মধুমালতী ডাকে আয়

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ২৭/১১/২০১৩ - ৪:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ লীগি ভাই সাশ্রুনয়নে বিম্পি ভাইয়ের বুকে
বুক রেখে পথে নেমে এসে দেয় যতো অনাচার রুখে
মুসলিম ভাই সুখে চোখ বোঁজে হিন্দুর আলিঙ্গনে
জামাতি আমির বোনে সুখনীড় সিপিবি নেতার সনে

অবকর্নেল ব্লাডি সিভিলেরে অকাতরে টানি কাছে
বলিতেছে, তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে।
ডানের হস্ত আজ তটস্থ বামের পরশা লাগি
এমেপাশ ঘোরে নিরক্ষরের নামের ভরসা মাগি
নির্বাচিতের হাতে হাত রাখে শত জামানতহারা
আবাল বৃদ্ধ সাথে করে আনে তরুণী বণিতা দারা
এক দাবি তুলে মুখরিত আজ পুরুষের পাশে নারী
তেঁতুলের শ্বাসে মিছিলের মাঝে কাঁপে আলেমের দাড়ি
গর্জনে কাঁপে আকাশ বাতাস, তর্জনে মাতে নদী
অর্জনপ্লাবী বর্জনস্রোত বহে চলে নিরবধি
কী সেই জাদুতে নেতিতে-ইতিতে হেন গদোগদো প্রেম?
সে কোন পরশপাথর ডলিয়া সকলই বনিলো হেম?
কোন ভ্রমরের পরাগে পুষ্প হৈয়া ফুটিলো কাঁটা?
কেষ্ট-ফাটানো কলসী জুড়িলো কোন কাঁঠালের আঠা?
আহা কী আজব ঘটিলো সিলেটে - থুক্কু - জালালাবাদে?
কী কারণে পথে নামিলো সকলে হাতে-হাত, কাঁধে-কাঁধে?
উত্তর করি দান,
বাঁচাতে সিলেট, হটাতে তার আগে জাফর নাফরমান।


মন্তব্য

সত্যপীর এর ছবি

তেঁতুলের শ্বাসে মিছিলের মাঝে কাঁপে আলেমের দাড়ি

গড়াগড়ি দিয়া হাসি

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

হাততালি গড়াগড়ি দিয়া হাসি

চরম উদাস এর ছবি

গুল্লি

কে বলবে দেশে সম্প্রীতি নেই। আজ আম্লিগ, বিনপি, জামাত, ছাগু, বাম, সিভিল, মিলিটারি সবাই এক হয়ে মুরতাদ জাফর ইকবাল এর পিছে লেগেছে!

সবজান্তা এর ছবি

এভাবেই যুগে যুগে বৃহত্তর স্বার্থে পারস্পরিক মান-অভিমান-ক্ষুদ্রতাকে ভুলে বাঙালি (সিলেট শাখা) এগিয়ে আসছে। জাফর ইকবালের উছিলায় বাঙালি (সিলেট শাখা) জাতি আবার একাত্ম হইলো।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

এক দাবি তুলে মুখরিত আজ পুরুষের পাশে নারী
তেঁতুলের শ্বাসে মিছিলের মাঝে কাঁপে আলেমের দাড়ি

গড়াগড়ি দিয়া হাসি

জটিল হয়েছে হিমু ভাই। পুরাই গুল্লি

খেকশিয়াল এর ছবি

প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে সবে মিলি পরষ্পরে,
খড়্‌গ আসিয়া পড়িলো যখন জাফর ইকবালের ঘাড়ে

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কৌস্তুভ এর ছবি

উত্তম জাঝা!

অতিথি লেখক এর ছবি

"আজ লীগি ভাই সাশ্রুনয়নে বিম্পি ভাইয়ের বুকে
বুক রেখে পথে নেমে এসে দেয় যতো অনাচার রুখে"

চোরে চোরে মাসতুতো ভাই নতুন না । কিন্তু,

"জামাতি আমির বোনে সুখনীড় সিপিবি নেতার সনে"

এই জীবনে আর কত কিছু দেখব তার ইয়াত্তা নাই রে ভাই!!!!!!!

