ডিজিটাল আহম্মকি!!!

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: বুধ, ২২/০৯/২০১০ - ২:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেজাজটাই খারাপ হয়ে গেল সকালবেলা।

হাতে কাজ কম ছিল আজ। ভাবলাম কিছু ওয়েবসাইটে ঘুরাঘুরি করি। বহুদিন সরকারের ওয়েবসাইটের প্রতি নজর দেই না। এই সরকার আসার পর একবারও সরকারের প্রধান  ওয়েবসাইটে যাই নি। কেবল একবার উঁকি দিয়েছিলাম টিয়া রঙের পতাকাটা এখনো আছে কিনা দেখতে। লজ্জাই লাগতো খোদ সরকারের ওয়েবসাইটে পতাকার কটকটে ভুল রং দেখে।

আজকে প্রথমে ঢুকে একটু আনন্দিতই হলাম, যাক ভুল পতাকাটা গেছে। ওয়েবসাইটের উন্নতি ঘটছে। নতুন পোর্টাল। অনেক নতুন ফিচার দেখা যাচ্ছে। একটা একটা ক্লিক করতে সময় লাগবে বলে প্রথম পাতাটাই আগাগোড়া নজরে আনলাম। সরকারের প্রতি খুব বেশী প্রত্যাশা নেই। তাই কেবল সাদা চোখে দেখবো। ক্রিটিকাল না হবার জন্য মনে মনে এই পণ করেছিলাম। কিন্তু নীচের দিকে গিয়ে একটা লিংকে ক্লিক করে ফট করে মেজাজ ফরটি নাইন হয়ে গেল।

প্রথম পাতার নীচের দিকে দুটো কলাম আছে। বামদিকে দেখা যাবে Know Bangladesh. যারা ক্লাস এইটের গ্রামার বইতে বাংলাদেশ বিষয়ক ইংরেজী রচনা মুখস্ত করেছিলেন, তাদের হয়তো খুশী লাগতে পারে মিল পাবেন বলে। কিন্তু আমি ইংরেজীতে খুব কাঁচা, রচনা মনে নাই, তবে মেজাজ খারাপ হয়ে গেল অস্টাদশ শতকীয় ইংরেজীর ব্যবহার দেখে। তাও মাফ করে দিলাম, যে লিখছে তার বাপে হয়তো পিঠের উপর ঝাড়ু ভেঙ্গে সেই ইংরেজী শিখিয়েছিল যা আজো ভুলতে পারছে না।

বটম লাইন হলো, পর্যটক আকৃষ্ট করার মতো ন্যূনতম সহজ ভদ্র ভাষা আল্লাহ মাবুদ বাংলাদেশ সরকারের উপর নাজেল করে নাই। পর্যটনের ওয়েবসাইট নিয়ে আগে একবার লিখেছিলাম। তাই আর কথা বাড়াতে ইচ্ছে করছে না।

অন্যদিকে যাই। ডান দিকে Video নামে এটা ট্যাব আছে। ওখানে তাকিয়ে দেখি এক বালিকা মোবাইল হাতে সবজী ক্ষেতে দাড়িয়ে আছে। সরল মনে ভাবলাম এটা Know Bangladesh এর ভিডিও ভার্সন। কিন্তু ক্লিক করতে শুরুতে যে টাইটেল ভেসে উঠে তাতে লেখা আছে e-Governece Service at doorstep

প্রথম দৃশ্যে দেখা যাবে একটা লাউ মাচার নীচে সবুজ শাড়ী পরা এক মহিলা কালো একটা গরুকে খড় বা খাবার যোগান দিচ্ছে। কাজ সেরে মহিলা পাশের একটা টং দোকানে গিয়ে মোবাইল কল দিয়ে কথা বললো স্বামীর সাথে। স্বামী কথা শেষ করে সাইকেল চালিয়ে জনমানবশূণ্য জরাজীর্ণ একটা গাছতলার হাটে এল। সেখানে গাছের সঙ্গে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে আলু পটলের দাম লিখে রেখেছে আরেক হাটুরে। তার পাশেই টিনের ছাপড়ায় হতদরিদ্র একটা টুল সর্বস্ব দোকানে ব্যানারে লেখা, ইমেইল ই-সেবা, ই-তথ্য, কম্পিউটার,ইন্টারনেট এইসব কথা।

