বন্ধু তানিমের ডিজিটাল ফিল্ম "ফিরে এসো বেহুলা"

অদৃশ্য মানব এর ছবি
লিখেছেন অদৃশ্য মানব [অতিথি] (তারিখ: রবি, ১৩/০৯/২০০৯ - ৯:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুনিয়া কত এগিয়ে যাচ্ছে...৭ বছর একই স্কুলে একই ক্লাসে পড়া তানিম আজ সিনেমার ডিরেক্টর। তার নির্দেশনায় অভিনয় করে যাচ্ছে জয়া আহসান, হুমায়ুন ফরিদী, রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, শহিদুজ্জামান সেলিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদের মত স্বনামধন্য অভিনেতারা।

বাকী কাউরে নিয়া তেমুন আফসুস নাই...কিন্তু স্বপ্নের নায়িকা জয়া আহসান তানিমের কথায় নাচছে, গাইছে, হাসছে কল্পনা করলেই মেজাজ চ্রম খারাপ হয়। যে জায়গায় আমি মাত্র একবার জয়ার শ্যুটিং দেখছিলাম...মনে আছে, ক্লাসে বাং মেরে জয়ার চেয়ারের ঠিক পিছনে দাঁড়িয়ে ছিলাম। শ্যুটিংযের ফাঁকে ফাঁকে স্বপ্নকন্যা সেই চেয়ারটায় বসে, আর মেকাপ নেয়, জুস খায়, আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘন কালো কেশ দেখি ...সেটাই আমার জয়ার সবচেয়ে কাছাকাছি যাওয়া মন খারাপ আর হারামজাদা তানিমের বাচ্চা তানিয়া এখন তাকে নিয়া ফিল্ম বানায় রেগে টং

সে যাউকগা, মোটামুটি রাগন্ত অবস্থাতেই সিনেমার ট্রেলার দেখলাম, এবং দেখে বেশ মুগ্ধ (বন্ধুর কাজ বলে আমি বায়াসডও হতে পারি...আপ্নারা দেখে বিচার করেন।)

তানিম সম্পর্কে একটু বলি...ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, এর আগে ঢাকা কলেজ, এর আগে আমার সাথে স্কুলে। সচলের মধ্যে জিফরান, নিঝুম আর বিপ্লব ভাই তানিমকে বেশ ভালো ভাবে চিনে। স্কুল পর্যায়ে নিয়মিত অভিনয় করত, বেশ ভালো অভিনয়। খেলাধুলাতেও জব্বর।

যাউকগা...হুদা প্যাচাল পাইড়া লাভ নাই...ইউটিউব থেকে প্রিভিউ দেখেন...ফিল্মের নাম...ফিরে এসো বেহুলা।

শুভকামনা, দোস্ত।


মন্তব্য

অরুণ চৌধুরী, ঢাকা এর ছবি

ছবিটির অংশবিশেষ দেখে পুরো ছবিটি দেখার প্রবল আগ্রহ তৈরি হলো।

অদৃশ্য মানব এর ছবি

ধন্যবাদ। কবে/কোথায় মুক্তি পাবে তা অবশ্য জানি না।
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

শাহেনশাহ সিমন এর ছবি

মুক্তিতারিখ কবে?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অদৃশ্য মানব এর ছবি

জানি না ইয়ে, মানে...
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

মুস্তাফিজ এর ছবি

ট্রেলার দেখে মনে হচ্ছে নায়িকা সর্বস্ব ছবি।

...........................
Every Picture Tells a Story

অদৃশ্য মানব এর ছবি

সেই তো ভালো দেঁতো হাসি
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

আরিফ জেবতিক এর ছবি

ক্যামেরার কাজ ভালো লেগেছে। তবে কাহিনী অতিরিক্ত ড্রামাটিক হবে বলে ভয় পাচ্ছি।
শুভ কামনা থাকলো।

অদৃশ্য মানব এর ছবি

অতিরিক্ত ড্রামাটিক ব্যাপারটি আমারও মনে হয়েছিল...তারপরও দেখা যাক, কেমন হয় হাসি
পড়ার ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

সুহান রিজওয়ান এর ছবি

খোমাখাতায় প্রচুর আগ্রহ দেখছি এই ছবি নিয়ে- পরিচিতদের মাঝে।
তাই আশায় আছি।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সুহান রিজওয়ান এর ছবি

খোমাখাতায় প্রচুর আগ্রহ দেখছি এই ছবি নিয়ে- পরিচিতদের মাঝে।
তাই আশায় আছি।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অদৃশ্য মানব এর ছবি

আমিও আশায় আছি হাসি
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

দ্রোহী এর ছবি

জয়া আহসানের সাথে মণিকা সুইটহার্টের চেহারার কী আশ্চর্য মিল!!!

অদৃশ্য মানব এর ছবি

মনিকা আপনার, জয়া আমার...রাজি? দেঁতো হাসি
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

মুস্তাফিজ এর ছবি

মনিকা আপনার, জয়া আমার

আপত্তি জানাইলাম। শালীনতা আশাকরি।

...........................
Every Picture Tells a Story

অদৃশ্য মানব এর ছবি

দুঃখিত মুস্তাফিজ ভাই...রসিকতার ছলে বলা।
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

নজমুল আলবাব এর ছবি

সচলের পাঠক বাড়ছে প্রতিদিন। একটা সময় চেনা পরিচিত যে বলয় ছিলো, সেটা আর নাই এখন।

সাধারণভাবে বল্লে এই কমেন্টটা হয়তো সেরকম কোনো অর্থই বহন করে না। লোকজনে টিভি স্টার, সিনেমা স্টারদের নিয়ে হরহামেশা এমন কথা বলে থাকে। কিন্তু যখনই বলা কথাটা এমন স্ক্রিন শর্ট এর উপয়োগী হয়ে যায় তখন সেটা অন্যরকম হয়ে যেতে পারে। কেউ একজন তখন বলতেই পারে, সচলে বাজে কথা বলা হয়... সেটা শুনতে ভালো লাগবে না আমাদের।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অদৃশ্য মানব এর ছবি

আবারও, দুঃখিত।
বলার সময় বিষয়টা এভাবে খেয়াল করে দেখিনি। ভবিষ্যতে মাথায় থাকবে।
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

তানবীরা এর ছবি

জয়া আমার খুব পছন্দের একজন। তার সিনেমা ??? শুভ কামনা রইলো।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৌরভ এর ছবি

ট্রেলার দেখে বড় আগ্রহ জাগলো। দেখার আশা রাখি।


আবার লিখবো হয়তো কোন দিন

জিফরান খালেদ এর ছবি

এটার কোনো ধরণের প্রিমিয়ার লন্ডনে করা যায় কি-না তার একটা চেষ্টা করছি আমি আর তানিম; ধ্রুব মামার সাহায্যে। দেখা যাক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।