাই কই?
এই সিনেমার সত্বর কাগজায়ন চাই...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

পরিবর্তনশীল এর ছবি

মজাইছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাথাটা ফ্রেস হল। বাংলা ছবি অনেকদিন দেখা হয়না। এই ছবিটা বের হলে দেখতে হবে।

কয়েকটি দৃশ্যে অন্যপাড়ার ছাগলের পালের বৃন্দনৃত্য দৃশ্যায়িত হবে তাদের ম্যা-ম্যা সঙ্গীতসহ।

অছ্যুৎ বলাই এর ছবি

সিনেমার নাম -

বাংলায়: যত গর্জে ততো বর্ষে না
ইংরেজিতে: Goats Never Climb a Tree

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
আপনিও কম যান না।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি
এলোমেলো ভাবনা এর ছবি

হিঃ হিঃ হিঃ

জলদি এই সিনেমাটা নামায় ফেলেন...

নাম হবে
"দারোগার শালী, কোথায় তুই গেলি??
- Dossu in Heaven"


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

মুজিব মেহদী এর ছবি

হিমুর রসবোধের কোনো তুলনা হয় না। এক্ষেত্রে তাঁর তুলনা কেবল সে নিজে।
কিন্তু তাঁর স্থানকালপাত্রজ্ঞানে কি খানিক খামতি আছে?
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

হ্যাঁ, আর সবার মতো আমিও এই খামতিতে আক্রান্ত হাসি


হাঁটুপানির জলদস্যু

মনজুরুল হক এর ছবি

আপনার উদ্যোগ প্রশংসনীয়। আশা করি ফারুক সব কিছু ভুলে যাবেন। ল'অব এ্যাভারেজ অনুযায়ী ফারুকের এখন সাড়া দেওয়া উচিৎ ।

ওর হয়ে আমিই ধন্যবাদ জানালাম। সব কিছুর জন্য নিজেকে দায়ি মনে হওয়ায় গ্লানিবোধে ভুগছি। ভাল থাকবেন।

জি.এম.তানিম এর ছবি

এই সেই গান, যা তিনি ছেলেবেলায় তাঁর ভায়রা ভাইয়ের সাথে বিড়ি খেতে খেতে গাইতেন।

গড়াগড়ি দিয়া হাসি আহারে...যদি খালি একটা ছোটবেলায় হারানো ভায়রা ভাই থাকতো...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একটা গপ কই শোনেন... তখন বন্ধন নাটকের শুটিং চলে। একটা দৃশ্য ছিলো বন্ধন বাড়ির ছাদে। চরিত্র দুইজন... বটু ভাই (আজাদ আবুল কালাম) আর ছুটি (তাজিন আহমেদ)।
লঙ শট ছিলো। আমি মনিটরে দেখি তাজিন একটা হলুদ শার্টের সাথে কথা বলতেছে। ক্যামেরাম্যানরে ডাইকা কইলাম মামা ক্যামনে কি? সে বলে মামা আমি কি করুম? আর্টিস্ট দুইটা দুই কিসিমের। ফর্সা তাজিন আর কালা পাভেল ভাই... মিলাই কেমনে? পাভেল ভাইরে দেখাইতে গেলে যে লাইট লাগবে তাতে তো তাজিন পুইড়া যাইবো।
টেকনিকাল সমস্যা!!
এখনো পর্যন্ত পাভেল ভাই (আজাদ আবুল কালাম)রে কোনো নাটকে নেওয়ার আগে বলি যে তারে অর্ধেক পেমেন্ট দেওয়া হবে। কারন তারে নিলেই লাইটের খরচ বাইড়া যায়। আর নায়িকাও খুঁজতে হয় কালা কালা কুতুবিহি...

এখন ভাবতেছি কালা হিমু আর ফর্সা ফারুক এক শটে থাকলে কি হবে?!!?

ঠিক আছে... তাও চলবো...

শুরু হউক তাইলে সচলচ্চিত্রায়তন...

মারহাবা মারহাবা... তালিয়া তালিয়া তালিয়া...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

আপনার মতো এক্সপার্ট লোকের কাছ থেকে এমন কথা শুনে আমি হতবাক। এইটা একটা সমস্যা হইলো? দস্যু কালা হিমু আর দারোগা ফর্সা ফারুককে দিনের আলোয় এক ফ্রেমে দেখাইতে হবে, এমন কোন কথা আছে? তারা কি রাতের বেলা ফ্লাডলাইটের আলোয় দেখা করতে পারে না?