বাঁশের মাচার সেই ঝুপড়িতে কম্পিউটার নিয়ে টুলে বসে আছে এক লোক। তার পাশে এক প্রৌঢ় কাগু বসা.......এইসব নিয়ে ৬ মিনিটের একটা VOB ডিভিডি ফরমেটের ভিডিও যার ডাউনলোড সাইজ ৪০০ মেগার মতো ( আমি ডাউনলোড করতে গিয়ে আবার বাতিল করলাম দানবীয় সাইজ দেখে। AVI কিংবা MPEG ফরমেটে যা ৩০ মেগার বেশী হতো না। ডিজিটাল বাংলাদেশের প্রণেতাদের মধ্যে কত জ্ঞানী লোকের বিচরন এই ভিডিও তার একটা প্রমান)

টেকি বিষয় বাদ। কেবল ভাবতে থাকি, এই ওয়েবসাইট কাদের জন্য তৈরী করেছে সরকার?  Know Bangladesh লেখা দেখে বোঝা যায় এই ভিডিওর টার্গেট বিদেশী ভিজিটর। তো, এই ভিডিও দেখে যদি বিদেশী কেউ বাংলাদেশকে জানে, তাহলে আমাদের সম্পর্কে কি ধারণা জন্মাবে তার? ভিডিও চিত্র যে দৃশ্যটা প্রকাশ করে তা হলো -

"এই দেশের প্রধানতম দৃশ্য হলো হত দরিদ্র রিক্ত নিঃস্ব গন্ডগ্রাম, পাহাড় সমুদ্র সব পোষ্টারেই আছে। এবং যেখানে কাঁচা মাটির রাস্তা দিয়ে সাইকেলে যাতায়াত করতে হয়, গরু বাদে আকর্ষণীয় কোন প্রাণী নেই। তবে সবচেয়ে আশ্চর্য যে এত অভাবেও লোকের হাতে মোবাইল সুবিধা আছে। দরিদ্র মানুষের মোবাইল ব্যবহার দেখার জন্য বাংলাদেশে আসুন।"

অথচ বামদিকের Know Bangladesh ট্যাবে লেখা Bangladesh offers many tourist attractions, including archaeological sites, historical mosques and monuments, longest natural beach in the world, picturesque landscape, hill forests and wildlife, rolling tea gardens and tribes.

এই বর্ণনার একটা ফোঁটাও যদি ভিডিওতে থাকতো, তাহলেও কিছু বলতাম না। কিন্তু পুরো ভিডিওতে যা প্রকাশ পেয়েছে তাকে এক কথায় বলা যায় ডিজিটাল আহম্মকি।

সময় থাকলে ঘুরে আসুন
http://www.bangladesh.gov.bd

আহম্মকির এমন নজীর আর কতো বছর দেখতে হবে আমাদের?

 


মন্তব্য

হিমু এর ছবি

কেন যেন মনে হচ্ছে ওয়েবসাইটের কনটেন্ট আর ডিজাইনে কাগুর বাম হাত উল্লেখযোগ্য পরিমাণে প্রবিষ্ট।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

নীড় সন্ধানী এর ছবি

‍‌আমি জানি না আমারই দেখা হওয়ার ভুল কিনা। কিন্তু এ যাবত যতজন সরকারী পদস্থ কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাদের প্রায় ৯০% পেয়েছি কম্পুকানা কিংবা কম্পুবন্ধী!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অছ্যুৎ বলাই এর ছবি

আপনি ভুল আশা করেছিলেন। বিদেশিদেরকে বাংলাদেশে আকর্ষণ করতে যা দরকার ওয়েবসাইটে তা-ই দেওয়া হয়েছে। বিদেশিদের জন্য বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। কারণ, বিদেশিরা যে পণ্যই এখানে সাপলাই দিবেন, তা মুহূর্তেই বিক্রি হয়ে যাবে। মাথার উপ্রে ছাউনি নাই, পরনে কাপড় নাই, পেটে কার্বোহাইড্রেট নাই; কিন্তু মুবাইলে 'টক' করতে তা কোনো সমস্যা না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নীড় সন্ধানী এর ছবি