ছোট পরিসরে পুরটাই চমৎকার ফুটিয়ে তুলেছেন ।
শাকিল অরিত ।

ঈয়াসীন এর ছবি

গুল্লি

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

জি.এম.তানিম এর ছবি

গুল্লি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

হাসান কাজমী এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

আনু-আল হক এর ছবি

ওরে চ্রম গুল্লি

ওস্তাদী বটিকা।

বনি এর ছবি

গুল্লি গুল্লি

তানজিরুল আজিম  এর ছবি

উত্তম জাঝা! গুল্লি

স্পর্শ এর ছবি

গুল্লি


ইচ্ছার আগুনে জ্বলছি...

নীড় সন্ধানী এর ছবি

গুল্লি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

 মেঘলা মানুষ এর ছবি

আমরা বাংলাদেশিরা দুর্ভগ্যজনকভাবে এই একটা জিনিসে সবসময়ই এক,
সেটা হল: কোন ভালো জিনিস আমদের বেশিদিন সহ্য হয় না।

গৃহবাসী বাউল এর ছবি

গুল্লি

কবি হিমুন্দ্রনাথ ঠাকুরের কবিতা হইছে

গুল্লি

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

মৃষৎ এর ছবি

সাংঘাতিক হৈছে গুল্লি

রাতঃস্মরণীয় এর ছবি

গুল্লি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ব্যাঙের ছাতা এর ছবি

“কেষ্ট-ফাটানো কলসি জুড়িল কোন কাঁঠালের আঠা?”

তুলনাহীন উপমা হাসি

অতিথি লেখক এর ছবি

গুল্লি

৯০% মুসলমানের দেশে হেফাজতের কাওমী মাদ্রাসার জন্যে কোন কোটা থাকবে না সেটাতো হয় না। সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়কে জেলা ভিত্তিক কোটায় আনার প্রস্তাব জানাচ্ছি। দেশের সব জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। সেখানে আওয়ামি-বিএমপি-জাসদ-বাসদ-সিপিবি-হেফাজত-জামাত-বিকল্পধারা-গামছা-পীর-দরবেশ-মাজার-চুশিল সব কোটা থাকতে হবে। তবেই না দেশে সত্যিকার স্বাধীনতা আসবে। শুধু ছাত্রের কোটা থাকবে তা হবে না, সাথে শিক্ষক কোটা ও থাকতে হবে। সেখানেও ৯০% মুসলমান হেফাজতে ইসলাম হতে হবে। আর নামগুলো সব বদল করতে হবে, আল্লামা শফী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাবু নগরী ইসলামিক বিশ্ববিদ্যালয়, ভাষা সৈনিক গোলাম আযম বিশ্ববিদ্যালয়, নূরে সাঈদী ঈমানি বিশ্ববিদ্যালয়, জাকির নায়েক ইসলামিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, আহম্মেদি নেজাদ বিশ্ববিদ্যালয়, হযরত আলী বিশ্ববিদ্যালয়, শাহপরান বিশ্ববিদ্যালয়, গরীবুল্লা শাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভৃতি। আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বের সব আবিষ্কারের ৯০% কিন্তু মুসলমানরা আবিষ্কার করেছে। মুসলমানের দেশে কোন অমুসলিম বিজ্ঞানীর পাঠ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

মাসুদ সজীব

রফিকুন্ননবী নয়ন এর ছবি

সবই হপে, সবুর করেন

শান্ত এর ছবি

আপনি একটা খ্রাপ লুক। সবকিছু এভাবে বলতে হয়!!!!

__________
সুপ্রিয় দেব শান্ত

অতিথি লেখক এর ছবি

কালকে থেকে প্রচণ্ড রাগ হচ্ছে, যে জাতি নিজের ভাল বুঝে না তাদের ভাল করার সাধ্য দুনিয়ার কারো নাই। কবিতাটা পড়ে প্রাণ খুলে হাসলাম হো হো হো । হ্যাটস অফ গুল্লি
ইসরাত

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

অসাধারন!

অতিথি লেখক এর ছবি

ওরে জোশ গড়াগড়ি দিয়া হাসি

গুল্লি

- শ্রাবস্তী

এক লহমা এর ছবি

চলুক
সব দল এক হয়ে বিরুদ্ধে গেল! আশ্চর্য!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

হাসিব এর ছবি

এইজন্যই বলি মিলমিশ করে ফেল। মিলমিশে উৎপাদন বাড়ে। ডিভালেপমেন্ট হয়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুল্লি মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ইয়াসির আরাফাত এর ছবি

জটিল

অমি_বন্য এর ছবি

চোরোম হইছে হিমু দা ।

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

সব শিয়ালের এক রা
এক জোট সব কুকুর রা!!