নিচে খেকশিয়াল কী কয় দ্যাখেন। ও একটা রোল চায়। ওর হাতে একটা হারিকেন ধরায়া দ্যান। দস্যু কালা হিমুর চ্যালা, যে সবসময় হাতে হারিকেন নিয়া ঘুরে, রাইতের বেলা দস্যু হিমুর সাথে সাথে থাকে, ডায়লোগের সময় মুখে আলো ফেলার জন্য। বাস, খেল খতম পয়সা হজম।

আপনার আসলে বেশ কিছু ব্যাপারে আমার কনসালটেন্সি দরকার, বুঝতে পারতেসি। বিশেষ করে নায়িকা ম্যানেজমেন্টের দিক দিয়ে। ব্যাপার না, দেশে খালি একবার আসি।


হাঁটুপানির জলদস্যু

খেকশিয়াল এর ছবি

ভাই, দুই একটা নায়িকা আমার সাইডেও দিয়েন, ( ডবল পার্ট হইব না? ইয়ে, মানে... ) হারিকেন এক্টার জায়গায় দুইটা ধরুম নে দেঁতো হাসি ( নাহ! খুব বেশি মনে হয় চাইতাসি না দেঁতো হাসি )

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

সবসময় চান্সে থাকতে হবে, বুঝছো, সবসময় চান্সে থাকতে হবে ... হাল ছাড়বা না একদম। দরকার হলে নায়িকার হাতে হারিকেন ধরায়া দিয়া দুই হাত ভালো কাজে নেক দিলে প্রয়োগ করতে হবে।


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চিন্তা কইরেন না... দুই হাত ভালো কাজে কিভাবে নেক দিলে প্রয়োগ করা যায় তা আমি হাতে কলমে দেখায়ে দিবোনে। ম্যায় হু না?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- মুরুব্বি মানুষ হৈয়া এইসব খাচড়া কথা কন ক্যামনে আপনে নজু ভাই? রমযানের পবিত্রতা রক্ষা করুন, মুরুব্বিরা সবাই আল্লাবিল্লা করুন। রোযায় তো এমনিতেই কাহিল। হাতের কাজ এবং কাম, দুই-ই দেখানোর দায়িত্ব এই গরীবের উপর ছেড়ে দ্যান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনে না ভালো হয়া গেছেন? নিয়ত ঠিক করেন মিয়া... অন্য কিছু না... ঈমান শক্ত করেন... বুঝলেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

ভাবতেসি নেক দিলে তখন কি করা যাইতে পারে, চিন্তায় ফালায় দিলেন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পুতুল এর ছবি

ওরে রসিয়া বাইদানি, তার পরনে বিকিনি, সে করিলো মোর টাটকা দিলে পাংচার ... হোয় হোয়!
নজরুল ভাই, খালি গানের রয়ালিটি লাখ টাকা, হে হে হা হা!

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রণদীপম বসু এর ছবি

সিনেমার খুব দ্রুত চিত্রায়ন চাই।
নজরুল ভাই আজ পলাইলো কোনাই ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

খেকশিয়াল এর ছবি

আমি একটা ভিলেনের চ্যালা টাইপ রোল চাই, যেইখানে নায়িকারে দেখলে আগেই বিস্রি কইরা শিষ দিমু, বসের আগেই কুদুম পাদুম এরকম একটা রোল অথবা হাবিলদার টাইপ, যে আজিরা কাতুকুতু টাইপ ফাইজলামি করবো, অথবা ডবল পার্ট, মানে যমজ ভাই একটা ভিলেনের চ্যালা আরেকটা নায়কের আন্ডারে হাবিলদার ( যাক দুই কুল রক্ষা করা গেল দেঁতো হাসি খেক খেক )

আচ্ছা আমি কি বেশি চাইয়া ফেলতাসি?? দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

কোন ব্যাপার না। মন্তব্য ১৪.১ দ্রষ্টব্য।


হাঁটুপানির জলদস্যু

ৃaheera এর ছবি

Dhoritri odhormo kore ajkal, noile oke didha kore AMI LUKATAM.

KHALI BOLI VAIRE AMADER AMRA CHara ar k ache?

ফারুক ওয়াসিফ এর ছবি

জনাব, ওপরের মন্তব্যখানা এই অধমের। রাতের আন্ধারে ঠিক মতো লাগে নাই মনে হইতেছে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ফারুক ওয়াসিফ এর ছবি

জনাব, ওপরের মন্তব্যখানা এই অধমের। রাতের আন্ধারে ঠিক মতো লাগে নাই মনে হইতেছে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভুয়া

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

নজরুল ভাইয়ের হাতে পড়লে এই ভুয়া জিনিসই অস্কার ছিনিয়ে আনবে, তা জানো হে বর্বর হাসি ?