এদেশে সরকার মানেই স্থবিরতা, সরকারী দপ্তর মানেই বিশৃংখলা, সরকারী সেবা মানেই পয়সা কড়ির খেলা। সরকারের যে কোন কিছু যেন হতে হবে চরম অপ্রতিভ। আজব একটা দেশ। দেশের সবচেয়ে চৌকষ ছেলেগুলোই তো ক্যাডার সার্ভিসে যায়, তারাও কি সার্ভিসে যোগ দেবার পর চৌকষতা হারিয়ে ফেলে? নাকি সরকার দরিদ্র বলে তার সবকিছুতে দারিদ্রের ছাপ থাকবে।

একটা গল্প মনে পড়লো এখানেঃ

একটা বাচ্চা ছেলে তার মাকে জিজ্ঞেস করছে-
-মা, ওই লোকটার জামা এত ময়লা কেন?
-লোকটা ভিখারী, দরিদ্র, তাই পুরোনো ময়লা জামা পরতে হয় তার
-লোকটার গায়ে এত গন্ধ কেন?
-লোকটা দরিদ্র, গোসল করতে পারে না বহুদিন, তাই গায়ে গন্ধ
-তাহলে লোকটা ওই সুন্দর সাদা দেয়ালে পানের পিক ফেললো কেন?
বুঝদার মা এবার একটু বিরক্ত স্বরে বললো-
-তোমার এত কিছু দেখার দরকার কি? গরীবরা এমনই হয়!

সামান্য একটা ওয়েবসাইট সাজিয়ে রাখার যোগ্যতা রাখে না যারা, কি করে ১৬ কোটি মানুষের একটা দেশকে ডিজিটাল করার স্বপ্ন দেখে তারা?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

হাসিব এর ছবি

দেশের সবচেয়ে চৌকষ ছেলেগুলোই তো ক্যাডার সার্ভিসে যায়, ...

ঝানতাম না!

________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি

কৌস্তুভ এর ছবি

আমি কিছুদিন আগেই বাংলাদেশ ভ্রমণের প্রস্তুতি হিসাবে সাইটটা ঘাঁটাঘাঁটি করছিলাম। হতাশই হয়েছি তথ্যের অভাব দেখে।

বইয়ের দোকান ঘেঁটে লক্ষ্য করেছিলাম, যে একমাত্র একটি সংস্থা ছাড়া, বহু মার্কিন বা বিলিতি ভ্রমণ-গাইড নির্মাতা সংস্থার কারুরই বাংলাদেশের উপর কোনো গাইড বই নেই।

নৈষাদ এর ছবি

১৯৯৬/৯৭ সালের দিকে শাহ্‌ মইনুদ্দিন চিটাগাং এ বিএসসির (শিপিং কোর্পোরেশন) একাউন্টসে চাকুরী পেয়ে কম্পিউটারইজেশনের স্বপ্ন দেখায় বস বলেছিল নাকি - লোক লাগলে লোক নেও, লেজার দরকার লাগলে নতুন লেজার কেন, কম্পিউটারে কথা শুনতে চাই না। কতদূর এগোলাম জানিনা...।

নীড় সন্ধানী এর ছবি

আপনি শাহ মাঈনুদ্দিনরে কিভাবে চেনেন? সে তো আমার বাল্যকালের দোস্ত। সিজিএস কলোনীতে বড় হয়েছি আমরা একসাথে। বহুবছর যোগাযোগ নেই।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নৈষাদ এর ছবি

স্মল ওয়ার্ল্ড। যতদূর জানি শাহ্‌ মাইনুদ্দিন অনেক আগেই প্রবাসী হয়েছে, তাই সেফলি তার নাম নিলাম। ছেলেটার কবিতা/লেখালেখির প্রতি আকর্ষণ ছিল।

পরিচয়ের ব্যাপারটা না হয় থাক, কোনদিন দেখা হলে বলা যাবে। শুধু ছোট একটা ক্লু্‌ - - - আর,আর,এইচ। ভাল থাকুন।

নীড় সন্ধানী এর ছবি

যাক প্রবাসী হয়েছে জানলাম। হ্যাঁ তার খুব আগ্রহ ছিল পড়াশোনা নিয়ে, যেখানে আমাদের আগ্রহ ছিল দৌড়ঝাঁপ বিষয়ে। ভালো থাকুন।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

দ্রোহী এর ছবি

হবে ক্যামনে? কম্পিউটার কিনলে সেই কম্পিউটার রাখার জন্য ঘরে এসি লাগানো লাগে। তারপর কম্পিউটার চালানোর জন্য লোক নিয়োগ করতে হয়। এত কিছু করার পর ওয়েবসাইট বানানোর টাকা থাকে?