____________________________

নিলয় নন্দী এর ছবি

কেষ্ট-ফাটানো কলসী জুড়িলো কোন কাঁঠালের আঠা?

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

রাজর্ষি এর ছবি

দেশ মেরুদন্ডহীনে ভরে গেল। শিক্ষামন্ত্রী আর অর্থমন্ত্রী নামক মেরদন্ডহীনেরা নীতির তোয়াক্কা না করে গুটিকয় জামাইত্তার ভয়ে কাথার নিচে লুকায় । শিক্ষামন্ত্রী একবার এম সি কলেজ হোস্টেল পরিদর্শনে এসে পোড়া ভবন দেখে কাইন্দা দিসিলেন । কিন্তু প্রতিকারে কিছুই করলেন না। এবার ও ঠিক আগের চেহারায় নিপাট ভদ্রলোক । আর মাল মুহিত তো শাবির মুক্তিযুদ্ধ ভাস্কর্‍য বিরোধী আন্দোলনে ডান দিকে ঘুরে গেসিলেন । কি আর করা...দেশ মেরুদন্ডহীনে ভরে গেল ! জাফর স্যারের মত কেউ মুখের উপরে তুই রাজাকার বলতে পারে না !

নির্ঝর অলয় এর ছবি

অর্জনপ্লাবী বর্জনস্রোত বহে চলে নিরবধি
কী সেই জাদুতে নেতিতে-ইতিতে হেন গদোগদো প্রেম?

বাঘের বাচ্চা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এতো দুর্ধর্ষ ছড়া বহুদিন পড়ি নাই! আপনার উচিত নিয়মিত ছড়া লেখা

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!

এতোকিছু করেও পারলো না ওরা! জাফর ইকবাল স্যার ঠিকই অতীতের অনেকবারের মতো এবারো বিজয় নিশান উড়ালেন। এর জন্য অবশ্য সাস্টিয়ানদের অসংখ্য ধন্যবাদ।

-এস এম নিয়াজ মাওলা

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

স্যাম এর ছবি

অসাধারণ!!!!
গুরু গুরু

স্যাম এর ছবি

আহা কী আজব ঘটিলো সিলেটে - থুক্কু - জালালাবাদে?

সারাদিনে জালালাবাদ নামটাই মনে পরে নাই - আপ্নার মাথায় একটা বিল্টইন সুপার কম্পিউটার আছে হিম্ভাই। আবারো গুরু গুরু

শমশের এর ছবি

গুল্লি

অনার্য সঙ্গীত এর ছবি

হাততালি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রিক্তা এর ছবি

গুরু গুরু
আপনি চোখের পাতা না ফেলতেই অসাধারন সব গল্প লিখে ফেলেন, যাদুর মত কবিতা। আর আপনাকে কিনা বেশিরভাগ সময় কাটাতে হয় ছাগুদের পিছনে। তাও আবার যেই সেই ছাগু না সংবিধান কে রেফারেন্স ধরে না সেই লেভেলের ছাগু!আপনার ধৈর্য্যের সীমা সম্পর্কে দিনে দিনে উচ্চ ধারণা হয়ে যাচ্ছে।

আমরা যারা আপনার লেখা পছন্দ করি তাদের জন্য দরকার হলে ছাগুদের যুক্তি (এইগুলাকে যুক্তি বলা যায় কিনা আমার যথেষ্ঠ সন্দেহ আছে যদিও) খন্ডনের সংকলন করে দেন, পড়ে একটু আরাম পাই! আর দরকার মতো রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি দেঁতো হাসি

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

বনি এর ছবি

উত্তম জাঝা! গুল্লি

হিমু এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।

মনি শামিম এর ছবি

এত চমৎকার একটা ছড়া পড়ার সুযোগ পেলাম। ধন্যবাদ সচলায়তন। হিমু, আপনি নিয়মিত ছড়া লেখেন কি? না লিখলে লিখতে থাকুন।

রু  এর ছবি

দূর্ধর্ষ!!

তানিম এহসান এর ছবি

মিজান, পিষে ফ্যালো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।