নজরুল ভাই, দেখিয়ে দিন মুর্শেদকে। আমার শাঁসকে ভুয়া বলসে ও, ওর ক্ষমা নাই।


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাইলে মুর্শেদকুলি খানকেও একটা চরিত্র দেওয়া হউক।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

ইতোপূর্বে লুণ্ঠিতা (হিমুকর্তৃক, কারণ ফর্সা ফারুক সচ্চরিত্র ও বিবাহিত) নায়িকারাও তখন আড়াল আবডাল ছেড়ে বেরিয়ে এসে অকারণে নাচবেন। কারণ শুধু ছাগলের নাচ দিয়ে সিনেমা টানা যাবে না।

অকারনে নাচবেন মানে কি ??? নৃত্য নিয়ে এমন অসমমানজনক মন্তব্যের তীব্র প্রেতিবাদ রইলো। নাচে মানুষ কি কারনে শুনি ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হিমু এর ছবি

মানুষ হুদাই নাচে।

ভালোই হইলো, নৃত্য নির্দেশনায় আরেকজনকে পাওয়া গেলো। স্বাতী আপা, একটু ভালো করে নাচাইয়েন মাইয়াগুলিরে। সিনেমার কাটতি যদি পড়ে যায়, দোষ আপনার।


হাঁটুপানির জলদস্যু

ফারুক ওয়াসিফ এর ছবি

হেই মিয়া, আমারে নাচের পার্টে না রাখেন, ভায়রা ভাইয়ের ভাল হয়ে যাওয়া উপলক্ষে একটা বক্তৃতার পাট তো রাখবেন, নাকি? নাচতেও দিবেন না, গাইতেও দিবেন না, তারওপর নায়িকাগুলারেও নিবেন, ওরে আমার কী হবে রে?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরে লাস্ট সিন তো এখনো লেখা হয় নাই। মিলমিশের পরে কালা হিমু ফর্সা ফারুকরে নিয়া গেলো তার আস্তানায়। পার্টি হবে। হবে পার্টি ড্যান্স। আইটেম নাচ। ঝুমুর ঝুমুর নাচ... সঙ্গে খানা পিনা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

দারোগা হওয়ার এই এক জ্বালা ফারুক ভাই! তাছাড়া আপনার অ্যাডজেক্টিভগুলির মানও তো আপনার রাখতে হবে। সচ্চরিত্র, সজ্জন ও বিবাহিত! আপনিও যদি নাচতে চান তো ক্যাম্নেকি!

আর গান তো আছেই! হিট গানের দ্বিতীয় কলি তো আপনার মুখেই।

নায়িকার ব্যাপারে আমরা একটা ব্যবস্থা করে নিবো ব্যাপার না। নাচের সময় দুই চারজন ছিটকাইয়া দারোগার কোলে পড়তেই পারে, অন্তত নিউটোনিয়ান মেকানিক্স তো সেরকমই বলে। তখন সুযোগের সদ্ব্যবহার করলেই হবে।


হাঁটুপানির জলদস্যু

খেকশিয়াল এর ছবি

অসুবিধা নাই ওয়াসিফ ভাই, এই মুভিতে নাকি নায়িকা বেশি, কে কার নায়িকা বুঝাই যাইব না এতই গিজগিজ করব

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নজমুল আলবাব এর ছবি

আমারে রাখে নাই। খেলুম না।

ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

ফারুক ভাই
ভাল্লাগছে, শুধু একটুকুই বললাম।

পান্থ রহমান রেজা [অতিথি] এর ছবি

অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো---

এই ধরনের একটা হ্যাপি মোমেন্টের সিন দিয়া সিনেমা শেষ করা হউক।

ধূসর মানব [অতিথি] এর ছবি

It’s really nice to see you back.

একজন নতুন ব্লগার হিসেবে অনেককিছুই আমাদের জন্য বিব্রতকর ছিল। আপনারা আবার একপ্ল্যাটফর্মে এসেছেন দেখে খুব ভাল লাগল।

Wish your success, please stay together and make the difference.