কাকস্য পরিবেদনা

নীড় সন্ধানী এর ছবি

১৯৯৭ সালে আমার অফিসের কাছে অগ্রনী ব্যাংকের এক শাখায় দুটো কম্পিউটার কেনা হলো। আধুনিকায়নের অংশ হিসেবে। সেখানে সফটওয়ার ইনস্টল করা হলো এক বছর পর। অপারেটর নিয়োগ করতে গিয়ে আরো দুই বছর কেটে গেল। তারপর যখন অপারেটর পাওয়া গেল, তখন কম্পিউটার, সফটওয়ার সবগুলোর মডেল গেল বদলে। তারপর বোঝেন মজা, আবার টেন্ডার, আবার কেনো নতুন মডেল! ‍‌

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ওয়েব সাইট যে আছে তাই তো বেশি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নীড় সন্ধানী এর ছবি

‍‌হা হা ঠিক বলেছেন, সৈয়দ মুজতবা আলীর 'বই কেনা'র ড্রইংরুম বিলাসিনীর সেই বাক্যটি বোধহয় এরকম ছিল- "বই? সে তো একখানা আছেই ঘরে, আরেকটা কেনার দরকার কি?"

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সন্ধি [অতিথি] এর ছবি

সকাল বেলায় আপনার লেখাটা পড়ে দৈনিক প্র.আ. এর বিজ্ঞান বিভাগের বিভাগীয় সম্পাদককে এই লেখার লিংক দিয়ে খোমাখাতায় মেইল করলাম। তিনি আবার প্রধানমন্ত্রীর দফতরের অ্যাকসেস টু ইনফোরমেশন প্রকল্পে (ইউএনডিপিতে) আছেন কিনা, তাই। এখন র্পযন্ত কোন জবাব মেলেনি।

আপনার লেখায় মন্তব্য করতে পারিনি। সারা দিন বিভাগের আলোচনায় ছিলাম। রাতে এসে লিখলাম।

সন্ধি
স্টকহোম বিশ্ববিদ্যালয়

sandhi9@yahoo.com

নীড় সন্ধানী এর ছবি

আমার লজ্জাটা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর চেষ্টার জন্য ধন্যবাদ। সরকারের প্রধানতম ওয়েবসাইটের এই দুর্বলতা আমাদের জন্য দুর্ভাগ্যজনক!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সন্ধি [অতিথি] এর ছবি

Hi,
I am really sorry for writing in English. I got reply from him, He changed his job on there and moved to another organization. But he assured me to send this info to the respective persons, who involved with this.

Regards,
Sandhi

অতিথি লেখক এর ছবি

কি বুইলছেন? এক লোক দুই জায়গায় চাকরী করে কিভাবে। প্রথম আলোর বিজ্ঞান বিভাগের বিভাগীয় সম্পাদক, প্রধানমন্ত্রীর দফতরে অফিস করে নাকি?

আয়নামতি [অতিথি] এর ছবি

নজরুল ভাইয়ের মন্তব্যের কপিপেষ্ট: "ওয়েব সাইট যে আছে তাই তো বেশি।"

নীড় সন্ধানী এর ছবি

‍‌মামলা খাইতে চাও নাকি, পাইরেটেড কমেন্ট করে হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাফি এর ছবি

এইসব অকম্মারে রেখে তাদের পুলাপানগুলারেও যদি ওয়েবসাইটে কন্টেন্ট আপ করতে দিত!

নীড় সন্ধানী এর ছবি

‍‌একটা ওয়েবসাইটে কি কি কনটেন্ট থাকা দরকার আছে কি কি দরকার নাই, তা বোঝার মতো লোক সরকারে যে নাই, এটা পরিষ্কার। আর সরকারের প্রধান সাইটে যে ছ্যাবলামি থাকা অনুচিত এটা বুঝলেও তো হতো!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

জ্বিনের বাদশা এর ছবি

আমার কাছে কিন্তু ওয়েবসাইটটিকে বেশ ভালো মনে হলো

Know Bangladesh আর video মেন্যু দুটি পাশাপাশি থাকায় ভিজিটররা ভুল বুঝতে পারে যে ভিডিওটি পর্যটকদের জন্য বানানো, তবে ভিডিওর টাইটেল "e-Governece Service at doorstep"ই কিন্তু বলে দিচ্ছে এটা বানানো হয়েছে বাংলাদেশের সুদূর গ্রামাঞ্চলেও ই-গভর্নেন্সের কারণে কিভাবে জনজীবন সহজ হয়ে উঠেছে তা দেখানোর জন্য।

কিন্তু ওয়েবসাইট প্রণেতাদের ভুলটা হলো, Know Bangladesh অংশের read more পেজে গিয়েও দেখা গেলো ভিডিওটা ঝুলছে!! মন খারাপ কনফিউজড!!!

একটু অন্য আলোচনায় যাই। ই-গভর্নেন্সের দৃষ্টিকোণ থেকে আমি বলবো ভিডিওটা যেই বানাক, বেশ ভালো বানিয়েছে। সহজবোধ্য, হিউমারাস, এবং তথ্যসমৃদ্ধ। যেমন কৃষক যে পোকার ব্যবস্থা নেয়ার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারে, বা ইন্টারনেটের মাধ্যমে যে বাজারদর নির্দিষ্ট করার এ্যাপ্লিকেশন চালু হয়েছে -- এসব জানতামনা। আমার মনে হচ্ছে ডিজিটালাইজেশনের অনেক সুবিধা নেয়ারই উদ্যোগ নেয়া হয়েছে, এখন বাকী রইলো লোকজন সেটা কতটুকু মানবে।
যেমন বাজারদর বোর্ডে লিখে দেয়া হলো, কিন্তু ব্যবসায়ীরা অনুসরন করলোনা। বা আপনি আপনার ক্ষেতের পোকার ছবি কৃষি অফিসে পাঠালেন, কিন্তু কৃষি অফিসার সপ্তাহখানেক পর নড়েচড়ে বসে সেটা দেখলেন -- তাহলে ইগভর্নেন্স কেন কোনরকম গভর্নেন্সেই সুবিধা হবেনা।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নীড় সন্ধানী এর ছবি

‍‌ই-গভর্নেন্স বিশাল একটা ব্যাপার। যদি ই-গভর্নেন্স বোঝানোই উদ্দেশ্য হয়ে থাকতো, তাহলে সেটার জন্য আলাদা বিভাগ খুলে সেখানে তথ্যসমূহ লিখে, তারপর ভিডিও লিংক দেয়া যেতে পারে। আর এই মানের তথ্যচিত্রি বিটিভিতে যতটা খায়, সরকারের প্রধানতম ওয়েবসাইটে খায় না। ওয়েবসাইটের মান আরো অনেক ভালো হওয়াই কাম্য। এমনকি ভুটানের মতো পশ্চাদপদ দেশ সরকারী ওয়েবসাইটের মতো ব্যাপারগুলো আমাদের চেয়ে অনেক গুছিয়ে রাখে। রীতিমতো শিক্ষনীয় হতে পারে আমাদের সরকারের জন্য।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

বাউলিয়ানা এর ছবি

চমতকার পোষ্ট। এ বিষয়ে সচেতনতা জরুরী। আরেকটা জিনিষ একটু বেখাপ্পা লাগল। ডিএসই ইন্ডেক্স এবং কারেন্সী রেইট কি প্রথম পাতায় দেয়ার দরকার আছে?

ত. খ. ম.  এর ছবি

আজব !!! .flv ফাইলের সাথে এই website এ .vob ফাইল দেয়া আছে। .flv ফাইলে যা একবার পোস্ট করা আছে তা আবারও .vob ফাইল হিসাবে দেবার দরকার কি?? Download Video বোতামটি চাপলে এই .vob ফাইল নামানো যায়।

সবকিছুতেই ছেলেমানুষী ভাব... ;p

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।