কীর্তিনাশা এর ছবি

এইটা তো পুরা কোপানি হইছে। ওরে মোর আল্লাহ্ গড়াগড়ি দিয়া হাসি

হিমু ভাই, ফারুক ভাই অশেষ ধন্যবাদ আপনাদের।

সিনেমার পরিশেষে ছাগলেরা শুধু কাঁদিবেই না, তাহারা নিজেদের হাগা কালো কালো গোল গোল নাদি গুলা দিয়া মার্বেল টুক্কাটুক্কি খেলিবে। (হা হা হা, হো হো হো, হি হি হি)

আমি হাসি থামাইতারতাসি না। গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আহমেদুর রশীদ এর ছবি

লাইটের জন্য বেশী খরচ যদি করতেই হয়,তয় আমারেও রাইখেন।

হাততালি...........................

---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

দৃশা এর ছবি

আহা এতো কিছুর দরকারটা কি?
বিউটি স্পেশালিস্ট শাহ্নাজের জেরিবুটি দিয়া তৈরি ফেয়ার হ্যান্ডসাম চামড়ায় ঘষলেইতো হয়...রঙ তো রঙ চামড়া সুদ্ধা তুইলা ফর্সা বানাইয়া ফেলাইব।
নজরুল ভাই এই যে আপনার লাইটের খরচ বাঁচায় দেওয়ার মত একটা অসাধারন বুদ্ধি দিলাম এর লাইগা আমারে এই ছিঃনেমা মানুষে খাইলে তার থুন কমিশন দেওয়া লাগব...বেশী না...৪০% হইলেই হইব। আমি আবার অল্পেয় খুশি।
-------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

গোপাল ভাঁড় এর ছবি

এডাল্টিক বেড সিন নাই কেন? একটা বেড সিন না থাকলে হবে না।

এরই ফাঁকে চলবে নাচ গান। ডানে বামে।

- এর ঠিক ১০ মিনিট আগে -

কালা হিমু ফারুকের পেদানি টেকেল করতে গিয়া এক ফাকে পাহাড় থেকে প্যারাগ্লাইড করতে করতে করতে নাইকা সুইটি সেক্সিব্যাকের বেড রুমে গিয়া হাজির।

সেক্সি ব্যাক তখন বাথরুমে গসুল করছে - ক্যামেরা বাথরুমের ঝরনার উপর, ফোকাস নাইকার পিঠ। টু বি প্রিসাইস নাইকার পিঠের ট্যাটুর উপর। ট্যাটুটা এক হাটুপানির জলদশ্যুর যার ভ্যামপায়ারের মত দাঁত, হাতে এক গ্লাস দুধ।।

- পরের সিন

ক্যামেরা ফোকাস বাথরুমে সেমি ট্রাস্পারেন্ট দরজার উপর। ভিতরে সুইটির গোসুল প্রায় শেষ। হঠাত কালা হিমু রুমের কোথাও নাই। ক্যামেরা সারা ঘর ওরে খুইজা পায়না

খুজতে খুজতে ক্যামেরা একটা লেইজি চেয়ারের দিকে খুজে পায় কালা হিমুর পিংক নেটের স্লিভলেস গেন্জি, লুংগি, এক পায়ের মুজা (মিকি / মিনি মা্উসের ), আর হাইওয়ে কিং এর স্পন্জের সেন্ডেল।

- পরের সিন

সুইটি টাওয়েল জড়িয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে কালা হিমু, কম্বলের নিচে শুয়ে আছে।

সুইটির চিৎকার: ওয়াট ডা ফাক বাচাঁও!@#!@#!
কালা হিমু: কি হইছে বেইবি!!!
সুইটি: তেলাপোকা!!
কালা হিমু: বাদ দাও না, কাছে আস।
সুইটি, একটু লজ্যা পেয়ে: কেন কাছে আসবো কেন?
কালা হিমু: তোমার সন্তানের বাবা হইতে চাই, একটু সাহায্য দরকার বেইইবি!!!

- সুইটি ধিরেধিরে কাছে আগায়!!!!!

এরপর বেডে একটা গান!!! (৯টা - ১২টা র শো টে গানটা ২ মিনিটর হবে, লেইট নাইটের শো তে পুরা ৮ মিনিট দেখানো যাইতে পারে)

--------------------------------------------
ইয়ান্না রাস্কালা, মাইন্ড ইট

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

অয়ন এর ছবি

কালা হিমু: তোমার সন্তানের বাবা হইতে চাই, একটু সাহায্য দরকার বেইইবি!!!

এই কমেন্ট ছাড়া বাকিটা ঠিক আছে। ভিলেনরা বাবা হওয়ার প্রতি অতোটা আগ্রহী বলে মনে হয় না।

আর বেডে একটা গান না হয়ে বেডে যেতে যেতে একটা গান হলে যুক্তিযুক্ত হয়। গানের শেষ দৃশ্যে ক্যামেরা বেড থেকে টিল্ট আপ হয়ে সোজা উপরে প্রচন্ড জোরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে স্থির হয়ে কয়েক সেকেন্ড পর হালকা গোঙানীর শব্দের সাথে সাথে ফেড আউট হবে। পরের দৃশ্যে বুক পর্যন্ত চাদর জড়ানো সেক্সিব্যাকের মুখে ভোরের নরম আলো .......

হিমু এর ছবি

গোপ্লা, লুঙ্গিও কি নেটের হবে? লুঙ্গিও কি স্লিভলেস হবে? গোলাপি কালারটা সুবিধার না। লুঙ্গি বেগুনি হইলে কেমন হয়? কিংবা সবুজ (কমলা স্ট্রাইপসহ)?

আর অয়ন, তোমার ইশটাইল ঠিকাছে, কিন্তু একটু ইয়োরোপীয় ঘরানার মনে হচ্ছে। জারিগান বা গম্ভীরার তালে তালে দৃশ্য চলতে থাকলে কেমন হয়? নাতি যখন বলবে, "নানা রে ...", তখনই উথালপাথাল কিছু "সিন"?


হাঁটুপানির জলদস্যু

খেকশিয়াল এর ছবি

জিন্সের লুঙ্গি হইলে কেমন হয় ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

এই পোলাটার ধৈর্য্য দেখে ভাবছিলাম তার জন্য সুপারিশ করব
কিন্তু এখন তো দেখি এরে শুটিংয়ের ধারে কাছে ভিড়তে দেয়া ঠিক হবে না

(ডগ স্কোয়াডের থেকে কুত্তা স্যারদের খবর দিতে হবে)

জিন্সের লুঙ্গি পরে সিনেমা?

০২
সিনেমায় সব সময় থাকতে হয় সাদা নেটের লুঙ্গি

নায়ক যখন গাছের আড়ালে গিয়ে নায়িকার পোশাক টান দিয়ে খুলে ফেলবে তখন নায়িকা নায়কের এই লুঙ্গি পরে দৌড়ে গিয়ে পানিতে নামবে

তারপরে না হবে গান

কনফুসিয়াস এর ছবি

গোপাল ভাঁড়ের অন্তরে আমি ভবিষ্যতের কাজী হায়াতের ছায়া দেখতে পাইতেছি। অসাধারণ! জাঝা না দিয়া পারা গেলো না!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মাশীদ এর ছবি

থ্রি নট থ্রি গাদা বন্দুক
এই লাইনটা পড়ে জোরে হাসা শুরু করেছিলাম, গোপু ভাইয়ের কমেন্টের
ট্যাটুটা এক হাটুপানির জলদশ্যুর যার ভ্যামপায়ারের মত দাঁত, হাতে এক গ্লাস দুধ
এই অংশ পড়ে আরেক দফা অট্টহাসি দিলাম।
কঠিন!!!!!!!!!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

দেবোত্তম দাশ এর ছবি

এইটা সুপারহিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রণদীপম বসু এর ছবি

সিনেমা দেখনের পয়লা টিকিট আমিই কাটলাম কিন্তু। হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

কাটপিস না থাকলে হল তো ভাঙ্গুমই, লগে সবগুলারে পিডাইয়া তক্তা বানামু।


কী ব্লগার? ডরাইলা?

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
এত মজার লেখাটা কিভাবে মিস করলাম, দারুন মজার লিখেছেন, হাসতে হাসতে পরে গেলাম গড়াগড়ি দিয়া হাসি
আমার ফেভারিট এ এ্যাড করলাম ***** উত্তম জাঝা!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অমিত আহমেদ এর ছবি

আমারে সিনেমায় রাখে নাই! তয় ঠিকাছে। আমি ঠিক করছি কাস্টিং এ থাকুম। নায়িকাগুলা হিমু ভাইয়ের জন্য ঠিক কি-না, হিমু ভাইয়ের বিষাক্ত কামড় সহ্য করতে পারবো কি-না, এই গুলো তো কাউরে দেখা লাগবো। আমি এই মহান দায়িত্ব নিজ কাঁন্ধে তুইলা নিলাম। হাজার মাইয়া যাচাই না কইরা কাউরে নায়িকা করুম না, এইটা আমার ওয়াদা!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।